নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইমিনা

আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস,. দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস।

ইমিনা

Just because I liked something at one point in time doesn’t mean I’ll always like it, or that I have to go on liking it at all points in time as an unthinking act of loyalty to who I am as a person, based solely on who I was as a person. To be loyal to myself is to allow myself to grow and change, and challenge who I am and what I think. The only thing I am for sure is unsure, and this means I’m growing, and not stagnant or shrinking ...

ইমিনা › বিস্তারিত পোস্টঃ

বিক্ষিপ্ত স্রোতে অভ্যস্ততা

২৫ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৫

সারি সারি লাশের স্তুপ দেখা এ চোখ

সৌন্দর্য্য খোঁজে না আজ।

আজ তাই -

শুভ্র কাপড়ে মোড়া শূন্যতার বিস্তৃত আনাগোনা।

পশ্চাৎ পতনে অস্থির চাহনীর দৃষ্টির তীক্ষতায়

অনুপস্থিত কল্পিত সুখের স্বপ্নকথা।



হারানো যন্ত্রনার নোনাজলে সিক্ত আমার চোখ

সৌন্দর্য্য খোঁজে না আজ।

আজ তাই -

অসহায় আত্নসমর্পিত রুদ্ধ দ্বারের নিষ্ঠুর আলিঙ্গন।

বেঁচে থাকার পরিহাসটুকুর ব্যথিত স্রোতের

বয়ে চলা অবারিত অচলাঙ্গন।



দীর্ঘ বিষন্নতায় বয়ে চলা ক্লান্ত এ মন

তোমার তুমি কে খোঁজে না আজ।

আজ তাই -

বাস্তবতার বেড়াজালে বেঁচে থাকাটা ই আর্তি।

ক্রমান্বয়ে ফিকে হয়ে যাওয়া সেই তুমি

সেলুলোয়েড ফিতায় বন্দি কোন প্রানের স্পন্দন।



তীব্র খরায় পুড়ে যাওয়া আমার প্রজাপতি মন

তোমার তুমি কে খোঁজে না আজ।

আজ তাই -

মাঝ দুপুরের তপ্তছায়ায় স্থির তরঙ্গের উচ্ছ্বাসার কার্পণ্যতা।

তুমিহীন অমসৃন কাঠের কঠিন ছকে

বন্দি হয়ে থাকার অনুচ্চারিত দুর্বিষহ অভ্যস্ততা।

মন্তব্য ১১৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (১১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৪

নাছির84 বলেছেন: এই কবিতাটার গভীরতা অতলস্পর্শী।
মনের প্রতিটি খুপড়িতে বিষন্নতা ভর করলে নিঃসৃত বাক্যগুলো বুঝি এমনই হয় ? বেঁচে থাকাটাই তখন একটা বড় ভেলকিবাজি। প্রজাপতির পাখনা পুড়ে গেছে। এখন তাকে সামনের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। এটাই জীবন...এটাই নিয়ম।
অনেক ভাল লিখেছেন। থামবেন না......

২৫ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

ইমিনা বলেছেন: কি আর বলবো, ধন্যবাদ দিয়েও ছোট করতে চাই না।
ব্যাপারটা নিশ্চয় বুঝতে পারছেন।
অামি কিন্তু আপনার প্রতি খুব খুব কৃতজ্ঞ।
অাপনার ব্লগ বাড়ীতে নতুন পোস্ট আশা করছি।
ভালো থাকবেন সব সময় ।।

২| ২৫ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো লাগল। :)

২৫ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

ইমিনা বলেছেন: যাক, আপনাকে পেয়ে মনের কষ্টটা অনেকাংশে ই কমেছে।
অনেক অনেক ধন্যবাদ :) :)
আজকের আবহাওয়ার জন্য নিশ্চয় খুব খুশি ?
হা হা হা ...
অনেক ভালো থাকবেন ।।

৩| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৩

ভারসাম্য বলেছেন: তোমার 'তুমি' কে আর খুঁজি না যদিও
আমার 'আমি' কে খুঁজে পেয়েছি অবশেষে

সারি সারি লাশে ভরা শুণ্য প্রান্তরে
শুভ্র আত্মার আলোকিত শান্তি মিছিলে
আমারে পেয়েছি খুঁজে কত কাল পরে!

এখন যাপিত জীবনের দুর্বিষহ রুঢ়তা
সহনীয় হয়ে গেছে, উপেক্ষার মসৃণ চাদরে।

উপভোগ্য উদাসী বিষন্নতা
না পাওয়া সুখের মোহ
ভুলিয়ে দিয়েছে আজ শান্ত আদরে।
--------------------------------------


খুব সুন্দর লিখেছেন। +++

২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২৪

ইমিনা বলেছেন: কি আর বলবো, আপনার কবিতা পড়তে গিয়েই সেই কবিতার প্রেমে পড়ে গিয়েছি। তাই নতুন করে প্রশংসা বাক্য খুঁজে পাচ্ছি না।
ধন্যবাদ , আপনার অমূল্য কিছু কাব্যময় সুধা এখানে রেখে যাওয়ার জন্য।
অনেক অনেক ভালো থাকবেন ।।

৪| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৯

মামুন রশিদ বলেছেন: হারানো যন্ত্রনার নোনাজলে সিক্ত আমার চোখ
সৌন্দর্য খোঁজে না আজ।
আজ তাই -
অসহায় আত্নসমর্পিত রুদ্ধ দ্বারের নিষ্ঠুর আলিঙ্গন।


চমৎকার প্রকাশ ।

২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২৯

ইমিনা বলেছেন: মামুন ভাই তো বরাবরের মতো ই আমার খুব প্রিয়।
প্রচন্ড রকম অনুপ্রেরণা পাই আপনার মন্তব্য থেকে।
অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।।

৫| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:


অসাধারন ও অনন্য +++ আপনার লেখায় মুগ্ধ হোলাম।

২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৩

ইমিনা বলেছেন: আপনার কাছ থেকে এরুপ মন্তব্য পাওয়া আমার জন্য সত্যিই খুব আনন্দের।
:) :)
অনেক ধন্যবাদ আর সেই সাথে রইলো অনেক অনেক শুভকামনা।।

৬| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার।।

২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৫

ইমিনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি
:) :)
ভালো থাকবেন সব সময়।।

৭| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৪১

অদ্বিতীয়া আমি বলেছেন: বাহ , আপু , বেশ ভালো লাগলো ।

২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৯

ইমিনা বলেছেন: আমার অদ্বিতীয়া আপু !!!
:) :)
প্রো পিক টা দেখে পুরো পিক টা দেখতে ইচ্ছা করছে। তবে আমি কিন্তু ঠিক ই কল্পনায় দেখে নিতে পারি সবাই কে। এমন কি আপনার পুরো পিক টা। হা হা হা
অনেক অনেক ভালো থাকবেন আপু, অনেক ভালোলাগা থাকলো আপনার জন্য :) :)

৮| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:৩০

হাতীর ডিম বলেছেন: বাহ! :)

২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:১২

ইমিনা বলেছেন: হাতী কিন্তু ডিম পাড়ে না, ঘোড়া ও না
হি হি হি ...
তবে অন্যের লিখা পড়ে ঠিক ই মুগ্ধ হতে পারে।
আর সে জন্য ই তো হাতীর ডিমের জন্য অনেক গুলো ধন্যবাদ আর সেই সাথে অনেক অনেক শুভ কামনা।।

৯| ২৬ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:১১

সায়েদা সোহেলী বলেছেন: .অদ্ভুত রকমের ভালো হয়েছে , পুরো টা জুড়েই মুগ্ধতা! !!তাই আর আলাদা করে কোন লাইন উল্লেখ করতে পারলাম নারে আপি


++++++++++++++++++

২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৬

ইমিনা বলেছেন: আমার সুন্দর একটা সিন্দুক আছে। সেটাতে সোহেলী আপুর সবগুলো মুগ্ধতার প্লাস সযত্নে রেখে দিলাম। তারপর ক্ষণে ক্ষণে সেগুলো বের করে আপুকে মনে করবো। :) :)
অনেক অনেক ভালোলাগা রইলো আপনার জন্য
:) :)

১০| ২৬ শে এপ্রিল, ২০১৪ ভোর ৫:১৫

আজাইরা পঁ্যাচাল বলেছেন: অনেক বেশি ভাল লেগেছে। :)

২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪১

ইমিনা বলেছেন: আমার ব্লগে স্বাগতম
:) :)
ভালোলাগাটুকু জানিয়ে যাবার জন্য অনেক অনেক ধন্যবাদ
শুভ কামনা সব সময়।।

১১| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:২৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আজ তাই -
মাঝ দুপুরের তপ্তছায়ায় স্থির তরঙ্গের উচ্ছ্বাসার কার্পণ্যতা।
তুমিহীন অমসৃন কাঠের কঠিন ছকে
বন্দি হয়ে থাকার অনুচ্চারিত দুর্বিষহ অভ্যস্ততা। ......

২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:২৭

ইমিনা বলেছেন: স্বর্ণা আপু !!!
:) :) :)
সকালটা ই ভালো ভাবে শুরু হলো।
অনেক অনেক ভালো থাকবেন ।।

১২| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:৪০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ওয়ান অব ইউ বেস্ট পিসেস।

প্রিয়তে নিয়েছি।

২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩৯

ইমিনা বলেছেন: আমি ধন্য
:) :)
সেই সাথে বাকরুদ্ধ
:) :)

১৩| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫২

ডার্ক ম্যান বলেছেন: ভাল লাগলো।
"আজ আমি ভীষণ একা
তাই রোজ খাচ্ছি শুধু ধোঁকা।"

২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:০১

ইমিনা বলেছেন: একা থাকলে তো ধোঁকা খাওয়ার সম্ভাবনা অনেক কম। এটা অবশ্য আমার ব্যক্তিগত মতামত।
অার হ্যা, আপনি তো ডার্ক ম্যান। আপনাকে ধোাকা দেয় এমন সাধ্য কার থাকতে পারে ???
:P :P

১৪| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৩

ডার্ক ম্যান বলেছেন: ধোঁকা খেয়ে বোকা হলাম
তাই তো আজ অন্ধকারে মিলিয়ে গেলাম।

২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:১৪

ইমিনা বলেছেন: ওহ্ আচ্ছা, এই ঘটনা তবে :P :P
আর সে জন্য ই অন্ধকারে মিলিয়ে গিয়ে ভয়ংকর চেহারা বানিয়ে অন্যেকে ভয় দেখনো
:( :(

১৫| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২০

নমিতা নায়ান বলেছেন: কঠিন এবং কঠোর বাস্তবতার কবিতা। খুব খুব সুন্দর আপি :)

২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৩

ইমিনা বলেছেন: আরে নায়ান যে !!!
এতো দ্রুত জেনারেল ???
তোমার ভাগ্য ভালো আপি। হ্যাপি ব্লগিং ...
নওরীনের সাথে তোমার কিছুদিনের মধ্যে দেখা হয়েছিলো? একটু দরকার আছে, দেখা করো ওর সাথে।

১৬| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৫

ডার্ক ম্যান বলেছেন: যে নিজে ভীত, সে কখনো অপরকে ভয় দেখাতে পারে না।

২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৪

ইমিনা বলেছেন: কথা সত্য। তবে প্রো পিক দেখিয়ে ও খুব সহজে ভয় দেখানো যায় :( :(

১৭| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৫

অন্ধবিন্দু বলেছেন:
ইমিনা,
অসহায় আত্নসমর্পণ চাইনে। অথবা দুর্বিষহ অভ্যস্ততায় চোখের নোনাজল। সেলুলোয়েড ফিতায় মোড়কবন্দী স্পন্দন অথবা বিষন্নতা সবকিছু ছাপিয়ে উচ্চারণ করতে চাই, আজ তাই-

আমি জেগে আছি। বাসস্তবতা কে বারবার আলিঙ্গন করে নিতে। দেখো আমি আছি, বদলে যাই নি। হারিয়ে যাই নি। আমি আছি। আমি আছি।

শুভ কামনা রইলো। লিখতে থাকুন।

২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৮

ইমিনা বলেছেন: ইস্, আপনার মন্তব্যটা কতই না সুন্দর।
এমন ই যদি হতো পৃথিবীটা :)
সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সব সময়।।

১৮| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৮

বৃত্তবন্দী শুভ্র বলেছেন: ভাল্লাগছে

২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:১০

ইমিনা বলেছেন: হেই, অনেক দিন পর দেখলাম।
কেমন আছেন?
ভালো লাগাটুকু জানিয়ে যাবার জন্য ধন্যবাদ
:) :)

১৯| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৩

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৮

ইমিনা বলেছেন: হামা ভাইয়া !!!
:) :)
মন্তব্যর জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সব সময় ।।

২০| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৬

এহসান সাবির বলেছেন: দীর্ঘ বিষন্নতায় বয়ে চলা ক্লান্ত এ মন
তোমার তুমি কে খোঁজে না আজ।
আজ তাই -
বাস্তবতার বেড়াজালে বেঁচে থাকাটা ই আর্তি।
ক্রমান্বয়ে ফিকে হয়ে যাওয়া সেই তুমি
সেলুলোয়েড ফিতায় বন্দি কোন প্রানের স্পন্দন।



++++

২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০২

ইমিনা বলেছেন: সাবির ভাইয়া, অনেক দিন পর মনে হয় আপনাকে দেখলাম।
দেখা পেয়ে অনেক ভালো লাগছে :) :)
প্লাসগুলোর জন্য ধন্যবাদ দিচ্ছি
ভালো থাকবেন সব সময় ।।

২১| ২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৩

অস্পিসাস প্রেইস বলেছেন: চমৎকার প্রকাশ । সুন্দর লিখেছেন। +++

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩২

ইমিনা বলেছেন: অনেক ধন্যবাদ অস্পিসাস প্রেইস।
:) :)
অানকমন একটা নিক আপনার। এর জন্য প্রাউড ফিল করা উচিত :) :)

২২| ২৬ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

নমিতা নায়ান বলেছেন: কিছুদিন পূর্বে ওর সাথে আমার দেখা হয়েছিল। তেমন কিছু বলে নি। ওকে, অ্যাই উইল কল হার টুডে

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৮

ইমিনা বলেছেন: আচ্ছা আপি, যোগাযোগ করো।
আর ভালো থেকো সব সময়।।

২৩| ২৬ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

অতঃপর জাহিদ বলেছেন: আপু আপনার লেখা বুঝতে একটু কষ্ট হলেও, অনেক বার পড়ি। খুব ভালো লেখেন।

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৫

ইমিনা বলেছেন: মন ভালো করা মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
আমার এই হতচ্ছাড়া লেখা বুঝার জন্য ও যে কেউ অনেকটা আগ্রহ করে, অনেকটা শ্রম দেয় - তা কল্পনা ও করতে পারি নি।
আপনার জন্য অনেক ভালোলাগা রইলো। ভালো থাকবেন সব সময় ।।

২৪| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫০

অবচেতনমন বলেছেন: বাস্তবতার বেড়াজালে বেঁচে থাকাটা ই আর্তি।
ক্রমান্বয়ে ফিকে হয়ে যাওয়া সেই তুমি
সেলুলোয়েড ফিতায় বন্দি কোন প্রানের স্পন্দন।


অসাধারন শব্দের মিতালী, বেশ ভাল থাকবেন প্রতিক্ষন এই কামনা।

২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২২

ইমিনা বলেছেন: মন্তব্যর জন্য অনেক অনেক ধন্যবাদ :) :)
আপনিও ভালো থাকবেন সব সময় ।
শুভ কামনা ।।

২৫| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৫

ক্লান্ত তীর্থ বলেছেন: ভালো লেগেছে,শব্দচয়নে সতর্কতা চোখে পড়ার মত!


ভালো থাকুন!

২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২৫

ইমিনা বলেছেন: সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগলো :)
আপনি ও ভালো থাকুন সব সময় ।।

২৬| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আপনার কোনো কবিতা আগে পড়েছি বলে মনে পড়ে না। ভালো লিখেছেন।

কবিদের জন্য একটা বড় সমস্যা হলো- কবিতা লিখবার সময়ে যতগুলো শব্দ মনে আসে, তাঁরা সবগুলো শব্দই কবিতায় বসিয়ে দিতে চান। আপনার ক্ষেত্রেও যদি এমনটা ঘটে থাকে তাহলে নিজেকে সংযত করুন। একটা কবিতা ভালো কবিতা হিসাবে দাঁড়িয়ে যায় কিছু ‘কঠিন’ শব্দের উপস্থিতিতে নয়, শব্দের সঠিক প্রয়োগে। মামুলি শব্দকে সঠিকভাবে প্রয়োগ করতে পারলেই কবিতা অনন্য হয়ে উঠব। অনেককে দেখা যায় অভিধান খুঁজে খুঁজে ‘কঠিন’ শব্দ বের করে এনে কবিতায় বসান, আর একটা ‘কঠিন’ কবিতা লিখে ফেলেছেন ভেবে আত্মপ্রসাদ লাভ করেন। কোনো কোনো পাঠক অবশ্য এদ্বারা মোহাবিষ্টও হোন। কবিকে এরূপ টেম্পটেশন থেকে বেরিয়ে আসতে হবে।

আপনার কবিতাটি সর্বৈব সাবলীল মনে হয় নি আমার কাছে। বেশিরভাগ অংশই খুব ভালো লেগেছে, তবে বিভিন্ন স্থানে শব্দগুলো জট পাকিয়ে গেছে মনে হয়। যেমনঃ

পশ্চাৎ পতনে অস্থির চাহনীর দৃষ্টির তীক্ষতায়
অনুপস্থিত কল্পিত সুখের স্বপ্নকথা।


আপনার পরের কবিতাটি আরো অনেক ভালো হবে নিশ্চয়ই।





২৭ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:১৮

ইমিনা বলেছেন: প্র্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনার গঠনমূলক মতামত জানিয়ে যাবার জন্য
শব্দচয়নের ক্ষেত্রে গতানুগতিক ধারার সমস্যার যে বর্ণনা আপনার মন্তব্যে চলে আসছে তা অনেক ক্ষেত্রে এবং অনেকের ক্ষেত্রে অবশ্যই সত্য।
তবে আমার উক্ত লেখায় শব্দচয়নে সেইরুপ জটিলতা রয়েছে বলে আমি মনে করছি না।
ভাবনাকে প্রকৃত ভাবে লিখিত রুপে ফুটিয়ে তোলার ক্ষেত্রে সঠিক শব্দচয়নের কোন বিকল্প থাকবে না নিশ্চয়। এই ক্ষেত্রে আমার সামনে একাধিক সম-অর্থের শব্দ থাকলেও আমি সেই শব্দটিকে বেছে নিব যেইটা আমার ভাবনা সার্থক প্রতিফলন ঘটাবে। এখন আমি যা ভাবছি, যে ভাবে ভাবছি এবং যতটুকু ভাবছি তা অন্যদের পক্ষে একই সমভূমি থেকে বোঝার কথা না । তবে হ্যা, ভাবনাটা লিখিতরুপে প্রকাশ করার পর প্রত্যেকে প্রত্যেকের চেয়ে আলাদা অলাদা প্যাটার্নে এবং ডিগ্রিতে বোঝবে। কেউ হয়তো বা আমার লেখার শব্দ সমষ্টি থেকে ভিন্ন কোন অর্থ বা অনুধাবন পেতে পারেন। আমি বলবো যে সেই ক্ষেত্রেও আমি সার্থক। আবার কারো কাছে শব্দজট পাকিয়ে গিয়ে পুরু লেখাটা ই কৃত্রিম মনে করতে পারেন। আমি বলবো যে সে ক্ষেত্রে আমার কোন দায়বদ্ধতা নেই কেননা আমি আমার ভাবনাকে ফুটিয়ে তুলতে সঠিক শব্দের প্রয়োগ করবো, অন্যরা কতটা সহজে বা সঠিকভাবে অনুভব করবে তা ভাববো না। না হয় এতে আমার ভাবনায় এবং ভাবনার প্রকাশ মানে সমস্যা হবে। আমি শুধু মাত্র তৃপ্তি লাভ করবো যখন আমার মনে হবে যে আমি সঠিক শব্দ সমষ্টিতে আমার ভাবনার প্রতিফলন ঘটাতে পেরেছি। তারপর অন্য কেউ যদি সেরকম বা তার চেয়ে ও ভালো বা একটু কম ভালো ভাবে তা বোঝে নেয়, আমার জন্য তা বাড়তি পাওনা।
অনেক কথা বলে ফেললাম, সে জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।
ভালো থাকবেন সব সময়।

২৭| ২৭ শে এপ্রিল, ২০১৪ ভোর ৫:৩৬

সীমানা ছাড়িয়ে বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে :) কিন্তু কবিতার ভিতরের কাহিনীগুলো মন খারাপ করে দিল :(

২৭ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:২৬

ইমিনা বলেছেন: হা হা হা ...
মন খারাপ করার কিছু নেই তো। আমাদের জীবনটা ই এমন যে আমাদের চাওয়ার ভিন্নতায় তা প্রবাহিত হবে। তবে সবার জন্য নয় নিশ্চয়।
তবে সেই রুপ বাজে পরিস্থিতি থেকে বেঁচে থাকার নূন্যতম অভ্যস্ততা অবশ্যই কাম্য। ঠিক কি না?
অনেক দিন পরে দেখলাম আপনাকে। ভালো আছেন নিশ্চয়। শুভ কামনা সব সময় :) :)

২৮| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:২০

সংগ্রামী বালক বলেছেন: এমন কিছু লেখা পড়ার জন্যই তো আমাদের সামুতে আসা।বরাবরের মতো এবারও ফাটাফাটি।

২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:০১

ইমিনা বলেছেন: মন্তব্যে প্রশংসায় মনে হয় ভাষা হারিয়ে ফেলেছি :|| :||
অনেক ভালোলাগা রইলো আপনার জন্য।
ভালো থাকবেন সব সময় :) :)
শুভ কামনা ।।

২৯| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৭

বৃতি বলেছেন: সুন্দর :)

২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৬

ইমিনা বলেছেন: ধন্যবাদ বৃতি আপু
:) :)

৩০| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৭

ছবিঘর বলেছেন: সুন্দর কবিতা

২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৮

ইমিনা বলেছেন: ধন্যবাদ ছবিঘর
:) :)

৩১| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১৭

আজাইরা পঁ্যাচাল বলেছেন: গভির ভাবটাকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ভালো লাগল। :)

২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫০

ইমিনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
:) :)
অার হ্যা, আপনি মনে হয় সিগারেট খাচ্ছেন। সিগারেট খাওয়া ভালু না :P :P :P

৩২| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৪

আজাইরা পঁ্যাচাল বলেছেন: জি আমি পাইলাম আপনার ধন্যবাদ পাইলাম।
আর হ্যাঁ কিঞ্চিৎ লজ্জাও পাইলাম আপনার কথা শুনে।
ধন্যবাদ :)

২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১১

ইমিনা বলেছেন: লজ্জা পাওয়ার কি আছে বলেন? আমরা আমরা ই তো। বোনের কথায় লজ্জা পেতে নেই ...

৩৩| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৬

আজাইরা পঁ্যাচাল বলেছেন: লজ্জা উঠাই নিলাম বোন। :D

২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৭

ইমিনা বলেছেন: থ্যাঙ্কু ভাইয়া :) :)

৩৪| ২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৪

মরদেহ বলেছেন: কবিতা কম বুঝি। কিন্তু দুঃখটুকু ঠিকই বেজেছে...

২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৬

ইমিনা বলেছেন: কবিতা বলতে আলাদা কিছু নাই। ভাবনার বহিপ্রকাশ মাত্র। যেহেতু আপনি বোধটুকু ধরতে পেরেছেন , তাতেই আমি সার্থক।
:) :)
অনেক অনেক ধন্যবাদ ।
...
মরদেহ মানে তো মৃতদেহ। তাই না? এমন ভয়ংকর নাম রেখেছেন কেন? আমার ভয় লাগে :( :(

৩৫| ২৮ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কঠিন ভাল হয়েছে :)

২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২৭

ইমিনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সেলিম ভাই
:) :)
ভালো থাকবেন সব সময়।।

৩৬| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৪

মতিউর রহমান মিঠু বলেছেন: অসাধারন লেখা। কিভাবে লিখেন এতো চমৎকার...

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪১

ইমিনা বলেছেন: আমি লিখি না তো। ভূত এসে আমার হাতে ভর করে আর কেমনে কেমনে যেন আমি টাইপ করে ফেলি।
তারপর কিছু একটা হয়ে যায় :P :P
আমার ব্লগে স্বাগতম।
সেই সাথে মন্তব্য করে জানিয়ে যাবার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন সা সময় ।।

৩৭| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৬

একজন আরমান বলেছেন:
ওহো...

সারপ্রাইজড।
অনেক সুন্দর লিখেন তো আপনি।

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৬

ইমিনা বলেছেন: সারপ্রাইজড !!!
মজা করে বললেন না তো আবার?
...
তবে এমন মন্তব্য পেলে কার না ভালো লাগে বলুন। আমার ও ভালো লাগে
:) :)
জানিয়ে যাবার জন্য অনেক ধন্যবাদ রইলো :) :)

৩৮| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৯

একজন আরমান বলেছেন:
না আমি সিরিয়াসলি বলেছি। আপনার সাথে বা আপনার লেখার সাথে তেমন একটা পরিচিত নই। অনেকদিন ব্লগে রেগুলার ছিলাম না। আপনার লেখাটা শক্তিশালীই মনে হয়েছে।

শুভকামনা রইলো।

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৪

ইমিনা বলেছেন: এবার সত্যি সত্যি আপনার জন্য অনেকগুলো ধন্যবাদ পাঠিয়ে দিলাম।
:) :)
শুভ কামনা আপনার জন্য ও।।

৩৯| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৯

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর হয়েছে।

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৫

ইমিনা বলেছেন: বেশ কিছু দিন পর ব্লগে আসলেন :) :)
আর আপনার ওয়ালে কোন নতুন পোস্ট ও দেখছি না :( :(
মন্তব্যের জন্য ভালোলাগা রইলো।
শুভ কামনা ।।

৪০| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১:১৯

বেলা শেষে বলেছেন:
Salam & Respect.

৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:১৬

ইমিনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বেলা শেষে।
:) :)
ভালো থাকবেন সব সময়।
শুভ কামনা ।।

৪১| ৩০ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:৫৯

সানড্যান্স বলেছেন: ঘোড়ার ডিম লিখছেন

৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:১৪

ইমিনা বলেছেন: যার মনে যা লাফ দিয়ে উঠে তা ।
মনের মধ্যে ঘোড়ার ডিম লালন করলে সারা দুনিয়াকে ই ঘোড়ার ডিমময় মনে হইবেক। সে জন্য আপনাকে আমি দোষ দিচ্ছি না ।।

৪২| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার একটা পোস্ট ++++

৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০০

ইমিনা বলেছেন: শুরু থেকে এবং সব সময় যে কয়েকজন ব্লগার ভাইয়া এবং আপু আমার পাশে পেয়ে আসছি আপনি তাদের মধ্যে একজন।
সে জন্য আমি সত্যি সত্যি খুব কৃতজ্ঞ।
অনেক দিন পর নতুন পোস্ট দিয়েছেন। দেখে আসবো এখুনি।
অনেক ভালো থাকবেন। শুভ কামনা ।।

৪৩| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৯

জাহাঙ্গীর.আলম বলেছেন:
বিষন্নতায় বাস্তবতার অনুচ্চারিত অভ্যস্ততায় তবু রয়ে যায় স্মৃতির প্রজাপতি মন ৷ হয়তো হারায় হয়তো হারায় না ৷


আপনার এ লেখা ব্যতিক্রমী এবং ভাল লাগল ৷

শুভেচ্ছা........

৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

ইমিনা বলেছেন: আমার ব্লগে স্বাগতম
:) :)
আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে। মন ভালো করা মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভ কামনা ...

৪৪| ৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

মশিকুর বলেছেন:
কবিতা ভাল লেগেছে, তবে একটু যেন কঠিন ঠেকলো। ব্যাপার নাহ..

চালয়ে যান :) শুভকামনা।।

৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

ইমিনা বলেছেন: আমি সাধারনত খুব সহজ করে ই লিখি। আমার পূর্ববর্তী কবিতাগুলো দেখলেই বুঝতে পারবেন সরল ভাব প্রকাশনা। সে দিন মেজাজ টা বেজায় রকম খারাপ ছিল আর কেমন করে জানি সেই ব্যাপারটাই লেখার গাথুনিতে চলে আসছে।
আমার ব্লগে স্বাগতম। মন্তব্য করে জানিয়ে যাবার জন্য অনেক অনেক ধন্যবাদ।
শুভ কামনা সব সময়।।

৪৫| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৯

অপ্রচলিত বলেছেন: অনেকদিন পর ব্লগে আসলাম এবং আপনার আরও একটি কবিতা পড়লাম। কবিতা মোটামুটি লাগলো। সরল স্বীকারোক্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখবেন আশা করি।

একরাশ শুভেচ্ছা এবং নিরন্তর শুভ কামনা।
শুভ ব্লগিং।

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৬

ইমিনা বলেছেন: আরে না, না। ক্ষমার কথা আসছে কেন?
এতো দিন পর ব্লগে এসেই আমার ব্লগে পোস্ট পড়ে গেলেন এবং মন্তব্য করে জানিয়ে গেলেন, তার জন্য ই তো আমি কৃতজ্ঞ।
সব সময় ভালো থাকবেন, ব্লগের সাথেই থাকবেন - তা আশা করছি।
শুভ কামনা :) :)

৪৬| ০৩ রা মে, ২০১৪ রাত ১১:০৮

হৃদয়ের স্পন্দন বলেছেন: +++

০৪ ঠা মে, ২০১৪ সকাল ৮:৫৫

ইমিনা বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
শুভ কামনা সব সময়।।

৪৭| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১০:৫৩

ইখতামিন বলেছেন:
দীর্ঘ বিষন্নতায় বয়ে চলা ক্লান্ত এ মন
তোমার তুমি কে খোঁজে না আজ।
আজ তাই -
বাস্তবতার বেড়াজালে বেঁচে থাকাটা ই আর্তি।
ক্রমান্বয়ে ফিকে হয়ে যাওয়া সেই তুমি
সেলুলোয়েড ফিতায় বন্দি কোন প্রানের স্পন্দন।

নবম ভালো লাগা

ভালোলাগা বাটনটা আজ কাজ করছে দেখে অবাক হয়েছি, যাক সামু তাহলে বদলেছে কিছুটা

০৪ ঠা মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

ইমিনা বলেছেন: এতো দিন কোথায় ছিলেন?
এতো অনিয়মিত কেন?
:( :(

৪৮| ০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৫:২৬

হৃদয়ের স্পন্দন বলেছেন: আপনাকে ও

০৪ ঠা মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

ইমিনা বলেছেন: ধন্যবাদ
:) :) :)

৪৯| ১১ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

সাবিউল হক বলেছেন: চমৎকার একটি কবিতা। শব্দচয়ন আর রুপকল্প, উপমা , চিত্রবিন্যাস সবদিক থেকেই। ভাষাও ঝরঝরে । বিমুগ্ধ উচ্চারন । এভাবেই তৈরী হয়ে যাবে কবির একটি নিজস্ব ভাযা। ভালো কবিতার জন্য অভিনন্দন ।

১২ ই মে, ২০১৪ সকাল ১০:৫৭

ইমিনা বলেছেন: ভাই, প্রশংসার তো কিছু ই বাকি থাকলো না। এতে যদি আমি অহংকারী হয়ে ই যাই তাতে আমাকে দোষ দেওয়া যাবে না :P :P
মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ।।

৫০| ১৩ ই মে, ২০১৪ রাত ১০:২৯

সাবিউল হক বলেছেন: আসলে প্রশংসা নয় সত্য উচ্চারণ। লেখকেরা অন্যের ভালো লেখা পড়লে চুপ করে থাকে । খারাপ লেখা পেলে আকাশ ফাটিয়ে চিৎকার দেয় । যেন সে ছাড়া পৃথিবীতে আর ভালো লেখক নেই । ফেলেদেওয়া ঝিনুকেও তো লুকিয়ে থাকতে পারে মুক্তো । বোন -আপনার লেখার যত্ন নিন। একদিন ভালো কবি হতে পারবেন । যথেষ্ট প্রতিভা আছে আপনার ভেতরে। ধন্যবাদ ।

১৪ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

ইমিনা বলেছেন: ভাইয়া, কবি হবার ইচ্ছা কখনও অনুভব করি নি। ভাবনাটাকে লিখে প্রকাশ করতে পারলেই ভালো লাগে।
তবে আপনার কথা শুনে অবশ্যই ভালো লেগেছে।
ধন্যবাদ :) :)
শুভকামনা সব সময় ।।

৫১| ১৪ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

একজন ঘূণপোকা বলেছেন:

১৪ ই মে, ২০১৪ রাত ১০:৩৬

ইমিনা বলেছেন: জ্বী, আপনার পেলাচ বুঝিয়া নিলাম :) :)
আপনি ও ভালো থাকবেন ।।

৫২| ২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৪৮

মোহাম্মদ রিয়াদুজ্জামান রিয়াদ বলেছেন: সব সময় বাস্তবতারে মাইানা লইলে চলে না রে বইন!

২৬ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২২

ইমিনা বলেছেন: আমার মনের কথাটাই বলেছেন ভাই। তারপরও বাস্তবতার কোন এক কঠিন মুহূর্ত হঠাৎ সামনে এসে দাড়িয়ে যায় যাকে অস্বিকার করার ক্ষমতা খুঁজে পাই না :(
...
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
শুভ কামনা সব সময় ।।

৫৩| ২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৩১

মোহাম্মদ রিয়াদুজ্জামান রিয়াদ বলেছেন: বাস্তবতাকে নিয়নন্ত্রণ করার ক্ষমতা অর্জন করতে হবে।

২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৫৭

ইমিনা বলেছেন: সেটাইতো করতেছি কিন্তু দিন তো শেষ হতে চায় না :(

৫৪| ০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৬

সাজিদ উল হক আবির বলেছেন: শুনতে খ্যাত লাগতে পারে , তবে এই মাত্রই সঞ্জয় লীলা বানসালির রাম-লীলা মুভিটা দেখে উঠলাম। বিক্ষিপ্ত মন, আপনার এই কবিতায় আরও বিক্ষিপ্ত হয়ে গেল। যাই হোক কবিতার জবাবে কবিতা -


ছিটকে পড়া নক্ষত্রের মতই
ছিটকে আসা হাসিতে
পা হড়কে প্রেমে পড়েছিলাম একদা।
আজ ছাতাপড়া পুরনো রদ্দি কাপড়, কাঁঠালের এঁচোড় আর
কলকারখানার বাহারি বর্জ্যের সাথে নর্দমায় ভেসে যাচ্ছে সে প্রণয়!

নবনিতা, আজ কাব্যের ঝুমঝুমি বাজাই কার জন্যে, বলো?
প্রেম গিয়েছে, তুমিও সামনে এগোও চলো!

সামনে এগোও যাতে-
তোমার হাসিতে ঝড়া মুক্তো দিয়ে কোন বাঁদর মালা না গাঁথে!
সামনে এগোও যাতে-
স্যাঁতস্যাঁতে গলির পাঁক-কাঁদা পেরিয়ে তোমায় গার্ডেন অফ ইডেনে না আসতে হয়!
সামনে এগোও যাতে-
কোন বলশালী প্রেমিকের বুকে হয় তোমার নূতন আশ্রয়!

আমিও আজ শিল-পাটা ধারকরনেওয়ালাকে দিয়ে
শান দিচ্ছি হৃদয়ে।
মরচে পড়া কলমের ডগায় ঘষছি শিরিষ কাগজ।
দণ্ডমুণ্ডসম্বলিত আস্ত একখানা প্রেমের বিনিময়ে
আশিরপদনখ একখানা কবিতা হলেই হবে-
মড়কের বাজারে এর বেশী কে চায়, কবে?

পুনশ্চঃ আপনার মন খারাপ থাকলে আপনি ভালো ভালো কবিতা লেখেন, আর আমার মন খারাপ থাকলে আমি গালি দিয়ে কবিতা লিখি । হা হা হা!

শুভকামনা, ব্লগার ইমিনা।

০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৩

ইমিনা বলেছেন: আহারে, বিক্ষিপ্ত মনে বিক্ষিপ্ত টাইপের কবিতা পড়লেন কেন ?
:( :(
আমারই উচিত ছিল কবিতাটা ড্রাফট করে রাখা। কিন্তু আমি জানতাম না আজ আপনি এই ম্যুভি দেখবেন, আজ আপনার মনটা বিক্ষিপ্ত হইবে আর সেই বিক্ষিপ্ত মন নিয়েই এই কবিতাটা পড়বেন। :( :(
কিন্তু আমি তো জানি - মাইনাসে মাইনাসে প্লাস। আপনার ক্ষেত্রে উল্টা হইলো কেন?
হা হা হা ...
শুভকামনা সব সময় :) :)

৫৫| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৮

রোহান খান বলেছেন: দাত তো ভাঙিয়া গেলগা - এত কঠিন - উরি বাবা । উরি বাবা ।উরি বাবা ।
আগে জানলে এইটা পড়তে ঢুকতামি না। ফ্রিই-তে প্যারা খাইয়া গেলামরে বাবা.....

০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১০:০৬

ইমিনা বলেছেন: দাঁতের জন্য প্রয়োজন ভালো টুথপেস্ট। তার অভাবে দাঁত তো ভাঙ্গবেই

;) ;) ;)

৫৬| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০১

সায়েদা সোহেলী বলেছেন: আজকে আবার দু দু বার পড়ে ফেললাম কবিতা টা

অনুমতি ছারাই সাথে করে নিয়ে গেলাম কিছু অংশ :)

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৮

ইমিনা বলেছেন: এতো আমার সৌভাগ্য এবং সেই সাথে আমার কবিতারও সৌভাগ্য
:( :( :(

কিন্তু আপনার নতুন পোস্টের অপেক্ষায় থাকতে থাকতে দিন কাটে না আমার , রাতও কাটে না আপু
:( :( :(

৫৭| ১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৯

In2the Dark বলেছেন: ভাল লাগলো :)

১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৮

ইমিনা বলেছেন: আমার ব্লগ বাড়ীতে স্বাগতম
:) :) :)

মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ্
ভালো থাকবেন। শুভকামনা সব সময়।।

৫৮| ১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৯

তারার রাত বলেছেন: কঠিন শব্দবিন্যাসের মধ্যেই ফুটে উঠেছে কঠিন কিন্তু সত্য ও সাবলীল ভাবনা। শুভেচ্ছা রইল :)

১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৩

ইমিনা বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন
:) :) :)

শুভকামনা সব সময় ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.