নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইমিনা

আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস,. দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস।

ইমিনা

Just because I liked something at one point in time doesn’t mean I’ll always like it, or that I have to go on liking it at all points in time as an unthinking act of loyalty to who I am as a person, based solely on who I was as a person. To be loyal to myself is to allow myself to grow and change, and challenge who I am and what I think. The only thing I am for sure is unsure, and this means I’m growing, and not stagnant or shrinking ...

ইমিনা › বিস্তারিত পোস্টঃ

থমকে দাড়ানো মাঝ দুপুরের কিছু ভাবনা

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৫

(১)

অপলা,

আজ বিকেলে বারান্দায় এসো,

সারা দিনের কর্মব্যস্ততা শেষে তোমার এই বেলায়

খুব বেশি সময় নিব না আমি।

দেখেছ তো আকাশে কেমন মেঘ করেছে?

তুমি বারান্দায় এলে তবে

মেঘেরা বৃষ্টি হয়ে নামবে তোমার আঙ্গিনায়।

তোমার পৃথিবীর লোহার শাষনের ফাকে

দু'হাত একটু বাড়িয়ে দিয়ো,

আমার আমি বৃষ্টি হয়ে তোমার হাত ছুঁয়ে

তারপর হারিয়ে যাবো ভূমির একাকিত্বে।

ক্ষণিকের তরে যদি ধরে রাখতে চাও

তবে তোমার জন্য বলছি আবার -

অধরা আকাশের মেঘ হয়ে নয়,

তোমার পা স্পর্শ করে দিতে পারা সীমানায়ই

আমার এ জীবনের সমাপ্তি, আমার পূর্ণতা।



(২)

কোন রাস্তায় হঠাৎ দেখা পথিকের মুখের

অম্লান হাসির অাতিথেয়তা আমি চাই নি,

কেউ একজন বিস্ময়ভরা কন্ঠে বলে উঠবে -

আরে আপনি! এত দিন পর কোথা থেকে?

না, সে প্রত্যাশার মাত্রা সংযত রেখে শুধু চেয়েছিলাম

কোন বিষণ্ন মানুষ আমার মাঝে খুঁজে পাক

তার প্রিয়জনের মুখের আদল।

তারপর আমি অনায়াসেই বলতে পারতাম -

আপনাদের হৃদয়ের সবটুকু ভালোবাসার ছায়া ছেড়ে

হারিয়ে যাওয়া আমার জন্য হয়তো সহজ নয়।

অথচ, তোমাদের স্বপ্নময় শহরে

আমি শুধু রোদের উত্তাপটুকুই পেয়েছি।

ক্ষণিকের তরে দাড়ানোর ছাউনীর যে পর্যাপ্ততা

তা বোধ করি ফুরিয়ে গেছে বহু আগেই।

তোমাদের পথের লাইটপোস্টের আলোতেও নিজেকে হারিয়েছি,

আর যে যখন পেরেছে শুধু ঠকিয়েছে মিথ্যা বাহানায়।

তবুও কোন অভিযোগ করি নি কোন দিন,

উচ্চারণ করি নি অভিশাপের অস্পৃশ্য শ্লোক,

কারন

যে চোখের দৃষ্টিসীমায় জড়িয়ে থাকে শুধু অপেক্ষা

সে চোখের জমিনে অভিযোগ থাকতে নেই।



(৩)

দীর্ঘ অপেক্ষা আর অন্ধকারের দেয়াল মেপে

অথবা স্বেচ্ছা নির্বাসণের অভিমানী কান্নায়

কি জানি কোথাকার জীবন কোথায় গেছে বয়ে,

আয়নায় নিজেকে দেখে হঠাৎ নিজের মনে চমকে উঠি,

না, এই তো আমি নই।

এই প্রতিচ্ছবির অবয়বে কি নিদারুন ক্লান্তি,

কালোর নিষ্ঠুরতায় ভেঙ্গে পড়া চোখের দু'কূল

আছড়ে পড়া সন্ধ্যার ঝড়ের তান্ডব রেখা।

আমি চেয়ে থাকি নিজের চোখে চোখ রেখে

সম্মূখে সযত্নে দাড়িয়ে যাওয়া খানিক অবকাশে।

...

...

এখনি ডাক পড়বে আবার হয়তো

অন্তহীন অপেক্ষার অন্ধকারের নির্জনতায়,

শেষবারের মতো তাই দেখে নেই নিজেকে

যেন আবার কোন এক প্রহরে নিজের বদলে যাওয়া অস্তিত্বকে

চিনে নিতে পারি সহজে আপন ভেবে।



মন্তব্য ১৪৩ টি রেটিং +২৫/-০

মন্তব্য (১৪৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২১

মৃদুল শ্রাবন বলেছেন: প্রত্যেকটা কবিতা সুন্দর।


আয়নায় নিজেকে দেখে হঠাৎ নিজের মনে চমকে উঠি,
না, এই তো আমি নই।
এই প্রতিচ্ছবির অবয়বে কি নিদারুন ক্লান্তি,


আমি নিজেও চমকে উঠি প্রায়ই।

কবিতায় ভালো লাগা নিবেন।

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫২

ইমিনা বলেছেন: প্রথম মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ :)

অাপনাদের ভালোলাগা আমাকে অনুপ্রাণিত করে :) :)


শুভকামনা সব সময়।।

২| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৪

কলমের কালি শেষ বলেছেন: যে চোখের দৃষ্টিসীমায় জড়িয়ে থাকে শুধু অপেক্ষা
সে চোখের জমিনে অভিযোগ থাকতে নেই।


পাঠকের ভালো লেগেছে ।...

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৯

ইমিনা বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন :)


অাপনার নাম করনের রহস্যটা যদি একদিন পরিস্কার করতেন তবে বড়ই উপকৃত হতাম 8-|

৩| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৬

পরিবেশ বন্ধু বলেছেন: পংতিমালা অপূর্ব

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১৭

ইমিনা বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জানবেন :)


ভালো থাকবেন। শুভকামনা সব সময় ।।

৪| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১৪

যুবায়ের বলেছেন: চমৎকার কাব্য.....
তিনটা কবিতাই সুন্দর...

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১৯

ইমিনা বলেছেন: আমার ব্লগ বাড়ীতে স্বাগতম
:) :) :)

মন্তব্যে জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। শুভকামনা সব সময়।।

৫| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১৭

কলমের কালি শেষ বলেছেন: আসলে কলম আর খাতা নিয়ে গল্প, কবিতা.. লেখার চর্চা এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে ডিজিটাল যুগের চাপাকলে পিষ্ঠ হয়ে । কলমের কালির দিন শেষ- এই ভাবনা থেকেই এই নামকরন ।.. :(

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৪

ইমিনা বলেছেন: বাহ্, দারুন নামকরন। আপনার এই নামকরনের ইতিহাস আরো পূর্বে যদি পেয়ে যেতাম তবে আমার একটা পূর্ববর্তী পোস্টে দিয়ে দিতে পারতাম। কিন্তু এখনও জেনে খুব ভালো লাগলো। জানানোর জন্য অশেষ ধন্যবাদ
:) :) :)

৬| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৮

জাফরুল মবীন বলেছেন: ভাবনাগুলো চমৎকার ও হৃদয়ছোঁয়া!

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩২

ইমিনা বলেছেন: আপনার মন্তব্যের মধ্যে ভালোলাগাটুকু পেয়ে অনুপ্রাণিত হলাম :)


অনেক অনেক ভালো থাকবেন। শুভকামনা সব সময়।।

৭| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩০

কলমের কালি শেষ বলেছেন: আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো..। আপনাকেও অশেষ ধন্যবাদ ।...:)

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৮

ইমিনা বলেছেন: তাই? দারুন তো !!!
অনেক দিন পর কেউ একজন আমার কথায় ভালোলাগা খুঁজে পেলো। থ্যাঙ্কস :) :)

শুভকামনা সব সময়।।

৮| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মাঝরাতে এসে মাঝদুপুরের কিছু ভাবনা/কবিতা পড়ে গেলাম। বেশ লাগলো।
শুভকামনা, কবি।

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫৬

ইমিনা বলেছেন: হু, কি আর করা। মাঝদুপুরে ভাবনারা সেই তখন থেকে আসবে আসবে বলছিলো। তাও ভালো যে ওরা হরিয়ে যায় নি :#>


প্রিয় কবির অনুপ্রেরণা আমার জন্য বিশাল পাওয়া :)
অনেক অনেক ভালো থাকবেন। শুভকামনা সব সময়।।

৯| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০০

বাংলার পাই বলেছেন: আমার আমি বৃষ্টি হয়ে তোমার হাত ছুঁয়ে
তারপর হারিয়ে যাবো ভূমির একাকিত্বে।
ক্ষণিকের তরে যদি ধরে রাখতে চাও
তবে তোমার জন্য বলছি আবার -
অধরা আকাশের মেঘ হয়ে নয়,
তোমার পা স্পর্শ করে দিতে পারা সীমানায়ই
আমার এ জীবনের সমাপ্তি, আমার পূর্ণতা।


তোমাদের পথের লাইটপোস্টের আলোতেও নিজেকে হারিয়েছি,
আর যে যখন পেরেছে শুধু ঠকিয়েছে মিথ্যা বাহানায়।
তবুও কোন অভিযোগ করি নি কোন দিন,
উচ্চারণ করি নি অভিশাপের অস্পৃশ্য শ্লোক,
কারন
যে চোখের দৃষ্টিসীমায় জড়িয়ে থাকে শুধু অপেক্ষা
সে চোখের জমিনে অভিযোগ থাকতে নেই।


অন্তহীন অপেক্ষার অন্ধকারের নির্জনতায়,
শেষবারের মতো তাই দেখে নেই নিজেকে
যেন আবার কোন এক প্রহরে নিজের বদলে যাওয়া অস্তিত্বকে
চিনে নিতে পারি সহজে আপন ভেবে।


সব গুলো কবিতাই চমৎকার। অনেক অনেক ভালো লাগা জানিয়ে গেলাম। শুভেচ্ছা রইলো।

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১:০৮

ইমিনা বলেছেন: কবিতা পাঠে এবং সেই সাথে মন্তব্যে ভালোলাগাটুকু জানিয়ে গিয়েছেন বলে অনেক ধন্যবাদ জানবেন।

অনেক অনেক ভালো থাকবেন। শুভকামনা সব সময়।।

১০| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১২

সায়েম মুন বলেছেন: ২ নংটা বেশী ভাল লেগেছে। এরপর ক্রমান্বয়ে ১, ৩। লিখতে থাকুন। অনেক শুভকামনা রইলো।

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১:১০

ইমিনা বলেছেন: আমার ব্লগ বাড়ীতে স্বাগতম
:) :) :)

আপনার মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম। আপনার জন্যও অনেক শুভকামনা রইলো।।

১১| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
অদ্ভুত!

অদ্ভুত সুন্দর!

ভাষা হারিয়ে ফেললাম এর চেয়ে কিছু বলতে গিয়ে।

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১:২০

ইমিনা বলেছেন: আমি ভুল দেখছি না তো !!!

না, না। আমি মনে হয় ঠিকই দেখছি :)
আমার আজকে পোস্ট দেওয়াটা সত্যিকার অর্থেই সার্থক হয়েছে। :)


ভাষা কি সত্যি হারিয়ে ফেলেছেন? এখন তবে কি হইবে :(( :(( :((

১২| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: এখুনি ডাক পড়বে আবার হয়তো
অন্তহীন অপেক্ষার অন্ধকারের নির্জনতায়,
শেষবারের মতো তাই দেখে নেই নিজেকে
যেন আবার কোন এক প্রহরে নিজের বদলে যাওয়া অস্তিত্বকে
চিনে নিতে পারি সহজে আপন ভেবে।

সুন্দর, শেষটা আরো বেশী ভালো লাগলো।

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১:২২

ইমিনা বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপু
:) :) :)


অনেক অনেক ভালো থাকবেন। শুভকামনা সব সময়।।

১৩| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪৭

ডি মুন বলেছেন: না, সে প্রত্যাশার মাত্রা সংযত রেখে শুধু চেয়েছিলাম
কোন বিষণ্ন মানুষ আমার মাঝে খুঁজে পাক
তার প্রিয়জনের মুখের আদল।


তিনটাই সুন্দর তবে আমার খুব বেশি ভালো লেগেছে প্রথমটা।

অপলা,
আজ বিকেলে বারান্দায় এসো,
সারা দিনের কর্মব্যস্ততা শেষে তোমার এই বেলায়
খুব বেশি সময় নিব না আমি।


শুভকামনা।

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১:২৪

ইমিনা বলেছেন: কবিদের মন্তব্য দেখে কিছু একটা লিখার সাহস হয়। অনুপ্রাণিত হই :)

অনেক ধন্যবাদ ভাইয়া। শুভকামনা সব সময়।।

১৪| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১:১৪

নুর ইসলাম রফিক বলেছেন: 1aj brishti amar moner alash dakte pareni.http://www.somewhereinblog.net/blog/rariq08

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১:২৫

ইমিনা বলেছেন: কিছু বুঝতে পারলাম না ভাইয়া :(


শুভকামনা সব সময়।।

১৫| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১:২৬

আবু শাকিল বলেছেন: শিরোনাম আকর্ষণীয় এবং কবিতায় ভাললাগা।
প্লাস।

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১:৩৭

ইমিনা বলেছেন: আমার ব্লগ বাড়ীতে স্বাগতম :)

শিরোনামটা যদিও এই সময়টার সাথে যায় না। মাঝদুপুরের সময়টাতে লিখেছিলাম বলেই সময়টাকে শিরোনামের ফ্রেমে রেখে দিলাম।

মন্তব্যে ভালোলাগাটুকু জানিয়ে যাবার জন্য অনেক ধন্যবাদ শাকিল ভাই।
শুভকামনা সব সময়।।

১৬| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১:৩৯

আমিনুর রহমান বলেছেন:




এই পিচ্চি মেয়েটা কি দারুণ কবিতা লেখে রে !
কবিতায় +++

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১:৫০

ইমিনা বলেছেন: ভাইয়া, আমি পিচ্চি না :((



আমি এখন অনেক বড়। কবিতাগুলো কিন্তু বলে দেয় আমি এখন বেশ হয়ে গেছি B-)
প্লাসগুলো রেখে দিলাম যত্ন করে। :)
ভালো থাকবেন সব সময়।।

১৭| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১:৫০

উদদিন বলেছেন: যে কবিতা কথা-বলে !

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১:৫৫

ইমিনা বলেছেন: বাহ্, একেবারে রূপকথার দেশ :)


ছবি এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। শুভকামনা সব সময় ।।

১৮| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১:৫৮

স্বপ্নবাজ অভি বলেছেন: প্রাণবন্ত দুটো কবিতা !

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ২:০৩

ইমিনা বলেছেন: প্রাণবন্ত সেই দুটো কবিতার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। :)


আল্লাহ জানে কোন কবিতাটির কপাল পুড়েছে ;)


ভালো থাকবেন অভি ভাইয়া। শুভকামনা

১৯| ৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৪২

নুরএমডিচৌধূরী বলেছেন: অসমভব সুনদর লিখা
অনেক ভালো লেগেছে
অনেক অনেক শুভকামনা
ভাল থাকবেন

৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৭

ইমিনা বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ :)


অাপনার জন্যও অনেক শুভকামনা :) :)

২০| ৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:২৯

বৃতি বলেছেন: সবগুলো কবিতা চমৎকার। বিশেষ করে প্রথমটা। অনেক ভালো লাগা থাকল লিখাতে :)

৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৪

ইমিনা বলেছেন: বৃতি আপু যা লিখেন তার তুলনায় আমার কবিতা নিতান্তই ছাইপাশ। তবুও আপনাদের অনুপ্রেরণা পেয়ে মাঝে মাঝে কিছু একটা লিখার সাহস করি।


অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন ।।

২১| ৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:


খুব ভাল লাগল ইমিনা আপু। সকালের প্রথম কবিতা পড়ে মনঃটা ফ্রেশ হলো।

৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৭

ইমিনা বলেছেন: বাহ্, আমার কবিতা তাহলে আপনার একটা সুন্দর দিনের সূচনা হয়ে থাকুক :) :) :)

সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।।

২২| ৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০৫

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: আচ্ছা আপনারা সব সময় কবিতার আদি অন্ত বুক জুড়ে এমন দুঃখ চাষ করেন কেন? কেন আপনদের কবিতার শরীরের কষ্ট ঘষে ঘষে কবিতা সৃষ্টি হয়?

সবাই আমার মত এমন সুখি নয় কেন?:)

আমি কেন চাইলেই এমন লিখতে পারিনা ?

একটা লাইনও আমি সাজাতে পারিনা,আমি পারি ইটের উপর ইট সাজানো,কাঠের গায়ে পেরেক ঠোকানো,লোহার সাথে লোহা।একটা ভালো বাসার স্বপ্ন আমি দেখি কিন্তু ভালোবাসা আমি ঠিক বুঝতে পারিনা,খুজতেও যাইনা :(
সে আমার ব্যর্থতা



তবে আপনি ভালৈ লেখেন।

ভালো থাকুন

৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:১১

ইমিনা বলেছেন: চাইলেও ঘষে ঘষে এই সব কবিতা থেকে দুঃখ দুঃখ ভাবটুকু দূর করতে পারি না।
তবে বিশ্বাস রাখি যে একদিন আমিও অন্য রকম করে কবিতা লিখতে পারবো। কেননা আপনাদের প্রেরণা আমার জন্য আশীর্বাদ :)

অনেক ভালো থাকুন।

২৩| ৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২৬

মাহবু১৫৪ বলেছেন: সবগুলো কবিতাই অসম্ভব সুন্দর

ভাল লাগা

+++++

৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৩

ইমিনা বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জানবেন :)

ভালো থাকবেন ভাইয়া। শুভকামনা সব সময় ।।

২৪| ৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৭

মামুন রশিদ বলেছেন: সুন্দর লিখেছেন । ভালো থাকবেন ইমিনা ।

৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৩

ইমিনা বলেছেন: জী ভাইয়া, আপনিও ভালো থাকবেন। :)

আপনাদের মন্তব্যে আমি অনুপ্রাণিত হই :) :)

২৫| ৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৩

আহসানের ব্লগ বলেছেন: ভালো ছিল।

৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৪

ইমিনা বলেছেন: ভালোলাগাটুকু জানিয়ে যাবার জন্য অনেক ধন্যবাদ জানবেন :)


শুভকামনা সব সময়।।

২৬| ৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৭

জাহাঙ্গীর.আলম বলেছেন:
অপেক্ষা - প্রতিটি পক্তিমালায় ধ্বনিত হলো বারবার সংস্থাপনে ৷ প্রিয় শব্দ ৷

ভাল লাগল ৷ এক সাথে কয়েকটি পড়লে তুলনা চলে আসে যাতে ইচ্ছুক নই মোটেও ৷

৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৯

ইমিনা বলেছেন: আমার কিন্তু তুলনা করতে ভালো লাগে তাতে পছন্দের ধাপটা বুঝানো যায় :)


অপেক্ষা - সম্ভবত এই একটি শব্দ মানুষকে বাঁচিয়ে রাখে, মানুষকে চালিত করে আগামীর দিকে। মানুষ চেতন অথবা অবচেতনভাবে অপেক্ষায় থাকে আমৃত্যু।

আপনার মন্তব্য বরাবরের মতোই অসাধারন। অনেক ধন্যবাদ জানবেন। :)

২৭| ৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৯

আহমেদ জী এস বলেছেন: ইমিনা ,




....অধরা আকাশের মেঘ হয়ে নয়,
তোমার পা স্পর্শ করে দিতে পারা সীমানায়ই
আমার এ জীবনের সমাপ্তি, আমার পূর্ণতা।...

এই "পা" স্পর্শ করা মনোভাবটি মানতে বড্ড কষ্ট হচ্ছে । এমোন সুন্দর একটি প্রেমের কবিতায় প্রেমাষ্পদের পা ছুঁয়ে দিতে চেয়েছেন বলে প্রেমের পদস্খলন করে ফেলেছেন কিনা বুঝতে পারছিনে ।

প্রেমে হারিয়ে যেতে হয় চোখের পাতায় , বৃষ্টি হয়ে ছুঁয়ে দিতে হয় হাত ।

কি জানি, আমারই বুঝতে ভুল হলো কিনা !

আর দ্বিতীয় কবিতাটিতে কেউ একজন বিস্ময়ভরা কন্ঠে বলে উঠবে -
আরে আপনি! এত দিন পর কোথা থেকে?
ভাবের সাথে যায় তেমন কবিতার একটি লিংক দিলুম -

Click This Link

ভালোবাসার ছায়া ছেড়ে হারিয়ে যাওয়া সহজ নয়।
এমোন ভাবনা থেকেই হয়তো তৃতীয় কবিতাটির জন্ম । কারন নিজেকে ভালোবাসা চির অটুট, এ থেকে হারিয়ে যাওয়া যায়না । যায় কি ?

কবিতায় ভালোলাগা । ভালো থাকুন ।

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২৯

ইমিনা বলেছেন: পা স্পর্শ করা সীমানায় যদি হয় পূর্ণতা, তবে তার মুখের হাসি কি হবে তা ভেবে দেখেছেন কি? :)

ভালোবাসা এমনই। ভালোবাসার মানুষের প্রতি আকুলতাই সত্যি, তার একটু ভালোর জন্য সব কিছু বিসর্জন দিয়েও মনে অতৃপ্তি রবে এই ভেবে যে তার জন্য কেন আরো বেশি কিছু করা হলো না। আপনার সুন্দর ও গভীর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

আপনার লিংক ধরে পড়তে যাচ্ছি। পড়ার পর ভালো মন্দটুকু অবশ্যই জানাবো

২৮| ৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:০১

হাসান মাহবুব বলেছেন: স্নিগ্ধ বিষাদ। ভালো লাগলো।

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৫

ইমিনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন হামা ভাই :)




শুভকামনা সব সময়।।

২৯| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১২

উপপাদ্য বলেছেন: এখুনি ডাক পড়বে আবার হয়তো
অন্তহীন অপেক্ষার অন্ধকারের নির্জনতায়,



ভালো লেগেছে...... ধন্যবাদ

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:২৯

ইমিনা বলেছেন: ভালোলাগাটুকু জানিয়ে যাবার জন্য অনেক ধন্যবাদ জানবেন :) :)

ভালো থাকবেন। শুভকামনা সব সময়।।

৩০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



নিদারুন সুন্দর কবিতামালা।

+++++++

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৮

ইমিনা বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জানবেন।

শুভকামনা সব সময়।।

৩১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৪৯

জুন বলেছেন: যে চোখের দৃষ্টিসীমায় জড়িয়ে থাকে শুধু অপেক্ষা
সে চোখের জমিনে অভিযোগ থাকতে নেই

অসাধারন আপনার কবিতা । উপরের লাইনের মত প্রতিটি শব্দই মন ছুয়ে যাওয়া ইমিনা ।
+

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০২

ইমিনা বলেছেন: কবিতা পাঠে আপনার প্রতি কৃতজ্ঞ আর সেই সাথে আপনার মন্তব্যগুলো সর্বদাই আমার জন্য অনুপ্রেরণা :) :)

অনেক ধন্যবাদ জুন আপু :)
শুভকামনা সব সময়।।

৩২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০২

রাফা বলেছেন: প্রতিট কবিতাই সম্পুর্ণ মনে হোয়েছে আমার কাছে।
কোথাও কোন অসম্পুর্ণতা নেই,এটাতেই বেশি মুগ্ধ হোয়েছি।

সঠিক ভাবে কিছু বলতে পারছিনা।তাই নিরবতায় প্রকাশ করে গেলাম ভালো-লাগা টুকু।

ধন্যবাদ,ইমিনা -আপনার সুন্দর কবিতাগুলোর জন্য।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৬

ইমিনা বলেছেন: আপনার মন্তব্য পড়ার পর ঠিক কিভাবে ধন্যবাদ জ্ঞাপন করবো তা বুঝে উঠতে পারছি না। আমার এই সামান্য লেখাগুলোও যে কারো কাছে এতোটা সম্পূর্ন মনে হবে তা চিন্তা করতে পারি নি। :)

আপনার মন্তব্যে আমি অনুপ্রাণিত। ধন্যবাদ :) :)

শুভকামনা সব সময়।।

৩৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০২

তারার রাত বলেছেন: ৩টি কবিতাই মন ছুঁয়ে গেল। প্রতিটি শব্দ ও প্রতিটি লাইনে জড়িয়ে আছে ভালবাসার গভীর আর্তি। অনেক শুভেচ্ছা

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০২

ইমিনা বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জানবেন :)

আপনার জন্যও অনেক অনেক শুভেচ্ছা ।।

৩৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৭

এ্যামালগাম বলেছেন: চমতকার

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৪

ইমিনা বলেছেন: কবিতা পাঠে এবং মন্তব্যে ভালোলাগাটুকু জানিয়ে যাবার জন্য অনেক ধন্যবাদ এ্যামালগাম :)



শুভকামনা সব সময়।।

৩৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২১

সুমন জেবা বলেছেন: (১) এর বিপরীতে

"মেঘমালা"
কই তুমি ..??
তোমার কথা'তেই
সেই ক-খ-ন থেকে আমি বারান্দায়_
বিকেল গড়িয়ে সন্ধা নেমে এলো
তোমার কোনো দেখা নাই ।।

তুমি'ই তো বলেছিলে,
আমি বারান্দায় এলে-
বৃষ্টি হয়ে নামবে তুমি !

তোমার কথায়--
দু'হাত বাড়িয়ে,ঠাঁই দাড়িয়ে আমি !

কিন্তুূ তোমার 'ই তো দেখা নাই ?

পারবে'না যখন
অমন কথা দিতে যাও কেন ??
তোমার কথাতেই,
অপেক্ষার প্রহর পেরিয়ে
আমি আমার একাকিত্বে হারাচ্ছি এখন ।

তবুও
তোমার'ই প্রতিক্ষায়
অস্পষ্ট সিমানায় ..
অপেক্ষা করে যাবে এই মন !!

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১০

ইমিনা বলেছেন: বাহ্, চমৎকার আইডিয়া !!!

অপর পক্ষ থেকে একান্ত ভাবনাগুলো ফুটে উঠার অনন্য উদাহরন। অনেক ভালো হয়েছে। ধন্যবাদ :) :) :)

শুভকামনা সব সময়।।

৩৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৯

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগা রইল ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩১

ইমিনা বলেছেন: কবিতা পাঠে অনেক কৃতজ্ঞতা এবং ভালোলাগাটুকু জানিয়ে যাবার জন্য অনেক ধন্যবাদ :)

ভালো থাকবেন। শুভকামনা সব সময়।।

৩৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

অপূর্ণ রায়হান বলেছেন: তিনটা কবিতাই অনেক সুন্দর +++


ভালো থাকবেন সবসময় :)

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৭

ইমিনা বলেছেন: আমার ব্লগ বাড়ীতে স্বাগতম :)
মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন। শুভকামনা





আপনার প্রো পিকের সবুজের মুগ্ধতা সবকিছুকে ছাড়িয়ে যায়।

৩৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪২

সুমন কর বলেছেন: প্রতিটি সুন্দর। তবে ১ এবং ৩নং বেশী মন ছুঁয়ে গেল।
ভালো থাকবেন।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৮

ইমিনা বলেছেন: কবিতা পাঠে এবং মন্তব্যে পাঠের সেই ভালোলাগা জানিয়ে যাবার জন্য অনেক ধন্যবাদ জানবেন :)


অাপনিও অনেক ভালো থাকবেন।।

৩৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১১

মামুন ইসলাম বলেছেন: বাহা অসাধারন ভালো একটি লেখা

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫৭

ইমিনা বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জানবেন :)



ভালো থাকবেন।
শুভকামনা সব সময়।।

৪০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার ব্লগে যাওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।


একটা ভালো কবিতা পড়েছি আপনার সুবাদে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০০

ইমিনা বলেছেন: ধন্যবাদ :)


শুভকামনা সব সময়।।

৪১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৫

শেষ কক্ষপথের ইলেক্ট্রন বলেছেন: বাহ

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৯

ইমিনা বলেছেন: হা হা হা ...
ধন্যবাদ :)


অনেক ভালো থাকবেন। শুভকামনা সব সময়।।

৪২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৭

সায়েদা সোহেলী বলেছেন: ।তুমি কি করে বারেবার জানান দিয়ে যাও !!
আমি ছিলাম ,
আমি আছি
আমি থাকবো .......
যে প্রতিচ্ছবির অবয়বে নিদারুন ক্লান্তি,
কালোর নিষ্ঠুরতায় ভেঙ্গে পড়া চোখের দু'কূল

তবুও ,
যেন আবার কোন এক প্রহরে নিজের বদলে যাওয়া অস্তিত্বকে
চিনে নিতে পারি সহজে আপন ভেবে।


:) ৩ নম্বর টা বেসি ভালো হয়েছেরে আপি !!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৯

ইমিনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সোহেলী আপু :)


আপনার এই পাশে থাকা, আপনার এই অনুপ্রেরণা আমার জন্য বড় পাওয়া। আমি অনেক কৃতজ্ঞ :) :)

৪৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৪৯

আজাইরা পঁ্যাচাল বলেছেন: অসম্ভব ভালো লেগেছে। :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৯

ইমিনা বলেছেন: আরে ভাইয়া, আপনি! এতো দিন পর!!
:) :) :)

মন্তব্যে ভালোলাগা জানিয়ে যাবার জন্য ধন্যবাদ জানবেন।।

৪৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০১

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: আমার মন্তব্য কারো জন্য প্রেরণা বয়ে আনে কিনা জানা নেই, তবে
সাহিত্য কবিতা নিয়ে আমার ন্যাগেটিভ মন্তব্য শুনলেতো হয়তো ব্লগার ডেকে এনে ব্লগ থেকে বের করে দিতে পারেন। :)

আমার একটা অদ্ভুদ স্বপ্নের কথা আপনাকে বলি,

এক রাতে আমি স্বপ্ন দেখলাম আমাদের দেশের একজন বড় মানের সাহিত্যিক,একটা হুইল চেয়ারে বসে আছে, তার সামনে হাজার হাজার লক্ষ লক্ষ হুইল চেয়ার তার দিকে তাকিয়ে আছে।আস্তে আস্তে চেয়ার গুলো পুর্ন হচ্ছে, একজন কমে গেলে সেই সময়ে দশ জন বেড়ে যাচ্চে। এই সমাবেশের কিংবা সমাধির চার পাশে দিয়ে হাইওয়ে রোড গুলো শো শো করে বয়ে গেছে এখানে সেখানে দুরে বহু দুরে।চাদ সুর্য্য কিছুই কোথাও কেউ নেই,অন্ধকার দুরে একটা বাতি নিবু নিবু।কেউ কারো চেহারা দেখছেনা,সবাই হাটার ভয়ে বসে আছে এখানে। আশে পাশে নষ্ট হচ্ছে কলকারখানা উৎপাদন ।রাস্তার একসিডেন্ট পঙ্গু মানুষ বাড়ছে আর হুইলের আশ্রয়ে সবাই, নড়ছেনা কেউ শুধু ঘুরছে।

এই স্বপ্নটা আমাকে ভাবায়।
কি অদ্ভুদ স্বপ্ন তাইনা? মানুষ শুনলে আমাকে পাগল বলে :(

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৬

ইমিনা বলেছেন: আপনাকে ব্লগ থেকে বের করে দেয়ার সামর্থ্য এবং ইচ্ছা কোনটাই আমার নেই। বরং আপনি ব্লগের বাহিরে থাকলে আমি দারুন একজন মানুষ হারাবো। এটা মোটেও কাম্য নয়।

আপনার স্বপ্নটার কথা শুনে আই রোবট মুভির Sonny এর সেই স্বপ্নটার কথা মনে পড়ে গেলো। ঐ স্বপ্নটারও কিন্তু একটা মৌলিক অর্থ ছিল। আমিও হয়তো আপনার স্বপ্নটার ব্যাখ্যা দিতে পারবো। অবশ্যই তা আমার মতো করে। আবার বিভিন্ন মানুষ আপনার এই স্বপ্নটার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিতে পারবে। তবে আপনার নিজস্ব ব্যাখ্যাটাই কিন্তু মৌলিক হিসেবে বিবেচিত হবে।

আপনি এটাকে অদ্ভূত বলছেন কেন? আর এটা শুনলে মানুষ আপনাকে পাগল ভাববে কেন? যারা নিজের সীমাবদ্ধতা সম্পর্কে জানে না, সেই সীমাবদ্ধতা থেকে বের হয়ে আসার চেষ্টা করে না তাদের কথায় কি আসে যায়? আমার তো বরং মনে হচ্ছে এটা হাই ফিলোসফিক্যাল ড্রিম যার সাথে জড়িয়ে আছে একটা মানব সভ্যতা ও সেই সভ্যতার নির্দিষ্ট সময়সীমা।

যাই হোক, আমি কিন্তু আপনার স্বপ্নটা নিয়ে ভাবতে পারছি, আমার ভাবতে ভালো লাগছে :)
শেয়ার করার জন্য আমি অনেক কৃতজ্ঞ :)

৪৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৩

বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: চমৎকার লেখায় ভালোলাগা ...

ইমিনার কবিতা পড়া হয়নি আমার তেমন একটা ...

আজকে একটা পড়েই তো ভক্ত বনে গেলাম ... ;) :)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৬

ইমিনা বলেছেন: আরে বাহ্, একটা কবিতা পড়েই ভক্ত বনে গেলেন আর বাকী কবিতা পড়লে তো আপনার রক্ষা নাই দেখছি ;)

কবিতা পাঠে এবং মন্তব্যে ভালো লাগা জানানোর জন্য অশেষ ধন্যবাদ জানবেন। শুভকামনা সব সময়।।

৪৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৬

হরিণা-১৯৭১ বলেছেন: ভালো লেগেছে কবিতা

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪০

ইমিনা বলেছেন: কবিতা পাঠে এবং মন্তব্যে অনেক ধন্যবাদ জানবেন :)




শুভকামনা সব সময়।।

৪৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:২৫

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: আমি জানি আমার স্বপ্নের ব্যখ্যা করা বা বুঝা ইমিনার পক্ষেই সম্ভব যে ব্যখ্যা আমার মনের মধ্যে ভর করে আছে ঠিক সেভাবেই আর সে কারণেই এখানে তুলে ধরা।সে যাই হোক স্বপ্ন স্বপ্নই,সেটা নিয়ে আমরা আর আগে না বাড়াই।

সহসাই নতুন কবিতার স্বাদ পাবো সেই আশায় থাকলাম

ভালো থাকুন সব কিছুতেই

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩৫

ইমিনা বলেছেন: যে কিনা কবিতা বুঝতো না, কবিতা পছন্দ করতো না আর সে যদি এখন কবিতার অাশায় থাকে তবে তা আমারই অর্জন। :)

থ্যাঙ্কু, আপনিও অনেক ভালো থাকবেন।

৪৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এই কবিতা ছেড়ে আমি কোথায় ছিলাম -- নিজের উপর ভীষণ রাগ হচ্ছে ----- এক কথায় অনিন্দ সুন্দর -----

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৬

ইমিনা বলেছেন: হা হা হা ...
মন্তব্য থেকেই কবিতা পাঠে আপনার মুগ্ধতা বুঝতে পারছি। তবে এই মুগ্ধতা কিন্তু আপনারই গভীর ভাবনার ফলাফল। কষ্ট করে কবিতা পাঠ এবং সেই সাথে জানিয়ে যাওয়ার জন্য অনেক অনেক কৃতজ্ঞ আপু :)

অনেক অনেক ভালো থাকবেন। শুভকামনা সব সময়।।

৪৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫৬

একজন ঘূণপোকা বলেছেন: কবিতাগুলি দারুন লাগলো।


১ নাম্বারটা বেশি ভালো ;)




কোন বিষণ্ন মানুষ আমার মাঝে খুঁজে পাক
তার প্রিয়জনের মুখের আদল।




----আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছিলো।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪৭

ইমিনা বলেছেন: কোন বিষণ্ন মানুষ আমার মাঝে খুঁজে পাক
তার প্রিয়জনের মুখের আদল।

----আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছিলো।

আমিও সেই ঘটনা জানতে চাই ;)

৫০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৫

এহসান সাবির বলেছেন: একটু অনিয়মিত, এর অর্থ এই নয় যে পোস্ট পড়ব না। সময় পেলে প্রিয় ব্লগাদের পোস্ট পরে যাই।

চমৎকার কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম।

শুভ কামনা রইল।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৬

ইমিনা বলেছেন: বাহ্, আমি মনে হয় আপনার প্রিয় ব্লগারদের তালিকায় আছি :P


আপনাকে পেয়ে অনেক অনেক ভালো লাগছে। আর কবিতায় ভালোলাগা মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা সব সময়।।

৫১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৮

অতঃপর জাহিদ বলেছেন: কবিতা লেখার জন্য নাকি অনেক বিরহের দরকার হয় ,ইমিনা আপু আপনার কি অনেক বিরহ , এতো সুন্দর কবিতা কেমনে লেখেন .....

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১০

ইমিনা বলেছেন: হা হা হা, অনেক ভালো লাগলো প্রশ্ন পড়ে। শিশুদের মতো সরলতায় ভরা একটা সরাসরি জিজ্ঞাসা।

এবার উত্তর দেবার পালা। প্রতিটি মানুষের মধ্যেই আনন্দ, বিরহ থাকে। আমিও এর ব্যতিক্রম নই। তবে আনন্দের চেয়ে বিরহের পরিমান কম না বেশি তা কিন্তু ভেবে দেখি নি কখনোও।

অনেক অনেক ভালো থাকবেন ভাইয়া। শুভকামনা :)

৫২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: যে চোখের দৃষ্টিসীমায় জড়িয়ে থাকে শুধু অপেক্ষা
সে চোখের জমিনে অভিযোগ থাকতে নেই


ভালো লাগা

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১১

ইমিনা বলেছেন: আপনার ভালোলাগা আমার কাছে অনেক আনন্দের। আর সেই জন্য অনেক অনেক ধন্যবাদ।
:) :) :)


ভালো থাকবেন সব সময়। শুভকামনা

৫৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৮

এস কাজী বলেছেন: কবিতা গুলো অনেক সুন্দর হয়েছে। অনেক যত্ন নিয়ে লিখেছেন। পড়ে ভাল লাগলো।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১২

ইমিনা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
:) :) :)

৫৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৪৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর, দারুণ সুন্দর !

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

ইমিনা বলেছেন: মুগ্ধ মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ তনিমা আপু :) :) :)

আপনার জন্য অনেক ভালোলাগা রইলো।।

৫৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

ইয়াশফিশামসইকবাল বলেছেন: কোবিতা লেখেন বাংলায় আর আপনার পরিচিতি লেখা ইংরেজিতে??

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

ইমিনা বলেছেন: বাংলা ভাষা এতোই আপন এবং বিস্তৃত যে এই ভাষার শব্দগুলো দিয়ে নিজের প্রকৃত পরিচয় উপস্থাপন করতে গেলে নিজে নিজেই কেমন কেমন উপলব্ধি করি। মনে হয় যেন উপযুক্ত ভাবে নিজের ভাষার শব্দগুলোকে ব্যবহার করতে পারলাম না। এই আক্ষেপ নিজের উপর, নিজের জ্ঞানের পরিধির উপর। তবে একদিন ঠিকই নিজ ভাষায় নিজেকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারার সক্ষমতা অর্জন করতে পারবো :)

ধন্যবাদ, এমন একটি মৌলিক প্রশ্ন করায়। শুভকামনা সব সময়।।

৫৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: কেমন আছেন ইমিনা?

কবিতার শিরোনামের মত থমকে দাড়ালেন মনে হয়


চলতে থাকুন আগে যেমন চলেছেন।আমরা অনুসরণ করি :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

ইমিনা বলেছেন: আপনি মনে হয় ঠিক ধরেছেন। প্রকৃতি কিংবা জীবনও কখনো কখনো থমকে দাড়ায়, সেখানে আমি তো খুব সমান্য একজন। তাই কিছুটা সময়ের জন্য প্রায়ই থমকে দাড়াই :(

আপনার আন্তরিকতায় আমি মুগ্ধ না হয়ে পারলাম না। অনেক ধন্যবাদ :) :)
ভালো থাকবেন।।

৫৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৩

মহামহোপাধ্যায় বলেছেন: প্রথম কবিতার শুরুটা চমৎকার লেগেছে। বাকিগুলোও দারুণ।

এই লাইনটা বেশি ভালো লেগেছে, "কোন বিষণ্ন মানুষ আমার মাঝে খুঁজে পাক
তার প্রিয়জনের মুখের আদল।"


ভাল থাকুন প্রিয় ব্লগার। শুভেচ্ছা রইল।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৫

ইমিনা বলেছেন: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ...

আবার কিন্তু হারিয়ে যাওয়া যাবে না। সব সময় অনলাইনে দেখতে চাই।
অনেক অনেক শুভকামনা রইলো।।

৫৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৭

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: পৃথিবীতে সব চলাই একদিন না একদিন থেমে যায় যেতে হয়, এই থেমে যাওয়ার একটা গতি আছে, চলা এবং থামার সমন্বয়হীনতার নাম কিন্তু এ্যকসিডেন্ট বলি আমরা, হঠাৎ থমকে যাওয়া এক ধরণের এ্যকসিডেন্ট।

সাতদিন আগে যেখানে ইমিনা সারা ব্লগ চষে বেড়িয়েছে সেখানে সাতদিনের মধ্যে থমকে কিংবা থেমে যাওয়াকে পৃথিবীর অন্য সব চলা পর থেমে যাওয়া নিয়মের মধ্যে ফেলতে পারছিনা বলেই জিজ্ঞাসা।

আপনার থেমে যাওয়া আমার মনে প্রশ্ন জাগায়।

আমি বলেছিলাম আমার মন্তব্য কারো মনে প্রেরণা জাগায় কিনা জানা নেই,এটা আমার সন্দেহ ছিলো নিশ্চিৎ ছিলামনা।







নতুন একটা কবিতা দেন,পড়ি। কথা দিলাম আমিও একটা কবিতা পোস্ট দেবো :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২০

ইমিনা বলেছেন: আমি থেমে যাওয়াতে বিশ্বাসী নই। থেমে যাওয়া মানেই মৃত্যু অথচ মৃত্যুর পূর্বে অন্য কোন মৃত্যুকে আমি স্বীকার করি না। তবে হ্যা, আমি নিজের মাঝেই ছিলাম অনেকটা দিন। আমি বোধ হয় নার্সিসাস হয়ে যাচ্ছি। এতে অবশ্য দোষের কিছু দেখতে পাচ্ছি না 8-| 8-| 8-|

কবিতা লিখতে পারি না, আর লিখতে গিয়ে সব লেখা একঘেয়ে লাগে। তবুও কিছু কবিতা লিখবো আপনার জন্য। ভালো থাকবেন। অনেক শুভকামনা ।।

৫৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৩

একলা ফড়িং বলেছেন: ইমিনাপুউউউউ! অনেকদিন পর আসলাম তোমার বাড়িতে!! :) :)


এত ভালো কবিতা লিখবা না! হিংসা হয় :(( :((


অনেক পোস্ট ড্রাফট করে ফেলেছ মনে হয় :| :|

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২৫

ইমিনা বলেছেন: ব্লগে এসেই আবার নাই হয়ে গেছো? B:-) B:-) B:-)



আমাকেও কেউ হিংসা করে? এ যে আমার পরম প্রাপ্তি আপু :-B :-B :-B
অনেক ভালো থেকো তুমি। অনেক শুভকামনা রইলো তোমার জন্য ...

৬০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৭

আহসানের ব্লগ বলেছেন: লেখা আর কই ?

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩০

ইমিনা বলেছেন: ওরা হারিয়ে গেছে। তবে পথ খুঁজে ঠিকই ফিরে আসতে পারবে মনে হয়। সেই জন্য চিন্তাা হয় না :P

ওদের কথা ভেবেছেন বলে অনেক ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইলো :)

৬১| ২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫০

অদৃশ্য বলেছেন: ভালো লেগেছে লিখাগুলো... লিখাগুলো পড়ে আমার মনে হচ্ছে আপনি চমৎকার কবিতা লিখতে পারবেন... কাশবন, আম্রবন থেকে কিকি পাওয়া যায়...


শুভকামনা...

২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৩

ইমিনা বলেছেন: আমি ভুল দেখছিনা তো? নাকি জ্বর-ঠান্ডায় এবার আমার মাথাটা গেছে?
না, না ...
ঠিকই দেখতে পাচ্ছি। অদৃশ্য কাউকে দেখতে পাচ্ছি যেন :)

কাশবনে, আম্রবনে অনেক কিছু পাওয়া যায়। তবে আম্রবনে ছুরি বা কাচি টাইপের কোন কিছু নিয়ে যাওয়া নিষেধ :-B

আর হারিয়ে যাওয়া যাবে না। এটা সামান্য কোন মানুষের অসামান্য অনুরোধ। মানুষের অনুরোধ উপেক্ষা করতে নেই ...

৬২| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪২

অদৃশ্য বলেছেন: ওয়েদার চেন্জ হচ্ছে... অসুখ দেহে বাসা বেধে বসতে পারে সাময়িক, সাবধান থাকা চাই...

উপরের মন্তব্যে আসলে বলতে চেয়েছিলাম, '' দেখি কাশবন আম্রকানন থেকে কিকি পাওয়া যায় '', ''দেখিটা বাদ পড়ে গ্যাছে আর কানন এর জায়গাতে বন হয়ে গ্যাছে এই যা...

কোন মানুষই সামান্য নয়, এটা বোধহয় ধিরেধিরে বুঝতে শিখছি... আর আপনিতো এই ব্লগে বেশ আগেই অসামান্য হয়ে গ্যাছেন...

এভাবেই মানুষ মানুষের প্রিয় হয়ে যায়...

ইমিনার জন্য শুভকামনা...

২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৯

ইমিনা বলেছেন: কোন মানুষই সামান্য নয়, এটা বোধহয় ধিরেধিরে বুঝতে শিখছি... আর আপনিতো এই ব্লগে বেশ আগেই অসামান্য হয়ে গ্যাছেন...


ইইইইইইই :#> :#> :#> ........
এই কথা শুনেতো লজ্জায় আর কথা খুজে পাচ্ছি না। অথচ অনেক কথা বলার ছিল :(

৬৩| ২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুব ভাল লাগলো কবিতাগুলি!

২৮ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:০২

ইমিনা বলেছেন: অনেক ধন্যবাদ ঈপ্সিতা আপুনি :)


আর হ্যা, আমার ব্লগ বাগীতে আপনাকে স্বাগতম। অনেক অনেক শুভকামনা রইলো। ভালো থাকবেন সব সময়।।

৬৪| ৩০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

মোস্তাক অাহমেদ বলেছেন: জটিল!

১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১২

ইমিনা বলেছেন: আমি আবার বোকা-সোকা মানুষ। "জটিল" কথাটি শুনলেই ভয় পেয়ে যাই :P


তবুও অনুমান করেই নিচ্ছি যে, কবিতাগুলো আপনার ভালো লেগেছে। আর সে জন্য আমার প্রতি অনেক ভালোলাগা এবং ধন্যবাদ রইলো।

শুভকামনা :)

৬৫| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২৬

একাকি উনমন বলেছেন: সবাই এত সুন্দর সুন্দর কথায় ভালো লাগা প্রকাশ করেছে যে আমার এখানে কিছু লিখতেই ভয় লাগছে. আমি তো সুন্দর করে লিখতে পারিনা, সাজিয়ে বলতে পারিনা মনের কথা, মনে যা আসে তাই এলো মেল ভাবে প্রকাশ করি, সে ভাবেই জানালাম যে আপনি অসাধারণ লিখেন, আমি ভালো লাগায় মুগ্ধ হয়ে পড়ে গেলাম আপনার লেখা গুলো, খুব খুব খুব সুন্দর.

১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৯

ইমিনা বলেছেন: আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো। কবিতাগুলো যে খুব সুন্দর, আসলে তা নয়। বরং আপনারা সবাই নিজের করে সুন্দর ভাবনায় পড়েছেন।


মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জানবেন। শুভকামনা রইলো :) :) :)

৬৬| ২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৪

প্রনব দাস বাবু বলেছেন: এখনি ডাক পড়বে আবার হয়তো
অন্তহীন অপেক্ষার অন্ধকারের নির্জনতায়,
শেষবারের মতো তাই দেখে নেই নিজেকে
যেন আবার কোন এক প্রহরে নিজের বদলে যাওয়া অস্তিত্বকে
চিনে নিতে পারি সহজে আপন ভেবে। - দারুন, অসাধারন। এরকম কবিতা বারবার পরতে ইচ্ছা করে......

০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫১

ইমিনা বলেছেন: ওকে ভাইয়া, এই রকম কবিতা বার বার পড়তে পারেন। কোন অভিযোগ নাই। বরং তাতে নিজেকে ধন্য মনে হয় :)

অনেক ভালো থাকবেন ভাইয়া।
শুভকামনা সব সময়।।

৬৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:০০

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা। অনেক।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। সবসময়।

০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৭

ইমিনা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জানবেন :)


শুভকামনা সব সময়।।

৬৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

তানজীব তন্ময় বলেছেন: কোন রাস্তায় হঠাৎ দেখা পথিকের মুখের
অম্লান হাসির অাতিথেয়তা আমি চাই নি. ...... চমৎকার লেখা ।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৩

ইমিনা বলেছেন: মন্তব্যে অনেক ধন্যবাদ জানবেন তন্ময় ভাইয়া।
অনেক ভালো থাকবেন। শুভকামনা সব সময়।।

৬৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২০

তাহসিনুল ইসলাম বলেছেন: কবিতা ভালো লাগলো।
অপলা--- ব্যতিক্রমী নাম :)

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৩

ইমিনা বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে। ভালোলাগাটুকু জানিয়ে যাবার জন্য অনেক ধন্যবাদ তাহসিনুল ভাইয়া :)

শুধু অপলা নয়, এই প্রকৃতির এবং আরো ভিন্ন ভিন্ন প্রকৃতির হাজারটা ব্যতিক্রমী নাম তৈরি করতে পারবো 8-| 8-| 8-|

৭০| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩১

সরকার কুমার বলেছেন: আপনার লেখাটি পড়ে ভাললাগল।হ্যাপি নিউ ইয়ার ২০১৫

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

ইমিনা বলেছেন: আপনার মন্তব্যটি পেয়েও আমার খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ জানবেন :)

হ্যাপি নিউ ইয়ার ।।

৭১| ২২ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

মাঝিবাড়ি বলেছেন: অন্তহীন অপেক্ষার অন্ধকারের নির্জনতায়,
শেষবারের মতো তাই দেখে নেই নিজেকে


ইয়েস অসাধারণ লাইন দুটি!

২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৩১

ইমিনা বলেছেন: আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ জানবেন।

ভালো থাকবেন। শুভকামনা সব সময়।।

৭২| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪০

লীলা চক্রব্ত্তী বলেছেন: দেরীতে হলেও, অনেকদিন পর , সব কবিতা পড়ে খুব ভাল লাগছে। যে স্নিগ্ধ ভাবাবেগ কবিতার পরতে পরতে জড়িয়ে রয়েছে তা বড় সুন্দর। ভালো থেকো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.