নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইমিনা

আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস,. দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস।

ইমিনা

Just because I liked something at one point in time doesn’t mean I’ll always like it, or that I have to go on liking it at all points in time as an unthinking act of loyalty to who I am as a person, based solely on who I was as a person. To be loyal to myself is to allow myself to grow and change, and challenge who I am and what I think. The only thing I am for sure is unsure, and this means I’m growing, and not stagnant or shrinking ...

ইমিনা › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ: সামুতে চলচ্চিত্র দর্শন, ২০১৪

১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১১

একটি চলচ্চিত্র শুধু একটি নির্দিষ্ট সময় বা সমাজের প্রতিনিধিত্ব করে না, এটা সেই সময় ও সমাজের সীমানা পেরিয়ে মানব ইতিহাসের সামগ্রিক প্রতিফলন যুগের পর যুগ ধারন করে রাখে। অন্য বছরের মতোই ২০১৪ সালে নির্মিত আমাদের দেশের আলোচিত/সমালোচিত চলচ্চিত্র, বিভিন্ন দেশের নির্মিত নতুন/পুরাতন চলচ্চিত্র নিয়ে সাধারন দর্শক/পাঠকদের ভাবনার প্রতিচ্ছবি হয়ে দাড়িয়ে আছে আমাদের সবার প্রিয় সামহোয়্যারইন ব্লগ।



বছরের শুরুতেই বাংলাদেশী চলচ্চিত্রে মুক্তি পাওয়া "দাবাং" নামে অশ্লীল চলচ্চিত্রের সমালোচনা চোখে পড়ার মতো । এই রকম একটি নোংরা, নিম্নমানের চলচ্চিত্র কিভাবে সেন্সর বোর্ডের সীমা পার করে তা অবশ্যই অদ্ভূত ব্যাপার।

ভারতীয় "গুন্ডে" চলচ্চিত্রের মাধ্যমে তাদের গুন্ডামী দেখে আমরা আহত হই। বাস্তবতা বর্জিত এমন একটি চলচ্চিত্রে আমাদের পবিত্র ও ঐতিহাসিক প্রেক্ষাপটকে জোরজবরদস্তি করে টেনে এনে যশরাজ ফিল্ম যেই অন্যায় করেছে তা ক্ষমাযোগ্য নয়।

কলম্বিয়ানা চলচ্চিত্রের আদলে নির্মিত আমাদের "অগ্নি" শুরু থেকেই বেশ হইচই ফেলে দেয়। ক্ষেত্রবিশেষে কাহিনীর দুর্বলতা ও মাহির এক্সপ্রেশনে বৈচিত্র্যহীনতা থাকলেও চলচ্চিত্রে উৎকর্ষতা, গতানুগতিক প্রেম প্রেম রসায়ন থেকে বেরিয়ে এসে চলচ্চিত্র নির্মান এবং লিডিং রোল হিসেবে একজন নারীকে উপস্থাপনা করার প্রচেষ্টা দর্শকদের হলমুখি করায় অগ্নিকে অনেকটাই সার্থক চলচ্চিত্র হিসেবে বিবেচনা করা যায়।

ভাষা এবং অভিনয় শিল্পী ছাড়া "আমি শুধু চেয়েছি তোমায়" অনেকটাই হায়দ্রাবাদের কোন এক চলচ্চিত্রের কপিপেস্ট। বাংলাদেশ এবং ভারতীয় বাংলার অভিনয় শিল্পীরা অভিনয় করলেও ভারতীয় শিল্পীদের অনেক বেশি প্রাধান্য দেয়া হয় যেখানে বাংলাদেশের অভিনয় শিল্পীরা শুধু মাত্র নাম রক্ষার্থে উপস্থিত ছিলেন। চলচ্চিত্রের কাহিনী নির্মানে কখনো কখনো ভারসাম্যহীনতা চোখে পড়ার মত।

আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে "যুদ্ধ শিশু" বা চিলড্রেন অব ওয়ার নামে যে চলচ্চিত্র নির্মিত হয়েছে তা শুনেই আরেকটি বার অপেক্ষায় ছিলাম নতুন করে চলচ্চিত্রের পর্দায় ইতিহাসকে অনুভব করার। কিন্তু না, এটা যেন আশাভঙ্গের প্রতীক। আমাদের ভাষা, ভাষাগত উচ্চারন ও জীবন-যাপন, পোশাক ও অভিব্যাক্তি - প্রভৃতি সম্পর্কে আরো বেশি জ্ঞান অর্জন করে চলচ্চিত্রটি নির্মান করা উচিত ছিল।

সামুতে পোস্ট করা একটি চলচ্চিত্র রিভিউতে "তারকাটা"কে এভাবে সঙ্গায়িত করা হয়েছে: যে মুভি দেখলে মনে হবে তারকাটার উপ্রে বসে আছি- এক কথায় সেই মুভির নামই হইল তারকাটা।

হাহ হা হা। চলচ্চিত্র ট্রেইলার, পোষ্টার অর্থাৎ মার্কেটিং এবং কাস্টিং দেখে মনে হতে পারে এই চলচ্চিত্র হয়তো বাংলাদেশের চলচ্চিত্রের উন্নয়নে মাইরফলক হয়ে থাকবে। অথচ ফাও-ফালতু কাহিনী ও গানের আধিক্যে এটা বরং দর্শকদের বিরক্তির কারন হয়ে দাড়ায়। আরেফিন শুভ এর মতো চমৎকার একজন অভিনয় শিল্পীর জন্য এ্ই চলচ্চিত্র অবশ্যই তার ক্যারিয়ারে নেগেটিভ মার্কিং হয়ে থাকবে।

দুর্বল কাহিনী, ভুলে ভরা হাজারটা চিত্রায়ন আর অভিনয় শিল্পীদের অভিনয়ে গতিময়তার অভাব এর কারনে "কিস্তিমাত" চলচ্চিত্রটি আবারো দর্শকদের হতাশ করেছে। মনে হয়েছে যেন গতানুগতিক চলচ্চিত্র ধারা থেকে বুঝি উঠে আসা সম্ভব হচ্ছে না।

বছরের শেষ দিকে এসে ফারুকির "পিঁপড়াবিদ্যা" চলচ্চিত্রটি দর্শকদের মধ্যে অনেক বেশি হইচই ফেলে। ভিন্ন ধরনের কাহিনী, অভিনয় শিল্পীদের উপস্থাপনা এবং দর্শকদের মন মতো করে ভাবনার সুযোগ করে দেওয়ার আদলে চলচ্চিত্রের সমাপ্তি - সব মিলিয়ে বাংলাদেশের মানুষকে পুনরায় হলমুখী করতে সার্থক চলচ্চিত্র হিসেবে গন্য করা যায়।

বাংলা চলচ্চিত্রের স্বরণকালের সেরা হাস্যকর চলচ্চিত্রের নাম "মোস্ট ওয়েলকাম"। বাংলাদেশের চলচ্চিত্রকে আধুনিক ও প্রযুক্তির উৎকর্ষতায় পরিপূর্ণ করতে অনন্ত জলিলের প্রচেষ্টাকে সাধুবাদ জানানোর কথা বলেন অনেকেই। কিন্তু আমি বলবো, অভিনয় জ্ঞান, অভিনয় যোগ্যতা এবং কাহিনীর উন্নয়ন না থাকলে কোটি কোটি টাকা নষ্ট করা পাগলামীর নামান্তর।উনার চলচ্চিত্র যারা দেখতে বসেন, আমার মনে হয় তারা নির্মল বিনোদন পাওয়ার জন্যই দেখতে বসেনযেমনটা এক সময় আমরা মি. বিন দেখে বিনোদন পেতাম। মোস্ট ওয়েলকামের মতোই আরো কিছু কমেডি টাইপের চলচ্চিত্র দেখার সুযোগ হয়েছে দেশবাসীর। তার মধ্যে উল্লেখযোগ্য চলচ্চিত্র - আই ডোন্ট কেয়ার, ফাঁদ দ্যা ট্রাপ, হিরো দ্যা বস। আচ্ছা, এই বাংলিশ টাইপের নামকরনগুলো তো জলিল সাহেবই সূচনা করেছেন, তাই না? :-B



এই তো গেলো সামুতে সর্বাধিক আলোচিত/সমালোচিত বাংলাদেশী চলচ্চিত্র এবং বাংলাদেশের ইতিহাসকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের ধারা। এছাড়া দেশীয় চলচ্চিত্রের নানা দিক গঠনমূলক ভাবেই বিভিন্ন পোস্টে আলোচিত হয়েছে। নিজেদের চলচ্চিত্র রক্ষার্থে এবং উন্নয়নে গঠনমূলক অালোচনায় সবার অংশগ্রহন আমাকে যেমন চলচ্চিত্র নিয়ে আশা দেখায় তেমনি সামুকে এর গঠনমূলক প্লাটফর্ম হিসেবে বিবেচনা করতেও বাধ্য করে।



ঠিক এভাবেই দেশীয় চলচ্চিত্রের বাহিরেও ভারতীয় বাংলা, ভারতীয়, হলিউডি, ইরানী, কোরিয়ান, জাপানি ও আরো অন্যান্য দেশের চলচ্চিত্র পুরো বছর ধরে সামুতে আলোচিত হয়েছে যা আমাদের মতো চলচ্চিত্রপ্রেমীদের জন্য লোভনীয় মাত্রা। কেউ কেউ চলচ্চিত্র রিভিউ লিখে উল্লেখিত চলচ্চিত্র সম্পর্কে দারুন আগ্রহবোধ তৈরি করেঝেন, কেউ কেউ চলচ্চিত্রের কাহিনী বা প্লট নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন যা আমাদের বুঝতে পারার পথটি সহজ করে দিয়েছে, কখনোবা চলচ্চিত্রের মাঝে লুকিয়ে থাকা বাস্তবতা বা জীবনদর্শন নিয়ে চলচ্চিত্র পোস্ট দিয়েছেন এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন চলচ্চিত্রের লিংক বা রেকমেন্ডেশন মূলক পোস্ট পেয়ে উপকৃত হয়েছি। সার্বিকভাবেই ব্লগারদের মেধা এবং আন্তরিকতায় ২০১৪ সালে দেশী এবং বিদেশী, পুরাতন এবং নতুন বিভিন্ন চলচ্চিত্র সামুতে জায়গা করে নিয়েছে।



চলচ্চিত্র পোস্ট নিয়ে আমি নিজস্ব একটি পর্যবেক্ষন শেয়ার করতে চাই। এই ধরনের পোস্টের পঠিত সংখ্যা অনেকটাই মধ্যম মানের। অর্থাৎ চলচ্চিত্র বিষয়ক পোস্টের পাঠকের সংখ্যা কিন্তু মোটেও খারাপ নয়। অথচ সেই সব পাঠকদের পোস্টে অংশগ্রহনের সংখ্যা একেবারেই নগন্য। অবশ্য কিছি কিছু পোস্টে ব্লগার এবং পাঠকদের অংশগ্রহন অসাধারন। এই ধরনের কোন এক পোস্ট পড়ে আমি দারুন সব চলচ্চিত্রের খোঁজ পাবো বা চলচ্চিত্র বিষয়ক ভাবনা পড়ে নিজের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করার সুযোগ পাবো কিন্তু এর বিনিময়ে পোস্ট লেখককে উৎসাহমূলক বা গঠনমূলক মন্তব্য দিয়ে অনুপ্রানিত করবো না, তা কিন্তু উচিত না। পাঠকদের সামান্য একটা মন্তব্যও সেই লেখককে বা যারা চলচ্চিত্র বিষয়ক পোস্ট লিখেন/লিখবেন বলে ভাবছেন, তাদের জন্যও অনেক বড় প্রেরণা। ফলশ্রুতিতে আমরাও তাদের থেকে অসাধারন সব চলচ্চিত্র পোস্ট পাবার আশা রাখতে পারি।



সবচেয়ে বড় কথা হচ্ছে , আমাদের চলচ্চিত্র উন্নয়নে আমরাই যদি চলচ্চিত্র বিষয়ক গঠনমূলক প্লাটফর্ম তৈরি করতে না পারি তবে নির্মাতা এবং দর্শকদের মধ্যে মিথস্ক্রিয়া সম্ভব হবে না। এই দুটো পক্ষ যদি পরস্পর থেকে দূরে থাকে, আলোচনা, সমালোচনা যদি উপস্থাপিত না হয় তবে আমাদের নির্মাতারা তাদের দর্শকদের চিন্তা-ভাবনা/ চাওয়া-পাওয়া মাথায় না নিয়ে চলচ্চিত্র উন্নয়ন করতে পারবেন না। আমরা চলচ্চিত্র দর্শকরাও যদি এখানে আমাদের চলচ্চিত্র/দেশের সীমানা পেরিয়ে বিদেশী চলচ্চিত্র সম্পর্কে সফল ভাবে তুলে ধরতে না পারি, তবে আর দশজন পাঠককে (চলচ্চিত্র দর্শক) কি করে হলে গিয়ে চলচ্চিত্র দেখে বাংলাদেশ চলচ্চিত্রকে সাহায্য করবো?



আমি সামুর সেই সব ব্লগ নিকগুলো উচ্চারন করতে চাই যারা ২০১৪ এর সারা বছর ধরে আন্তরিকতার সহিত চলচ্চিত্র পোস্ট শেয়ার করেছেন।

আপর দিকে, চলচ্চিত্রপ্রেমীরা যদি ২০১৪ এর কোন একটি সিঙ্গেল পোস্টও মিস করে থাকেন, তবে আমার এই পোস্ট সংকলন থেকে তার লিংক নিয়ে পড়ে আসতে পারেন। ...............আমি নিজেই একজন চলচ্চিত্রপ্রেমী। সুতরাং, এখান থেকেই আমি শুরু করবো আমার দৃষ্টিসীমার বাহিরে থাকা ২০১৪ এর চলচ্চিত্র পোস্ট পড়ার অভিযান।



শাহরুখ সাকিব

The Diving Bell and the Butterfly - বেঁচে থাকার অনুপ্রেরণার নাম

"পিঁপড়াবিদ্যা"র কথা

কিস্তিমাত- অর্ধেক আনন্দ তুমি অর্ধেক হতাশা!

Drishyam - দুর্দান্ত এক মালায়ালাম সিনেমা

মোস্ট ওয়েলকাম ২- শ্রেষ্ঠকালের এক স্মরণ সিনেমা

আমার "হিরো দ্যা সুপারস্টার" দর্শন

"তারকাঁটা" বাংলা সিনেমা- চকচক করলেই সোনা হয় না

Her- অদ্ভুত প্রেমের অদ্ভুত এক সিনেমা

No Mercy : বেস্ট কোরিয়ান রিভেঞ্জ থ্রিলার



নাজমুল হাসান মজুমদার

কোরিয়ান কিম কি দুক চলচ্চিত্র 3- Iron

জাপানিজ মুভি " My Rainy Days "বৃষ্টির দিনে শুরু যে ভালোবাসার গল্প

কোরিয়ান চলচ্চিত্র নির্মাতা কিম কি দুক চলচ্চিত্র “The Bow” এক অসংজ্ঞায়িত ভালোবাসার গল্প

মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত চলচ্চিত্র পর্ব --৩: যুদ্ধের ভেতরের গল্পঃ শ্যামল ছায়া

Goal! The Dream Begins

মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত চলচ্চিত্র পর্ব --৩: যুদ্ধের ভেতরের গল্পঃ শ্যামল ছায়া

এনিমেশন ও আমাদের এনিমেশন জগত

মুভি প্রিভিউঃ “দ্য অ্যামাজিং কেটফিশ ২০১৪

সেলুলয়েডের পাতায় লাইফ অফ পাই ..........



শুভ বর্স

নিশ্চিত মৃত্যু জেনেও মর্যাদা রক্ষার লড়াই

বোনের জন্য নিজের জীবনকে ত্যাগ দেওয়া এক ভাইয়ের গল্প

রহস্যের খোজে বের হওয়া এক ছেলের গল্প

আয়নার মধ্যেও কি জীবন আছে?

সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠা এ যুবকের গল্প

Kochadaiiyaan (2014) মুভির কিছু তথ্য + রিভিউ

Noah (2014) মুভির রিভিউ + কিছু তথ্য

এক নাম বিহীন লেখক এবং তার লেখা দিয়ে বিশ্ব জয়ের কাহিনী

Homefront (2013) মুভি রিভিউ

Gangster Squad (2013) মুভির রিভিউ



ডট কম ০০৯

টুয়েলভ ইয়ারস এ স্লেভ (মুভি রিভিউ)

মুভি রিভিও কেতন মেহতার রঙ রাসিয়া



এহসান সাবির

সাম্প্রতিক দেখা চমৎকার পাঁচটি সাই-ফাই মুভি (লিংক সহ)



সুমন কর

মুভি রিভিউ: A Separation (2011)



সানড্যান্স

৫টি ভিন্ন ভাষার অসাধারন মুভির রিভিউ, ডাউনলোড লিঙ্ক সহ!

অসাধারন মুভি রিভিউ, দ্বিতীয় পর্ব, লিঙ্ক সহ

এক রাতে দেখা অসাধারন তিনটি মুভি রিভিউ!



তওসীফ সাদাত

মুভি রিভিউঃ PK(2014)

মুভি রিভিউঃ LUCY(2014)

মুভি রিভিউঃ Mr. Nobody



রাজিন

রাজিন রিভিউ: PK

রাজিন রিভিউ: Haider

রাজিন রিভিউ: Bang Bang

রাজিন রিভিউ: The Amazing Spider-Man 2



জসীম উদ্দিন রাসেল

ভিকি ডোনার: নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানো চেষ্টা

মুঘল-ই-আজম: ইনডিয়ান মুভি ইতিহাসের অন্যতম সফল মুভি

দি রিডার : যুদ্ধ ইতিহাস ও ভালোবাসা



সকাল রয়

♠ চলচ্চিত্র কথন: রঞ্জনা আমি আর আসব না ♠

চলচিত্র কথন: দত্ত ভার্সেস দত্ত (Dutta Vs Dutta)

♣____ চলচিত্র কথনঃ থানা থেকে আসছি____♣



ভূতের কেচ্ছা

Children of heaven

মেঘে ঢাকা তারা



অপ্রতীয়মান

সম্প্রতি দেখা সিনেমাঃ Emperor (2012)

রিভিউঃ Dawn of the Planet of the Apes, বানরের রাজ্যের সূর্যোদয়!



মুরাদ-ইচছামানুষ

মুভি দেখা - পর্ব- দুই

আমার মুভি দেখা- পর্ব-এক



ভাঙ্গা কলমের আঁচড়

দ্য কালার অফ প্যারাডাইস কিংবা রাংএ-খুদা (রেটিং- ৮.২)

কটি অসাধারন মুভি কিংবা ফ্লাওয়ারস অফ ওয়ার( Flowers of War-idmb rating: 7.6)

মুগ্ধতাঃ মাটির ময়না(The clay Bird)

আবারো মুগ্ধতাঃ আ সেপারাশান ( IMDb: 8.5)



গোঁফওয়ালা

রিভিউ- মোস্ট ওয়েলকাম ২ : একটি গ্রাফিক্যাল চলচ্চিত্র !

Ride Along (2014) মুভির রিভিউ

[link|http://www.somewhereinblog.net/blog/Arefino/29997254|এক কাপ চা রিভিউ [Spoiler alert]]



নাভিদ কায়সার রায়ান

মুভি রিভিউঃ The Lunchbox

মুভি রিভিউঃ Three Colors Trilogy

মুভি রিভিউঃ “π”



দেওয়ান কামরুল হাসান রথি

দাবাং মুক্তি পাইলে কামু ভাই এর দি ডিরেক্টর কি দোষ করলো ?

রোমান পোলানস্কির ছবি “ দ্য পিয়ানিস্ট ”

পুস্পাকা ভিমানা - মুভি রিভিউ

মুভি রিভিউঃ Dead Poets Society

"প্রিজনারস" - মুভি রিভিউ।



লাল দরজা

কান্ডজ্ঞান বর্জিত উন্মাদ সিনেমা, গুন্ডে

সিনেমানিয়া : CINEMANIA



বশর সিদ্দিকী

মুভিতে আমার দেখা সেরা কাল্পনিক জিনিয়াসরা

২০১৪ সালের মুক্তি পাওয়ার অপেক্ষায় থাকা সেরা মুভি গুলো

সাম্প্রতিক দেখা মুভিগুলো



এক্স রে

The Sea Inside 2004 / Alejandro Amenabar

Grave of the Fireflies (1988) - Isao Takahata

যে সিনেমাগুলো আমি আজীবন সংগ্রহে রাখতে চাই !!!



এম এম করিম

মুভি রিভিউঃ দ্য গ্র্যান্ড বুডাপেস্ট হোটেল (২০১৪)– গ্র্যান্ড এবং নস্টালজিক

বিশ্বের সেরা সিনেমা, সেরা পরিচালক - একটি জরিপ এবং বাংলা সিনেমার অবস্থান

কেমন দেখলাম পিঁপড়াবিদ্যা

সিনেমার সবচাইতে প্রভাবশালী দশ সিনেমাটোগ্রাফার

২০১৩ সালের সেরা বিশ সিনেমা

মুভি রিভিউঃ রোমান পোলানস্কির ভীনাস ইন ফার (২০১৪)

নিউ কোরিয়ান সিনেমার সেরা ছবিগুলো (ট্রেইলারসহ)

সর্বকালের সেরা দশ ডকুমেন্টারিঃ সমালোচক ও পরিচালকদের সরাসরি ভোটে নির্বাচিত (প্রথমবারের মতো বেরিয়েছে)। মুভি লিঙ্কসহ



ঠেলাগাড়ির পাইলট

একটি বাংলা ছবি এবং একজন ক্ষ্যাত মানুষের আবেগ।

War Horse (2011) রিভিও

Blood Diamond রিভিও



অন্ধবিন্দু

এন্টিক্রাইস্ট (২০০৯): নারীতে নর, নাড়ীর সম্পর্ক জড় !

ইন্টারস্টেলার(২০১৪): মহাকাব্যিক প্রত্যাবর্তন



েবলায়াত

'যুদ্ধশিশু' দেখার সম্পূরক প্রতিক্রিয়া...

চলচ্চিত্রে সরকারী অনুদানপ্রথা: কিছু প্রশ্ন, কিছু মন্তব্য এবং শুভ কামনা



পােভল চৌধূরী

হয়ার উই গো নাউ - মুভি রিভিও

ওমর - একটি অসাধারন চলচিত্র (মুভি রিভিও)



পুরোনো পাপী

একজন হৃদয়হীন মানুষের হৃদয় ফিরে পাবার গল্প "The Man from Nowhere (2010)"

Captain Phillip (2013) {সত্য ঘটনা দিয়েও অনেক সত্যকে ধামাচাপা দেয়া যায়, তারই উৎকৃষ্ট উদাহরণ}



ধ্রুব অন্যকোথাও

25th Hour: সেলুলয়েডের ফিতায় অপরাধবোধের কবিতা

নেব্রাস্কা: শুধুই জীবনের গল্প



সাইফুল আজীম

মন খারাপের গল্প: এ্যামেজিং স্পাইডার ম্যান-২

হলিডে: যে মুভিতে ব্লাকবেরী ছাড়াও আর যা কিছু দেখলাম

নোয়া: ধ্বংস ভয়াবহতা এবং সৃষ্টির আনন্দ যেখানে একাকার



আরজুপনি

♣সালাম সিনেমা: সিনেমাখোরদের আড্ডা♣

♣ সালাম সিনেমা : নস্টালজিক সিনেমাখোর ব্লগার....♣



সালাহ উদ্দিন০০৭

মুভি রিভিউঃ 'টিং সু' (Hear Me), ২০০৯

মুভি রিভিউঃ দা উলফ অফ ওয়াল স্ট্রিট (২০১৩)



মোঃ আসিফুল হক

জীবন সুন্দর; মাহী বেশি সুন্দর – চলচ্চিত্র প্রতিক্রিয়া - অগ্নী

বক্ষবন্ধনীর জলিল, জলিলের বক্ষবন্ধনী (মোস্ট ওয়েলকাম ২ – রিভিউ লেখার অপচেষ্টা)



ভালোবাসার চিঠি

গ্র্যাভিটি

কমন জেন্ডারঃ জন্মই যাদের আজন্ম পাপ



নিয়নের ঝিঁঝিঁপোকা

ভালো লাগা সিনেমা - "Eternal Sunshine of the Spotless Mind"

ভালোলাগা সিনেমা - The Outlaw Josey Wales (1976)



ইসতিয়াক অয়ন

[link| //www.somewhereinblog.net/blog/istiuk_ayon007/29924125|মৃত্যুর আগে যে ৫০টি মুভি অবশ্যই দেখে নেয়া উচিত [লিস্টঃ টরেন্ট লিংক সহ]



নিঃসঙ্গ অভিযাত্রিক

মুভি রিভিউঃ ক্যাপ্টেন ফিলিপস (২০১৩), বাংলাদেশের স্পেশাল কম্যান্ডো টীম সোয়াডস ও মুদ্রার অপর পিঠ...



ই ম ন

"আমি শুধু চেয়েছি তোমায়", আমাদের ছিঃনেমা এবং কিছু অপ্রিয় কথা



ধুপছায়া খেলা

[link|http://www.somewhereinblog.net/blog/dhupchayakhelabd/30002617#comments|নৌকাডুবি --[রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র]]



সেলিম আনোয়ার

"পিকে" আমির খান অভিনিত সেরা মুভি



এনামুল রেজা

দ্যা পিয়ানিস্টঃ যুদ্ধ কিংবা জীবনের সুররিয়েলিস্টিক মহাকাব্য



জামিউল আলম

চলচ্চিত্র দর্শন-(দেশা দ্যা লিডার)



সাদিয়া আহমেদ

(মুভি রিভিউ) Khuda kay Liye - গল্পটা হিপোক্রিসির



সাখাওয়াত সনেট

মুভি রিভিউঃ PK (2014)



আমি কাল্পনিক সজল

মুভি রিভিউঃ মুলান I



রেজাল্টস বাংলা ডট কম

"পিকে" মুভি রিভিউঃ আমির খানের অভিনীত শ্রেষ্ঠ মুভি!



হাতপা

চরম মিস্ট্রি মুভিঃ A Rear Window



কালের সময়

মহান বিজয় দিবসে মুক্তি যুদ্ধের কয়েকটি ছবি



অযথা অকারণ

মুক্তিযুদ্ধ ভিত্তিক সকল বাংলাদেশী চলচ্চিত্রের তালিকা



ম.র.নি

মিক্সড পাঁচটা মুভি রেকমেন্ডাশান



সামিউল ওয়াকিল তমাল

তাইওয়ানের তিনটি অসাধারন মুভি যা আপনার মনে ভালো লাগার অনুভুতি ছড়িয়ে দিয়ে যাবে !!!



রহস্যময়ী তনয়া

নতুন যত এ্যনিমেশন মুভি আসছে...



টিনটিন`

""D@bbe"" ফেসবুক তোলপাড় হয়ে যাচ্ছে যে হরর মুভি সিরিজটি নিয়ে



কাব্য যোদ্ধা

একটি ফরেইন মুভি এবং কিছু গল্প !!



হাসান মুহিব

"পিঁপড়া বিদ্যা "- মুভি প্রিভিউ :



পার্সিয়াস রিবর্ণ

আমার "পিঁপড়াবিদ্যা" দর্শণ .....



জেরিফ

Don Jon (২০১৩) মুভি রিভিউ



মোঃ সাইফুল ইসলাম সজীব

The Equalizer মুভি রিভিউ

কলকাতার খপ্পরে পড়ে আপনিও কি গান্ডু হতে চলেছেন ? দেরী হবার আগেই সিদ্ধান্ত নিন , নিজেদের রক্ষা করুন



ফয়সাল২৩৪৫

বিনামুল্যে মুভি দেখার সাইট



আতাতুর্ক

War of the Arrows (2011) মুভিজ রিভিউ



মাসুম আহমদ ১৪

রিসেন্টলি দেখা কয়েকটা বাংলা সিনেমার অণু-রিভিউ



যাযাবর বেদুঈন

মুভি রিভিউঃ ব্লু ভেলভেট



ডিজাস্টার

[link|http://www.somewhereinblog.net/blog/Dzaztar/29978018|মুভি রিভিউ - ক্রিশ থ্রি [[ স্পয়লার এলারট ]]]



মাহমুদুল হাসান (সুমন)।

“দ্য থিওরি অফ ইভরিথিং”....স্টিফেন হকিং বায়োপিক



ব্যোমকেশের ডায়েরী

মুভি রিভিউঃ একটা ইরাকি ছবি দেখলাম... নাম “Bekas” (নিরাশ্রয়)...



আমি ফিলিম বালা পাই

3:10 to Yuma এবং দু'জনের পূর্নাঙ্গ অভিনয়



সাঈদ আজিজ

মোস্ট ওয়েলকাম ২ সিনেমা দেখে ডাক্তার হিসেবে যা শিখলাম



সি.এম.তানভীর-উল-ইসলাম

[link|http://www.somewhereinblog.net/blog/cm_tanvirbest/29973561|The Flowers of War (2011): নানচিনের গণহত্যা [+১৮]]



শেখ আমিনুল ইসলাম

মুভি রিভিউ : 8½ (1963)



মহাজাগতিক পাগল

মন ভাল করে দেয়া এক অনন্য সাধারণ সিনেমা Pay It Forward (মাইক্রো মুভি রিভিউ)



সাদ ৭

মুভি রিভিউ: কুইন (হিন্দি ফ্লিম)।



princejohn

Robin Williams was one of my favorite actor, Died at 63



যুলকারনাইন

Equilibrium(2002) মুভি রিভিউ



সি.এম.তানভীর-উল-ইসলাম

রং মিলান্তি (২০১১) : খেলায় খেলায় জীবনসঙ্গী নির্বাচন



নিয়াজ মোরশেদ (নিয়াজ)

" ফহিন্নির পুত! দেশে কি দাও, কুরাল, ছুরি, লাঙল কিছু পাস নাই?? ত্রিশূল কেরে!!??"



আনিস৫১

Torrent:টরেন্টের মজা



এইচ তালুকদার

এটা ঠিক মুভি রিভিউ নয়-২



ফরহাদ রেজা যশোর

‘নেকাব্বরের মহাপ্রয়াণ’-মুভি রিভিউ

নিস্প্রভ নীল

গরম গরম রিভিউ- গুল্লুগাল্লু Godzilla (2014)



ফা হিম

আমার দেখা দু'টি ব্রাজিলিয়ান মুভি



htusar

মুভি রিভিউ ঃ তারকাঁটা



জীনের বাদশা

যে মুভিটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম – 300 Rise Of An Empire( মিনি রিভিউ)



মোহাইমিনুল ইসলাম বাঁধন

Angel Falls ও কিছু কথা...



আমি ইহতিব

ভালো লাগা দুটো ছবির কথা (ভারতীয় বাংলা)



আজকের বাকের ভাই

মুভি রিভিউ- Thanks Maa (Hindy)



আখাউরা পূলা

Pacific Rim এর দানবরা কি সম্ভব?



ফরহাদ রেজা যশোর

তারকাটা- বাংলাদেশের প্রেক্ষাপটে একটি আশাজাগানিয়া সিনেমা।



এস.বি.আলী

তারকাঁটা



সুত্রধর

ফর্মুলা সিনেমার রাজত্বে ফর্মুলার বাইরের সিনেমার তালিকা



ক্যাপটেন জ্যাক স্প্যারো

Children of A Lesser God (1986)



আসাদুজ্জামান আসাদ

যুদ্ধ শিশু : মুভি রিভিউ (যেখানে "গেরিলা এবং "জয়যাত্রা" সহ অন্য বাংলাদেশির ছবির জয়গান)



ইমরুল_কায়েস

একটি বই, একটি মুভি “দি একসরসিস্ট”



আশাফ আনিস

এবার তাহলে যুদ্ধশিশু ? গুন্ডের কথা মনে নাই?মনে নাই ফেলানির কথা ?



চটপট ক

মুভি :: Miracle In Cell No, 7------ অশ্রুধারা নামাবেই



আহমেদ আলাউদ্দিন

মুভি রিভিউ অথবা কিছুই না



তেপান্তর মন

মুভি রিভিউঃ The Past (2013) by Asghar Farhadi



ব্লকড

মেগা পোস্ট !! অস্কার প্রাপ্ত মুভি সমগ্র উইথ ডাউনলোড ডিরেক্ট লিঙ্ক আর দেরি না করে দেখে ফেলুন জলদি



আহমদহাসান

সেভেন পাউন্ড। (সিনেমা)



মিজানুর রহমান মিলন

বলিউডের মুভি ’গুন্ডে’ : যে কথা বলা হয়নি।



একজন ঘূণপোকা

আমাদের “অগ্নি” দর্শন (নিজের দায়বদ্ধতা থেকে দেখে আসুন আর সাক্ষী হউন বাংলা সিনেমার উন্নতির)



মোঃ জুনায়েদ খান

গুন্ডের গুন্ডামী এবং আহত বাংলা



ভদ্রতা

বাংলা সিনেমা 'অগ্নি' এ্যাকশনধর্মী,তথাকথিত নারী প্রধান সর্বোপরী ডিজিটাল বাংলা সিনেমার যাত্রা



আসফি আজাদ

ভারতীয় সিনেমায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিকৃতি: তাই কি?



লেখাজোকা শামীম

দেশীয় চলচ্চিত্রের উন্নয়নের জন্য আপনার যদি কোন দায়বদ্ধতা থাকে, তাহলে এই লেখাটা পড়ুন



হু

মুভি রিভিউঃ Grave of Fireflies ( 1988)



জুবায়ের দিদার

TIME PASS(2014) মুভি রিভিউ



দারাশিকো

**মাইক্রোব্লগ**: সম্প্রতি কি সিনেমা দেখলাম



মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত

দাবাং - ঢালিউডে আবারো অশ্লীলতার নব সূচনা



প্লিওসিন অথবা গ্লসিয়ার

মুভিঃ অ্যা ক্লকওয়ার্ক অরেঞ্জ - নৃশংসতার শৈলী ও সেক্স এন্ড লুসিয়া - যৌনতা এবং মৌনতার হাঁ এর গল্প!

মন্তব্য ১৩৯ টি রেটিং +১৯/-০

মন্তব্য (১৩৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা।




এই পোষ্টটা দিতে কতদিন সময় লেগেছে। বেশ পরিশ্রম স্বাধ্য কাজ।

১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৮

ইমিনা বলেছেন: প্রথম মন্তব্যকারীর জন্য সব সময়ই স্পেশাল একটা ভালোলাগা থাকে। সেই ভালোলাগা থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি :)

আমার ছোট বোনের জন্য মুভি পোস্টের লিংক কালেক্ট করে রাখতাম। তাই এই লিংক কালেক্ট করার কাজটা প্রায়ই করতে হতো।

ভালো থাকবেন।
শুভকামনা।।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক কষ্ট করছেন পোস্টটার জন্যে ।

আমিও দেখি আছি !!!!

পোস্টের জন্যে ধন্যবাদ ।

১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৩

ইমিনা বলেছেন: আমি নই, আপনি বরং ধন্যবাদ পাওয়া যোগ্য। আপনার জন্যও আমরা অনেকগুলো মুভি পোস্ট পেয়েছি। আশা করি আপনার থেকে ভবিষ্যতে এরকম আরো অনেক পোস্ট পাবো।

অনেক অনেক ভালো থাকবেন।
শুভকামনা।।

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৪

শাহ আজিজ বলেছেন: ভালো লাগলো এইজন্য যে চলচ্চিত্র নিয়ে সাহসী আলোচনা হয় না। অবশ্য আলোচক হতে গেলে চলচ্চিত্র সম্পর্কে ট্রেড কোর্স থাকা বাঞ্ছনীয় না হলে কাহিনী, গতিময়তা, ক্যামেরার কাজ, অভিনয়শৈলী এবং কি মেসেজ দিচ্ছে তা অনুধাবন করার ক্ষমতার অভাবে একটি পণ্ডশ্রম হয়।

দেশজ মোটিফ নিয়ে প্রচুর কাহিনী হতে পারে এবং তা বানিজ্যিক ছবির প্রান হবে। সিনেমা হল ভরতে পারে আর হল মালিকরাও লাভবান হবে। কিন্তু এই অনুভুতি সম্পন্ন লেখক নেই বা তারা ন্যায্য মুল্য পান না গল্পের বিনিময়ে । কেউ কেউ প্রানান্তকর চেষ্টা করছেন দর্শক ফিরিয়ে আনতে এবং ফারুকির পিপড়াবিদ্যা সফল এজন্য কদিন আগে মেয়ে গেছে বসুন্ধরায় ওটা দেখতে, টিকেটই পায়নি । এতো মুল্যের টিকেট কেটে মানুষই দেখছে ভুত নয়, আমি আশাবাদী , ফিরবেই সুদিন।

ইমিনার অনেক শ্রম ও সময় দুটোই গেছে, ধন্যবাদ ইমিনা।

১৩ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

ইমিনা বলেছেন: দারুন বলেছেন শাহ আজিজ ভাইয়া। কিন্তু তারপরও আমি এতোটা আশাবাদী হতে পারছি না। মনপুরা, গেরিলা এর মতো চলচ্চিত্রগুলো দেখতে আমাদের বছরের পর বছর অপেক্ষা করতে হয়। আর এই দুই তিনটা দেখে আশান্বিত হওয়ার পূর্বেই আবার হতাশ হয়ে যাই।

তবুও মনের জোরে আশা রাখি - একদিন আমাদের চলচ্চিত্রের সুদিন ফিরবে।

সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জানবেন। শুভকামনা।।

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রিয়তে নেয়ার জন্য বাধ্য করলেন- এই কথা দ্বারা কি বুঝা যায় বলুন তো দেখি?

১৩ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

ইমিনা বলেছেন: এই কথা দ্বারা বুঝলাম - ইমিনা কোন না কোন ভাবে আপনার ব্লগ শোকেসে অবস্থান করবে :P

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১০

তওসীফ সাদাত বলেছেন:


দারুন প্রচেষ্টা।

পোস্টে ++++++

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫১

ইমিনা বলেছেন: মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ জানবেন তওসীফ ভাইয়া।

ভালো থাকবেন।
শুভকামনা।।

৬| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১০

বিদ্রোহী বাঙালি বলেছেন: এক সময় চলচ্চিত্রপ্রেমী থাকলেও এখন আর সময় করে উঠতে পারি না তেমন। তাই কিছুটা চলচ্চিত্রবুমুখী হয়ে পড়েছি। তবে মাঝে মাঝে বিনোদের জন্য হলেও দেখা উচিৎ। সুস্থধারার চলচ্চিত্র থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে। চলচ্চিত্র নিয়ে আপনার পর্যালোচনাও যথেষ্ট সুন্দর হয়েছে। সামুতে যারা চলচ্চিত্রের উপর পোস্ট দেয়, সেগুলোর বেশীর ভাগই দর্শক প্রতিক্রিয়ার মতো। আমি ঠিক রিভিউ বলতে চাই না। কারণ পোস্টগুলোতে মূলত চলচ্চিত্রের কাহিনী আর টুকটাক অন্য প্রসঙ্গ নিয়ে লেখা হয়। রিভিউতে আরও বেশী কিছু উঠে আসার দাবী রাখে। কাহিনীর সাথে টেকনিক্যাল ব্যাপারগুলো বিশেষ করে নির্মাণশৈলী নিয়ে মূল্যায়ন করা উচিৎ। এছাড়াও অভিনয়, সংলাপ, দৃশ্যায়ন, চরিত্র বাছাই, আবহসঙ্গীত ইত্যাদির উপর আলোচনা এবং সমালোচনা দুটোই থাকা উচিৎ। এগুলো পোষ্টে খুব কম পাওয়া যায়। রেটিং, লিংক আর কাহিনী নির্ভর পোস্টই বেশী। সব ধরণের পাঠকের সমাগম করতে হলে রেটিং, লিংক আর কাহিনীর বাহিরেও অনেক কিছু তুলে ধরবার জন্য অনুরোধ রইলো। কারণ অজানাকে জানাত আগ্রহটাই পাঠকের মধ্যে বেশী থাকে মনে হয়।
অনেক সময় নিয়ে এবং কষ্ট করে পোস্ট সাজিয়েছেন আপনি। পোস্ট পড়ে এটা সহজেই বুঝা গেলো। পোস্টটা প্রিয়তে তুলে রাখালাম। কয়েকটা পোস্ট পড়েছিলাম। তবে সবগুলো নয়। সময় করে পড়ে নেয়ার ইচ্ছা আছে। অনেক ধন্যবাদ ইমিনা। আপনার এই পোস্ট নিঃসন্দেহে যারা চলচ্চিত্র নিয়ে লিখেন, তাদের মধ্যে আগ্রহ আরও বাড়িয়ে দেবে। নিরন্তর শুভ কামনা রইলো।

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৫

ইমিনা বলেছেন: মন্তব্যে আপনার প্রতিটি কথাই আমি আনন্দের সাথে মেনে নিচ্ছি। আপনি খুব খেয়াল করে দেখবেন যে, আমি কোথাও চলচ্চিত্র রিভিউ কথাটা লিখলেও মূল ফোকাসটা দিয়েছি "চলচ্চিত্র বিষয়ক পোস্ট" হিসেবে। অর্থাৎ আমি খুব ভালো করেই জানি যে, মুভি রিভিউ কি এবং কেমন হওয়া উচিত। এই ক্ষেত্রে আমি উদাহরন হিসেবে আমার পঠিত ব্লগার দূর্যোধনের চোরাবালি চলচ্চিত্র রিভিউ এর কথা উল্লেখ করতে চাইবো।

চলচ্চিত্র সম্পর্কে এবং চলচ্চিত্র রিভিউ সম্পর্কে আমি আমার কোন ধারনা বা জ্ঞান এখানে শেয়ার করতে চাই নি। আমি শুধু চেয়েছি ব্লগের এই খরার কালে যে সব ভাইয়া এবং আপুরা নিজের ভালোলাগা থেকে এবং আন্তরিকতা থেকে ২০১৪তে আমাদের জন্য চলচ্চিত্র বিষয়ক ভাবনা বা লিংক অথবা আগ্রহ শেয়ার করে গেছেন তা একটু বিন্যস্তভাবে একই ছাদের নিচে নিয়ে আসা। যারা এই পোস্টগুলো দিয়েছেন, আমি মনে প্রানে বিশ্বাস করি যে তাদের অনেকেই সত্যিকারের চলচ্চিত্র রিভিউ করার ক্ষমতা রাখেন। কিন্তু আমাদের সকলের ব্লগে উপস্থিতির অথবা চলচ্চিত্র বিষয়ক পোস্টে আগ্রহ কারন হেতু অতটা লিখার চেষ্টা করেন নি। হ্যা, এটাই স্বাভাবিক। আমরা সবাই যদি এই ব্যাপারগুলোতে মনোেযোগ দেই তবে অনেকেই নিজের শ্রেষ্ঠটা দিতে আগ্রহ বোধ করবে।

আপনার সুন্দর এবং গঠনমূলক মন্তব্যে অনেক ভালোলাগা এবং ধন্যবাদ জানবেন। শুভকামনা।।

৭| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১১

তাহসিনুল ইসলাম বলেছেন: পোস্টটার পেছনে ভালোই শ্রম দেয়া হইছে মনে হচ্ছে। বাংলা সিনেমার পরিচালকরা নকলের দিকে না ঝুকে যদি এতোটা শ্রম দিতো তাইলে বাংলা সিনেমা অনেক ভালো হইতো। যাহোক, পোস্টটা ভালো লাগলো।

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৮

ইমিনা বলেছেন: জ্বী ভাইয়া, আনার মন্তব্যে অনেক ধন্যবাদ জানবেন।

শুভকামনা সব সময়।।

৮| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১২

নুরএমডিচৌধূরী বলেছেন: অনেক কষ্ট করছেন পোস্টটার জন্যে প্রিয়তে নিলাম



পোষ্টে+++++++++

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২০

ইমিনা বলেছেন: জেনে অনেক ভালো লাগলো। মন্তব্যে ধন্যবাদ জানবেন।

শুভকামনা।।

৯| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

সুমন কর বলেছেন: ভিন্ন রকম একটি পোস্ট তৈরি করার জন্য অাপনাকে ধন্যবাদ।

ভাগ্যিস !!! অামি একটি লিখেছিলাম। B-)

ভাল থাকুন।

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৩

ইমিনা বলেছেন: হ্যা, আমাদেরও দারুন ভাগ্য হয়েছিলো আপনার পোস্ট পড়ার :)


ভালো থাকুন। চলচ্চিত্র বিষয়ক ধারনা এবং অনুভূতিগুলো আরো অনেক অনেক পোস্টের মাধ্যমে শেয়ার করবেন বলে প্রত্যাশা রাখছি।

ভালো থাকবেন। শুভকামনা।।

১০| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

হাসান মাহবুব বলেছেন: অসামান্য।

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৪

ইমিনা বলেছেন: অনেক ধন্যবাদ হামা ভাই :)

শুভকামান।।

১১| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৯

আমি তুমি আমরা বলেছেন: চমতকার পোস্ট। বছর শেষে এককালে ফিফা সামুতে যে ভূমিকা পালন করতেন এবার আপনাকে সে ভূমিকায় দেখতে পাচ্ছি। আপনার আগের পোস্টের মত এটাও বেশ ভাল একটা সংকলন হয়েছে। ২০১৪ সালে সামুতে ভালই একটিভ ছিলেন বোঝা যাচ্ছে।

৫ম ভাল লাগা রইল :)

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৭

ইমিনা বলেছেন: হাহ হা হা, পুরো বছরটিতে একটিভ থাকতে হবে নাকি? কোন এক সময় মনোযোগ দিলেই এই রকম সাধারন মানের সংকলন করা যায়।

সুন্দর মন্তব্যে অনেক ভালোলাগা রইলো। ভালো থাকবেন অনেক।।

১২| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: পরিশ্রমি পোস্ট !

পিঁপড়াবিদ্যা দেখছি কিন্তু পুরাই টাইম নষ্ট!

পোস্টে ++ আরেকটা এক্সট্রা আরেকটা + ফর আমার একটা পোস্ট আছে বলে :)

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩১

ইমিনা বলেছেন: বলেন কি, পিঁপড়াবিদ্যা নিয়ে তাহলে এতো হইচই হইতেছে যে!!! B:-)

মনে হয় আসলেই তাই। তবে আপনাকে জানাবো ।

রিসেন্টলি আপনার একটা পোস্ট পাওয়ার কথা। অপেক্ষায় রইলাম কিন্তু /:)

১৩| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৫

বোকামানুষ বলেছেন: দারুণ একটা পোস্ট

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৫

ইমিনা বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ :)

অনেক ভালো থাকবেন।
শুভকামনা।।

১৪| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৮

আবু শাকিল বলেছেন: আমি একজন মুভিখোর ।মুভি ব্লগে নিয়মিত চোখ রাখি।
পোষ্ট প্রিয়তে নিতেই হবে =p~ =p~

পোষ্টে অনেক শ্রম দিয়েছেন,ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৯

ইমিনা বলেছেন: আপনার মন্তব্যে সার্থকতা অনুভব করছি। পোস্ট প্রিয়তে জেনে ধন্যবাদ জানাচ্ছি।

অনেক ভালো থাকবেন। শুভকামনা ভাইয়া।।

১৫| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৪

আরজু পনি বলেছেন:

এরকম একটি সংকলন খুব আশা করছিলাম। গতরাতেই খুব মিস করছিলাম। পেয়ে খুব ভালো লাগলো ।

তবে গত বছরে নিজের মাত্র দুটি সিনেমা পোস্ট দেখে ভাবলাম আপনি হয়তো আনতে মিস করেছেন কিন্তু না ! :| গতবছরে আমার মোট পোস্টের পরিমাণই কম ছিল ...সাথে উপস্থিতিও ।

অনেক ধন্যবাদ ইমিনা, সাথে নিলাম অবশ্যই ।
খুব ভালো থাকুন ।।

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৯

ইমিনা বলেছেন: এই পোস্টটা লিখবো বলে যখন মনস্থির করলাম তখনই আপনার কথা মনে পড়েছিলো। এমনকি এই পোস্টটি লিখার পর তা আনাকে উৎসর্গ করবো বলে ভাবছিলাম। কিন্তু এতে আপনি মাইন্ড করবেন কিনা তা ভেবেই আর রিস্ক নিই নি আপু।

এবার বলি কেন এই পোস্টের ব্যাপারে আপনার কথা মনে পড়েছিলো। চলচ্চিত্র বিষয়ক আপনার দুটো পোস্টে আমি আপনার চলচ্চিত্র নিয়ে আগ্রহ ও ভালোবাসা বুঝতে পেরেছি। এমনকি অনেক চলচ্চিত্র পোস্টে আপনার মন্তব্য খুঁজে পেয়েছি যেখানে চলচ্চিত্রের ব্যাপারে আপনার আগ্রহ ও ভালোবাসা সহজেই অনুমেয়।

অনেক ভালো থাকবেন আপু। আপনার অসাধারন সব পোস্টের অপেক্ষায় রইলাম। শুভকামনা।।

১৬| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: আমি অত্যন্ত দুঃখিত যে আমার মন্তব্যে কী বলেছি বা কী বলতে চেয়েছিলাম, সেটা আপনাকে বুঝাতে ব্যর্থ হয়েছি। আমার মন্তব্যের কোথায় কিন্তু নাই যে আপনার এই পোস্টকে আমি চলচ্চিত্রের উপর রিভিউ বলেছি। আমি বলেছি ব্লগে চলচ্চিত্রের উপর যে সব পোস্ট প্রকাশিত হয়, তার বেশীর ভাগই রিভিউ না। অনেকটা দর্শক প্রতিক্রিয়া টাইপের হয়। বাকী কথাগুলো যে বলেছি, সেগুলোও এই বিষয়টার প্রতি দৃষ্টি দিয়ে বলেছি। আমিও চাই চলচ্চিত্র নিয়ে কথা হোক। বরং আমার চাওয়া আরও কিছুটা বেশী। যেটা আগের মন্তব্যে করেছি।
কষ্ট করে আমার মন্তব্যটা আবার একটু পড়েন, তাহলেই আপনার ভুল ভেঙে যাবে। ধন্যবাদ ইমিনা। ভালো থাকবেন।

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৪

ইমিনা বলেছেন: আমি কিন্তু আপনার মন্তব্যের প্রতিটি কথাই ভালোভাবে বুঝেছি। আমি বরং সঠিক ভাবে রেসপন্স করতে পারি নি। তবে আপনার প্রতিটি কথার সাথে এখনো কিন্তু ভালোরকম সহমত জ্ঞাপন করছি।

আমি আসলে এই পোস্টের মাধ্যমে তাদের লিংকসহ কৃতজ্ঞতা জানাতে চেয়েছি যারা এটলিস্ট আমার মতো চলচ্চিত্রপ্রেমীর কথা চিন্তা করেও সারাটি বছর আন্তরিকতা নিয়ে চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করেছেন।

ভুল তো বুঝিই নি, তাই ভাঙ্গচুরের কথা আসবে না B-)
আপনিও ভালো থাকবেন।।

১৭| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: পরিশ্রমী পোস্টের জন+++
প্রিয়তে।


ভাল থাকবেন।

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৭

ইমিনা বলেছেন: মন্তব্যে ধন্যবাদ জানবেন।

আপনিও অনেক ভালো থাকবেন :) :)

১৮| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৬

ডি মুন বলেছেন: বাংলাদেশের চলচ্চিত্রকে আধুনিক ও প্রযুক্তির উৎকর্ষতায় পরিপূর্ণ করতে অনন্ত জলিলের প্রচেষ্টাকে সাধুবাদ জানানোর কথা বলেন অনেকেই। কিন্তু আমি বলবো, অভিনয় জ্ঞান, অভিনয় যোগ্যতা এবং কাহিনীর উন্নয়ন না থাকলে কোটি কোটি টাকা নষ্ট করা পাগলামীর নামান্তর।উনার

--------- আপনার সাথে আমিও সম্পূর্ণ সহমত। শুধুমাত্র প্রযুক্তি দিয়ে চলচ্চিত্রের উন্নয়ন/ ভালো চলচ্চিত্র উপহার দেয়া সম্ভব নয়। ভালো চলচ্চিত্র সবসময়ই একটা টোটাল টিমওয়ার্ক। এখানে ভালো কাহিনীর সাথে সাথে অভিনেতা/অভিনেত্রী ও পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকেই দক্ষ হতে হয়।


আমাদের চলচ্চিত্র উন্নয়নে আমরাই যদি চলচ্চিত্র বিষয়ক গঠনমূলক প্লাটফর্ম তৈরি করতে না পারি তবে নির্মাতা এবং দর্শকদের মধ্যে মিথস্ক্রিয়া সম্ভব হবে না।

----- হ্যাঁ, ঠিকই বলেছেন। আমাদের চলচ্চিত্রের উন্নতিকরণে আমাদেরকেই কথা বলতে হবে। আলোচনা করতে হবে। উৎসাহ ও পরামর্শ দিতে হবে।

চমৎকার পোস্টের জন্যে ধন্যবাদ আপনাকে
আর অনেক অনেক কৃতজ্ঞতা তাদের প্রতি যারা কষ্ট করে বিভিন্ন চলচ্চিত্র সম্পর্কে জানিয়ে আমাদেরকে সবসময় সমৃদ্ধ করেছেন।

পোস্ট প্রিয়তে নিলাম
++
শুভেচ্ছা।

১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৮

ইমিনা বলেছেন: আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
অনেক অনেক ধম্যবাদ জানবেন ডি মুন।






শুভকামনা।।

১৯| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: Eshob movie dekhini. English gulo dekhechi.

১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০২

ইমিনা বলেছেন: আমার অবশ্য এখানে উল্লেখিত সবগুলো দেখা হয় নি তবে দেখে ফেলবো।


অনেক অনেক ভালো থাকবেন স্বর্ণা আপু :)

২০| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:০৪

মাহমুদ০০৭ বলেছেন: বাংলাদেশের চলচ্চিত্রকে আধুনিক ও প্রযুক্তির উৎকর্ষতায় পরিপূর্ণ করতে অনন্ত জলিলের প্রচেষ্টাকে সাধুবাদ জানানোর কথা বলেন অনেকেই। কিন্তু আমি বলবো, অভিনয় জ্ঞান, অভিনয় যোগ্যতা এবং কাহিনীর উন্নয়ন না থাকলে কোটি কোটি টাকা নষ্ট করা পাগলামীর নামান্তর ।

শুধুমাত্র প্রযুক্তি দিয়ে চলচ্চিত্রের উন্নয়ন/ ভালো চলচ্চিত্র উপহার দেয়া সম্ভব নয়। ভালো চলচ্চিত্র সবসময়ই একটা টোটাল টিমওয়ার্ক। এখানে ভালো কাহিনীর সাথে সাথে অভিনেতা/অভিনেত্রী ও পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকেই দক্ষ হতে হয়।


আপনার ও মুন ভাইয়ের সাথে একমত ।

আরেকটি চমৎকার পোস্ট ।
শুভেচ্ছা রইল ।
ভাল থাকবেন ।

১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৭

ইমিনা বলেছেন: মন্তব্যে অনেক ভালোলাগা এবং ধন্যবাদ জানবেন :) :)

ভালো থাকবেন। শুভকামনা।।

২১| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৩১

জাফরুল মবীন বলেছেন: ওরে আল্লাহ আরও একটি প্রচন্ড শ্রমসাধ্য পোস্ট! B:-)

অভিনন্দন,ধন্যবাদ,কৃতজ্ঞতা সব লুটিয়ে পড়ুক আপনার ডেডিকেশন ও অসীম ধৈর্য্যের কাছে। :)

১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫১

ইমিনা বলেছেন: আমি কিন্তু এতো এতা প্রশংসা পাবার যোগ্য নই। আপনার পোস্টগুলো কথা মনে হলেই নিজের দুনিয়াটাকে অন্ধকার মনে হয়। অসাধারন সব পোস্ট আপনার থেকে আমরা পেয়ে থাকি এবং পড়ে উপকৃত হই।

আপনার প্রতি তাই অনেক অনেক কৃতজ্ঞতা জানাই সব সময়। অনেক ভালো থাকবেন ভাইয়া।

২২| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৩

নেক্সাস বলেছেন: এত কষ্ট করেন কিভাবে?

ভাল পোষ্ট। অনেকের কাজে আসবে। মুভি খোরেরা লুফে নিন

১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৬

ইমিনা বলেছেন: আপনাদের অনুপ্রেরণায় ক্যামনে ক্যামনে যেন এই পর্যন্ত ২টা সংকলন পোস্ট করে ফেললাম। তবে এই কাজে অনেক মজা পেয়েছি।

অনেক ভালো থাকবেন নেক্সাস ভাইয়া :)

২৩| ১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৯

যোগী বলেছেন:
পোষ্টটা আমার কিছুটা কাজে লাগবে।

১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৭

ইমিনা বলেছেন: যাক, আপনার কাজে লাগবে জেনে পোস্টের সার্থকতা অনুভব করছি :)

২৪| ১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৬

এমএম মিন্টু বলেছেন: চমৎকার পোস্ট :)

++++++++++

১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৯

ইমিনা বলেছেন: মন্তব্যের কারনে অনেক অনেক অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ জানবেন মিন্টু ভাইয়া।

শুভকামনা।।

২৫| ১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৭

যোগী বলেছেন:
গলিয়ার একটা এক্সটেন্ডেট ভার্সান তাড়াতাড়ি লিখেন।

১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৩

ইমিনা বলেছেন: ওইটা যদি গল্প হইতো তবে আপনার কথা বিবেচনা করে হলেও সিরিজ বের করতাম। কিন্তু এখন তো আর সম্ভব না। তাছাড়া ওইটা খুব পছন্দ করারও কিছু খুজে পাচ্ছি না #:-S

২৬| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাব্বা...... বিশাল পোস্ট ... সবটুকু পড়তে পড়তে চিন্তা করলাম আপনি কতদিনে কিভাবে পারলেন এটা করতে!! মানে কষ্টের কথা বলছি? মুভিপ্রেমীদের জন্য তো এক কথায় দারুন্স!

১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৮

ইমিনা বলেছেন: আমি নিজেই যেহেতু মুভিপ্রেমী, তাই কাজটা করতে আনন্দ পেয়েছি, আর করার পর তৃপ্তি পেয়েছি। এখন মনে হচ্ছে - আরে, ঠিকই তো, কাজটা বেশ কঠিন ছিল। সেটাই আমি করে ফেললাম B:-)


মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ ঈস্পিতা আপুনি।
অনেক ভালো থাকবেন।

২৭| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪২

অরুদ্ধ সকাল বলেছেন:

অনেক অনেক শুভকামনা রহিল ...

১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫২

ইমিনা বলেছেন: ভালো থাকবেন।
আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইলো :)

২৮| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৭

তুষার কাব্য বলেছেন: আমি যদিও খুব একটা চলচ্চিত্র প্রেমী নই তবে এরকম করে সব একসাথে রেডি খাবার হলে ওদিকে তো নজর যাবেই :D

দেখি কয়টা দেখার সাহস পাই... :(

অনেক ধন্যবাদ আপনাকে ।

১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪২

ইমিনা বলেছেন: আমি যদিও খুব একটা চলচ্চিত্র প্রেমী নই তবে এরকম করে সব একসাথে রেডি খাবার হলে ওদিকে তো নজর যাবেই :D
...................
হাহ হা হা , দারুন বলেছেন। শুরু হোক আপনার মুভি দেখার অভিযান B-)

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ তুষার কাব্য।
শুভকামনা সব সময়।।

২৯| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৩

মামুন ইসলাম বলেছেন: চমৎকার পোস্ট +++

১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৯

ইমিনা বলেছেন: মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ মামুন ভাইয়া :)

শুভকামনা সব সময়।।

৩০| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৫

এহসান সাবির বলেছেন: আজকেই মুভি রিভিউ লেখা শুরু করব B-) B-)

পোস্টে +

১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫২

ইমিনা বলেছেন: আপনি তো সাই-ফাই মুভির একটা পোস্ট দিয়েছিলেন। আমি সেটা বেশি রকম স্পেশাল করে রাখতে গিয়ে দেখলাম তা এখানে অন্তর্ভূক্তই করি নি। কি আজিব :||

জ্বী, আরো আরো মুভি রিভিউ এর অপেক্ষায় রইলাম।
শুভকামনা :)

৩১| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:০৫

দ্যা লায়ন বলেছেন: মুভি তো অনেক দেখেছি দেখি কিন্তু রিভিউ কেমনে লিখে,পারলেতো এখানে স্থান পেতাম।

১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৩০

ইমিনা বলেছেন: মুভি রিভিউ লিখার তো নির্দিষ্ট কোন প্যাটার্ন নাই ভাইয়া। মুভি দেখার পর ভালোলাগা, মন্দলাগা, প্রত্যাশা এবং প্রাপ্তিমূলক বিষয়গুলো প্রাথমিকভাবে যে রকম মনে হইবে তা হুটাহুট করে লিখে ফেলবেন, দেখবেন দারুন কিছু হয়ে গেছে :-B

মুভি রিভিউ ভাবতে হবে না, বরং যে মুভিগুলো দেখে ভালো লেগেছে সেগুলো আমাদের সাথে শেয়ার করেন, আমরাও তা দেখে ফেলবো :)

৩২| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৯

জুন বলেছেন: দ্যা লায়ন বলেছেন: মুভি তো অনেক দেখেছি দেখি কিন্তু রিভিউ কেমনে লিখে,পারলেতো এখানে স্থান পেতাম।
আমিও একই রকম ভাবতে ভাবতে স্ক্রল করে নীচে নামতেই দেখি দ্যা লায়ন আমার মনের কথাটুকু বলে ফেলেছে :)
ভালোলাগা রইলো সাথে শুভকামনা ইমিনা ।

১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৫

ইমিনা বলেছেন: কে যে বলেন না আপু, আপনি রিভিউ লিখতে পারবেন না, তা আমাকে বিশ্বাস করতে বলবেন না প্লিজ। আপনি যা করতে ইচ্ছা করেন, সেটাই অসাধারন ভাবে ফুটিয়ে তুলতে পারেন। আমি তা জানি 8-|

অনেক ভালো থাকবেন :)

৩৩| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: এই ব্যাপারে সামু আমাকে বেশ সাহায্য করে । সুন্দর পোষ্ট

১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৮

ইমিনা বলেছেন: আসলেই সত্যি। সামুর এ্ই সুন্দর সুন্দর পোস্টগুলো কারনে আমি অসাধারন কিছু মুভির খোঁজ পেয়েছি, মুভি সম্পর্কে ভাবনার সীমানার উন্নতি হয়েছে :)

অনেক ভালো থাকবেন অভি। শুভকামনা।।

৩৪| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

ডট কম ০০৯ বলেছেন: নিজের নাম দেইক্ষা ভাল লাগছে। আমি যত মুভি দেখলাম সব লিখতে পারি নাই। এখন থেকে লেখার চেষ্টা টা চালিয়ে যেতে হবে।

এমন পোষ্টে স্থান পাবার জন্য।

ইমিনাকে তার এমন পরিশ্রমের জন্য ধন্যবাদ।

১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৯

ইমিনা বলেছেন: আপনি যেন আমাদের জন্য আরো আরো মুভি পোস্ট শেয়ার করেন সেই জন্যই এই পোস্ট:)

সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ জানবেন। শুভকামনা।।

৩৫| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৫

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক পরিশ্রমী কাজে ভালো লাগা অনেক।

শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৪১

ইমিনা বলেছেন: অনুপ্রাণিত করার মতো মন্তব্যে অনেক ধন্যবাদ জানবেন :)

ভালো থাকবেন। শুভকামনা সব সময়।।

৩৬| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৮

এহসান সাবির বলেছেন: ওরে ইমিনারে................ !!!

১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৪২

ইমিনা বলেছেন: হাহ হা হা ... জ্বী, বলেন ভাইয়া।

৩৭| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৯

এনামুল রেজা বলেছেন: পোস্টটা নিলাম অসম্ভব লোভনীয় একটা ডিশ হিসেবে। সিনেমা দেখতেও ভাল লাগে। রিভিউ পড়তেও। লিখতেও।

পরিশ্রমী কাজটার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমিও পাঠের অভিযান শুরু করে দিচ্ছি এই পোস্ট থেকেই।

১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৪৬

ইমিনা বলেছেন: আপনার মন্তব্য পড়ে মনে হচ্ছে - এরকম পরিশ্রমী পোস্ট আমি আরো দিতে পারবো। এ যে আমার লিখার অনুপ্রেরণা :) :) :)

মুভি পোস্ট পড়ার অভিযান তাহলে শুরু হোক। অনেক ভালো থাকবেন।
শুভকামনা।।

৩৮| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:০৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ধন্যবাদ । শুভেচ্ছা রইলো।

১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১০

ইমিনা বলেছেন: অনেক ধন্যবাদ তনিমা আপু।
শুভেচ্ছা রইলো :)

৩৯| ১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:১৮

অঘটনঘটনপটীয়সী বলেছেন: আনলাকি ১৩তম প্লাস। ;) ;)



আপনাদের ধৈর্য দেখে অবাক হই মাঝে মাঝে! কিভাবে যে পারেন!!!

১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩১

ইমিনা বলেছেন: আপুদের থেকে পাওয়া আনলাকি ১৩ই আমার জন্য লাকি প্লাস :)

মাঝে মাঝে নিজের ধৈর্যের পরিধিটা জানার জন্য টুকটাক চেষ্টা করি আপু। আর তা যদি আপনাদের ভালো তবেই সেই চেষ্টার সার্থকতা পাই।

অনেক ভালো থাকবেন। শুভকামনা।।

৪০| ১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমি কোথায় ছিলামরে !! এত সুন্দর ---সোজা প্রিয়তে পাঠিয়ে দিলাম

১৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪১

ইমিনা বলেছেন: আপনি এতোদিন রূপকথার দেশে ছিলেন আপু। সেই জন্য এটা দেখেন নি :P


আপনার ব্লগ শোকেসে আমার পোস্টখানি জায়গা পেয়ে সার্থকতা অনুভব করছে। সে জন্য অনেক ধন্যবাদ জানবেন। শুভকামনা সব সময়।।

৪১| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:৫১

কলমের কালি শেষ বলেছেন: ইহাতো এক মস্তক কাম কইরালছেন । অছাধারণ !! কষ্টের তারিফ বাধ্যতামূলক করে দিলেন ! ;) ;)

২১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩১

ইমিনা বলেছেন: কষ্টের তারিফ তো আরো আগেই পাওয়ার কথা ছিলো ;)

আপনার বর্তমান প্র্রোপিকটি সুন্দর নাহ। আগেরটাই দারুন ছিলো /:) /:) /:)

৪২| ২০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: পরিশ্রমী উদ্যোগ স্বাগত জানাই । :)

২১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩১

ইমিনা বলেছেন: মন্তব্যে অনেক ধন্যবাদ জানবেন। শুভকামনা সব সময়।।

৪৩| ২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৭

ইমরাজ কবির মুন বলেছেন:
my goodness !
good work :)

২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৪

ইমিনা বলেছেন: থ্যাঙ্কু, আপনার প্রশংসাপত্র খানা সযত্নে রেখে দিলাম।
ভালো থাকবেন।অ

৪৪| ২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৩

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর জিনিস বেশীদিন দেখতে নাই এতে সৌন্দর্য ক্ষয় হয় ! ;) :P

২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৯

ইমিনা বলেছেন: বলেন কি, এই অশান্তির পৃথিবী সুন্দর কিছু দেখেই তো বেঁচে থাকতে হচ্ছে। এখন এর মধ্যে সৌন্দর্য ক্ষয়ের কথা ভাবলে চলবে কি করে? B:-) B:-) B:-)

৪৫| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৬

কলমের কালি শেষ বলেছেন: হুম... ইউ আর রাইট । :( :|

২৮ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৬

ইমিনা বলেছেন: থ্যাঙ্কু :) :D B-) :-B

৪৬| ২৭ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩১

ইখতামিন বলেছেন:
অসাধারণ একটা পোস্ট...

কেমন আছেন?

২৮ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৮

ইমিনা বলেছেন: যেমন ছিলাম এখনও তেমনি আছি |-) |-) |-)

আপনি তো এখন আর ব্লগে খুব একটা আসেন না /:) /:) /:)

৪৭| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৪

খেলাঘর বলেছেন:

অনেক কথা, ভালো।

২৮ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৯

ইমিনা বলেছেন: ধন্যবাদ জানবেন।
অনেক শুভকামনা রইলো।।

৪৮| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৮

ইখতামিন বলেছেন:
ব্লগে আসার তেমন একটা সময় পাই না

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৯

ইমিনা বলেছেন: হু, আপনাদের না পেয়ে আমার নিজেরও কেমন একা একা লাগে। চলে আসুন আবার


শুভকামনা সব সময়।।

৪৯| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৩

জনাব মাহাবুব বলেছেন: কোন কথা হবে না সোজা প্রিয়তে B-)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৮

ইমিনা বলেছেন: আপনার শোকেসে ভালো থাকুক আমার প্রিয় পোস্ট :)

অনেক অনেক ধন্যবাদ জানবেন মাহাবুব ভাইয়া। শুভকামনা সব সময়।।

৫০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৮

শায়মা বলেছেন: ইমিনামনি!!!!!!!!!


তুমিও দেখছি আরেক চলচ্চিত্রপ্রেমী!!!:)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫২

ইমিনা বলেছেন: শায়মা আপুনি !!!

আমি এমনই চলচ্চিত্রপ্রেমী যে কিনা মুভি দেখে হাপুস নয়নে কান্না-কাটি করে, টিস্যু-তোয়ালে চোখের পানিতে একাকার হয়ে পড়ে। আর যেই মুভি একবার মন ছুঁয়ে যায়, তা হাজার বার দেখি। উক্ত মুভির নির্মাতাও বোধ হয় তার মুভির অভিনয় শিল্পীদের পার এক্সপ্রেশন সম্পর্কে এতোটা গবেষনা করে না যতটা আমি করি।

অনেক অনেক ভালোলাগাআআআআ রইলো :)

৫১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৭

ইখতামিন বলেছেন:
এইতো চলে এসেছি.. আমরা সব্বাই আছি.. একা লাগবে কেন বলুন তো? :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৩

ইমিনা বলেছেন: আপনারা সব্বাই আছেন?


তাহলে আমিও আছি :) :) :)

৫২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২০

এহসান সাবির বলেছেন: শুভ বসন্ত।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৮

ইমিনা বলেছেন: শুভ বসন্ত ...

৫৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৯

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: অনেক ধর্য্যের ব্যপার এমন পোস্ট তৈরী করা। আমার মনে হয় আমি যদি এমন কাজ গুলো করতে পারতাম জীবনে শতভাগ সফল হতাম সব কাজে।আমি যথেষ্ট অস্থির মানুষ, ধর্য্য ধরতে পারিনা কোন কিছুতেই,যা চাইবো তা সহজেই পেতে হবে আমার।পেতেই হবে।জীবনে কখনো একটা চকলেট পুরোটা চুষে শেষ করেছি এমন নজির নেই :(

সব পোষ্ট পড়ে লিন্ক এ্যড করা,পোষ্টের যথাযত বিশ্লেষন,কি রকম একটা শান্ত মাথা ঘাড়ের উপর থাকলে এমন পোস্ট তৈরী করা যায় তা ভাবতেই অবাক লাগে। এই ব্লগে এমন কয়েজন ব্লাগরকে দেখেছি তার মধ্যে কান্ডারী অথুর্ব একজন তাকে মিস করি, তিনি মনে হয় এখন আর আসেননা।

পোস্টের জন্য ধন্যবাদ যদিও সিনেমা একদমি দেখা হয়ে উঠেনা আমার ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৪

ইমিনা বলেছেন: অদ্ভূত সুন্দর করে বলেছেন। এতোটা সংক্ষিপ্ত অথচ বিন্যস্ত মন্তব্য পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার :)

এবার আসি মন্তব্যে আমার জন্য করা কথাগুলোর সত্যতা নিয়ে। এই পোস্ট দেখে যে কেউ ই ভাবতে পারে আমার চিন্তা এবং কর্মের স্থিরতা বেশ ভালো । বাস্তবতা কিন্তু ভিন্ন। আমিতো একটা চকলেট মুখে দিয়েই ৫ সেকেন্ড এর মধ্যে নাই করে দেই। কত রকম গল্প, ফিচার মাথায় ঘুর ঘুর করে, কিন্তু তা লিখার মতো মানসিক স্থিরতা পাই না। এমনকি সামান্য কিছু টেক্সটের রেসপন্স করার ধৈর্য্যটুকু নাই। তবে হ্যা, ভালোবাসা জিনিসটাই অন্যরকম, এটার গতিময়তায় মাঝে মাঝে নিজের অজান্তেই কিছু করে ফেলি। চলচ্চিত্র পোস্টের ব্যাপারে আমার প্রচন্ড ভালোবাসা আছে বলেই হয়তো এই পোস্টটা লিখতে পেরেছি। নিজের জন্য করা পোস্ট সংকলনে যে তৃপ্তি পেয়েছি তাতে আপনাদের ভালোলাগা জেনে অনেক বেশি অবাক হয়েছি, মুগ্ধ হয়েছি।

আপনার জন্য অনেক ভালোলাগা রইলো। ভালো থাকবেন ...

৫৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৫

এহসান সাবির বলেছেন: এই এটা কি ফুল??!!!

বসন্তে পলাশ গাঁদা ফুল শিমুল ফুল দিতে হয় B-) B-)








১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৪

ইমিনা বলেছেন: আপনি এতো কিছু জানেন কিভাবে? B:-)

আমি যে কিছুই জানি না :|| :|| :||

৫৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৮

এহসান সাবির বলেছেন: কই কিছু তো জানি না
ফুলই তো চিনতে পারলাম না.... :( :(


(আমার ফ্রেন্ড বলছে ওটা বিদেশি গ্যান্দা B-)) B-)) )

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৮

ইমিনা বলেছেন: আপনার ফ্রেন্ড রে বলবেন, এগুলো বিদেশী গ্যান্দা না। সঠিক নামটা খুঁজে বের করে আমাদের যেন সে উপকার করে।

৫৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২২

এম এম করিম বলেছেন: অনেক পরিশ্রমের একটা পোস্ট। বড় একটা ধন্যবাদ আপনার প্রাপ্য।

২০১৪ তে আমার আরো তিনটা পোস্ট ছিল, হয়তো আপনার চোখ এড়িয়ে গেছেঃ

নিউ কোরিয়ান সিনেমার সেরা ছবিগুলো (ট্রেইলারসহ)

মুভি রিভিউঃ রোমান পোলানস্কির ভীনাস ইন ফার (২০১৪)

২০১৩ সালের সেরা বিশ সিনেমা

শুভকামনা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৫

ইমিনা বলেছেন: কি করে এটা সম্ভব হলো তা বুঝতে পারছি না। কখনো কি আপনার পোস্টগুলো ড্রাফটে রেখেছিলেন? কি জানি, এই ভুলটা কেমন করে করলাম। তবে আমি খুবই দুঃখিত। পোস্টগুলো এডিট করে দিচ্ছি।

আপনার জন্য অনেক ধন্যবাদ রইলো -মন্তব্য করে জানিয়ে যাওয়া জন্য এবং আমাদের জন্য সুন্দর সুন্দর মুভি পোস্ট শেয়ার করার জন্য। অনেক ধন্যবাদ :)

৫৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: এরকম একটা পোষ্টের জন্য অনেক ধন্যবাদ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৪

ইমিনা বলেছেন: আপনাদের মন্তব্যগুলো নতুন করে অনুপ্রেরণা দেয়। অদ্ভূত একটা ভালোলাগা অনুভব করি :)

অনেক অনেক ধন্যবাদ জানবেন তনিমা আপু। শুভকামনা রইলো।।

৫৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৬

যোগী বলেছেন:
নতুন কোন পোষ্ট নাই ?

১৮ ই জুন, ২০১৫ দুপুর ১২:১৭

ইমিনা বলেছেন: কিছু দিনের মধ্যে একটা পোষ্ট দিবো।
ভালো আছেন নিশ্চয়।
অনেক শুভকামনা রইলো :)

৫৯| ১৭ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৪১

ইখতামিন বলেছেন:
কোথায় হারালেন?

১৮ ই জুন, ২০১৫ দুপুর ১২:১৮

ইমিনা বলেছেন: নিজের দেশে গিয়েছিলাম।

আপনি আছেন তো?

৬০| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪৭

এহসান সাবির বলেছেন: বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল!!

১৮ ই জুন, ২০১৫ দুপুর ১২:২০

ইমিনা বলেছেন: নববর্ষের বকেয়া শুভেচ্ছা :)

কেমন আছেন? অনেক দিন আপনাদের সাথে এখানে দেখা হয় না। আজ হুট করে দেখা করতে চলে আসলাম।।

৬১| ০৫ ই মে, ২০১৫ রাত ২:০২

একলা ফড়িং বলেছেন: ইমিনাপুউউউউউউউউউ তুমিও নাইইইইই!!!

১৮ ই জুন, ২০১৫ দুপুর ১২:২২

ইমিনা বলেছেন: এসেছিরে আপু। তোমাকে এবং তোমাদের অনেক মিস করেছি :(

তুমি আছো তো? না থাকলে কিন্তু আবার ফিরে যাবো (প্রচ্ছন্ন হুমকি) ...

৬২| ০৩ রা জুন, ২০১৫ রাত ২:৪৭

দ্যা লায়ন বলেছেন: ইমিনা ঠি কি কারণে হারালে? কারণ জানতে চাই ভাইয়া।জবাব না দিলে আবার এসে একটা ধমক দিয়ে যাবো।

১৮ ই জুন, ২০১৫ দুপুর ১২:২৮

ইমিনা বলেছেন: আপনার ধমক শুনিবার জন্য অপেক্ষা করতেছিলাম। কিন্তু ধমক দিলেন না তো :(

আপনার সাথে তাই আমার কোন কথা নাই :( :( :(

৬৩| ১৮ ই জুন, ২০১৫ দুপুর ১:০০

দ্যা লায়ন বলেছেন: প্রোপিকএ ব্যক্তির প্রভাব পড়ে এটা চরম সত্য কথা। তুমি ব্লগে চোখ বুলালেই দেখবা প্রতিটা প্রোপিক ব্লগারের রুচি বহন করছে, এক কথায় বলা যায় প্রোপিক ব্যক্তির প্রতচ্ছবি। তোমার প্রোপিক দেখলে আমার মনে হয় তুমি তেমনি একজন নরম কোমল ছোট্ট মেয়ে।এমন মানুষের জন্য মায়া লাগে ,ধমক আসেনা তাই দেইনি।

কোথায় ছিলে এতদিন নাকি নতুন নামে ?

১৮ ই জুন, ২০১৫ বিকাল ৩:৪৮

ইমিনা বলেছেন: হাহাহা ... ভাইয়া, প্রোপিকের মেয়েটিকে যতই নরম কোমল ছোট্ট মেয়ে মনে হউক না কেন, সে কিন্তু মোটেও তা নয়।

নাহ্, এতোদিন ডুব দিয়ে ছিলাম। সামুতে আসা হয়নি।
ধন্যবাদ ভাইয়া, মনে রাখার জন্য।।

৬৪| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪৪

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল। ভালো থাকুন সব সময়।

শুভ কামনা।

৬৫| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১২

দর্পণ বলেছেন: ইমিনা আছেন কেমন?

৬৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৫

ইমরাজ কবির মুন বলেছেন:
:)

৬৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৪

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা।
ভালো থাকুন সুস্থ থাকুন।
শুভ কামনা রইল।

৬৮| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপুটিকে অনেক দিন দেখিনা ।
শুভ কামনা রইল ।

৬৯| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৪

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: ইমিনা একজন ভালো ব্লগার, ঠিক কি কারণে সামু এমন একজন ব্লগারকে হারালো তা অজানাই থেকে গেলো।

৭০| ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩২

ইমরাজ কবির মুন বলেছেন:
২ বছর পূর্তিতে অভিনন্দন​ :)

৭১| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪

আমি তুমি আমরা বলেছেন:

ইমিনা



পোস্ট করেছি: ২৩টি
মন্তব্য করেছি: ২৩৯৩টি
মন্তব্য পেয়েছি: ৩০৯৮টি
ব্লগ লিখেছি: ২ বছর ১ মাস
অনুসরণ করছি: ১৭০ জন
অনুসরণ করছে: ২৪৫ জন

নতুন বছরের শুভেচ্ছা। আর দ্বিতীয় বর্ষপূর্তির অভিনন্দনতো রইলই :)

৭২| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:০১

এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

৭৩| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৫

আহসানের ব্লগ বলেছেন: আপনারা কিছু কিছু ব্লগার একবার যে গায়েব হন । আর কোনো খবর থাকেনা :(

৭৪| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৩:৩২

বিজন রয় বলেছেন: দারুন সংকলন পোস্ট।

এবার নতুন লেখা দিন।

৭৫| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫০

বিজন রয় বলেছেন: ফিরে আসুন, নতুন পোস্ট দিন।

৭৬| ১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৯

বিজন রয় বলেছেন: ব্লগে ফিরে আসুন, নতুন পোস্ট দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.