নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

অনেক দিন পর ফুটবলে দর্শকপুর্ন স্টেডিয়াম! খুব ভাল লাগলো

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৯

বঙ্গবন্ধু স্টেডিয়াম।

অনেক দিন পর ফুটবলে দর্শকপুর্ন স্টেডিয়াম দেখে খুব ভাল লাগলো।

সিলেট বা খুলনায় উপচেপড়া ফুটবল দর্শক দেখাগেলেও বঙ্গবন্ধু স্টেডিয়ামে গত দশ-বারো বছরে কখনো গ্যালারি ভরতে দেখেছি কি না মনে পরছে না।

অবরোধ, পেট্রলবোমাতঙ্ক কে বুড়ো আঙ্গুল দেখিয়ে ফুটবলপ্রেমী দর্শকদের এমন আগমনকে অভিনন্দন!





বলটি গোলে ঠেলে দিয়েই আনন্দে ছুটছেন নাসির!



বঙ্গবন্ধু কাপ সেমিফানালে শুরু থেকেই প্রচন্ড আক্রমন করে খেলতে থাকে।

উল্লশিত দর্শকের ভেতরে প্রথম দশ মিনিট বাংলাদেশ যেভাবে প্রতিপক্ষ থাইল্যান্ডকে চাপিয়ে খেলছিল, দেখে চোখে পানি এসে গেছিল। অনেকদিন ফুটবলে বাংলাদেশের এই মারমুখি চেহারা দেখিনি। সত্যই দুর্দান্ত খেললো এমিলি মমিনুলরা!

হাফটাইমের কিছু আগেই প্রচন্ড উল্লাশের ভেতর বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে ...



ফিফা অনুমদিত বঙ্গবন্ধু গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবল। এই প্রথম ভাল স্পনসার ও ভাল অঙ্কে ফক্স টিভি টেলিভিশন ব্রডকাষ্টিং রাইট কিনে নিয়েছিল।

একটি বড় আন্তর্জাতিক ফুটবল আসরে স্বাগতিক হিসেবে দেশকে ফাইনালে নিতে পারার জন্য ফেডারেশন ও খেলোয়াড়দের অভিনন্দন!

সুভকামনা বাংলাদেশ দলকে।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৫

অন্ধবিন্দু বলেছেন:
যদিও খেলা দেখা হয় নাই। তবে খবরটা পেয়ে দারুণ উল্লসিত !!
অভিনন্দন ও শুভ কামনা ...

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৪

হাসান কালবৈশাখী বলেছেন:
বিশ্বের ১ নং খেলা ফুটবল।
দেশে ফুটবলের জোয়ার আবার ফিরে আসুক।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪০

ইসপাত কঠিন বলেছেন: খুব মিস করি বাংলাদেশের ফুটবলের অতীতকে। তেমন সাফল্য ছিলো না ঠিকই, তবে প্রানবন্ততার কোন ঘাটতি ছিলো না। এখনো মনে পড়ে আবাহনী-মোহামেডানের খেলার সময় বিদ্যুৎ চলে গেলে ফুটবলপাগল মানুষরা রীতিমত হামলা চালাত। বিটিভি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী যার খবর থাকুক না কেন, খবর পিছিয়ে খেলার পরে পরিবেশন করত।

আমরা সত্যিই ফুটবলপাগল জাতি ছিলাম।

ফিরে আসুক সেই দিনগুলি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৭

হাসান কালবৈশাখী বলেছেন:
শাবাশ বাংলাদেশ!
হ্যা সত্যই। আমরা একসময় মারাত্বক ফুটবলপাগল জাতি ছিলাম।
দেশে ফুটবলের জোয়ার, হারানো গৌরব আবার ফিরে আসুক।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৪

কলমের কালি শেষ বলেছেন: খুব ভালো লাগলো ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৩

হাসান কালবৈশাখী বলেছেন: - শাবাশ বাংলাদেশ!

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩২

কলাবাগান১ বলেছেন: জার্সি/হাফ পেন্টের রং দেখে আকুল

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৪

হাসান কালবৈশাখী বলেছেন:
একটি বড় আন্তর্জাতিক ফুটবল আসরে স্বাগতিক হিসেবে লাল সবুজের দেশকে ফাইনালে নেয়ার জন্য অভিনন্দন!

আগুনে পোড়া বিভৎস আতঙ্কে ডুবে যাওয়া মনখারাপ দেশবাসীকে একটি ভাল জয় দিয়ে একটু হাসি আনন্দে ভরিয়ে দেয়ার জন্য টিম বাংলাদেশকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.