নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইমিনা

আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস,. দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস।

ইমিনা

Just because I liked something at one point in time doesn’t mean I’ll always like it, or that I have to go on liking it at all points in time as an unthinking act of loyalty to who I am as a person, based solely on who I was as a person. To be loyal to myself is to allow myself to grow and change, and challenge who I am and what I think. The only thing I am for sure is unsure, and this means I’m growing, and not stagnant or shrinking ...

ইমিনা › বিস্তারিত পোস্টঃ

অভিন্ন ভূবনের ভিন্ন দ্বার

০৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:০২

(১)



ভালোবাসার কথা বললেই তুই

চাল-ডালের হিসেবের খাতাটা হাতে ধরিয়ে দিস।

কেন রে ?

ওই নিরেট কাগজের বিন্যস্ত কালির ছাপটুকুই সব?

স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণের সাথে সংখ্যাগুলো বুঝি আহামরি কিছু?

চোখের সামনে দাড়িয়ে থাকা মানুষটা কি তবে এতোই নগন্য?

মাপিস না রে, মাপিস না তুই

ওই চাল-ডালের বেড়াজালে অামার ভালোবাসা।

ক্ষুধা ফুরালে কাঁদবি ঠিকই

মনের দেশে জড়িয়ে রাখা মনের খোঁজে।।



(২)



ফিরে আসবো তোকে ছুঁয়ে,

নিজ বৃত্তের ছায়া মাড়িয়ে তোর বৃত্তের শুভ্র রেখায় ।

মানবী হয়ে নয়-

এ যে আমার আজন্ম ব্যর্থতা হিসেবের গরমিলে,

কাঁচা হাতের লেখায় ভুল করে নিজের নাম।

তবুও আসতেই হবে -

শ্রাবনের পুকুরঘাটে সিড়ি বেয়ে

চঞ্চলা কিশোরীর সাবধানী পায়ের উচ্ছ্বাসে নয়,

লাল জরীর ফিতায় যত্নে বাধানো চুলের বেণীতে নয়,

তোর চোখ ভেসে যাওয়া অশ্রু হয়ে।

একটি অাশায়-

চোখ গড়িয়ে চিবুক বেয়ে নামতে গিয়ে

হঠাৎ থেমে জড়িয়ে নেব অস্থিরতা তোর।

পুরুষ কি তবে কাঁদে?

তুই কাঁদবি ঠিক কোন এক মাঝ দুপুরের চেতন মনে,

আমাকে ফিরে পাওয়ার করুণ আর্তির গোপন চাওয়ায়।

ভালোবাসা এমন ই রে-

প্রাপ্তির সুখে নেই, হৃদয়ের রক্তক্ষরনে হয়তো,

কাছে টানার সাধ্যে নেই, দূরে থেকে হাহাকার।।

মন্তব্য ১০৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (১০৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর লিখেছেন।

স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণের সাথে সংখ্যাগুলো বুঝি আহামরি কিছু?

০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৪

ইমিনা বলেছেন: মতামতটুকু জানিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ :) :)
শুভ কামনা রইলো।।

২| ০৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:২১

ক্লান্ত তীর্থ বলেছেন: প্রাপ্তির সুখে নেই, হৃদয়ের রক্তক্ষরনে হয়তো,
কাছে টানার সাধ্যে নেই, দূরে থেকে হাহাকার।। [/sb


ভালো বলেছেন++

০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৭

ইমিনা বলেছেন: ক্লান্ত তীর্থ, আপনার ভালো লেগেছে জেনে আমার ও অনেক ভালো লাগছে :) :)
ভালো থাকবেন । শুভ কামনা রইল।।

৩| ০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো, ১ম টা একটু বেশি

০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৯

ইমিনা বলেছেন: :) :)
অনেক ধন্যবাদ ভালোলাগাটুকু জানিয়ে যাওয়ার জন্য।
অনেক অনেক ভালো থাকবেন ।।

৪| ০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৩

ইমরাজ কবির মুন বলেছেন:
১ অন্যরকম​, ২ সুন্দর ||

০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২১

ইমিনা বলেছেন: ২য় টার ব্যাখ্যা বুঝলাম।
১ম টার অন্যরকম টা ঠিক কোন ধরনের অন্যরকম তা ই বুঝলাম না :( :(

৫| ০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দৈনন্দিন জীবনের চাপে ভালোবাসা যখন দ্বিতীয় স্থানে তখন এক নাম্বার কবিতাই আমাদের ভরসা। :)





০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫১

ইমিনা বলেছেন: এক নাম্বার কবিতা যখন আপনার ভরসা হয়ে দাড়ায় তখন মনের মধ্যে ডাইরেক্টলি একটা প্রশ্ন চলেই আসে : চাল-ডালের হিসাবটাতে সুপার এক্সপার্ট তো? না হয় সব কিছুতে গোলমাল পাকিয়ে বসে থাকতে হবে যে !!!

৬| ০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৮

ৎঁৎঁৎঁ বলেছেন: কেন রে ?
ওই নিরেট কাগজের বিন্যস্ত কালির ছাপটুকুই সব?

ভালোবাসা এমন ই রে-


দুটো কবিতাই ভালো লাগলো খুব! প্রথমটা বেশী!

০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০১

ইমিনা বলেছেন: অাপনার নিক টার ব্যাপারে আমার যথেষ্ট ভীতি আছে।
কিন্তু আপনার মন্তব্য পড়ে অনেকটা স্বাভাবিক লাগছে এবং তা থেকেই জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। :) :)

৭| ০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ফিরে আসবো তোকে ছুঁয়ে,
নিজ বৃত্তের ছায়া মাড়িয়ে তোর বৃত্তের শুভ্র রেখায় ।
মানবী হয়ে নয়-
এ যে আমার আজন্ম ব্যর্থতা হিসেবের গরমিলে,
কাঁচা হাতের লেখায় ভুল করে নিজের নাম।
তবুও আসতেই হবে -
শ্রাবনের পুকুরঘাটে সিড়ি বেয়ে
চঞ্চলা কিশোরীর সাবধানী পায়ের উচ্ছ্বাসে নয়,
লাল জরীর ফিতায় যত্নে বাধানো চুলের বেণীতে নয়,
তোর চোখ ভেসে যাওয়া অশ্রু হয়ে


এই লাইনগুলো খুব সুন্দর । +++++++্

০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৮

ইমিনা বলেছেন: ভালোলাগাটুকু জানিয়ে যাবার জন্য অনেক অনেক ধন্যবাদ :) :)
ভালো থাকবেন সব সময় ।।

৮| ০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:


প্রথমটা ভাল লাগছে। একটা মায়া ভরা কণ্ঠের আকুতি মনে হয়েছে।

০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১০

ইমিনা বলেছেন: মন্তব্য পড়ে মন টা ভালো হয়ে গেলো :) :)
অনেক অনেক ধন্যবাদ।।
শুভ কামনা সব সময়ের জন্য।।

৯| ০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো !

০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১১

ইমিনা বলেছেন: থ্যাঙ্কু অভি ভাইয়া :) :)
অনেক অনেক ভালোলাগা রইলো।।

১০| ০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দুটো কবিতাই অনন্য সুন্দর ---------

০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৩

ইমিনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আরজুমান আপুনি :) :)
আপনাদের ভালোলাগার প্রকাশ আমার জন্য প্রেরণা।
অনেক ভালো থাকবেন সব সময় ।।

১১| ০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫২

মামুন রশিদ বলেছেন: বাহ, বেশ লিখেছেন !!

০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫২

ইমিনা বলেছেন: মামুন ভাই, ধন্যবাদ দিয়ে ও শেষ করা যাবে না।
আপনাদের প্রেরণায় এই খানে আমার পথ চলা ।
অনেক ভালো থাকবেন ।।

১২| ০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২২

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: কে বেশি পাগল- কবি না কবিতা?
দরকার নেই সেই হিসেব নেবার ঘুমোও বাউন্ডুলে, ঘুমোও এবার।
কে বেশি মাতাল- কবি না কবিতা?
মহুয়ার দায় নেই, খবর দেবার ঘুমোও... ...
কে বেশি ক্লান্ত- কবি না কবিতা?
কবিতার ক্লাশ শেষ, এবারের মত.
কে বেশি বোঝাবে- কবি না কবিতা?
বাউন্ডুলে তা কোন ছন্দে বোঝাবো?
কে বেশি অবুঝ- কবি না কবিতা?

দুইজনই :)

কবির কবিতা ভাল লেগেছে !!

০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৭

ইমিনা বলেছেন: কে বেশি পাগল- কবি না কবিতা?
দরকার নেই সেই হিসেব নেবার ঘুমোও বাউন্ডুলে, ঘুমোও এবার।
কে বেশি মাতাল- কবি না কবিতা?
মহুয়ার দায় নেই, খবর দেবার ঘুমোও... ...
কে বেশি ক্লান্ত- কবি না কবিতা?
কবিতার ক্লাশ শেষ, এবারের মত.
কে বেশি বোঝাবে- কবি না কবিতা?
বাউন্ডুলে তা কোন ছন্দে বোঝাবো?
কে বেশি অবুঝ- কবি না কবিতা
...
কথাগুলো অামাকে ভাবনার দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। কবে নাগাদ মুক্তি মিলবে তা জানি না :)
তবে লেখা দুইটা যে আপনার পছন্দ হয়েছে তাতেই আমি আনন্দিত :)..

১৩| ০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩০

অদৃশ্য বলেছেন:






চমৎকার...

পুরুষরা কাঁদে... পুরুষের কান্না দৃশ্য ভয়ানক...


শুভকামনা...

০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪০

ইমিনা বলেছেন: না, পুরুষের কান্নার দৃশ্য ভয়ানক হতে পারে না।
প্রচন্ড কঠিন অভিব্যাক্তি নিয়ে কেউ একজন আকাশের দিকে তাকিয়ে আছে। অথচ তার ভিতরটা সামুদ্রিক ঝড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। হঠাৎ তার চোখ বেয়ে কয়েক ফোটা অশ্রু গড়িয়ে পড়লো ...
এবার বলেন, এই দৃশ্য কি ভয়ানক হতে পারে?
পারে নাহ্ ।
অাপনার লেখাগুলো পড়ি আর মনে হয় কল্পিত কিন্তু মায়াবী কোন পৃথিবীতে হারিয়ে যাই।
ভালোলাগাটুকু জানিয়ে যাবার জন্য অনেক ধন্যবাদ :) :)

১৪| ০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪১

sraboni বলেছেন: বাহ! সুন্দর লিখেছেন। ভাল লাগল।

০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪২

ইমিনা বলেছেন: আমার ব্লগে স্বাগতম শ্রাবনী আপু :)
ভালোলাগাটুকু জানিয়ে গিয়েছেন বলে আমি অনেক কৃতজ্ঞ।
আপনার প্রোপিকটা নিশ্চয় কোন রাজকুমারীর ?
:) :)

১৫| ০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: পুরুষ কি তবে কাঁদে? দূর্ব ঘাসের মত তৃপ্ত হলাম.. শুভকামনা..অভিনন্দন..

০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৪

ইমিনা বলেছেন: অনেক বেশী শুভকামনা আপনার জন্য।
অনেক ধন্যবাদ :) :)
ভালো থাকবেন সব সময়।।

১৬| ০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫২

নাছির84 বলেছেন: ভালবাসা সত্যিই এমন..............চাল-ডালের হিসাবের খাতার মাঝে আর্থিক জঙ্গল। ভেতরে লুকায়িত এক টুকরো সুখ। কাছে টানান সাধ্য নেই জেনেও তার স্পর্শে কেউ কাঁদে। কেউ আবার তাই দেখেই ভালবাসা কি শিখে ফেলে........।
দুটি কবিতাই মনোমুগ্ধকর।++++++++++
পুরুষ কাঁদবে না কেন ? তার কি অশ্রু নেই ? যদিও আমার মনে হয় ওই কান্নায় অশ্রু না থাকলে সেটা আরো বেশি ভয়াবহ।
ভাল থাকবেন। শুভ কামনা।

০৮ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

ইমিনা বলেছেন: কারো কারো মুভি রিভিউ এতোই ভালো লাগে যে সেই মুভিটা দেখার জন্য মনটা কেমন কেমন করে।
অার আপনার কবিতা রিভিউ পড়ে নিজের লেখাগুলো আবার পড়ে আসলাম।
এ জন্য ই আপনার ভালোলাগা, মন্দলাগা শুনিবার জন্য অপেক্ষায় থাকি।
অনেক অনেক ধন্যবাদ।
শুভ কামনা ।।

১৭| ০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৫

sraboni বলেছেন: হুম। পরী রাজকন্যা। ভাল আছো ইমিনা?

০৮ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১১

ইমিনা বলেছেন: অনেক ভালো আছি আপু।
পরী রাজকন্যাকে দেখে এতোটাই মুগ্ধ যে তাকে নিয়ে আমি একটা গল্প লিখে ফেলবো। সেদিন আপনার দরজায় নক করে জানিয়ে দেবো আমার গল্পে পরী রাজকন্যার ফিরে আসার সংবাদ :) :)

১৮| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৮

সীমানা ছাড়িয়ে বলেছেন: খুবই সুন্দর হয়েছে :D বিশেষ করে শুরুটা খুব চমৎকার।

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০৫

ইমিনা বলেছেন: ওকে, শুরুর কবিতাটা আপনাকে দিয়ে দিলাম। এক বারে ই দিয়ে দিলাম। এবার বলেন তো কেন আমি আপনাকে এটা দিয়ে দিলাম ?
8-| 8-|

১৯| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৮

সীমানা ছাড়িয়ে বলেছেন: ওয়াও। খুব খুশি :D কিন্তু কেন দিলেন তা তো বুঝলাম না :(

০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩৬

ইমিনা বলেছেন: এখন ও বুঝতে পারেন নি?
অামার কবি প্রতিভা আবিষ্কারের জন্য প্রথম কবিতাটি আপনাকে উৎসর্গ করলাম :) :)

২০| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৫

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লাগল

০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩৭

ইমিনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পরিবেশ বন্ধু।
শুভ কামনা রইলো ।।

২১| ০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৮

অদৃশ্য বলেছেন:





আপনি যে দৃশ্যের কথা বললেন ওটা আসলে বাইরের/বাহ্যিক দৃশ্য... প্রকৃত কান্না দৃশ্যগুলো আসলে গোপন বা লুকানো থাকে... সেটা দেখতে পেলে আপনি শিউরে উঠবেন...


শুভকামনা...

০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫১

ইমিনা বলেছেন: তাহলে সেই লুকানো কান্না কোন দিন ই আমি দেখতে চাই না। ছেলেদের কান্না সহ্য করার ক্ষমতা দেয়া হয় নি :( :(

২২| ০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৩

সংগ্রামী বালক বলেছেন: লেখাটা খুব ভালো লাগলো।তবে বিশেষ করে এই টুকু "তুই কাঁদবি ঠিক কোন এক মাঝ দুপুরের চেতন মনে,
আমাকে ফিরে পাওয়ার করুণ আর্তির গোপন চাওয়ায়।
ভালোবাসা এমন ই রে-
প্রাপ্তির সুখে নেই, হৃদয়ের রক্তক্ষরনে হয়তো,
কাছে টানার সাধ্যে নেই, দূরে থেকে হাহাকার" কম করে হলেও এই লাইন টুকু ১০ বার পড়েছি।

০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৪

ইমিনা বলেছেন: ১০ বার পড়েছেন?
অবিশ্বাস্য !!!
অবিশ্বাস্য হলেও আমার জন্য প্রেরণামূলক:) :)
অনেক অনেক ধন্যবাদ রইলো সংগ্রামী বালক।
আপনি বুঝি সংগ্রাম করে বাাঁচতে খুব ভালোবাসেন??

২৩| ০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৫

লাবনী আক্তার বলেছেন: পুরুষ কি তবে কাঁদে?
তুই কাঁদবি ঠিক কোন এক মাঝ দুপুরের চেতন মনে,
আমাকে ফিরে পাওয়ার করুণ আর্তির গোপন চাওয়ায়।
ভালোবাসা এমন ই রে-
প্রাপ্তির সুখে নেই, হৃদয়ের রক্তক্ষরনে হয়তো,
কাছে টানার সাধ্যে নেই, দূরে থেকে হাহাকার।।




চমৎকার!

দুটি কবিতাই ভালো লাগল। আপনি বেশ ভালো কবিতা লিখেন। নিয়মিত কবিতা পোস্ট দিবেন আশা করি। :)

০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৭

ইমিনা বলেছেন: লাবনী আপু যে !!!
আপনার মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো।
আপনার সহজ- সরল কিন্তু গভীর আবেদন সমৃদ্ধ লেখাগুলো আমারও খুব ভালো লাগে :) :)
অনেক অনেক ভালো থাকবেন আপু ।।

২৪| ০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩২

সংগ্রামী বালক বলেছেন: ইমিনা আপু,হৃদয়ের কথা গুলো আসলে ঠিক সংখ্যায় প্রকাশ করা যায় না।আসলে ওই চরন টুকু যে কতবার পড়েছি তা বলতে পারবো না।আপনি বিশ্বাস করবেন কিনা জানিনা তবে আমি বলবো যতটুকু মমতা দিয়ে আপনি আপনার এই লেখাটা লিখেছেন তার থেকেও বেশী বেশী গুরুত্ব দিয়ে আমি এই টা পড়েছি।ভালো থাকুন আর এর চেয়েও ভালো লেখা আমাদের উপহার দিবেন এই আশায় আছি।

০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫০

ইমিনা বলেছেন: এরকম মন ভালো করা মন্তব্য কে না আশা করে। আমি তো অবশ্যই ।
জানিনা কতটুকু ভালো লিখতে পারবো তবুও আপনাদের জন্য সামুতে নিয়মিত থাকবো এবং নিয়মিত লিখে যাবো।
অনেক অনেক শুভ কামনা রইলো সংগ্রামী ভাইয়া ।।
:) :)

২৫| ০৯ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

হাসান মাহবুব বলেছেন: +++

১০ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:৪৯

ইমিনা বলেছেন: হামা ভাইয়ার প্লাসগুলো যত্ন করে সিন্দুকে রেখে দিব :P :P
যখন হতাশায় থাকবো, সিন্দুকের ঢালী খুলে প্লাসগুলো দেখে নিব।
থ্যাঙ্কু ভাইয়া :) :

২৬| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অনুভূতি, যাপিত জীবনের মিশেলের সাথে শব্দের দারুন খেল।
মুগ্ধ হলাম, কবি।

শুভকামনা।

১০ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:৫৫

ইমিনা বলেছেন: কবির মনের উদারতার কারনে ই নিজের অক্ষমতাটুকু প্রকাশ করার সাহস পাই। কবিরা এতো উদার হয় কিভাবে? আমার লেখাগুলো দেখে যখন আমি নিজেই দ্বিধায় থাকি, তখন কবির আগমন যেন মেঘ না চাইতে ই বৃষ্টি।
অনেক অনেক ভালো থাকবেন কবি ।।

২৭| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:৫২

বিদ্রোহী বাঙালি বলেছেন: প্রথম কবিতায় দেখলাম বাস্তবতার কাছে ভালোবাসার আত্মসমর্পণ

আর দ্বিতীয় কবিতায় দেখলাম অবহেলিত ভালোবাসার কিছু ইচ্ছাপূরণের অভিলাষ, যা হয়তো প্রিয় মানুষের মনে কিছুটা অনুশোচনার সৃষ্টি করবে এবং ভালোবাসার মর্মার্থ অনুভব করতে সাহায্য করবে।

দুটোই ভালো লাগলো ইমিনা।

১০ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:০৬

ইমিনা বলেছেন: আমার ব্লগে স্বাগতম। অনেক ভালোলাগছে আপনার মূল্যবান মন্তব্য পেয়ে।
কিন্তু দ্বিতীয় কবিতায় বাস্তবতার কারনে ছিন্ন হওয়া ভালোবাসা পুনরায় প্রিয় মানুষটির কাছে ফিরে আসার ইচ্ছা ব্যক্ত করা হয়েছে। জীবনের কঠিন সমীকরন ঠেলে দু'জনের পাশাপাশি অবস্থান যখন অসম্ভব হয়ে দাড়ায় তখন ই মনের গহীনে খুজে পেতে ইচ্ছা কে আশ্রয় করে আকড়ে ধরতে হয়। এই জন্য ই একজন চেতন মনে কাঁদবে তার প্রেয়সীকে অনুভূতির ভিন্ন মাত্রায় ছুঁয়ে দিতে।
শুভকামনা রইলো। ভালো থাকবেন ।।

২৮| ১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৪

সীমানা ছাড়িয়ে বলেছেন: লেখক বলেছেন: এখন ও বুঝতে পারেন নি?
অামার কবি প্রতিভা আবিষ্কারের জন্য প্রথম কবিতাটি আপনাকে উৎসর্গ করলাম

--

ভাবছি কবি প্রতিভা আবিষ্কারের এই সফলতায় উদ্বুদ্ধ হয়ে টিভিতে "কবি, তোমাকেই খুঁজছে বাংলাদেশ" টাইপের একটা অনুষ্ঠান চালু করব :P :P :P

১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৫

ইমিনা বলেছেন: অতি চমৎকার সিদ্ধান্ত। সাধুবাদ জানাচ্ছি :) :)
বিচারক প্যানেলে কিন্তু কবি দূর্জয় কে রাখা লাগবে। আর আমি তো সেখানে থাকবো ই, তাই না?
তারপর আপনার এই প্রোগ্রাম সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পাউক সে দোয়া করছি :) :)

২৯| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:২০

সায়েদা সোহেলী বলেছেন: খুব ভালো িখেছ আপি , দুই টাই

দুইভিন্ন রকম জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে , যার কোনটাকেই আমরা অস্বীকার করতে পারিনা । এই দুই জীবন মিলেই আমাদের একজীবনে বসবাস


++++++++++

ভালোবাসা এমন ই রে-
প্রাপ্তির সুখে নেই, হৃদয়ের রক্তক্ষরনে হয়তো,
কাছে টানার সাধ্যে নেই, দূরে থেকে হাহাকার।।

১১ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

ইমিনা বলেছেন: এত সুন্দর মন্তব্যের প্রতিউত্তর যে কি দেব তা ই ভেবে পাচ্ছিলাম না।
তবে সোহেলী আপুর মন্তব্য আমার জন্য বরাবর ই স্পেশাল। আমি খুব অনুপ্রেরণা পাই।
আপুর মূল্যবান প্লাসগুলো তাই সযত্নে তুলে রাখলাম।
ভালো থাকবেন সব সময় :) :) :)

৩০| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৩

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ভালোবাসা এমন ই রে-
প্রাপ্তির সুখে নেই, হৃদয়ের রক্তক্ষরনে হয়তো,
কাছে টানার সাধ্যে নেই, দূরে থেকে হাহাকার।।


+++++

শুভ সকাল

১১ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০০

ইমিনা বলেছেন: প্লাসগুলো কিন্তু শুধুই প্লাস না। এগুলো হলো সাদা মুক্তা। তাই যত্ন করে রেখে দিলাম।
অনেক ধন্যবাদ কাগজের নৌকা আর সেই সাথে একরাশ শুভকামনা :) :) :)

৩১| ১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪০

একজন ঘূণপোকা বলেছেন: ভালোবাসার কথা বললেই তুই
চাল-ডালের হিসেবের খাতাটা হাতে ধরিয়ে দিস। =p~ =p~ =p~



ফিরে আসবো তোকে ছুঁয়ে,
নিজ বৃত্তের ছায়া মাড়িয়ে তোর বৃত্তের শুভ্র রেখায় ।
মানবী হয়ে নয়-
এ যে আমার আজন্ম ব্যর্থতা হিসেবের গরমিলে,
কাঁচা হাতের লেখায় ভুল করে নিজের নাম।

---আহা! কেউ যদি আমাকে এমন করে বলত ;) ;) ;)

১১ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১০

ইমিনা বলেছেন: এগুলো তো মনের কথা, প্রকাশিত নয়। তাই কেউ যদি আপনাকে ভেবে ও এই কথাগুলো বলে তবে তো আপনি বুঝতে পারবেন না কিছুতেই।
আফসুস টা তাই দুই পক্ষের ই থেকে যাবে ...
হি হি হি ...
অনেক শুভকামনা রইলো :) :)

৩২| ১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫২

আমিনুর রহমান বলেছেন:





আহা ! বেশ ! ভালোবাসায় ভরপুর কবিতা এবং অসাধারণ !


আমার তো এখনই কান্না করছি ! পুরুষরা কান্না করে যে প্রমান দিয়া গেলাম :P

১১ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

ইমিনা বলেছেন: আপনি যে কান্না করলেন তার প্রমাণ কই ভাইয়া?
মুখের কথা বিশ্বাস করি না যে ...
আপনার কান্না কান্না অভিব্যাক্তির একটা ফটো দেন তবে :P :P :P

৩৩| ১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৩

আমিনুর রহমান বলেছেন:

*আমার<আমি

১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৭

ইমিনা বলেছেন: হু, একটু লুকিয়ে লুকিয়ে কান্না করুন ভাইয়া।।
:P :P

৩৪| ১১ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

নীল জোসনা বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম ।

১১ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

ইমিনা বলেছেন: আরে নীল আপু, আপনাকে দেখেই মনটায় নীলের আবেশ ছড়িয়ে গেলো।
মালয়েশিয়া ভ্রমন কাহিনীর সম্পূর্ন বর্ণনা চাই। অপেক্ষায় আছি।
অনেক ভালো থাকবেন, অনেক অনেক :) :) :)

৩৫| ১১ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

এম এস কে বাঁধন বলেছেন: খুব ভাল লাগল। ++++২

১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:০৬

ইমিনা বলেছেন: বাধঁন ভাইয়া, আমার ব্লগ বাড়ীতে স্বাগতম। বসতে দিতে পারছি না তবে হাসি মুখে অবশ্যই অভ্যার্থনা জানাতে পারি :)
আর ভালোলাগাটুকু জানিয়ে যাবার জন্য অনেক অনেক ধন্যবাদ।
শুভকামনা সব সময়।।

৩৬| ১২ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাল লিখেছেন, শুভেচ্ছা...

১২ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০১

ইমিনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
অনেক ভালো লাগলো :) :)
শুভ কামনা ।।

৩৭| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: প্রথম কবিতাটা পড়েছিলাম বোধহয়। তখন মনে হয়েছিলো এখানে বুঝি আমার মন্তব্য করাই আছে। ভেতরে দেখি নাই। তাই মন্তব্য করতেই হলো।

প্রথমেই বলে রাখি, খুব ভালো লেগেছে। তবু আমি, আমার স্বভাব, কেবল কিছুনা কিছু ধরা। খুত আবার বলতে পারেন যা বুঝিনা তা জানতে চাওয়া অথবা আমি যা বুঝি তা অন্যদের সাথে মিলিয়ে দেখা।

১ এ-
ক্ষুধা ফুরালে কাঁদবি ঠিকই
মনের দেশে জড়িয়ে রাখা মনের খোঁজে।।

এটা কোন ক্ষুধা? আমার লাইন দু'টো কিন্তু বেশ লেগেছে।

২ এ-
ভালোবাসা এমন ই রে-
প্রাপ্তির সুখে নেই, হৃদয়ের রক্তক্ষরনে হয়তো,
কাছে টানার সাধ্যে নেই, দূরে থেকে হাহাকার।।

চমৎকার-
ধরা যাক দু'একটা ইদুঁর এবার।

ভালো থাকুন, সব সময়।

১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৬

ইমিনা বলেছেন: ক্ষুধা বলতে খাবারের জন্য হাহাকার ওয়ালা ক্ষুধা। অর্থাৎ বাস্তবিক প্রয়োজন।
...
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ্য।
ভালো থাকুন সব সময়। শুভ কামনা ...

৩৮| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১৫

উঠতি বুদ্ধিজীবী বলেছেন: লেখনী বেশ ভালো।
তবে গদ্য কবিতা কেন জানি ভালো লাগেনা আমার।

১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:১০

ইমিনা বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমার অনেক অনেক ভালো লাগছে :) :)
আপনার পোস্টগুলো মনে হয় ড্রাফটে রাখা। সে জন্য কখনোও পড়তে পারি নি। ড্রাফট থেকে বের করে আনলে হয় না ???

৩৯| ১৩ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:১৩

মরদেহ বলেছেন: "চোখ গড়িয়ে চিবুক বেয়ে নামতে গিয়ে
হঠাৎ থেমে জড়িয়ে নেব অস্থিরতা তোর।
পুরুষ কি তবে কাঁদে?"

--কাঁদে। পুরুষের কান্নায় শুধু তার ফেলে যাওয়া গায়ের ঘ্রান ভিজে...
ফিরে তো আর সে আসে না...।
আসবেও না। দরজাগুলো বন্ধ যে!
চাবিটা কে যে হারালো, তুমি? নাকি আমি?


---------------------
কবিতা লেখা খুবই কঠিন। কিন্তু লিখেছেন সুন্দর করে...

১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:১৩

ইমিনা বলেছেন: কাঁদে। পুরুষের কান্নায় শুধু তার ফেলে যাওয়া গায়ের ঘ্রান ভিজে...
ফিরে তো আর সে আসে না...।
আসবেও না। দরজাগুলো বন্ধ যে!
চাবিটা কে যে হারালো, তুমি? নাকি আমি?
...
কথাগুলো কিন্তু সুন্দর। অনেক ভালো লাগলো।
মন্তব্যের জন্য অনেকগুলো ধন্যবাদ রইলো।
শুভ কামনা সব সময় ।।

৪০| ১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫৫

ডট কম ০০৯ বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লাগল

আমিও বলি ভাল লাগলো B-))

১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৯

ইমিনা বলেছেন: অাপনার ও আপনাদের ভালোলাগাই ব্লগ লাইফের পাথেয়।
অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সব সময়।।

৪১| ১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:১৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: খুবই ভালো লাগলো। চমৎকার হয়েছে----------


পুরুষ কি তবে কাঁদে?
তুই কাঁদবি ঠিক কোন এক মাঝ দুপুরের চেতন মনে,
আমাকে ফিরে পাওয়ার করুণ আর্তির গোপন চাওয়ায়।
ভালোবাসা এমন ই রে-
প্রাপ্তির সুখে নেই, হৃদয়ের রক্তক্ষরনে হয়তো,
কাছে টানার সাধ্যে নেই, দূরে থেকে হাহাকার।।

১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৬

ইমিনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
:) :)
আচ্ছা, আপনি আর পোস্ট দেন না কেন? একটা পোস্ট দিয়ে রাখলেই হবে?
:( :(

৪২| ১৪ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:৪৯

সীমানা ছাড়িয়ে বলেছেন: লেখক বলেছেন: অতি চমৎকার সিদ্ধান্ত। সাধুবাদ জানাচ্ছি :) :)
বিচারক প্যানেলে কিন্তু কবি দূর্জয় কে রাখা লাগবে। আর আমি তো সেখানে থাকবো ই, তাই না?

আচ্ছা যান, বিচারক প্যানেলের দায়িত্ব আপনার উপরে শপে দিলাম। কবি দূর্জয় অবশ্যই থাকবেন। আর অনুষ্ঠানের যত প্রফিট সব আমার :P :P :P

১৪ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:০৭

ইমিনা বলেছেন: থ্যাঙ্কু, থ্যাঙ্কু :) :)
যত প্রফিট হবে সব আপনার । কোন আপত্তি নেই আমার। বিচারকের ভূমিকা পালন করতে পারলেই আমি ধন্য :P :P

৪৩| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫২

ইখতামিনের সহনিক বলেছেন:
░►কবিতা দু'টিই অসাধারণ লেগেছে.. তবে বানানে আরও সতর্ক হওয়া জরুরী

১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৬

ইমিনা বলেছেন: থ্যাঙ্কু।
এই বানান ভুলের ভয়ে ই কিছু লিখতে ইচ্ছা করে না। কিছু লিখলেই হাজার হাজার বানান ভুল। কি যে সমস্যা :( :(

৪৪| ১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪০

ইখতামিন বলেছেন:
ছোট-খাটো সমস্যাকে দিতে নেই. একটু নজর দিলেই ঠিক হয়ে যাবে
:)

১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১০

ইমিনা বলেছেন: না, এটা অনেক বড় সমস্যা। ভুলগুলো ধরতে ও পারি না।
ভয়ে ভয়ে থাকি সে জন্য :(
তবে হ্যা, আপনাদের সার্বক্ষনিক সহযোগীতায় আমি কৃতজ্ঞ।
নতুন বছরের অনেক অনেক ধন্যবাদ রইলো :) :)

৪৫| ১৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

অদ্বিতীয়া আমি বলেছেন: দ্বিতীয় টা বেশি ভালো লেগেছে ।

১৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

ইমিনা বলেছেন: থ্যাঙ্কু, থ্যাঙ্কু অদ্বিতীয়া আপু :) :)
আপনার ভালোলাগা আমার জন্য আরো বেশি রকম ভালোলাগা।
ভালো থাকবেন সব সময় ।।

৪৬| ২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালোবাসা এমন ই রে-
প্রাপ্তির সুখে নেই, হৃদয়ের রক্তক্ষরনে হয়তো,
কাছে টানার সাধ্যে নেই, দূরে থেকে হাহাকার।।


খুব সুন্দর :)

২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৭

ইমিনা বলেছেন: কবিদের মুগ্ধতা আমার জন্য বরাবর ই আগ্রহের।
নিজের লেখাকে তখন কিছু একটা মনে হয়। :)
থ্যাঙ্কু, থ্যাঙ্কু, মন্তব্য করে জানিয়ে যাওয়ার জন্য :) :)

৪৭| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৯

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: আপনি খুব সুন্দর লিখেন।

২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:১২

ইমিনা বলেছেন: মন্তব্য পেয়ে ভালো লাগছে
শুভ কামনা সব সময়।।
একটা অনুরোধ রাখলাম আপনার কাছে - আপনার "জনসাধারনের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র" নাম করনের রহস্য বলবেন প্লিজ?

৪৮| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪০

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন:
প্রায় ছয় মাসের মত সামহোয়্যার ইন ব্লগে আসছি। পোষ্ট পড়ার তেমন একটা সময় হয় না । তবে মাঝে মাঝে পোষ্ট পড়ে নিজের ব্যাক্তিগত অভিমত প্রকাশ করার জন্য একটি নিক খোলা ছাড়া কোন উপায় ছিলনা। সে সুত্র ধরেই আমি ব্লগে। নামটা রাখার পিছনে অনেক গুলো কারণ আছে সবগুলো কারণ সেভাবে বুঝানোটা অনেক কঠিন হয়ে যাবে।তবে আপনার অনুরোধের কারণে ছোট একটা কারণ আপনাকে বলছি, মলিন পোশাক কারা পরে? তা আপনি ভাল করেই জানেন। মলিন পোশাক পরা মানুষ সকল জায়গাতে নিগৃহীত ও নির্যাতিত। কৃষক মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায় আর আমারা তদেরকে দেখলে নাক ছিটকায়। আপনার বাসার কাজের মেয়েটির কোথায় চিন্তা করুণ না, সারাদিন আপনার ঘরের সৌন্দর্য ধরে রাখার জন্য কত কাজটায় না মেয়েটা করে। তারপরেও দেখুন টিভি দেখার সময় আপনি সোফায় আর তার স্থান আপনার পায়ের নিচের কার্পেটে। সমাজের বৈষম্যতার প্রতিকি অর্থে নামটি কেমন লাগলো? :)

২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২২

ইমিনা বলেছেন: নামকরনের ক্ষেত্রে ভালো রকম সার্থকতা আছে বলে মানতেই হবে।
ভালো লাগলো জেনে ।
আর জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ :) :)
শুভ কামনা সব সময়।

৪৯| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩০

ছবিঘর বলেছেন: প্রথমটা ব্যাপক সুন্দর

২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৭

ইমিনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
:) :)
ভালো থাকবেন সব সময়।।

৫০| ০২ রা মে, ২০১৪ রাত ৯:২৭

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লেগেছে কবিতাগুলি।

০২ রা মে, ২০১৪ রাত ৯:৩৯

ইমিনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সেলিম ভাই।
:) :)
ভালো থাকবেন সব সময়।।

৫১| ০৪ ঠা মে, ২০১৪ দুপুর ২:২১

জলপরী১৮ বলেছেন: তুই কাঁদবি ঠিক কোন এক মাঝ দুপুরের চেতন মনে..(y) :-(

০৪ ঠা মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

ইমিনা বলেছেন: আমার ব্লগে স্বাগতম জলপরী :) :)
ভালো থাকবেন সব সময়।
শুভ কামনা ।।

৫২| ১৭ ই মে, ২০১৪ রাত ১১:০৯

দি ভয়েস বলেছেন: প্রয়োজনের পিছু ছুটতে ছুটতে আমরা কিসের জন্য প্রয়োজনটাকে প্রয়োজন সেটাই ভূলে যাই ।

চমৎকার লেগেছে ।

২০ শে মে, ২০১৪ সকাল ৯:১০

ইমিনা বলেছেন: দারুন কথা বলেছেন। অনেক ভালোলাগা রইলো :) :)
আর হ্যা, আমার ব্লগ বাড়ীতে স্বাগতম :)

৫৩| ০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

নুরএমডিচৌধূরী বলেছেন: চঞ্চলা কিশোরীর সাবধানী পায়ের উচ্ছ্বাসে নয়,
লাল জরীর ফিতায় যত্নে বাধানো চুলের বেণীতে নয়,
তোর চোখ ভেসে যাওয়া অশ্রু হয়ে। কি অপুরব বাক্যবিলাপ কি দারুণ মোহনিয় ঘাণ , অনেক দোয়া রইল

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৮

ইমিনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
:) :) :)
শুভকামনা সব সময়।।

৫৪| ২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১০

একাকি উনমন বলেছেন: ইমিনা, অনেক দিন আপনার কোনো লেখা নেই, বেপার কি?

০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০০

ইমিনা বলেছেন: লেখা-টেখা এখন আর আসে না। মন থেকে কেমন যেন শূণ্যতা অনুভব করি। এই অবস্থা কাটিয়ে উঠলেই কিছু কবিতা লিখবো।

আমাকে মনে রাখার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া :)
অনেক অনেক ভালো থাকবেন ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.