নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইমিনা

আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস,. দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস।

ইমিনা

Just because I liked something at one point in time doesn’t mean I’ll always like it, or that I have to go on liking it at all points in time as an unthinking act of loyalty to who I am as a person, based solely on who I was as a person. To be loyal to myself is to allow myself to grow and change, and challenge who I am and what I think. The only thing I am for sure is unsure, and this means I’m growing, and not stagnant or shrinking ...

ইমিনা › বিস্তারিত পোস্টঃ

ফিরে দেখা ২০১৪ : সামহোয়্যারইন ব্লগে সর্বাধিক মন্তব্য পাওয়া পোস্টসমূহ

২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৭

ভূমিকার ভূমিকা টানার প্রয়োজনে বলছি -

ব্লগার ফিউশন ফাইভ এর ফিরে দেখা ২০১১ : সামহোয়্যারইন ব্লগে সর্বাধিক মন্তব্য পাওয়া ১০২ পোস্ট পোস্টটি চোখে পড়তেই সিদ্ধান্ত নিয়েছিলাম আমিও এই পোস্ট অনুপ্রেরণায় ২০১৪ এর মন্তব্যপ্রাপ্ত সর্বাধিক ১০০টি পোস্ট নিয়ে একটি সংকলন করবো। কাজটা যে পরিশ্রমের এবং সময় সাপেক্ষ সে বিষয়ে দ্বিমত নাই তবুও কিছু কাজ করতে ভালোলাগা অনুভূত হয়। তবে কাজটা করতে গিয়ে দেখলাম, পোস্টে মন্তব্যপ্রাপ্তীর অবস্থা ফিফা'র ঠিক সময়কালের আশে-পাশেও নাই। তাই অবচেতন মনের কম্পারিজন জনিত কমপ্লেকসিটি থেকে বেরিয়ে আসার জন্য পোস্ট কনসেপ্টে কিছুটা পরিবর্তন নিয়ে আসলাম। ফিফা যেখানে পোস্ট লিমিট ১০২ নিয়ে অর্থাৎ ১০২টা সর্বাধিক মন্তব্যপ্রাপ্ত পোস্ট নিয়ে সংকলন করেছেন, আমি সেখানে প্রতি পোস্টে প্রাপ্ত সর্বনিম্ন ১০০ টি মন্তব্যকে লিমিট নিয়ে ২০১৪ এর পোস্ট সংকলন করার সিদ্ধান্ত নিয়েছি।



হ্যা, স্বীকার করতেই হবে যে, ব্লগ পোস্টে মন্তব্য প্রাপ্তী সর্বদাই পোস্ট লেখকদের জন্য বাড়তি অনুপ্রেরণা। অথচ আমরা যদি আরো একটু পেছনে তাকাই তবে দেখতে পাবো যে একটা মধ্যম মানের পোস্ট যেই হারে পঠিত হতো এবং মন্তব্য পেতো, বর্তমানের একটা ভালো মানের পোস্টও তার অর্ধেক হারে পঠিত নয়, মন্তব্যপ্রাপ্তীতে তো নয়ই। অবশ্য এই ব্যাপারগুলো নিয়ে ২০১৪তে বেশ কিছু গঠনমূলক পোস্ট পেয়েছি, ভালো লেগেছে ব্লগিং এ বর্তমান পরিস্থিতি নিয়ে ভাবতে দেখে। বর্তমানের এই মন্তব্য খরার হাজারটা কারন থেকে প্রধান ৩টি কারন হতে পারে - আগের মতো অনেক বেশি ব্লগারদের উপাস্থতি এখন আর নাই, ফলস্বরুপ ভিবিন্ন পোস্টে ব্লগারদের অংশগ্রহনের হারও অনেক কম এবং বর্তমানে ব্লগে লক্ষ্য করার মতো তেমন কোন ক্যাচাল কাহিনীও নেই। ফেসবুক কে আমি কোনভাবেই এর কারন হিসেবে দেখাতে ইচ্ছুক নই। কেননা ফেসবুক আর ব্লগ দুটোর প্যাটার্ন সম্পূর্ন ভিন্ন। বর্তমানে যে ভালো মানের পোস্ট আসছে না তা কিন্তু নয় বরং এই কম সংখ্যক ব্লগারের উপস্থিতিতে এবং অংশগ্রহনে তুলনামূলকভাবে অসাধারন সব পোস্ট আমরা এখনো পাইতেছি। এখন আমরা যদি পোস্ট কোয়ান্টিটির দিকে না তাকিয়ে কোয়ালিটি পোস্টগুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহন করি তবে বর্তমান ব্লগাররা আরো বেশি কোয়ালিটি পোস্ট উপহার দিতে উৎসাহী হবে। ফলস্বরুপ ব্লগারের উপস্থিতির ও অংশগ্রহনের কোয়ান্টিটি বাড়ার সম্ভাবনা বাড়বে।



পোস্ট রিভিউ সর্বশেষ সময়: ০১ লা জানুয়ারি, ২০১৫, রাত ১২:৪৫

♣ অমর একুশে গ্রন্থমেলা ২০১৪'তে সামহোয়্যার ইন ব্লগারদের বই ♣ - ৫৫৯

রাগটা থামাও, ক্রোধটা নামাও- আত্ম সম্বরণ বা ক্রোধ নিয়ন্ত্রনের সুফল এবং লিমিট ক্রসিং এর কুফল - ৪৩০

অশ্লীল ভাষা যখন সপ্রতিভতা। - ৩৯৪

ইসলামে নিষিদ্ধ চারটি সেক্সুয়াল বিহেভিয়ার - ৩৯২

মাহবুব হাসান -৩৮৬

৬ষ্ঠ ব্লগ দিবসের ডাক: Every Blogger’s Day - ৩৩৩

বাংলা পাপেট শো-জিদ - ৩০০

মাত্র ৩০০ টাকায় একটি বই ক্রয় করে একজন মানুষকে বাঁচাতে এগিয়ে আসুন ... - ২৮৪

কসমেটিকসে বিষঃরূপচর্চা নাকি সেলফ পয়জনিং ? - ২৭৪

আরও একজন প্রিয় ব্লগার সেতু আশরাফুল হক ভাই আমাদের ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে । - ২৪৫

আশ্চর্য হাস্যদৃশ্য - ২৪২

মুখরোচক সেমাই নামের ক্ষতিকর বিষ - ২৩০

মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি - প্রসঙ্গ -খাদ্যে বিষাক্ত রাসায়নিক - ২২৯

অনুসন্ধানী পোস্ট: ব্লগারদের নামকরন ইতিহাসের অনন্য দলিল - ২২৬

ভীতিকর যেসব পরিস্থিতিতে আতঙ্কে হয়তোবা মৃত্যুও হতে পারে ! - ২২৪

শৈশবের ঈদ- অপ্সরীয়া ঈদসংখ্যা- ঈদুল ফিতর- ২০১৪ - ২১৭

টাইম মেশিনে চড়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়টিতে চলে যেতে পারতাম তবে যে বিষয়টিতে ভর্তি হতাম তা হলো Water Resource Management/Engineering -২১৬

উদযাপিত হল ৬ষ্ঠ বাংলা ব্লগ দিবস - ২১৬

এবারের ঈদে প্রতিটি শিশুর মুখে হাসি ফুটে উঠুক ... - ২০৮

গল্পে গল্পে আত্মপরিচয় !! - ২০৮

জনৈক তরুনী, বিড়ম্বনা এবং অতঃপর - ২০৭

ছবি ব্লগঃ কুমিল্লায় ঘুরতে গেলে কোথায় কোথায় ঢু মেরে আসবেন ! - ২০৪

মিতিন আর আমি - ২০০

একহাজার জনে মাত্র ৩ জন মানুষ পেরেছে প্রথম ১০ সেকেন্ডে বিড়ালটি খুঁজে বের করতে - ১৯৯

এক নজরে দেখে নিন সামুর মন্ত্রী পরিষদ -১৯৪

'ছাগু' শব্দটি যেভাবে আমরা পেলাম ! - ১৯৪

রিয়েল লাইফের কিছু রম্যঘটনা। ১৮+ কিন্তু ১৮+ না। হাসতে হাসতে কাইত অথবা না। -১৯২

বিজ্ঞপ্তিঃ ব্লগের নতুন সিন্ডিকেটের জন্য সদস্য আহবান। -১৯১

সামহোয়্যার ইন ব্লগ... সাম্প্রতিক সময়কার ব্লগারদের পর্যালোচনা’ ২০১৪ -১৯১

ফেয়ারনেস ক্রিমের ছোঁয়ার সুন্দরী পরী হতে চাওয়া মেয়েটি কী জানে ফেয়ারনেস ক্রিম কতটা ক্ষতিকর? -১৯০

দ্য বার্নিং ইস্যু - এন্টিবায়োটিক রেজিসটেন্স , প্রেক্ষিত – বাংলাদেশ । দৃষ্টি আকর্ষণ – স্বাস্থ্য মন্ত্রণালয় । -১৮৭

বিয়োগান্তিক ! -১৮৭

এক নিবেদিত প্রাণ, নিজেকে বিলিয়ে দেয়া ব্লগারের গল্প শুনাতে এসেছি -১৮৫

ফেসবুকে "লাইক" অপশন ব্যবহারে আপনি কতটুকু সচেতন ??? -১৮২

সুরা আবু লাহাব- কঠোর শাস্তির আড়ালে লুকানো বেদনা গুলো -179

স্পর্শ -১৭৮

নিরাপদ রূপচর্চা-একটি বৈজ্ঞানিক উপস্থাপন(মেগাপোস্ট) -১৭৭

তোমার জন্য কিছু কথা, তোমাকে নিয়ে কিছু কথা -১৭৬

স্বামী কে বশে আনার উপায় (শুধু মাত্র আপুদের জন্য। ভাইয়া দের প্রবেশ নিষেধ) -174

অ-সিরিয়াস পোস্টঃ দেখেন নিন আপনি সামুতে কার কার সাথে ব্লগিং করছেন !! -১৭৩

আসছে ভালোবাসা দিবসের আগেই আপনার ভালোবাসার মানুষটিকে জয় করুন খুব সহজেই -১৭২ একটি কাটপিসযুক্ত গল্প -১৭০

আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম - বিদ্রোহে, সাম্যে, মনুষত্বে ও মানবিকতায় চির স্মরণীয় যে নাম -১৭০

ব্লগারদের স্ব-নির্বাচিত শ্রেষ্ঠ কবিতা -১৬৯

চন্দ্রছাদ -১৬৮

♣♣ সামু বিশ্বকাপ ফুটবল রঙ্গ ২০১৪ ♣♣ জাফরুল্লাহ শরাফত ফিচারিং -১৬৭

বই পাগলদের জন্য "বিখ্যাত সব সমগ্র কালেকশন একসাথে"। জলদি ডাউনলোড করুন না হলে পস্তাইবেন। -১৬৬ শিক্ষামুলক পোষ্টঃ ক্যাচাল ক্যাচালের আদ্যোপান্ত এবং কিছু টিপস! -১৬৪

এড়িয়ে যাবেন না !প্লিজ ! একজন মা , একজন চিকিৎসক , একজন মেয়েকে বাঁচাতে এগিয়ে আসুন ! প্লিজ ! -১৬৩

( ছোট গল্প ) – চুল -১৬২

দৃষ্টি আকর্ষনঃ কপি পেষ্ট পোষ্ট। - ১৬২

আমি অবাক ! আমি বিস্মিত ! আমি আনন্দিত ! আমি গর্বিত -১৬২

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন, জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন- প্রিয় ইমন জুবায়ের ভাই এর প্রথম মৃত্যূবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। -১৬১

ধর্মের মধ্যে সেক্স ঢুকিয়ে একটি পক্ষ সুকৌশলে আপনার মাথা নষ্ট করছে না তো --- সাধু সাবধান!! -১৫৮

ভাবছি কি হবে শিরোনাম ? ব্লগে চার বছর কাটিয়ে দিলাম। তাই হোক কিছু এলোমেলো ছবি।আমার ছেলের চোখে। -১৫৬

সাবধান হও পারমিতা! -১৫৬

৬ষ্ঠ পর্ব : বাংলা আমার অহঙ্কার -১৫৬

"ম্যাপ অব দ্য ট্রেজার আইল্যান্ড" !!! (দ্বি-বর্ষপূর্তি পোস্ট !!) -১৫৬

সামহোয়্যারইন ব্লগের ব্লগারদের শীতার্ত মানুষের সাহায্যার্থে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম – ২০১৪ -১৫৫

দুষ্টু সানি লিওন, মিষ্টি গণতন্ত্র! -১৫৫

জীবন থেকে নেয়া ওয়ারেন বাফেট তত্ত্ব: কখনো রম্য কখনো বাস্তবতা -১৫৫

অন্ত- রংগ আলাপনঃ বার্থ ডে কেক উইথ ব্লগার স্নিগ্ধ শোভন -১৫৪

কাল্পনিক ফিচারিং বর্ষপূর্তি ছায়াছন্দঃ তুমি আজ কথা দিয়েছ। - ১৫৪

পাকিস্তানিদের ২৫শে মার্চ দর্শন এবং আমাদের বীরদের কথা। - ১৫৪ সামহোয়্যারইন এর ব্লগার হিসেবে লিখে অর্থ উপার্জন করলাম -১৫৩

সামুর নতুন ভার্সনে কে কে আছেন? কেমন লাগছে? -১৫২

রাত জাগার কুফল - ১৫২

ছবিতে সুন্দর দেখায় না? লাইনে দাড়াতে হবে না, এমনি এমনি নিয়ে যান দরকারী টিপস এবং ট্রিকস -১৫০

অপবাদ নয় ইচ্ছে মৃত্যু , , , নির্লজ্জতায় অসহায়ত্বের সংজ্ঞায়িতকরন! !! -১৪৯

নিরপেক্ষ শান্তিকামুকেরা -১৪৮

অল্প গল্প: এক -১৪৮

স্বপ্নবাজ অভি ওরফে আমাদের সকলের প্রিয় গেলু'র আজ জন্মদিন ... -১৪৮

♣ ছবিতে ঘুরে আসুন অমর একুশে গ্রন্থমেলা ২০১৪♣ -১৪৮

লেখালেখি বনাম সময়ের ক্যালকুলাস! লেখালেখির একাল সেকালঃ লেখক যখন ব্লগার কিংবা লেখক বনাম ব্লগার...! -১৪৮

আপত্তিকর WordPress/Blogspot ব্লগ রিপোর্ট করার সচিত্র পদ্ধতি -১৪৮

গল্পঃ নিজের ভাগ্য নিজেই গড়ো -১৪৮

সন্ধ্যের মত অন্ধ - -১৪৬

হায়রে আমার মন মাতানো দেশ ( শেষ পর্ব) -১৪৬

তিনখানা রোমান্টিক(!!!) পিচ্চি কাব্য -১৪৬

একাত্তরের শব্দযোদ্ধা। -১৪৬

ঈভ টিজার! - ১৪৬

অভ্যাগত সরিসৃপেরা -১৪৪

মৃত্যানুষ্ঠান -১৪৪

-১৪৪

ডায়াবেটিস নিয়ন্ত্রণে যা জানা খুবই জরুরী -১৪৩

আত্মকথন - মাসুদ রানা ও কুয়াশা বিষয়ক কথামালা -১৪২

আপনার মুল্যবান সময় থেকে মাত্র দশ মিনিট সময় চাইছি! -১৪২

ভ্যালেনটাইন স্পেশালঃ ব্লগারদের প্রথম প্রেমের গল্প গুলো ! -১৪২

ঝুলবারান্দায় ঝুঁকে আসা নয়নাভিরাম নৈসর্গ! - ১৪২

♣ ভালোবাসার চিঠি : তুমি ভালো থেকো...................♥ -১৪১

একজন প্রতিশ্রুতিশীল খুনীর স্বীকারোক্তি -১৪০

রঙানুপাতিক -১৪০

একজন ফিরোজা বেগম ও তাঁর গাওয়া কিছু অমর সঙ্গীত এবং হঠাৎ অমোচনীয় শূন্যস্থান। -১৪০

একজন সাধারণ ! -১৪০

০ সরেজমিনঃ এক টুকরো বন্যার কবলে ০ -১৪০

কাঁচা হাতের টক মিষ্টি ছবি (আমার আঁকা ছবি ব্লগ) -১৩৯

তারা সকলেই কনফিজড ছিল! -১৩৯

বহুদূরে ফেলে আসা ক্ষণিক সে বালিকাবেলা... -১৩৯

মিক্স প্যাকেজ - অণুগল্প , চোঙ্গা গল্প , অনুপদ্য , কবিতা , আউলা মনের বাউলা কথন -১৩৮

স্মৃতিশুন্য হয়ে ঘুমিয়ে থাকি বাঁকলের বিছানায়! -১৩৮ জানালার ওপাশে.. -১৩৮

গল্পঃ উৎসবের শহরে দুমড়ানো নারীদেহ -১৩৮

ফান পোস্টঃ পুরো পোস্ট না পড়েই কিভাবে পোস্টে গুরুগম্ভীর মন্তব্য করবেন এবং পোস্ট দাতাকে খুশী করে দিবেন ! -১৩৮

বর্ষপূর্তি পোস্ট: টুকরো - টাকরা স্মৃতির অতলস্পর্শী রিভিউ -১৩৮

আন্তর্জাতিক নারী দিবসঃ প্রত্যাশা ,প্রাপ্তি -১৩৭

♣কাছে দূরে মনের মাঝে...ছবি ব্লগ♣ -১৩৭

ভাঙ্গা মন নিয়ে তুমি আর কেঁদোনা , সব চাওয়া পৃথিবীতে পাওয়া হয়না -১৩৭

দয়া করে বৃহস্পতিবারে মরুন -১৩৬

অনুগল্পঃ বিবর্ণ পাতা ও একটি ফুল -১৩৬

গল্পঃ জীবনের সপ্তসুর । -১৩৬

আমি এখন জেনারেল ( পোস্টঃ ধন্যবাদ জ্ঞাপন) -১৩৬

নারীহীন কবিতার বাক্যমালা -১৩৫

অপরুপ লাক্কাতুড়া!! -১৩৫

স্মৃতির পাতায় বাংলাদেশ টেলিভিশন(বিটিভি) এর বিদেশি টিভি সিরিজ সমূহ - ১৩৫

দ্বিধাগ্রস্ত সাহসের মৌসুমে -১৩৪

সামহোয়্যারইন ব্লগে প্রথম হওয়ায় নিজেকে অভিনন্দন বর্ষপুর্তি সংখ্যা -১৩৪

থমকে দাড়ানো মাঝ দুপুরের কিছু ভাবনা -১৩৪ সময়ের নিয়ন্ত্রণ আদৌ কি সম্ভব ? -১৩৪

এই খবরটা আমায় নিয়েই -১৩২

কাল্পনিক ফিচারিং রসুই ঘরঃ লইট্টা মাছের শুঁটকি ভূনা এবং একটি স্বর্গীয় খাবারের রেসিপি। -১৩২

বন্যাপীড়িত মানুষের সাহায্যার্থে - রাইচ বাকেট চ্যালেঞ্জ -১৩১

তসলিমা নাসরিনের কাছে খোলা চিঠি -১৩১

এমনটি চাইনি সুস্মিতা -১৩০

বিশ্বের অনুধ্যুষিত কয়েকটি পরিত্যক্ত স্থান -১৩০

তিন লাইনের গপ-০১ -১৩০

তাক লাগানো বুদ্ধির জোর (ফানপোস্ট) -১৩০

আনন্দিত আন্দোলন -১২৮

এই বসন্ত শেষ হবেনা , কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে পড়বেনা ! নীলিমার নীল ফুরাবেনা । ভালোবাসা দিবস টিও শেষ হবেনা। -১২৮

শরৎ - স্নিগ্ধ শুভ্রতায় এলোমেলো অন্য ভূবন -১২৮

প্রাগৈতিহাসিক প্রবৃত্তি! - ১২৮

বাংলাদেশের টিভি চ্যানেল এবং দর্শকদের বিনোদন। - ১২৮

বিরুলিয়া'র প্রাচীন স্থাপনাসমূহ - হতে পারতো আরেক 'পানাম নগরী'!!! -১২৮

২, ৩, ৪ লাইনের অণুকাব্য ! -১২৭ ♣ সেলফ এসেসমেন্ট -২০১৩♣ -১২৬

যৌবন আর ব্লগের হিট সারাজীবন থাকে না -১২৬

ব্লগিং মাধ্যমে বাংলা সাহিত্য চর্চাঃ একটি বিশ্লেষণ! - - ১২৬

কয়েকটা চিঠি হয়তো একটি ছোটগল্প ! -১২৫

ব্লগারদের স্ব-নির্বাচিত শ্রেষ্ঠ কবিতা : দ্বিতীয় পর্ব -১২৫

ফান পোস্টঃ ব্লগারদের ঈদ। -১২৫

কাঁটাখেকো -১২৪

কৃষ্ণচূড়ার কান্না! -১২৪

ম্যাগনোলিয়া, ছড়াও সুধা মন মধুপে! -১২৪

ফানপোষ্টঃ আধুনিক সামু ব্লগার আদর্শ লিপি ! -১২৪

শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীদের কীর্তিকলাপের সংক্ষিপ্ত বর্ণনা (মতিউর রহমান নিজামী) - রিপোষ্ট -১২৩

চিঠি -১২২

চন্দ্র গ্রহন ও জোনাকির গল্প ------- - -১২২

ছদ্ম নামে নয় যারা -১২২

স্বর্গ ও নরকের দ্বৈরথে অতিপ্রাকৃত প্রতীক -১২২

প্রতিবাদ করুন এবং জানিয়ে দিন যে -সংখ্যালঘু হিন্দুরা নয়, সংখ্যালঘু জামাত শিবির। -১২২

পেপার কাপ -১২০

সামুর নতুন ৭টি ফিচার এমন হলে কেমন হবে ? সকল ব্লগারদের অংশগ্রহণ ও গুরুত্বপূর্ণ মতামত আশা করছি । -১২০

বিলুপ্তির পথে - হলুদ কৃষ্ণচূড়া !! -১২০

ফেসবুক আজব এক জায়গা-শুধু দুটো লিখা। আরেকটি মোরাল। -১২০

প্রচলিত কিছু আঞ্চলিক শ্লোক-- প্রবাদপ্রবচন--গল্প—ধাঁধাঁ -১২০

মুখ আর নাম দেখে পোস্ট নির্বাচিত করা বন্ধ হোক এখনই -১২০

ভ্রমন পোষ্টঃ যার কেউ নাই, তার আছে সিলেট -১১৯

ডাক্তাররা সব কসাই, চলেন ডাক্তার পিটাই!! -১১৯

♣সহব্লগারদের যে সব বই পড়লাম♣ -১১৯

আসুন জেনে নিই বিশ্ববিখ্যাত কিছু কর্পোরেট প্রতিষ্ঠানের নামকরণের পিছনের মজার ইতিহাস। (মাস্ট সি; প্রিয়তে নেয়া, না নেয়া আপনার ইচ্ছা) পর্ব-১ -১১৯

আসুন জানি সামহোইয়্যার ইন....ব্লগের কিছু ইতিহাস - ১১৯

বিয়ের নতুন বয়সসীমাঃ যৌক্তিকতা বনাম বাঙালীর ‘সুইট সিক্সটিন’ অভিলাষ । -১১৮

ভ্যালেন্টাইনস ডে স্পেশালঃ জেনে নিন কিভাবে মেয়েদেরকে প্রপোজ করলে সফল হবেন!!! -১১৮

মে দিবসে দেখে নিন আপনার প্রিয় ব্লগ শ্রমিকদের (ব্লগার) ব্লগিং হাতিয়ার .... -১১৮

মেঘনার জল ছুঁয়ে আমার স্বপ্নশিশির -১১৮

সচিত্র মেগা পোস্টঃ চলুন ঘুরে আসি ইনানী সমুদ্র সৈকত এবং pebble stone sea resort ( ইনানীতে যাওয়া , থাকা , খাওয়া এবং দেখার আদ্যোপান্ত ) -১১৬

নিজস্ব শব্দবিলাস ! -১১৬

নীলফামারীর ডায়েরী -১১৬

♣টাইম লাইন♣ -১১৬

♣ সালাম সিনেমা : নস্টালজিক সিনেমাখোর ব্লগার....♣ -১১৬

বিক্ষিপ্ত স্রোতে অভ্যস্ততা -১১৬

দুঃখবিলাসী হবো বলে ... -১১৬

েকজন বল্গার @অপূর্ণ রায়হান , এক নাম্বারেড় ফাজিল । উনার ব্যান চ াই । -১১৪

ঈদ স্পেশাল : ব্লগারদের অংশগ্রহণে ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ম্যাচ! -১১৪

হায়রে আমার মন মাতানো দেশ (১ম পর্ব) -১১৪

এই ডাকাতের হাত থেকে বাঁচার উপায় কি?? -১১৬

গল্পঃ আবর্তন! -১১৪

♣মাতৃভাষা সংকট : বানান সতর্কতা♣ -১১৪

ভাবনাগুলো। -১১৪

বিশ্বের দশটি বিস্ময়কর এবং রহস্যময় হোল! -১১৪

স্মৃতির ফ্রেমে জড়িয়ে রাখা পহেলা বৈশাখের অকৃত্রিম অনুভূতি -১১৪

ব্রেকআপ যখন আপনার সম্পর্কের দ্বার প্রান্তে : ফ্যাক্টর অব রিলেশনশিপ -১১৪

আমার মায়ের বলা দশটি মিথ্যা কথা -১১৩

সাহসী ও অভিনব এই কাজের জন্য NSU এর শিক্ষিকা পারিসা শাকুর’কে অভিনন্দন ও অভিবাধন জানাই -১১২

যখন আরিশাকে বুকে জড়িয়ে নিই তখন “সে এক অদ্ভুত ভাল লাগা”। -১১২

ক্রিপ -১১২

গল্পঃ প্রদীপ নেভার আগে -১১২

সামুতে একজন ব্লগারের জীবন চক্র (আপনি কোন চক্রে আছেন???) -১১২

স্ফুটনবিন্দু -১১০

আকস্মিক ভাবে ঘটে যাওয়া কিছু ঘটনার ছবি ! -১১০

জনৈক ব্লগারের শুভ জন্মদিন এবং শুভেচ্ছা সংকলন -১১০

পয়সা উসুল -১১০

ছবি (বাড়ীর ছাদের গাছ) -১১০

অতঃপর পথিক আসবে (অযাচিত চুক্তি ২ ) -১১০

কোন এক পূর্ণিমায় আর শ্রাবণের শেষ বিকেলে !! -১১০

তলিয়ে যাচ্ছে প্রিয় খোলা জানালা -১১০

।। এখনো তোমারই আছি -১১০

সুন্দরী লালাখালে কিছুটা সময় -১১০

ϙϙϙ নির্জন রাতে ϙϙϙ -১১০

গল্পঃ কাল বোশেখ ! -১১০

♣ অবদমিত অভিমান ♣ -১১০

ফানপোস্টঃ রহস্যময়ী কন্যা ফিচারিং অপূর্ণ রায়হান। - ১১০

দেখুন তো মানব জাতির ভবিষ্যৎ খাবার আপনার পছন্দের তালিকায় আছে কি না -১১০

ফানপোস্টঃ ব্লগাদের নিকের পেছনের আসল রহস্য -১১০

লুল কুইজঃ বলতে হবে অসাধারণ এই শৈল্পিক (!) ARTOGRAPHY টিতে কি নেই ? -১০৯

তিন বছর পূর্ণতায় কিছু কথা, প্রিয়তম যা কিছু!! -১০৯

Ƹ̴Ӂ̴Ʒ ~*~ প্রাণ রসায়ন ~ জীবনের রঙ, রূপ, মুগ্ধতা অতঃপর ...... মডেল ফটোগ্রাফি -১০৯

০ শুভ জন্মদিন প্রিয় ব্লগার ডি মুন ০ -১০৯

সামুর সম্মানিত ব্লগারগণ সবসময় বিচিত্র সব ছদ্দনাম ব্যবহার করেন কেন? তারা নিজের আসল নামে লেখেন না কেন? -১০৯

প্রেম পর্যায় থেকে --- কয়েকটি প্রিয় গান -১০৯

বিক্ষিপ্ত স্থিরচিত্র গুলো গল্প হবে বলে... -১০৮

স্বপ্নের টাঙ্গুয়ার হাওড়ে একদিন - ১০৮

--শব্দেরা ছলনা করেছিল বলে যে খুনি হয়েছিল !-- - -১০৮

শীতের ছুটিতে এক দিন ঘোরাঘুরি -১০৮

সপ্তম ঘর -১০৮

অ-কথার স্তুপ -১০৮

মেঘপ্রেমে নিষ্ক্রান্ত জীবন -১০৮

ব্যথিত এই স্রোতে............. -১০৮

এক মিনিটের জীবনের গল্প -১০৮

রহস্যাবৃত যমজ সংস্কৃতি অঘোরে অনুরূপ -১০৮

মা গো ভাবনা কেন ? -১০৮

আমি ব্যাচেলর থাকতে চাইনা -১০৭

বই লাগবে বই ! নিন না একটা বই !! -১০৭

আসুন সামুর ভুত'টা কে ধরি!!!! -১০৬

শান্ত যে নদীটি ! -১০৬

নাগরিক জীর্ণতা , যথারীতি রাত্রিযাপন , অযত্নে ফেলে রাখা মশালটির কথা আর ব্যাক্তিগত আলাপন ! -১০৬

বিহ্বলতায় শিশিরকণা ! -১০৬

নৈসর্গিক বিশ্বের বিস্ময়তা -১০৬

♣অসমাপ্ত♣ -১০৬

কৃত্তিম উপায়ে হাসুন… -১০৬

~~~~ ছোটগল্পঃ কুত্তা ~~~~ - ১০৬

আমি ও এবারের বই মেলা গেছি -১০৫

৬০,০০০ মন্তব্যের ‘মন্তব্য জুবিলী’ মাইলফলক স্পর্শ করায় অভিনন্দন প্রিয় গল্পকার ও ব্লগার হাসান মাহবুব। -১০৫

রানাপ্লাজা: শ্রেণী যুদ্ধের যে বধ্যভূমির কথা ভুলে থাকাই আরামদায়ক -১০৫ গল্প: হাল ছেড়ো না। -১০৪

ফ্রেমে বন্দী হৃদ স্পন্দন Ƹ̴Ӂ̴Ʒ ~ Ƹ̴Ӂ̴Ʒ ~ Ƹ̴Ӂ̴Ʒ ( মোবাইল ফটোগ্রাফি ) -১০৪

♣পদ্যপাতা : টিন বয়সের কবিতারা : মা, মাটি, মুক্তিযুদ্ধ♣ -১০৪

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি বিখ্যাত ছোটগল্প রচনার পেছনের কাহিনী। -১০৪

সামু’র দীর্ঘজীবি হওয়া এবং কিছু কৌশল -১০৪

অনুগল্পঃ মুখ ও মুখোশ -১০৪

নারীর অলংকারে চুড়ির সমাদর................. -১০৪

নবীন কবিদের ‘কঠিন’ কবিতা -১০৪

অভিন্ন ভূবনের ভিন্ন দ্বার -১০৪

হে বিষন্ন অলস সময়, তোমাকে দিচ্ছি একগুচ্ছ কবিতা! -১০৩

পুনরায় প্রকাশিত : মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা -১০৩

বৃহত্তর খুলনার ব্লগারগণ!!! কে কোথায় আছেন??? আওয়াজ দিন!!! -১০৩

অসুর মানবঃ রহস্যাবৃত এক লুকানো সত্য -১০৩

বরাহ বিষাদ -১০২

মাত্র ৫০ হাজার টাকায় Largest cruise ship on the planet: Oasis of the seas এ ঘুরে আসুন সাত দিন ।এছাড়াও জেনে নিন দক্ষিণ পূর্ব এশিয়া ও সমগ্র পৃথিবী থেকে ক্রুজিং ও ক্রুজ শিপের আদ্যোপান্ত । -১০২

থাইল্যান্ডের সাফারী ওয়ার্ল্ডে একদিন। -১০২

হ্যাকার সাহেবের কাছে পোস্ট স্টিকি করার আবেদন -১০২

অভিজ্ঞতা থেকে বলছি: আপনার লেখাগুলো গুগলে সার্চ দিয়ে দেখুন কতবার চুরি হয়েছে! -১০২

চা-র-ব-ছ-রঃ একজন সামু গ্রাজুয়েটের গল্প -১০২

দেবী ফাতিমা এবং তাঁর তিনটি গোপন ভবিষ্যদ্বাণী -১০২

বাংলাদেশের চলচ্চিত্রে নারী ও নারীত্বের স্বরূপ বিশ্লেষণে মনুষ্যমূর্তিরূপ ধারণকৃত সাপের বিচিত্ররূপ -১০২

নিমজ্জিত সভ্যতাঃ বিশ্বের সাত জলতলের বিস্ময় -১০২

ব্লগীয় ক্যাডার পরীক্ষাঃ পূর্ণমান ১০০ -১০১

ভ্যালেন্টাইন'স ডে পালনের নামে আপনার সন্তান কি কি করছে ছবি ও ভি ডি ও দেখুন। আপনার সন্তানও যদি ঐশী হয় !! -১০০

এখানে একটা বাগান ছিলো , ঠিক এইখানে , রেণু -১০০

হ্যাট !! -১০০

সত্য বললে ছাগু ডাকিস, যুক্তি দিলে দিস ট্যাগ, তথ্য দিয়ে সত্য বলছি, ট্যাগ দিতে পারস কিনা দেখ -১০০

হলদে বাতির কারাগার -১০০

সুন্দরবনের শ্যালা নদীতে সংঘটিত তেল দুর্ঘটনা, পরিবেশের উপর তার সম্ভব্য প্রতিক্রিয়া ও সরকারের করনীয় -১০০

অনুবাদ গল্প: দা আলেফ (হোর্হে লুইস বোর্হেস) -১০০

উইংড সান ডিস্ক দেবত্ব, রাজমর্যাদা এবং ক্ষমতার এক স্বর্গীয় প্রতীক -১০০

অন্ধকার,অতঃপর...!! -১০০



সংকলন পোস্ট:

♪♪♪ ঈদ-উল-ফিতর এবং সামুর ব্লগারদের শৈশবের ঈদ স্মৃতি নিয়ে পোস্টসমূহের ঈদ সংকলন ♪♪♪ -২০৭

সামহোয়্যারইন ব্লগ সমগ্র ( অক্টোবর ২০১৪ ) -১৫৭

রিভিউ জুনঃ ফিরে দেখা সামহোয়্যার ইন ... যা কিছু আলোচিত-নির্বাচিত ... (জুন ২০১৪) -১৫৬

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ বৈশাখী এপ্রিল'১৪ -১৪৭

সামহোয়্যারইন গল্প সঙ্কলনঃ সৌভাগ্যের মে২০১৪ -১৪৫

সামহোয়্যারইনব্লগ সমগ্র , সেপ্টেম্বর - ২০১৪ ( প্রায় ৫০০০ পোস্ট থেকে ছেঁকে নেওয়া ১৫০+ ব্লগারের প্রায় ১৭০+ পোষ্টের সংকলন ) -১৪২

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ অগ্নিঝরা মার্চ'১৪ -১৩৪

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ ইমন জুবায়ের স্মারক জানুয়ারি'১৪ -১৩৩

সামহোয়্যারইন ব্লগ গল্প সঙ্কলনঃঈদ -উল আযহা ও শারদীয়া পূজা সংখ্যা সেপ্টেম্বর২০১৪ -১২৯

♣♣♣ সামহোয়্যার ইন ব্লগ সংকলন পোস্টের সংকলন ♣♣♣ -১২৯

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ বিজয়ের ডিসেম্বর'১৩ -১২৪

মা, তুমি অন্তহীন শ্রদ্ধা সম্মান আর চিরভক্তির স্থানে ছিলে, আছো, থেকো অনন্তকাল- মা সংকলন-২০১৪ - ১২২

সামহোয়্যারইন ব্লগ সমগ্র ( নভেম্বর ২০১৪ ) -১২১

সামহোয়্যারইন গল্প সঙ্কলনঃ শরৎ শুভ্র আগস্ট২০১৪ -১১৯

সামহোয়্যারইন ব্লগ গল্প সঙ্কলন অক্টোবর ২০১৪ ( দেড় বছর পূর্তি) -১১৮

ফিরে দেখা: জানুয়ারি ২০১৪। একটি সংকলন পোস্ট। -১১৬

সামহোয়্যারইন গল্প-সংকলনঃ অশ্রুগড়া ফেব্রুয়ারি'১৪ -১১৬

ফিরে দেখা: ফেব্রুয়ারি ২০১৪। একটি সংকলন পোস্ট। -১১২

একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন মার্চ -২০১৪ -১১০

সামহোয়্যার ইন ব্লগের নির্মল বিনোদন এবং রম্য পোষ্টের সংকলন -১০৫

মার্চ রিভিউঃ ফিরে দেখা মার্চ ২০১৪... সামহোয়্যার ইনে যা কিছু আলোচিত-নির্বাচিত... -১০৩



আড্ডা পোস্ট:

মিড নাইট টকিঙ!!! -৬৫৭

আড্ডা আড্ডা চলে....... বিশ্বকাপ ফুটবল ২০১৪ (আর্জেন্টিনা vs ব্রাজিল) -৩০৬

অন্তরঙ্গ আলাপনঃ- কফি উইথ ব্লগার অপূর্ণ রায়হান -২৩০

তো হয়ে যাক আড্ডা.......!! -২১৭

আড্ডা আড্ডা চলে.......!! -২১৩

অন্তরঙ্গ আলাপনঃ- কফি উইথ ব্লগার কাণ্ডারি অথর্ব। -২১২

বৈশাখী অন্তরঙ্গ আলাপনঃ- আপনাদের সাথে আছেন শ্রদ্ধেয় ব্লগার মামুন রশিদ। -১৯৩

অন্তরঙ্গ আলাপনঃ- এবারের অতিথি ব্লগার তাসনুভা সাখাওয়াত বীথি -১৮৯

অন্তরঙ্গ আলাপনঃ- আপনাদের সাথে আছেন শ্রদ্ধেয় ব্লগার আমিনুর রহমান -১৭৩

থার্টি ফাস্ট নাইট এবং ইংরেজী নববর্ষে সামুতে অনলাইন আড্ডা !!! !:#P -১৪১ ( আড্ডা দারুনভাবে চলছে)

আড্ডা পোষ্ট! -১১০



বি: দ্র: জানেনই তো, মানুষ মাত্রই ভুল। Man is mortal ;) ;) ;)

অতএব, ২০১৪ সালে শতক মন্তব্যপ্রাপ্ত আরো অনেক পোস্ট থাকতে পারে যা আমার দৃষ্টিসীমার বাহিরে থেকে এই সংকলনে অন্তর্ভূক্ত হয় নি।সে ক্ষেত্রে আপনারা যদি উক্ত পোস্ট সমূহের লিংক উল্লেখ করেন তবে আমি অবশ্যই তা আপডেট করে নিব। আর উল্লেখিত পোস্টসমূহের মন্তব্যপ্রাপ্তীর সংখ্যা কিন্তু প্রতি নিয়ত পরিবর্তিত হবেই। তাছাড়া আরো অনেক দারুন দারুন পোস্ট দেখেছি যা অল্প সংখ্যক মন্তব্যের অভাবে এখানে অন্তর্ভূক্ত করতে পারি নি। আমি তাই আশা করছি, আপনার সেই সব পোস্টে মন্তব্য করে এবং এই সংকলনে উল্লেখিত পোস্ট সমূহে মন্তব্য করে আমার বিন্যস্ত হিসাবটা এলোমেলো করে দিবেন। তারপর আমিও আবার এবং আবার সেই পোস্টগুলো রিভিউ দিয়ে আপডেট করে নিবো :-B :-B :-B

মন্তব্য ২২৯ টি রেটিং +৩১/-০

মন্তব্য (২২৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৯

হাসান মাহবুব বলেছেন: বিশ:-/ :-/ল কাজ

২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৭

ইমিনা বলেছেন: আমিও সেটাই ভাবছি :-B :-B :-B

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৩

রহস্৪২০ বলেছেন: চরম পোস্ট , কোন কথা হবে না বস

২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০২

ইমিনা বলেছেন: এই প্রথম কেউ আমার ব্লগ পোস্টে এই রকম করে মন্তব্য করলো B-) B-) B-)

অন্যদের পোস্টের মন্তব্যে এই রকম মন্তব্য দেখে শুধু ভেবেছি " কেউ যদি এইভাবে আমার পোস্ট নিয়ে মন্তব্য করতো"।

আমার ব্লগবাড়ীতে স্বাগতম।
মন্তব্যে অনেক ভালোলাগা জানবেন ।।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৩

সঞ্জয় নিপু বলেছেন: রেখে দিলাম পরে একটা একটা করে রিভিউ করব ।

ধন্যবাদ

২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৭

ইমিনা বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ জানবেন। এখানে উল্লেখিত প্রতিটা পোস্ট সময় করে পড়ে নিবেন, ভালো লাগবে আশা করছি।

অনেক ভালো থাকবেন। শুভকামনা ।।

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৮

অপূর্ণ রায়হান বলেছেন: এই পোস্টটিও এই তালিকায় আসতে যাচ্ছে @ইমিনা।

এতো কালেকশন করলেন কিভাবে!!!!! :-B

শীতনিদ্রা থেকে বছরের শেষের দিকে ফিরেও আমার বেশ কয়েকটি পোস্ট তালিকায় দেখে খুবই আনন্দিত :)


প্লাস + ও প্রিয়তে :)

অনেক শুভকামনা রইল :)

২৭ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৮

ইমিনা বলেছেন: এই পোস্ট করতে গিয়ে আপনাকে আর মামুন ভাইকে যে মনে মনে কত বকা-ঝকা করেছি তা কল্পনাও করতে পারবেন না। পোস্টে এত্তো বেশি মন্তব্য পাওয়া ভালু না। এতে এই ধরনের সংকলকদের খুব খাটুনি হয় /:)

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৮

মামুন রশিদ বলেছেন: পোস্টে ভালোলাগা, প্রিয়তে :)

২৭ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫১

ইমিনা বলেছেন: মামুন ভাইয়ের সব চেয়ে বেশি পোস্ট আছে এখানে। ফলস্বরুপ আমার খাটুনি মামুন ভাইয়ের কারনে বেশি হয়েছে। দোয়া করছি, এর পর থেকে আপনার পোস্টের মন্তব্য যেন ৯৬ তে এসে আটকে যায় :P :P :P

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

দারুন কাজ করেছেন। কিভাবে সম্ভব করলেন।

প্রিয়তে থাকল।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৬

ইমিনা বলেছেন: অসম্ভবকে সম্ভব করাই ........
নাহ্, জলিল বন্ড এখানে আসেন নি। আমিই ছুটির ২টা দিনকে এই কাজে লাগিয়েছি :D :D :D

আমার এই পোস্টের কল্যানে আপনার শোকেসের সৌন্দর্য বৃদ্ধি পাক এই কামনা করছি ;)

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৬

সুমন কর বলেছেন: এত কঠিন কাজ কিভাবে করলেন !!! |-) |-) অনেক ধন্যবাদ।

ভাবতে ভালই লাগে আমার ৪টা মৌলিক এবং ৩টা সংকলন পোস্ট আছে। B-) ;) খারাপ যায়নি বছরটা !!

আমিও বিশ্বাস করি সংখ্যা নয় মানটাই জরুরী।

শুভ দুপুর।

৩+।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৯

ইমিনা বলেছেন: সুমন কর বলেছেন: এত কঠিন কাজ কিভাবে করলেন !!! |-)

আমিও ভাবছি, এই কাজ আমি কিভাবে করলাম B:-)


অসাধারন অনেক পোস্ট আমাদের উপহার দিয়েছেন বলে আপনাকে অনেক ধন্যবাদ জানাই :(

শুভকামনা সব সময়।।

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩০

ঢাকাবাসী বলেছেন: কঠিন পরিশ্রের কাজ, কষ্ট করে করার জন্য ধন্যবাদ।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৭

ইমিনা বলেছেন: পরিশ্রমের কাজ তবে তা মোটেও কঠিন নয় বরং কাজটা করতে বেশ মজা পেয়েছি :)

এখন আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পেয়ে খুব ধন্য ধন্য অনুভব করছি :D :D :D


মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা সব সময়।।

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৯

আমিনুর রহমান বলেছেন:



ওরে এইটা কি করছিস B:-) B:-) B:-)


গ্রেট জব। প্লাস ও প্রিয়তে :)

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০১

ইমিনা বলেছেন: ওরে এইটা কি করছিস B:-) B:-) B:-)
..........
বেশ করেছি, তাই না ভাইয়া? হুম, তা জানি। সেই জন্যই তো "গ্রেট জব" কথাটি শুনে পরিতৃপ্তি পেলাম :) :) :)


অনেক অনেক ভালো থাকবেন। আবার দোয়াও করবেন কিন্তু ...

১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কিভাবে সম্ভব করলেন?
দারুন কাজ করেছেন।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৫

ইমিনা বলেছেন: সব মনে হয় ব্লগার ফিউশন ফাইভ এর প্রতি ভালো লাগার ফলাফল। তা না হইলে কিভাবে সম্ভব হইতো এই কাজটি করতে? আমার নিজেরই এখন সত্যি সত্যি অবাক লাগছে :)

সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ জানবেন ভাইয়া। শুভকামনা সব সময়।।

১১| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৩

আলম দীপ্র বলেছেন: :-/ :-/ :-/ :-/ :-/
আমার মাথা ঘুরাইতেসে !

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৭

ইমিনা বলেছেন: আমার মনে হয় পৃথিবীটাই ঘুরাইতেসে, আপনার মাথা নয় #:-S #:-S #:-S

১২| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬

ইছামতির তী্রে বলেছেন: করেছেন কি? অসাধারণ কাজ! স্যালুট!
দারুণ পরিশ্রমসাধ্য কাজের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ভাল থাকবেন।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৯

ইমিনা বলেছেন: বলেন কি? স্যালুট পাবার মতো কাজ করে ফেললাম? দারুন, দারুন :) :) :)

সুন্দর মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ জানবেন। শুভকামনা সব সময়।।

১৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩১

শামীম সুজায়েত বলেছেন: চমৎকার একটি কাজ করেছেন।
অসংখ্য ধন্যবাদ আপনার প্রাপ্য।

সর্বাধিক পঠিত লেখা নিয়েও সংকোলন করতে পারেন। একটি লিঙ্ক দিলাম।

কে বলে বদলে দেবে মানচিত্র !

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৭

ইমিনা বলেছেন: সর্বাধিক পঠিত পোস্ট সংকলনের কথাও ভেবেছিলাম কিন্তু পরে দেখলাম পৃথিবীর কঠিনতম কাজের মধ্যে এই "সর্বাধিক পঠিত পোস্টসমূহ" সংকলন করা। কোন টেকনিকই কাজ দিবে না এই রুপ সংকলনে :||

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন। আর অনেক অনেক ভালো থাকবেন। শুভকামনা ।।

১৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৮

নুর ইসলাম রফিক বলেছেন: অনেক পরিশ্রম করেছেন। সত্যিই আপনি অনেক পরিশ্রমি।

আশা করি আপনার পরিশ্রম বৃথা যাবেনা।

ধন্যবাদ আপনাকে।
শুভ কামনা রইলো।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৪

ইমিনা বলেছেন: হেহ হে ভাইয়া, এইটা কি শুনালেন? আমি সত্যিই পরিশ্রমী?

তাও ভালো যে, এই বৃদ্ধ বয়সে এসে এমন মূল্যবান একটা প্রশংসা পেলাম। ( চুপি চুপি বলে রাখি - আমার মতো ফাকিবাজ স্টুডেন্ট এবং কাজচোর মেয়ে এই পৃথিবীতে দ্বিতীয়টা নেই)

মন্তব্যে ধন্যবাদ জানবেন। শুভকামনা ।।

১৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: এভাবেই স্মরণের বাজারে ঠাই করে নেয় -কেউ কেই আপন মেধা, শ্রম আর নিষ্ঠায়!
যেমন আপনি নিলেন :)

অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৭

ইমিনা বলেছেন: বাহ্, দারুন বলেছেন তো !!!


মন্তব্যে অনেক ভালোলাগা এবং ধন্যবাদ জানবেন। শুভকামনা সব সময়।।

১৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০০

অঘটনঘটনপটীয়সী বলেছেন: ইয়া আল্লাহ্‌! কিভাবে করলেন এটা!!! অসাধারণ!!

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৯

ইমিনা বলেছেন: হাহ হা হা , আপনার মন্তব্য পড়ে একটা নির্মল আনন্দ পেলাম। অনেক ভালোলাগা রইলো আপনার জন্য আপুনি :)

ভালো থাবেন। শুভকামনা সব সময়।।

১৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২০

ডি মুন বলেছেন:

এলাহি কান্ড B:-) B:-)

শুভেচ্ছা ও শুভকামনা রইলো

ভালো থাকুন

+++++++

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪১

ইমিনা বলেছেন: আপনাদের সবাইকে পেয়ে এখন মনে হচ্ছে - এটা সত্যি সত্যিই এলাহি কান্ড :)

অনেক ভালো থাকবেন। শুভকামনা সব সময়।।

১৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

কয়েস সামী বলেছেন: বাহ! বেশ কঠিন কাজ করেছেন।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৫

ইমিনা বলেছেন: মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ সামী ভাইয়া।
শুভকামনা সব সময়।।

১৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: আমার ১৩ টা পোষ্ট আছে :) আমি সংক্রান্ত আরো একটা পোষ্ট আছে । নিন্দুকেরা বলে আমি নাকি ২০১৪ সালে ব্লগে অনিয়মিত ছিলাম :(
পোষ্ট আন্তর্জাতিক মানের হয়েছে :)

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৯

ইমিনা বলেছেন: হেহ হে, অবশেষে সেই সব নিন্দুকদের মুখে চুন-কালি লেপন করে দিলাম :-B :-B :-B
বিনিময়ে আপনার কাছ থেকে যেই আন্তর্জাতিক সার্টিফিকেট পেয়েছি তাতে আমি ধন্য :D :D :D

২০| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

খেলাঘর বলেছেন:


দেখলাম।


" বি: দ্র: জানেনই তো, মানুষ মাত্রই ভুল। Man is mortal "

-To err is human.

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৫

ইমিনা বলেছেন: জ্বী খেলাঘর, আপনি ঠিক করে দিছেন বলে এই যাত্রায় রক্ষা পেলাম বোধ হয়। কিন্তু একটু পর তো আবার তা ভুলে যাবো। কারন একটাই - Man is mortal ;) ;) ;)

২১| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: অনেক শ্রমসাধ্য পোস্ট। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৬

ইমিনা বলেছেন: মন্তব্যে অনেক ধন্যবাদ জানবেন :)

শুভকামনা সব সময়।।

২২| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বাপরে ! সুকঠিন কাজ করেছেন একটা। মজার বিষয় হলো , অনেকগুলোর নাম দেখেই পোষ্টে ঢুকতে ইচ্ছা করছে। আমার মনে হয় , টাইটেলটা কোন একটা পোষ্টে কতজন মন্তব্য করবে তার একটা বড় কারণ। কেননা মত দিতে হলে প্রথমে ঢুকতে হবে, তথা পড়তে হবে ।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৯

ইমিনা বলেছেন: হাহ হা হা, দারুন বলেছেন আপু :)

সুন্দর ও আন্তরিক মন্তব্যে অনেক বেশি ধন্যবাদ জানবেন।
শুভকামনা।।

২৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১২

কলমের কালি শেষ বলেছেন: আপনিতো দেহি এটম বোমা মারবার মত কাজ কারবার কইরালছেন !! নেন আমার আলমিরার থেকে একটা লাইক এবং পিলাস এর এটম বোমা । ;) ;) ;) :P

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৩

ইমিনা বলেছেন: আমি ভয় পাইছি #:-S #:-S

আপনার লাইক আর পিলাস আমি নিমু না। এটম বোমা খুব খারাপ #:-S

২৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২২

আমি তুমি আমরা বলেছেন: পরিশ্রমসাধ্য কঠিন কাজ করেছেন। একটা ধন্যবাদ পেতেই পারেন। :)

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৬

ইমিনা বলেছেন: জ্বী, একটা ধন্যবাদ পেতেই পারি। তবে আরেকটা ধন্যবাদ আশা করছি যেন একটা ধন্যবাদ হারিয়ে গেলে আরেকটা ধন্যবাদ নিয়ে চলতে পারি :-B :-B :-B

২৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৩

স্বাধীন বাংলা বলেছেন: Click This Link

২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৩

ইমিনা বলেছেন: থ্যাঙ্কস্ :)

২৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৪

প্রবাসী পাঠক বলেছেন: এমন শ্রমসাধ্য একটি পোস্টের জন্য- টুপি খোলা সালাম গ্রহণ করুন।


পোস্টে সপ্তম ভালো লাগা রইল।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৬

ইমিনা বলেছেন: এমন শ্রমসাধ্য একটি পোস্টের জন্য- টুপি খোলা সালাম গ্রহণ করুন।
...........................
খুব খুশি মনে আপনার সালাম গ্রহন করলাম প্রবাসী ভাইয়া। পোস্ট ভালোলাগায় অনেক ধন্যবাদ জানবেন :)

শুভকামনা সব সময়।।

২৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৬

মামুন রশিদ বলেছেন: এই পোস্ট ইতিমধ্যে ইতিহাসে স্থান পেয়েছে । এটা ছাড়া আপনার পোস্ট কিছুতেই পূর্ণ হবেনা ।


B-) B-))

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১১

ইমিনা বলেছেন: এবার সত্যি সত্যি এই পোস্টের আবেদনের সাড়া পেলাম। আপডেট করে দিয়েছি। অনেক অনেক ধন্যবাদ মামুন ভাই।

এমন সুন্দর পোস্টটি আমার চোখেই পড়লো না। কোথায় যে থাকি আমি X(

২৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৪

ডট কম ০০৯ বলেছেন: এইগুলা করেন কখন।

আল্লাহ মাফ কর। আমার দ্বারা জীবনেও সম্ভব হইব না।

তোমায়র ধৈর্যের প্রসং সা করতেই হচ্ছে। এক কেজি ধইন্ন্যা পাতা পুষ্টের লেইজ্ঞা।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৮

ইমিনা বলেছেন: এইগুলা করেন কখন।

উত্তর: দুই দিনের ছুটি কি অফিস এমনি এমনি দিছে? ব্লগে পুরোপুরি মনোযোগ দেওয়ার জন্য আর আমি সেটাই করেছি মাত্র :-B :-B :-B

আমি ধইন্ন্যা পাতা নিমু না। ধইন্ন্যা পাতা খাই না #:-S

২৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২০

আরজু পনি বলেছেন:

:D

:#>

নিজের পোস্টগুলো দেখে ইমোতে রিয়েকশান জানালাম :P

সারা বছরের পোস্ট থেকে বেছে এই পোস্ট তৈরী করতে আপনার সময় লেগেছে কতোদিন বলবেন কি? :(

আমি একটা সংকলন পোস্ট তিন বছর থেকে ভাবছি কিন্তু করতে পারছি না করতে গেলেই ঘাম ছুটে যায় :(
তারপর হাল ছেড়ে ভাবি কেউ হয়তো করবে....

অনেক শুভেচ্ছা রইল আপনাকে আর যাদের পোস্ট এখানে জড়ো করেছেন...সেই সাথে সহব্লগারদের প্রতি সালাম রইল যারা বছর জুড়ে তাদের ভালোবাসায় ব্লগিং করতে অনুপ্রেরণা যগিয়েছেন আমায় ।।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৩

ইমিনা বলেছেন: আমি টেকনিক্যালি এই কাজটা করেছি আরজুপনি আপু যার কারনে দুই দিনের মধ্যেই তা সম্পন্ন করতে পেরেছি :)

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আপনার অনেক দারুন দারুন পোস্ট পড়ার সৌভাগ্য হয়েছে এবং আশা করছি আপনার থেকে আরো অনেক পোস্ট পাবো।

ভালো থাকবেন। শুভকামনা রইলো।।

৩০| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩০

অপু তানভীর বলেছেন: আরে সর্বনাশ আমার পোস্টও দেখি আছে লিস্টে !!

২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৭

ইমিনা বলেছেন: কি যে বলেন না ভাইজান, আপনার পোস্ট ছাড়া আমার এই সংকলন পোস্ট পূর্ণতা পাবো কিভাবে? B:-)


আরো দারুন দারুন পোস্ট পাবার অপেক্ষায় রইলাম :) :) :)

৩১| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪১

আলম দীপ্র বলেছেন: আমার মনে হয় দুইটাই ঘুরায় ! B-) ;) B-)) B-)) :P :P :P B-)) ;) B-) :P আরকিছু বলব না । যাই বলি কম ।
প্রিয়তে ++++++++++++ ।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫০

ইমিনা বলেছেন: ঠিকাসে, যতটুকু বলেছেন তাতেই আমার পোস্ট ধন্য :-B

আমার পোস্ট উপস্থিতিতে আপনার শোকেসের সৌন্দর্য বৃদ্ধি পাক ;)



অনেক ভালো থাকবেন। শুভকামনা সব সময়।।

৩২| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৯

স্নিগ্ধ শোভন বলেছেন:




ভালো লাগলো না ......... X((

পোস্ট প্রিয়তে :P

২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫২

ইমিনা বলেছেন: কেনু ভালো লাগলো না ? X( X( X(
এমন ইতিহাস আর কই পাবেন? পাবেন না বলে রাখলাম 8-| 8-| 8-|



যাই হোক, আমার পোস্ট উপস্থিতিতে আপনার শোকেসের সৌন্দর্য বৃদ্ধি পাক ;)

৩৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:০৪

মৃদুল শ্রাবন বলেছেন: জনৈক বলেছেন: বছর শেষ হবার তিনদিন আগে এই পোষ্ট দেবার কারণ সম্পর্কে জানতে চাই।

লেখক বলেছেন: আপডেটে যেন এই পোষ্টটা এড করতে পারি। =p~


(কাল্পনিক)

:) ফাটাফাটি হইচে। এক বস্তা পিলাচ।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৫

ইমিনা বলেছেন: আমার হয়ে ওই জনৈক ব্যাক্তিকে দেওয়া কাল্পনিক উত্তরটি মন মত পেলাম না মৃদুল ভাইয়া। এখন তাহলে ওই জনৈক ব্যাক্তিকে আমিই বলছি :

সুন্দর প্রশ্ন করেছেন। এর জন্য আপনি অনেকগুলো ধন্যবাদ পা্ওয়ার যোগ্য। আমি ব্লগার ফিফা'র উল্লেখিত সংকলনটার পোস্ট তারিখ চোখ বন্ধ করে অনুসরন করতে চেয়েছি। ফলস্বরুপ ২৬ তারিখের সন্ধ্যা ৬টার মধ্যেই ২০১৪এর সামগ্রিক পোস্ট রিভিউ শেষ করেছি। কিন্তু ওই যে বললাম চোখ বন্ধ করে অনুসরন করতে চেয়েছি, ভুলটা এখানেই। কারন এই চোখ বন্ধ করার ফাকে ঘুমের বন্যা দুচোখে এসে ভর করেছিলো। বাকীটুকু তো দেখতেই পাচ্ছেন :|| :|| :||

৩৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২১

যোগী বলেছেন:
এত শ্রম কেমনে দেন? অন্য কোন কাজ নাই?

২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৫

ইমিনা বলেছেন: আমার দুটা মাত্র কাজ। খাওয়া আর ঘুমানো :-B :-B :-B



তবে মাঝে মাঝে টুকটাক জিনিসে মন দেওয়ার সুযোগ পাই ।
অনেক ভালো থাকবেন যোগী। সাংগাতিক একটা প্রো পিক দিয়েছেন। এই শীতের মধ্যে এই পিক দেখলেই ভয় লাগে

৩৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪২

বৃতি বলেছেন: /:) /:) কঠিন কাজ!!!!!! অনেক ভালো লাগা :)

২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৮

ইমিনা বলেছেন: হ্যা, তুলনামূলকভাবে বেশ কঠিন কাজ ছিল তবে অনেক ভালো লেগেছে কাজটা শেষ করতে পেরে।

অনেক অনেক ভালোলাগা রইলো বৃতি আপুর জন্য। ভালো থাকবেন অনেক।।

৩৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৭

জুন বলেছেন: ২০১৪ সামহোয়্যারইন ব্লগে সর্বাধিক কষ্টকর, ধৈর্য্যশীল এবং চমৎকার একটি পোষ্টের জন্য ইমিনাকে অসংখ ধন্যবাদ । সেই সাথে শুভকামনাও রইলো ২০১৫ সাল যেন আরো সুন্দর আর স্বার্থক হয়ে উঠে ইমিনার জন্য :)

২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৪

ইমিনা বলেছেন: না জুন আপু, ২০১৪ সামহোয়্যারইন ব্লগে সর্বাধিক কষ্টকর, ধৈর্য্যশীল পোস্ট এটা নয়। তবে কারো কারো কাছে এটা চমৎকার পোস্ট হয়তো মনে হতে পারে। আপনার অনেক পোস্ট ছিল যা আমার পড়া ছিল না। এই পোস্ট করতে গিয়ে সেগুলোও সময় করে পড়ে এসেছি। উহ্, আপনি কি অসাধারন লিখতে পারেন :)

আপনার জন্যও রইলো আমার অনেক অনেক শুভকামনা। অনেক ভালো থাকবেন আপু :)

৩৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৯

অপূর্ণ রায়হান বলেছেন: শেষ আপডেট কবে পর্যন্ত হবে @ইমিনা? ডিসেম্বরের শেষ প্রহর পর্যন্ত কি? তাহলে আবার আসবো দাবী নিয়ে ;)

মামুন ভাই ২০১৪ তে ২৬ টি পোস্ট দিয়েছেন, অসাধারণ সেই ২৬টি পোস্ট ই আছে। অভিনন্দন মামুন ভাই। আশাকরি ২০১৫ তে আরও এরকম অনেক পোস্ট পাবো।
আপনার ১ বছরের ব্লগিং এ ১৯টি পোষ্টের ১৬টি পোস্ট ই তালিকায় আছে! ওয়াও! এভাবেই ব্লগ মাতিয়ে রাখবেন এই কামনাই করি সবসময় :)

পরে আসছি আবার :)

২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫০

ইমিনা বলেছেন: ঠিক ধরেছেন, এই পোস্টের শেষ আপডেট করবো ডিসেম্বরের শেষ প্রহরে। এই কয়দিনে ২০১৪ সালের পোস্ট মন্তব্যে বিশাল পরিবর্তন পাবো বলে ভয় পাচ্ছি
:|| :|| :||

দাবী - দাওয়ার কথা শুনলেতা জানার জন্য দেরী করতে ইচ্ছা করে না। দাবীটা তাই অতি সত্ত্বর জানার ইচ্ছা প্রকাশ করছি।


৩৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: সংকলিত পোষ্টের এক নতুন ধারনা। চমৎকর, আমারও একটি পোষ্ট আছে বিধায় ধন্য হলুম।


ব্লগিং জগতে লিংক পোষ্ট দেয়া সবচাইতে কষ্টকর আর সেই কাজটিই আপনি করেছেন অতি সহজ ভাবে। আবার এটা আপডেটও করা হবে। !:#P !:#P



শুভ কমনা।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৫

ইমিনা বলেছেন: আপনার পোস্টটি এখানে অন্তর্ভূক্ত করতে পেরে আমারও ভালো লেগেছে। তারজেয়েও ভালো লেগেছে আপনার সুন্দর মন্তব্য পেয়ে :)

শুভকামনা সব সময়ের জন্য।।

৩৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৩

এহসান সাবির বলেছেন: আরে আমি দেখি সেরা আড্ডাবাজ!!!!!!!!!!!


আমারও দেখি আরও কয়েক খানা আছে..... B-)) B-))



এক গুচ্ছ ভালো লাগা।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৯

ইমিনা বলেছেন: এহসান সাবির বলেছেন: আরে আমি দেখি সেরা আড্ডাবাজ!!!!!!!!!!!
.......
তারমানে আপনি সেরা জনপ্রিয় ব্লগার যাকে আড্ডায় পেলেই চারপাশটা সক্রিয় হয়ে উঠে :)

আপনার অনেকগুলো পোস্ট আছে এখানে। তাই আশা করছি ১০১৫ তে আমাদের আরো বেশি বেশি করে পোস্ট উপহার দিবেন।
অনেক ভালোলাগা জানবেন।।

৪০| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৫

যোগী বলেছেন:
শুধু খাওয়া আর ঘুমানো !!
অনেক বেশি আরামে থাকেন তাই একটু শীত কে ডর লাগে।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩২

ইমিনা বলেছেন: জ্বী , ঠিক ঠিক। অনেক আরামে থাকতে থাকতে মন আমার ভয়ের ডিপু হয়ে গেছে। শীতকে ডর লাগে, যোগী শব্দটা দেখলেই ডর লাগে, যোগীদের পিক দেখলে ডর লাগে। নাহ্, আজ থেকেই আরাম পরিহার করতে হইবেক :-<

শুভকামনা রইলো।

৪১| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশ কষ্ট সাধ্য পোষ্ট। আশাকরি নতুন অনেক ব্লগার আছেন, যারা পূর্বে প্রকাশিত বিভিন্ন মজার আর গুরুত্বপূর্ন পোষ্টগুলো পড়ে নি, তারা তা পড়ে নিতে পারবেন।

নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা রইল।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৫

ইমিনা বলেছেন: মন্তব্যে অনেক ভালোলাগা জানবেন। আপনার মন্তব্যে বরাবরের মতোই অনুপ্রেরণা অনুভব করি :)


আপনাকেও নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাই।।

৪২| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:



ধন্যবাদ দিয়ে ছোট করবনা আপনাকে এমন শ্রম সাধ্য কাজের জন্য।

আপনার এখানে আমার ১২ টি পোস্ট স্থান পেয়েছে। যেটা আমার জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণা দায়ক। আমি নিজেও কখনও এভাবে খেয়াল করে দেখিনি আমার পোস্টগুলো।

২০১৪ এর মতো জানিনা ২০১৫ তে ব্লগিং যাত্রা কেমন যাবে। তবে এই মন্তব্য খরার দিনে এটা নিশ্চিত করেই বলতে পারি আপনার এই পোস্ট ব্লগে আবারও প্রাণ সঞ্চালক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সকল সহ ব্লগারদের জন্য।

পোস্ট সোজা প্রিয়তে নিয়ে নিলাম।

আপনার ও সকল সহব্লগারদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এবং শুভকামনা।


২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৮

ইমিনা বলেছেন: আপনিই তো কতগুলো সময় ব্লগ থেকে হারিয়ে গিয়েছিলেন। ফলস্বরুপ আপনার আরো আরো পোস্ট থেকে আমরা বঞ্চিত হয়েছি :( :(

২০১৫ তে আপনার নিয়মিত পোস্ট আশা করছি।

আর আপনার করা মন্তব্যের কথা কি বলবো। এতো সুন্দর ও সাজানো মন্তব্য পাওয়া যে কারো জন্যই আনন্দের :)

অনেক শুভকামনা রইলো।।

৪৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৯

আমি ইহতিব বলেছেন: পোস্টের জন্য এত্তগুলা +++++++++++

কিন্তু ব্লগ ডে তে এলেন পরিচিত হতে পারলামনা বলে খারাপ লেগেছে।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৭

ইমিনা বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ জানবেন আপু। আর সেই সাথে ভালোলাগা :)

ব্লগ ডে প্রোগ্রামে এটেন্ড করতে এত বেশি দেরী হয়ে গিয়েছিলো যে, নিজের উপরই নিজে বিরক্ত ছিলাম। তাই শেষটায় নিজের মত করেই লুকিয়ে থাকার প্লান করি। ইনশাল্লাহ পরবর্তী ব্লগ ডে প্রোগ্রামে সবার আগে আমিই উপস্থিত থেকে আপনাদের আগমনকে স্বাগত জানাবো :)

অনেক ভালো থাকবেন আপু। শুভকামনা সব সময়।।

৪৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০০

নুরএমডিচৌধূরী বলেছেন: কিভাবে সম্ভব করলেন?
দারুন কাজ করেছেন।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪০

ইমিনা বলেছেন: কিভাবে কিভাবে যেন সম্ভব করে ফেললাম। এখন আপনাদের মতো আমি নিজেই অবাক হই B:-)

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জানবেন। শুভকামনা সব সময়।।

৪৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

তুষার কাব্য বলেছেন: ওরে বাব্বা...ভয় পাইছি.. :>

কয়েক মাস লাগবে ঘুরে ফিরে দেখতে...আর আপনি ২ দিনেই... #:-S

আপু দা বস... :)

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪২

ইমিনা বলেছেন: হাহ হা হা, সুন্দর বলেছেন তুষার কাব্য :D :D
মন্তব্যে ধন্যবাদ জানবেন :)

শুভকামনা সব সময়।।

৪৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

জানা বলেছেন:

বাহ্‌, বছর শেষ না হতেই একটি জনপ্রিয় এবং ভালো পোস্টের ভান্ডার হাতে পেয়ে ভাল লাগছে। এতে পরিশ্রম কতখানি তা বুঝতে পারি। সময় এবং মনোযোগ ও কম খরচ হয়নি।

অশেষ ধন্যবাদ ইমিনা।

পোস্টটি নতুন বছর আসার আগ পর্যন্ত সবার চোখে থাকুক।

পোস্টটি করা হোক :)

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৭

ইমিনা বলেছেন: জানা আপুর মন্তব্য আমার কাছে অনেক বেশি আনন্দের, অনেক বেশি প্রেরণার। সেই সাথে আমি কৃতজ্ঞ :)

৪৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৫

তামান্না তাবাসসুম বলেছেন: অনেক ভালো,মজার আর গুরুত্বপূর্ন পোষ্টএর লিঙ্ক পওয়া গেলো :D :D :-B
এমন উহারের জন্য এত্ত এত্ত ধন্যবাদ।
নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা রইল।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫০

ইমিনা বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন তামান্না আপুনি। পোস্টগুলো সময় করে পড়ে নিবেন। আশা করছি অনেক ভালো লাগবে আপনার।

নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা রইলো।।

৪৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৪

মাহবু১৫৪ বলেছেন: মহা ঝামেলার কাজ এটা। অনেক সময় নিয়ে করতে হয়েছে। আপনাকে সাধুবাদ এমন পোস্টের জন্য।

+++++

পোস্টে বেশি কমেন্ট পাওয়া একটা পীড়া। ;)

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৪

ইমিনা বলেছেন: ব্লগ এবং সহব্লগারদের প্রতি প্রচন্ড ভালোলাগার কারনেই হয়তো এই সংকলনের কাজটিকেও ঝামেলার মনে হয় নি। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ :)

.................
হাহ হা হা, এখনও পর্যন্ত পীড়াদায়ক মনে হয় নি ;)

৪৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৭

সকাল রয় বলেছেন:
ইহা একটি ঐতিহাসিক পোস্ট হিসেবে মন জয় করিয়া নিলো... :)

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৬

ইমিনা বলেছেন: আপনার মন জয় করতে পেরে আমার পোস্টখানা ধন্য বোধ করছে আর আমিও তাতে আনন্দিত :)


অনেক ভালো থাকবেন। শুভকামনা।।

৫০| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৯

মামুন রশিদ বলেছেন: স্টিকি মোবারক :)

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৯

ইমিনা বলেছেন: পোস্ট স্টিটি করার জন্য সামু কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ।
সেই সাথে সকল ব্লগার, স্পেশাল ভাবে মামুন ভাইকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি :)

৫১| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৩

আবু শাকিল বলেছেন: পোষ্টে লাইক দিলাম।
১৩ নাম্বার লাইকটা আমার =p~ =p~ =p~

স্টিকি মোবারাক।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০০

ইমিনা বলেছেন: আপনার সুন্দর লাইকটা বুঝে নিলাম শাকিল ভাইয়া।
লাইক এবং মন্তব্যে অনেকগুলো ধন্যবাদ রইলো :)

শুভকামনা ।।

৫২| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০১

মৃদুল শ্রাবন বলেছেন: জনৈক ব্যাক্তির মন্তব্যের জবাবে আপনার উত্তরটা আমার পছন্দ হয়েছে। কিন্তু মনে হল আপনি জনৈক ব্যাক্তিকে সামান্য ভুল বুঝেছেন। তিনি আপনার পোষ্টটির ইম্পর্টেন্সি বোঝাতে উপরোক্ত উত্তর আশা করেছিল। আপনার এই পোষ্টটি যে ২০১৪ সালের মধ্যেই মন্তব্যে একশ'র কোটা ছাড়িয়ে যাবে এবং আপনাকে তার জন্য আগেই অভিনন্দন জানানোটাই মূখ্য উদ্দেশ্য ছিল। :||

ভাল থাকবেন। আপনাকে র‍্যাঙ্কিং দেবার মতো র‍্যাঙ্ক হয়তো আজো অর্জন করতে পারিনি। তাই ৫ *(স্টার) দিতে পারলাম না। তবে যদি থাকতো তবে অবশ্যই দিতাম।

শুভকামনা রইলো।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৪

ইমিনা বলেছেন: মোটেও না, আমি কেন ভুল বুঝবো। এতোটা স্টুপিড আমি নই। বরং জনৈক ব্যাক্তির করা প্রশ্নটি আমি এই সংকলনটি পোস্ট করার পূর্বেই মনে মনে আশা করেছিলাম। আমার মনের সামন্য একটা দায়বদ্ধতা ছিল যা তার ( জনৈক ব্যাক্তি) প্রশ্নের মাধ্যমে দূর করার একটা সুযোগ পেয়েছি ( যদিও যথাযথ উত্তর দিয়ে এই সুযোগটির সদ্ব্যবহার করতে পারি নি, তবুও আপনি ভা্ইয়া আমায় অনেক বেশি মুক্তি দিয়েছেন)।

সুতরাং, আপনার বাড়ীতে মিষ্টি দিয়ে আসার মত আনন্দ এবং আগ্রহ দেখাচ্ছি ;)

৫৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৯

পার্থ তালুকদার বলেছেন: ওরে বাবা রে -------- এতো দেখছি ব্লগক্লোপিডিয়া । :)

অনেক মূল্যবান পোস্ট।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১২

ইমিনা বলেছেন: হাহ হা হা, দারুন বলেছেন B-) B-) B-)

সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ জানবেন। শুভকামনা সব সময়।।

৫৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০১

জেরিফ বলেছেন: স্টিকি করার জন্য কতৃপক্ষকে ধন্যবাদ ।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১৩

ইমিনা বলেছেন: সেই সাথে আপনাকেও অনেক ধন্যবাদ :) :)

শুভকামনা :)

৫৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:১৫

রিফাত ২০১০ বলেছেন: পোস্ট প্রিয়তে ।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১৫

ইমিনা বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন।
শুভকামনা :)

৫৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:২১

না পারভীন বলেছেন: মাত্র দুই দিনে এই বিশাল কাজ কিভাবে সম্পন্ন হল জানার আগ্রহ রইলো।

আমার লিখা পোস্ট গুলোতে অনেক মন্তব্য আছে যার উত্তর আমি এখনো দিতেওপারিনি। কারণ মাঝখানে মোবাইল থেকে লগ ইন সমস্যা ছিল। আর ল্যাপটপ খোলার সময় পেতাম না।
তার পর আবার অভ্র কাজ করছিল না। নিজের ও নানা ব্যস্ততা তো আছেই। তাই আমি নিজেই লজ্জিত। আশা করি সব মন্তব্যের উত্তর দিব।

নতুন বছরের শুভেচ্ছা ইমিনা। এগিয়ে যান। সবাই কে সামু ব্লগিং এর একই শূতায় গেঁথে রাখুন মালার মত। এই কামনা রইলো।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৮

ইমিনা বলেছেন: স্বল্প সময়ের সংকলন রহস্যটা যদি বলে ফেলি তবে অন্যরা তো আর অবাক হবে না আপু। অন্যেদের অবাক হওয়ার ব্যাপারটা আমার কাছে খুব ন্যাচারাল একটা অনুভূতি মনে হয়। আমার ভালো লাগে। তবে আপনাকে অন্য কোন উপায়ে লুকিয়ে লুকিয়ে বলতে পারি #:-S

শত ব্যস্ততার মাঝেও আপনি যে আমাদের কল্যানে এবং সচেতনতায় যে সব অসাধারন পোস্ট দিয়েছেন তার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীতে এই রকম আরো অনেক পোস্ট পাবার অপেক্ষায় রইলাম ।

মন্তব্যে অনেক ধন্যবাদ আর ভালোলাগা জানবেন। শুভকামনা সব সময়।।

৫৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:২২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক শ্রমসাধ্য কাজ!
সাধুবাদ জানাই ইমিনা!

আমার একমাত্র গল্প ৯৬ এ আঁটকে আছে !
দেখা যাক ১০০ হয় কিনা, :(

প্রিয়তে নিলাম, ভালো থাকুন ।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৯

ইমিনা বলেছেন: তিয়াসের গল্পটা? দারুন লিখেছেন। আমি মাত্র পড়ে আসলাম :)

মন্তব্যে অনেক ধন্যবাদ জানবেন। শুভকামনা ।।

৫৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:০৪

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: মন্ত্রী পরিষদে আপনাকে স্থান না দিতে পারলেও আপনার পোস্টে আমাকে স্থান দেয়ার জন্য অনেক ধন্যবাদ। আমার মত অনিয়মিত একজন ব্লগার আপনার পোস্টে স্থান পাওয়ায় খুবি আশ্চর্য হলাম। নিয়মিত ব্লগাররা যদি তাদের চেষ্টার পরিমান বৃদ্ধি করতো ফিরে দেখা পোষ্টে পোষ্টের সংখ্যা অনেক লম্বা হতো।

আপনাকে এবং সকল ব্লগারকে নতুন ইংরেজি বছরের অগ্রিম শুভেচ্ছা।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৪

ইমিনা বলেছেন: এখানে একটু ভুল বললেন বোধ হয়।
আমি আপনার সেই অসাধারন পোস্টটিকে এই সংকলনে স্থান দেই নি, বরং আপনার পোস্টটিই নিজ যোগ্যতায় স্থান করে নিয়েছে।

তবে এটা দারুন বলেছেন: নিয়মিত ব্লগাররা যদি তাদের চেষ্টার পরিমান বৃদ্ধি করতো ফিরে দেখা পোষ্টে পোষ্টের সংখ্যা অনেক লম্বা হতো।
... এবং আমার কাজটাও একটু জটিল হতো ;)

আপনার জন্য নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা রইলো। শুভকামনা সব সময়।।

৫৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৪

চিরতার রস বলেছেন: হেপি বাড্ডে। কেক খাইতে আসুম কখন ? ;)

২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৩

ইমিনা বলেছেন: এখন আর এসে কি হইবে? :||
চোর ব্যাটাতো আমার বার্থডে কেকটাকে মোবাইল ভেবে রাত্রে চুরি করে নিয়ে গেলো। অবশ্য চুরি যাওয়ার পূর্বেই সেই কেক এর একটা ছবি তুলে রেখেছিলাম। এখন এইটা দেখেই মনকে স্বান্তনা দিচ্ছি। আগামীতে বরং আপনাদের বাসায় আমার বার্থডে কেকটা রেখে আসবো :-B

৬০| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৫

দর্পণ বলেছেন: ইমিনা আপা আপনার এই লিস্টে জীবনেও নাম আসবে না আমার। আমার মত অলস লেখকের জন্য এই লিস্টি না।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩০

ইমিনা বলেছেন: কোন চিন্তা করবেন না। নেক্সট সময়ে অলস লেখকদের একটা লিস্ট বের করবো যেখানে আপনিই প্রখম স্থান দখল করে থাকবেন :-B

এবার খুশি তো ;) ;)

৬১| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৫

আলম দীপ্র বলেছেন: শুভ জন্মদিন ইমিনা আপু ।
অনেক শুভকামনা :)

২৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৫

ইমিনা বলেছেন: অনেক ধন্যবাদ দীপ্র :)

আপনার জন্যও শুভকামনা রইলো।।

৬২| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

রিভানুলো বলেছেন: অনেক কস্ট করে সহব্লগারদের অনুপ্রানিত করার মত একটি পোস্ট তৈরী করলেন দেখা যাচ্ছে ইমিনা :)
শুভেচ্ছান্তে
++++++

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৫

ইমিনা বলেছেন: আমি নিজেই এই একটি বছর অসাধারন সব সহব্লগার পেয়ে এবং তাদের সার্বিক আন্তরিকতায় অনুপ্রানিত হয়ে সংকলনের কাজটি আনন্দে আনন্দে সম্পন্ন করার চেষ্টা করেছি। যদিও এতে অনেক সীমাবদ্ধতা আছে তবুও আপনাদের ভালোলাগা মন্তব্যে আমি অবাক হই, প্রেরণা পাই।

আপনার নামটা অন্য রকমের সুন্দর, আমার ভালো লাগে। মন্তব্যে অনেক ধন্যবাদ জানবেন। শুভকামনা।।

৬৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

নাছির84 বলেছেন: অনেক শ্রমের পোষ্ট। এভাবেই শ্রম দিয়ে এগিয়ে চলুন আমাদের জন্য। শুভ জন্মদিন।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৮

ইমিনা বলেছেন: শ্রম দিয়ে চলতে রাজি না, আমি শ্রমিক নাহ্ :P

তবে আপনাদের সাথে থাকতে আমি এক পায়ে দাড়ানো :P

মন্তব্যে ধন্যবাদ জানবেন।।

৬৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

অরুদ্ধ সকাল বলেছেন:

বহুত খুব
মারহাবা মারহাবা
....................................

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪২

ইমিনা বলেছেন: বহুত খুব
.............
বিশেষনের আধিক্যে আমি তো খুশিতে বাতাসে উড়ছি :P

আপনাদের অনুপ্রেরণামূলক মন্তব্যে আমি কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ জানবেন। শুভকামনা।।

৬৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভ জন্মদিন :)

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৩

ইমিনা বলেছেন: হু, এইবার আপনের বাসায় আমার দাওয়াত :) :) :)

৬৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৩

নতুন পাঠক বলেছেন: পরিচিত , নারী, ক্যাচালবাজ , আড্ডা পোস্ট ও হিট খোররা এই লিস্টে ফিফার যুগেও ছিলো আপনার যুগেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এতে কোন সন্দেহ নেই।

আমি অভিনন্দন জানাই নতুন ব্লগারদের যারা কোন ক্যাচাল ও পরিচিতি ছাড়াই ভালো লিখে আপনার লিস্টে নিজেদের পোস্ট লিপিবদ্ধ করেছেন।

আমার ৩ জন প্রিয় নতুন ব্লগার কে অভিনন্দন জানাতে চাই যারা ভালো লিখে সামুতে সুনাম অর্জন করেছেন এবং যারা স্টিকি হওয়া ছাড়াই আপনার লিস্টে নিজেদের পোস্ট উঠানোর সৌভাগ্য অর্জন করেছেন। যদিও এই ২ ব্লগারের পোস্ট স্টিকি হয়েছে তার পরও তারা প্রথমে ভালো লিখে নিজেকে প্রমাণ করেছেন।



অভিনন্দন ব্লগার না পারভিন ।
অভিনন্দন ব্লগার জাফরুল মবিন ।

ক্যাচালবাজ ও হিট খোর রা ছাড়া লিস্টেড অন্য সবার জন্যো শুভ কামণা থাকলো।

আপনাকে ধন্য কঠিন কাজটি করার জন্য।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৫

ইমিনা বলেছেন: আপনার প্রিয় ৩ জন নতুন ব্লগারের মধ্যে না পারভিন আপু আর জাফরুল মবিন ভাইয়াকে পেয়েছি। আর একজন কে?

সুন্দর ও অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ জানবেন। শুভকামনা সব সময়।।

৬৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৪

নীল কথন বলেছেন: ধৈর্য্য-র প্রতিমা দেখি আপনি।
শুভ জন্মতিথি।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৮

ইমিনা বলেছেন: আমার মত ধৈর্য্যহীন মানুষ এই জগতে খুব কমই আছে। ধৈর্য্য থাকলে এতো দিনে না জানি কি হয়ে যেতে পারতাম :P


মন্তব্যে অনেক ধন্যবাদ এবং ভালোলাগা জানবেন। শুভকামনা ।।

৬৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫১

উপপাদ্য বলেছেন: দারুন কাজ। কস্টসাধ্য ও শ্রমসাধ্য। অনেক ধন্যবাদ ইমিনা।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৯

ইমিনা বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাইয়া :)

অনেক ভালো থাকবেন।শুভকামনা সব সময়।।

৬৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৪

সায়েম মুন বলেছেন: অনেক কষ্টসাধ্য পোস্ট। প্রিয়তে রেখে দিলাম। সময় করে পোস্টে যাওয়া যাবে।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫২

ইমিনা বলেছেন: আপনার শোকেসে আমার পোস্ট রেখেছেন শুনেই সংকলন করাকে সার্থক মনে হচ্ছে। অনেক অনেক কবিতা চাই ভাইয়া।

ভালো থাকবেন। শুভকামনা।।

৭০| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৯

আরজু মুন জারিন বলেছেন: বিশাল একটা কাজ করেছেন।এতগুলি পোষ্টকে একসাথে করা।আমি এখানের কিছু লেখা পড়ছিলাম যেগুলি আগে মিস করে গিয়েছিলাম।

শত সহস্র ধন্যবাদ পরিশ্রমের কাজটির জন্য.....। তার সাথে আন্তরিক শুভেচ্ছা/ভালবাসা। ভাল থাকুন সবসময় এবং চমৎকার পোষ্টগুলি করতে থাকুন যত্ন সহকারে............আমাদের জন্য.। 8-| 8-| 8-|

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৪

ইমিনা বলেছেন: এই সংকলনের কল্যানে আপনি মিস হয়ে যাওয়া কিছু পোস্ট পড়তে পেরেছেন - এই কথা আমার জন্য অনুপ্রেরণার নতুন মাত্রা যোগ করে।

অসাধারন মন্তব্যে অনেক ধন্যবাদ ও ভালোলাগা জানবেন। শুভকামনা।।

৭১| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৪৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: অতঃপর এই পোষ্ট টিও লিস্টে ঢুকানোর জোর দাবি জানানো হইলো =p~ =p~



অনেক পরিশ্রম করেছে। আপনাকে ধন্যবাদ।

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৫

ইমিনা বলেছেন: এই পোস্টটি লিস্টে ঢুকাতে আমার লইজ্জা লাগবে যে :!>

হাহ হা হা, আপনার এই অসাধারন মন্তব্যটি আমার সব সময় মনে থাকবে। অনেক ভালোলাগা এবং ধন্যবাদ জানবেনঅ

শুভকামনা ।।

৭২| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১১

আরুশা বলেছেন: হামা ভাই এর মতই বলছি বিশাল :-/ :-/ জটিল কাজ
+++++++

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৮

ইমিনা বলেছেন: তাহলে হামা ভাইয়ের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে অনেককককককক ধন্যবাদ জানাচ্ছি :)

শুভকামনা সব সময়।।

৭৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৯

আমি তুমি আমরা বলেছেন: আমরা চারটা পোস্ট নার্ভাস নাইন্টিজের শিকার হয়ে আপনার লিস্টে জায়গা পায় নাই :(( :(( :((

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৭

ইমিনা বলেছেন: চিন্তা নিয়েন না ভাইয়া। আমরা আছি না? এই বছরের মধ্যেই আপনার ব্লগবাড়ীতে সম্মিলিত ভাবে চক্কর দিয়ে আসবো। ( এই বছরের মধ্যেই যে আপনার পুরাতন পোস্টগুলোতে আলাপ করে আসবে, বুঝে নিবেন সে আপনার বড় আপনজন :P )

৭৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০২

আমিনুর রহমান বলেছেন:



স্বপ্নের টাঙ্গুয়ার হাওড়ে একদিন -জুন আপুর এই পোষ্টে ১০২টা কমেন্ট দেখা আসলাম রে বইনে :)

৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৭

ইমিনা বলেছেন: ভাই আমার ভাইয়ের মতোই উপকার করলেন :)

পোস্টে এখ্খুনি অন্তর্ভূক্ত করে দিচ্ছি ভাইজান আর অনেকগুলো ধন্যবাদ গ্রহন করবেন :)

৭৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৮

স্নিগ্ধ শোভন বলেছেন: বেশি ভালো তাই ভালো লাগে নাই /:)

৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৩

ইমিনা বলেছেন: হাহ হা হা ... কি অসাধারন উত্তর B-) B-) B-)


থাক, পরবর্তীতে বেশি ভালো কিছু হলেই বলবো আপনি এর থেকে হাজার মাইল দূরে থাকুন :P :-B

৭৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৮

নিয়ামুলবাসার বলেছেন: Great post... Thanks

৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৪

ইমিনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন।
শুভকামনা সব সময়।।

৭৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল

৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৫

ইমিনা বলেছেন: মন্তব্যে অনেক ধন্যবাদ জানবেন আপু :)
শুভকামনা ।।

৭৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫২

মোঃআনারুল ইসলাম বলেছেন: বাবা কি করে পারলেন? :-O এ যে অসাধ্য কে সাধণ করেছেন। ১০০/১০০

৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৭

ইমিনা বলেছেন: হাহ হা হা ...
মন্তব্য পড়ে ভালো লাগলো। সে জন্য অনেক ধন্যবাদ জানবেন।
শুভকামনা।।

৭৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৮

এস.কে নূরমোহাম্মদ বলেছেন: ক্লান্ত! /:) প্রিয়তে রাখলাম। পরে পড়ুম :P

৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫০

ইমিনা বলেছেন: আচ্ছা, পরে কিন্তু মনে করে পড়বেন। ভুলে যাবেন না যেন।

আপনার শোকেসে থেকে যাক আমার পোস্ট। ধন্যবাদ জানবেন।
শুভকামনা।।

৮০| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪২

আমিনুর রহমান বলেছেন:





চিহ্নিত লিঙ্কটা রিমুভ করে দে। উপরের শুটকি'র লিঙ্ক আপ হয়েছে আর পোষ্টের শিরোনাম হয়েছে একলা ফড়িং এর।

৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৮

ইমিনা বলেছেন: উহহু, কি ভয়ানক একটা ভুল করে ফেলেছিলাম। ভাগ্যিস আপনি আছেন ( পরিতৃপ্তির ইমো)

ধন্যবাদ দিয়ে তাই ছোট করতে চাই না তবে ভালোলাগাটুকু জানবেন :)

৮১| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০১

দূর্যোধন বলেছেন: স্টিকি মোবারক ! :P

৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০১

ইমিনা বলেছেন: আপনার ছোট্ট একটা মন্তব্য আমার একটা স্বপ্ন পূরণের চাবি।

ধন্যবাদটুকু তাই উহ্য থাক। শুভকামনা।।

৮২| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কাজটা কি আপনি একাই করেছেন? কীভাবে সম্ভব?

অসাধারণ।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৪

ইমিনা বলেছেন: জ্বী ভাইয়া, একা করা ছাড়া তো আর কোন উপায় নেই /:) /:) /:)
তবে কিভাবে কিভাবে যেন কাজটা করে ফেললাম 8-|


আপনার ভালোলাগা আমাকে অনুপ্রাণিত করে। তাই মন্তব্যে অনেক ধন্যবাদ জানবেন।
শুভকামনা।।

৮৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৮

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন পরিশ্রমী পোস্ট
নিরন্তর ধন্যবাদ

৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪২

ইমিনা বলেছেন: মন্তব্যে অনেক ভালোলাগা এবং ধন্যবাদ জানবেন পরিবেশ বন্ধু ভাইয়া।

শুভকামনা সব সময়।।

৮৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৯

নিলু বলেছেন: ভালো উদ্দক তবে পাশ মার্ক কমানো দরকার , ধন্যবাদ

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১২:০০

ইমিনা বলেছেন: হাহ হা হা, আরেকটা পোস্ট না হয় দিব যেখানে পাশ মার্ক কমানো থাকবে, কি বলেন? :-B


নতুন বছরের শুভেচ্ছা রইলো।।

৮৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩১

পরিবেশ বন্ধু বলেছেন: Click This Link লিংক টা যোগ হয়নি ইমিনা আপু ।।

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৫

ইমিনা বলেছেন: আপনার উল্লেখিত পোস্টটা অবশ্যই সামুর জন্য একটা অসাধারন দলিল। অনেক পরিশ্রমী এবং বিন্যস্ত একটা পোস্টের জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে আমার এই সংকলনে পোস্ট প্রতি মন্তব্য সংখ্যার লিমিট হচ্ছে ১০০। তবে আমি নিশ্চিত করে বলতে পারি যে, এমন একটা পোস্ট কে নিজের সংকলনে অন্তর্ভূক্ত করতে পারলে যে কেউ তৃপ্তি পাবে :)

নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইলো।।

৮৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৪৫

টুম্পা মনি বলেছেন: ওয়াহ সুপার পোষ্ট দিসো আপু

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৭

ইমিনা বলেছেন: আপনার মন্তব্য আমার জন্য বিশাল অনুপ্রেরনার উপাদান হয়ে রইলো। সে জন্য অনেক ভালোলাগা এবং ধন্যবাদ জানবেন আপুনি :)


নতুন বছরের শুভেচ্ছা।।

৮৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





//মানুষ মাত্রই ভুল। Man is mortal// B-)




ইমিনা..... দারুণ! অভিনন্দনসসসসস!
ফিরে দেখা কঠিন কর্ম....
আমাদেরকে ফিরে দেখতে সাহায্য করেছেন, এজন্য ধন্যবাদ :)

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৯

ইমিনা বলেছেন: অসাধারন মন্তব্যে আমি কি আর বলবো। মনে হয় ভাষা হারিয়ে ফেলেছি। ধন্যবাদ জানিয়ে তাই ছোট করতে চাই না তবে ভালোলাগাটুকু জানিয়ে গেলাম :)


নতুন বছরের শুভেচ্ছা।।

৮৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৮

সুফিয়া বলেছেন: উফ ! এতবড় কর্মযজ্ঞ কিভাবে যে সম্পাদন করলেন তা কিছুতেই আমার মগজে ঢুকছে না। মনে হচ্ছে এখানে যতগুলো পোস্ট এর লিংক দিয়েছেন মন্তব্য প্রাপ্তির দিক থেকে সেই সবগুলোকে ছাড়িয়ে যাবে আপনার এই পোস্ট।

ধন্যবাদ এতবড় একটা কাজ করার জন্য। নতুন বছরের শুভেচ্ছা জানবেন। আর অনেক অনেক ভালো থাকবেন নতুন বছরে।

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১২:২০

ইমিনা বলেছেন: কি যে বলেন না আপু, আমি তো অতি সামান্যই করেছি। আরজুপনি আপুর একটা সংকলন পোস্ট দেখে আসলাম, সেটা তো এক ইতিহাস। ২০১৪ যেন সার্থক ওই পোস্টের জন্য।

তবে আপনার মন্তব্যে কিন্তু মনে মনে খুব তৃপ্তি পাচ্ছি। ধন্যবাদ :)

নতুন বছরের শুভেচ্ছা জানবেন।।

৮৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ একটি কাজ
আমারও একটি পোস্টে ১০৪ টি মন্তব্য পড়েছিল
সামুর দীর্ঘজীবি হওয়া ও কিছু কৌশল

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৬

ইমিনা বলেছেন: আমি খুবই দুঃখিত আপু, খুবই দুঃখিত। এরকম গঠনমূলক একটা পোস্ট সংকলনে অন্তর্ভূক্ত না করতে পারা আমার জন্যই দুর্ভাগ্য :(

আপডেট করে দিয়েছি। আমাকে জানানোর জন্য আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাচ্ছি।

নতুন বছরের অনেক শুভেচ্ছা রইলো।।

৯০| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৮

কাবিল বলেছেন: একটি অসাধারন কষ্টসাধ্য পোস্ট। শুধু কি তাই, আরও কষ্ট পরে আছে আপনার জন্য। এই যে আমরা মন্তব্য করছি এর প্রতিউত্তর দিচ্ছেন।



আসলে আপনি পারেনও
শুভ কামনা


নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা রইল।

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৭

ইমিনা বলেছেন: আসলে আপনি পারেনও
...............

হাহ হা হা ... আমার খুব প্রিয় একটি কথা। আমি যখন কারো কোন ব্যাপারে খুব মুগ্ধ হই বা অবাক হই তখন ঠিক এই কথাটি টুপ করে বলে ফেলি। আমার ভালো লাগে :)

মন ভালো করে দেওয়া মন্তবে ধন্যবাদ জানবেন :)
নতুন বছরের শুভেচ্ছা।।

৯১| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৮

নেক্সাস বলেছেন: কষ্টসাধ্য পোষ্ট।পরিশ্রম সফল হোক

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৯

ইমিনা বলেছেন: মন্তব্যে ধন্যবাদ :)

নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইলো।।

৯২| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

শায়মা বলেছেন: ইমিনামনি!!!!!!!!!!!! অনেক অনেক শুভকামনা তোমার জন্য!!!!!! নতুন বছরে আরও আরও উদ্যমী হয়ে ওঠো!!!!! :):):)

আর তোমার মত অধ্যবসায়ীর জয় হবেই।

ভালো থেকো অনেক অনেক!!!:)

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৩

ইমিনা বলেছেন: শায়মা আপুনিইইইইই...
নতুন বছরের অরেক অনেক শুভেচ্ছা ( অনেক দেরী হয়ে গেলো আপনার মন্তব্যে রেসপন্স করতে। আমার মা অসুস্থ ছিলেন বিধায় তার সাথে হসপিটালে ছিলাম)

আপনিও অনেক অনেক ভালো থাকবেন। শত ব্যাস্ততার মাঝেও আমাদের জন্য কিছু লিখবেন প্লিজ। আপনার অসাধারন লিখা এখন আর পাই না :(

৯৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২০

এমএম মিন্টু বলেছেন: সকলকে হ্যাপী নিউ ইয়ার

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৬

ইমিনা বলেছেন: নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইলো :)

অনেক ভালো থাকবেন।
শুভকামনা সব সময়।।

৯৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০১

নিঃসঙ্গ গ্রহচারি বলেছেন: ২০১৪ সালের সকল আলোচিত পোস্ট একই পোস্টে!

দারুন!

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪২

ইমিনা বলেছেন: তবে দারুন সব পোস্টগুলো এক সাথে জড়ো করতে পেরে আমারও খুব ভালো লাগছে :)

সুন্দর মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ জানাই।
শুভকামনা সব সময়।।

৯৫| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ২:৩৮

স্নিগ্ধ শোভন বলেছেন:
সব্বাইকে

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৫

ইমিনা বলেছেন: সব্বাইকে হেপ্পি নিউ ইয়ার :)

শোভন ভাইয়াকে স্পেশাল ভাবে নতুন বছরের শুভেচ্ছা। মন মতো যেন এই বছরটা কাটাতে পারেন সেই দোয়া করছি।
শুভকামনা।।

৯৬| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৩

মহামহোপাধ্যায় বলেছেন: ব্লগে একটা সংকলন করেই আমি সিদ্ধান্ত নিয়েছি আর না!! আমার দ্বারা আর সম্ভব না !! তারপর থেকে পূর্বাপর সকল সংকলকের ধৈর্য্যকে ক্রমাগত শ্রদ্ধা করে আসছি। এই পোস্টও তার ব্যতিক্রম নয়।



নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা :)



০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫১

ইমিনা বলেছেন: আপনার মূল্যবান শ্রদ্ধা পেয়ে আমি খুবই আনন্দিত :)

নতুন কোন পোস্ট নেই কেন? এমন অলস ব্লগার দ্বিতীয়টা নাই মনে হয়। অলসতা ভালো নয়। তাছাড়া অন্যরাও আপনার সুন্দর সুন্দর পোস্টের অপেক্ষায় থাকে। তাদের নিরাশ করা একদম উচিত নয় /:)

আপনাকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা :) :) :)

৯৭| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৪

ঠকচাচা বলেছেন: আগের মতোই আছে সব। নতুনরা জায়গা করে নিচ্ছে। ভাল। খুব ভাল। পরিশ্রমী কাজ। শুভেচ্ছা।

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৩

ইমিনা বলেছেন: আপনার অসাধারন মন্তব্যে অনুপ্রানিত হলাম। আর অনেক ভালোলাগা ও ধন্যবাদ জানবেন।

শুভকামনা সব সময়।।

৯৮| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৫

জাফরুল মবীন বলেছেন: যে ধরণের পোস্ট পড়লে পোস্টদাতার প্রতি সম্মানে ও শ্রদ্ধায় মস্তক অবনত হয় এটা সেরকম পোস্ট!

HAPPY NEW YEAR :)

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৮

ইমিনা বলেছেন: প্রিয় ব্লগারের কাছ থেকে এই ধরনের মন্তব্যে আমি অবাক হয়ে যাই আর সেই সাথে অনুপ্রানিত হই। তাই ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। তবে ভালোলাগটুকু জানবেন।

মায়ের অসুস্থতার কারনে হাসপাতালে ছিলাম তাই সুন্দর মন্তব্যে রেসপন্স করতে দেরী হয়ে গেলো। সে জন্য দুঃখিত :(

৯৯| ০২ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২১

জাফরুল মবীন বলেছেন: সম্মানিত ব্লগার নতুন পাঠকের অভিনন্দন শ্রদ্ধার সাথে গ্রহণ করলাম :)

এ ধরণের কর্ম স্বীকৃতি যে কোন ব্লগারের জন্য বেশ উৎসাহব্যঞ্জক নিঃসন্দেহে।

ধন্যবাদ ভাই নতুন পাঠক।

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:০০

ইমিনা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা জানবেন।
সেই সাথে অনেক অনেক শুভকামনা ।।

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:২২

ইমিনা বলেছেন: নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইলো।
অনেক ভালো থাকবেন। শুভকামনা ভাইয়া।।

১০০| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৮

প্রামানিক বলেছেন: বেশ কষ্ট সাধ্য পোষ্ট।

নতুন বছরের শুভেচ্ছা রইল।

০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৮

ইমিনা বলেছেন: মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ জানবেন।

ভালো থাকবেন।
নতুন বছরের শুভেচ্ছা রইল।।

১০১| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৮:০৯

যোগী বলেছেন:
ভয় পাবেন না। আপনার একটা লেখা পড়ে অভিভূত হয়ে ছিলাম, যা আগে কখনো হয়েছি বলে মনে পড়ে না এই সামুতে।

এই রকম ফালতু পোষ্ট না দিয়ে ঐ রকম লেখা লিখেন প্লিজ।

০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৪

ইমিনা বলেছেন: জলদি ঐ পোস্টের শিরোনামটা বলে ফেলেন। তারপর আপনার জন্যই না হয় আরো বেশি করে সামুতে লিখে যাবো 8-| 8-| 8-|

তবে আপনার জন্য কিছুটা খারাপ খবর দিচ্ছি। আপনার কাছে ফালতু মনে হওয়া এই রকম পোস্টকে আমি খুব পছন্দ করি। দলিল বলে একটা কথা আছে না? :-B :-B :-B

১০২| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৩

ইমরাজ কবির মুন বলেছেন:
GRANDE!!

০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২৫

ইমিনা বলেছেন: :|| :( /:) :((

১০৩| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪২

নিশাত তাসনিম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । সবচেয়ে বেশি পঠিত পোস্ট গুলোর একটি তালিকা কি করবেন ? আমি আপনাকে লিঙ্ক দিয়ে সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ ।

০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৯

ইমিনা বলেছেন: বেশি পঠিত পোস্টসমূহের সংকলন করার ইচ্ছা ছিল। কিন্তু ঐ কাজটাকে বেশ কঠিন মনে হওয়াতে আর করতে পারি নি।
ইস্, তখন যদি আপনাকে পেয়ে যেতাম তবেই ইচ্ছাটা পূূরণ করতে পারতাম। আচ্ছা, আপনার ফেবু লিংক কালেক্ট করে যোগাযোগ করবো।

আপনি আমার প্রায় সমসাময়িক ব্লগার। তাই ব্লগে আপনার উপস্থিতি মিস করি। ব্লগে আবার চলে আসুন প্লিজ

১০৪| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:০৯

জাফরুল মবীন বলেছেন: আশা করি অাপনার আম্মা ভাল আছেন এখন।আমিও আব্বাকে নিয়ে প্রায় মাসখানেক ব্যস্ত ছিলাম।আল্লাহর রহমতে এখন ভাল আছেন।আব্বার অসুস্থতা আর পেশাগত একটি বিশেষ কাজে হঠাৎ করে হাত দেওয়ায় ব্লগে বেশ অনিয়মিত হয়ে পড়েছি।ভাল থাকুন।

০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৭

ইমিনা বলেছেন: আপনাদের দোয়ায় আমার মা এখন অনেকটাই ভালো।
হাসপাতালে যাওয়া বা থাকার ব্যাপারটায় আমার বরাবরই বেশ ভয় ছিল। ভয়টা ছিল মেজাজ খারাপ হয়ে যাবার। ডাক্তার, নার্স এমনকি আয়াদের ব্যবহারে মন এবং মেজাজ ঠিক রাখা আমার জন্য বেশ কষ্টকর। তবে সবার ব্যবহার এক নয়। আপনি ডাক্তার বলে এই দুঃখ আপনার সাথে শেয়ার করলাম। আমি বিশ্বাস করি আপনি চমৎকার একজন ডাক্তার। তাই আপনার অধীনে চিকিৎসা সেবা নিতেও ভালো লাগবে :)

আপনার অসাধারন পোস্ট এর অপেক্ষায় রইলাম ভাইয়া।
অনেক ভালো থাকবেন।

১০৫| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৭

যোগী বলেছেন:
একটা উৎসব নিয়ে লেখা আপনার সেই পোষ্ট টা। সম্ভবত সেটা গলিয়া উৎসব।
মনে না পড়লে খুঁজে দিব।

০৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

ইমিনা বলেছেন: ইয়েস, পহেলা বৈশাখ নিয়ে লেখা।
ধন্যবাদ।।

১০৬| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৭

নিশাত তাসনিম বলেছেন: আমার এই পোস্ট টাও মনে হয় আপনার সংকলনে স্থান পাবে । :)

১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৯

ইমিনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তাসনিম ভাইয়া। পোস্ট রিভিউ এর সর্বশেষ সময়কাল ধরে আপনার পোস্টটিকে অন্তর্ভূক্ত করা হয়েছে :)

অনেক ভালো থাকবেন।
শুভকামনা।।

১০৭| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগলো।
++++
ইতিপূর্বেই প্রিয়তে.... ;)

১২ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২১

ইমিনা বলেছেন: ইতিপূর্বেই মনে মনে ধন্যবাদ জ্ঞাপন ;)

১০৮| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: পোস্টে ভালো লাগা
+++
ইতিপূর্বেই প্রিয়তে... ;)

১২ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

ইমিনা বলেছেন: দোয়া করছি দিশেহারা অবস্থা থেকে স্থিরতা খুঁজে পান হে রাজপুত্র 8-| 8-| 8-|

শুভকামনা সব সময়।।

১০৯| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৩

নিশাত তাসনিম বলেছেন: কই ? দেখতে পাইনা কেন ? :(

১২ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

ইমিনা বলেছেন: দিয়েছি তো ভাইয়া :|| :||

আপনি দেখছেন না যে :(( :(( :((

১১০| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৮

যোগী বলেছেন:
কী খবর আপনার, কম দেখি যে ?
কেমন আছেন?

১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৮

ইমিনা বলেছেন: আমি ভালো আছি। সামুতে তো আর কম আসতে চাই না। আমার মোবাইলটা বড় বেরসিক। ব্লগ পেজ আলাউ করে না। ল্যাপি থেকে তো আর খুব একটা অনলাইন হওয়া যায় না। এই হচ্ছে দুঃখের কথা /:)

১১১| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৯

যোগী বলেছেন:
দুঃখের কথা শুনে মেজাজ খারাপ হইছে ফোন কেন ব্লগ পেজ অ্যালাউ করবে না?

নতুন একটা পোষ্ট দেন এটার কমেন্ট অনেক বেশি :(

১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৪

ইমিনা বলেছেন: দিয়ে দিয়েছি নতুন একটা পোস্ট |-) |-) |-)

১১২| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: এই পোস্টের জন্য তো আপনারে মেডেল দেয়ন দরকার :)

১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৫

ইমিনা বলেছেন: যাক, কেউ একজন আমাকে মেডেল দেওয়ার কথা ভেবেছে। এতেই আমি খুশি :-B :-B :-B

১১৩| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৮

একলা ফড়িং বলেছেন: আগে প্রিয়তে!! !:#P !:#P


তারপর মন্তব্য!! :) :)


কেমন আছ ইমিনাপুউউউ?? তুমি যেমন সুন্দর লেখ তেমন সুন্দর ছবিও তোল!!!

২৮ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৫

ইমিনা বলেছেন: নারে আপু, লেখালেখি বা ছবি তোলা আমার দ্বারা সম্ভব নয়। তবুও মাঝে মাঝে একটু আধটু হাজিরা দিয়ে যেতে ইচ্ছা হয় 8-|

অনেক অনেক ভালো থেকো ফড়িং আপু। অনেক শুভকামনা রইলো :)

১১৪| ০৫ ই মে, ২০১৫ রাত ১১:১৮

একজন আরমান বলেছেন:
২০১৪ তে ফিরে যা দেখলাম এ বছরই একজন আরমানের বিয়ে হয় আর সে ব্লগ থেকে গুম হয়ে যায় ! :(

কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.