নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

বার্মার মুসলিমদের জন্য কোন কান্না তো দুরের কথা, কোন বক্তব্যই নেই

২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪৯

টার্কির এরদোগানকে মুসলিমদের মহান নেতা বলে দাবি করে ফেবু-ব্লগের ছাগুরা।
তুরস্কের অভ্যুত্থান ঘটনার পর এরোদগানের জন্য প্রতি জুম্মার দিনে মসজিদে মসজিদে মুনাজাত পর্যন্ত হয়েছিল।
কিন্তু দুঃখ্জনক ব্যাপার হচ্ছে বহুল আলচিত রোহিংগা দের জন্য তার কোন কান্না তো দুরের কথা, কোন বক্তব্যই নেই।
কিন্তু যখন ইজরাইলে হাইফার কাছে দাবানল, আগুন ধরলো তখন, বার্মার মুসলিমদের জন্য কিছু না করে ইহুদিদের পাশে গিয়ে আগুন নেভানোর জন্য বিমান বহর পাঠালো।
বাহ সাচ্চা মুসলমানদের নেতা।
এই দাড়ীচাছা ক্লিনসেভ সুট-টাই পরা বান্দরডারে মহান ইসলামী নেতা বলার কারনটা কি?
কারন উনি ছাগুচিফ নিজামী-মোজাহিদদের ফাঁসির শোকে লম্বা একটা বিবৃতি দিয়া রাষ্ট্রদুতকে ফিরিয়ে নিয়েছিল।
ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশও এরোদগানের তুরস্ক।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২২

কাউয়ার জাত বলেছেন: "ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশও এরোদগানের তুরস্ক"

ওহ! ভুলেই গেছিলাম সেই দোষও তো তখনও জন্ম না নেয়া এরদোগানেরই।

যদিও তুরস্ককে এই পর্যায়ে নিয়ে আসার পেছনে দায়ী কামাল পাশারা আপনাদের সুমহান আদর্শ। পুরাই টাস্কিত হইলাম।

২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৭

হাসান কালবৈশাখী বলেছেন:
সুধু কামাল পাশাদের দোষদিয়ে পার পাওয়া যাবে না।
এরদোগানরা ইসরাইলের সাথে সম্পর্ক আরো অনেক ঘনিষ্ঠ করেছে।
সৌদি, কাতার, আমিরাতিরাও ইসরাইলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.