নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

বিচারের রায় শুনে এরা বাকরুদ্ধ

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৪

এখন এরা বোবা
মুজিব হত্যার বিচারের পরও এরা বোবা ছি্ল।
যুদ্ধাপরাধীদের ফাসি হওয়ার পর এরা সুধু বাকরুদ্ধ না মুর্ছা গেছিল।

যুক্তফ্রন্ট এবং জাতীয় ঐক্য প্রক্রিয়া জনগণকে প্রথমদিকে স্বপ্ন দেখিয়েছিল, নতুন ধরনের রাজনীতি দেওয়ার অঙ্গীকার করেছিল।
আমিও খুসি ছিলাম আওয়ামীদের চ্যালেঞ্জ করার মত মুক্তিযুদ্ধ পক্ষের একটি শক্তি গড়ে উঠছে ..
কিন্তু দিন শেষে দেখাগেল লেজুরবৃত্তি প্রতিযোগিতা শুরু হয়েগেছে। শুরু না হুমরি খেয়ে পরছে
কিন্তু ক্ষমতার মোহে যাঁরা নীতি নৈতিকতা বিসর্জন দেয়, তাঁদের আদর্শ নিয়েই কি প্রশ্ন ওঠে না।
এদের হাতে পড়ে এই রাষ্ট্র কি পুনরায় আফগান হবে? না এরা পাকিদের বাফার স্টেটে পরিণত করতে বদ্ধ পরিকর।
২১ আগস্ট গ্রেনেড হামলা বিচারের রায় শুনে এরা বাকরুদ্ধ।


বিদেশী হত্যা, ব্লগার হত্যা, তাবেলা হত্যা, হলি আর্টিজান হামলা ইত্যাদি দেখে বোঝা গেছিল তারা একটি নির্দিষ্ট এজেন্ডা (বিম্পি-জামাতের বিদেশী খ্যাদানো) বাস্তবায়ন করছিল। ভয় দেখিয়ে বিদেশী খ্যাদাও, মেট্ররেল, জাইকা টিম, ইটালিয়ান ইনভেষ্টার গ্রুপ হত্যা করে আতঙ্ক শৃষ্টি করে বাংলাদেশকে দেউলিয়া ভিকিরিদের দেশ বানিয়ে সরকার পরিবর্তন।
কথিত আইএস জঙ্গি (নব্য জেএমবি) আইএস নিউজ প্রচারক ইসরাইলি রিটা কার্জ ও বিম্পি-জামাট ভাই ভাই। এসব ২০১৬ তেই প্রমান হয়েছিল।

২১ আগস্ট গ্রেনেড হামলা রায়ে আরো নিশ্চিত হল হরকত-মুফতি, বিম্পি-জামাট, জেনারেল, ব্রিগেডিয়ার, মাজেদ ভাট, এনএসআই আইএসাই পাকিস্তান, হাফেজ মৌলানারা সবাই ভাই ভাই।

রাষ্ট্রিয় এনএসআই-ডিজিএফআই-এসবি'র মতো সংস্থা জড়িত ছিল দশ ট্রাক অস্ত্র মামলায়। এদের সাথে আইএসআই'এর যোগসূত্রের প্রমাণও সুষ্পষ্ট। যুদ্ধপোরাধের দন্ড ফাঁসিতে মৃত্যুবরনকারী মন্ত্রী নিজামী এই মামলাও ফাঁসির দন্ডপ্রাপ্ত। ২১শে অগাস্টের হত্যাযজ্ঞে স্বরাষ্ট প্রতিমন্ত্রীর ফাঁসির রায় হইছে।
এইগুলার হোতা তারেক। তাকে বাঁচাইতে গিয়ে তাঁর মা খালেদা সাক্ষী-সবুত-আলামত সরিয়ে তদন্ত ভিন্ন খতে নিয়েছে। তারক সরকারের কোন পদে ছিলনা, অতচ খালেদা রাষ্ট্রযন্ত্র-সরকার-দল সর্বোপরি রাষ্ট্র পরিচালনার দায়-দায়িত্ব সব তাঁর কুলাঙ্গার পোলারে দিয়া নাকে তেল দিয়া ঘুমাইতেছিল।
রাষ্ট্র যেন আবার তারেক-মামুনের মতো লোকের পকেটজাত হয় সেটার জন্য উম্মাদ হয়ে গেছে কামাল-মান্না-মইনুল-বদুরা ।
তারেককে নেতা মেনেই তারা সব মিটিং করছে,

দুঃখজনক হলেও সত্যি, এটা না হলে আবার নির্বাচন পক্ষপাতের দোষে দুষ্টু হয়ে যাবে সুশীল-বাম-সুজন- যুক্তফ্রন্ট। এদের কাছে তারেক তাই 'নিষ্পাপ'।

সকল জঙ্গি হামলা, কশাই, খুনে, মানুষ পোড়ানোর মামলা-মোকাদ্দমা উঠিয়ে দিয়ে এই সকল লোমহর্ষক ঘটনাবলীর সাজাপ্রাপ্ত আসামীদের ছেড়ে দিলে নাকি হবে–লেভেল প্লেইং ফিল্ড।

ড. কামাল হোসেন, মাহমুদুর রহমান মান্না এবং সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার পর তাঁরা প্রত্যেকেই প্রতিবাদ করেছিলেন। এদের একজন ঘটনাস্থল বঙ্গবন্ধু এভিন্যুতে ছিলেন। তাঁর শরীরেও স্প্রিন্টার লেগেছিল। এরা সবাই বলেছিলেন, এক হাসিনা হতার জন্য ২৭ জন হত্যা, এটা জঘন্য হত্যা ঘটনা। এর সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন। অথচ ঘটনাচক্রে আজ গ্রেনেড হামলার বিচার শেষে রায়ের দিন এরা নীরব বাকরুদ্ধ।

যেই বিএনপি-জামাতের নেতৃত্বে এই ঘটনা ঘটেছিল সেই তাদের অনুকম্পার অপেক্ষায় এরা। সন্ত্রাসের রক্ত রঞ্জিত হাতে সেই বিএনপি-জামাতের সঙ্গেই হাত মেলাতে উদগ্রীব

আজ বুধবার রায়ের পর ড. কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি বলেন, এই রায় নিয়ে আমি এখন মন্তব্য করতে পারবো না। আমি রায় পড়িনি।’ অথচ এই কামাল হোসেনই হামলার পরের দিন ২২ আগস্ট এক বিবৃতিতে ‘২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনার তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচার দাবি করেছিলেন।



এখন এরা বোবা
মুজিব হত্যার বিচারের পরও এরা বোবা ছি্ল।
যুদ্ধাপরাধীদের ফাসি হওয়ার পর এরা সুধু বাকরুদ্ধ না মুর্ছা গেছিল।

মন্তব্য ২৩ টি রেটিং +০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিদেশী হত্যা, ব্লগার হত্যা, তাবেলা হত্যা, হলি আর্টিজান হামলা ইত্যাদি
দেখে বোঝা গেছিল তারা একটি নির্দিষ্ট এজেন্ডা
(বিম্পি-জামাতের বিদেশী খ্যাদানো) বাস্তবায়ন করছিল।

........................................................................... হত্যার বিচার হওয়া ও কার্যকর আবশ্যক

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৫

হাসান কালবৈশাখী বলেছেন:
এদের বিচার হচ্ছে, চলছে। চার্জশিটও অলরেডি দেয়া হয়েছে।

২| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সম্ভবত তারেক রহমান এই কাজ করতে পারে এরা এটা ভাবতেও পারছে না। হাজার হলেও ছেলেটা তাদের চোখের সামনেই বড় হয়েছে...

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫১

হাসান কালবৈশাখী বলেছেন:
ডা জাফরউল্লা বলেছেন তারেক জিয়াউর রহমানের ছেলে, তাই সে 'নিষ্পাপ'

যে জিয়া ৩-৪ বছরে দুহাজার সহকর্মি সেনা অফিসার হত্যা করেছিল, সেও 'নিষ্পাপ'

৩| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৫

উম্মু আবদুল্লাহ বলেছেন: বোঝাই যাচ্ছে এরা বিচার নিয়ে সন্তুষ্ট নন। এরকম অনেকেই রয়েছেন। তারেক রহমানকে নিয়ে তো শুনলাম টেরেসা মে মন্তব্য করেছিলেন, "তারেক প্রতিহিংসার শিকার।" এরাও হয়ত সেরকমই ভাবছেন।


তবে একটি বিষয়ে ভুল হয়েছে আপনার। এদের ঐক্য প্রক্রিয়া বিএনপির "অনুকম্পা" লাভের জন্য নয়। সুনির্দিষ্ট ইস্যুতে ঐক্য হয়েছে। তা হল, নির্বাচনকে সুষ্ঠু করার অংগীকার। সেরকম ঐক্য আগে আওয়ামী লীগও করেছে যাতে অনেকে সাড়া দিয়েছিল।
নির্বাচন কমিশন তো এখনও একটি সুষ্ঠু নির্বাচন করে দেখাতে পারে নি।

১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৪১

হাসান কালবৈশাখী বলেছেন:
টেরেসা মে এধরণের কথা বলতেই পারেন না।

কারন এটা আদালতের রায়। একটা পদে থেকে বেআইনি কথা কখনোই বলার কথা না।
আর ওরা চিহ্নিত দুর্নীতিবাজ তষ্করদের নিয়ে কোন সুশাসনটা আনবেন শুনি?

৪| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৫২

স্বপ্নডানা১২৩ বলেছেন: হুম কেউ কেউ বড় অসুখী , রায় মানতে পারছে না ।

১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৪৫

হাসান কালবৈশাখী বলেছেন:
অসুখী না বোবারোগ? বোবায় ধরছে!

৫| ১৩ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:০৫

হাবিব বলেছেন: ওরা সব প্রতিবন্দী কোটায় রাজনীতিতে এসেছে।

৬| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:০০

চাঁদগাজী বলেছেন:



বিচার হয়েছে, রাষ্ট্রের জন্য ভালো হয়েছে; তবে, মানুষ আওয়ামী লীগ নিয়ে আর তেমন উৎসাহী নন।

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৬

হাসান কালবৈশাখী বলেছেন:
বিচার হয়েছে, বিচার রাষ্ট্রের জন্য ভালো হয়েছে;

তবে শেষ বাক্যটি এভাবে হবে-
হাসিনা দেশ ভালভাবে চালাচ্ছে তাই মানুষ এখন আওয়ামীলীগ-বিম্পি বা ভোট বা রাজনীতি নিয়ে আর তেমন উৎসাহী না।
যে যার কাজে ব্যাস্ত।

৭| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩৪

রাজীব নুর বলেছেন: আর কিছুদিন যাক---

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০১

হাসান কালবৈশাখী বলেছেন:
ঐক্য প্রক্রিয়ার নেতারা গ্রেনেড হামলার মামলা নিয়ে কোন প্রতিক্রিয়া দেয়নি...
এটা রাজনৈতিক অসততা ...

হ্যা - আর কিছুদিন যাক---

৮| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩২

কে ত ন বলেছেন: তারেক যদি সবকিছুর হোতাই হবে, তবে আদালতের রায়ে তার ফাঁসি হলনা কেন?

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৫

হাসান কালবৈশাখী বলেছেন:
ফাঁসি ও জাবৎজীবন জেল, এ দুটি শাস্তির স্ট্যাটাস একই।
অর্থাৎ সর্বচ্চ শাস্তি। আদালত যেভাবে মনে করেছে সেভাবে রায় দিয়েছে।
আদালতের পর্যবেক্ষনেও তারেক সবকিছুর মুল হোতা।

৯| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫১

ঢাবিয়ান বলেছেন: ডঃ কামাল হোসেন প্রশ্নবিদ্ধ আদালতের বিচারের রায় নিয়ে মন্তব্য করবে কেন? সবাইতো আর লুটেরা রাজণীতির কাছে বিক্রি হয়নি।

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩১

হাসান কালবৈশাখী বলেছেন:
ডঃ কামাল হোসেন প্রশ্নবিদ্ধ আদালতের বিচারের রায় নিয়ে মন্তব্য করবে কেন?

তবে আগে কথিত প্রশ্নবিদ্ধ আদালতের বিচারের রায় নিয়ে মন্তব্য সকাল বিকেল করতেন কেন?
যেমন ১৬ তম সংশোধনী বা তত্তাবধায়ক বাতিল রায়?

সে ভালভাবেই জানে এনিয়ে মন্তব্য করলে তারেকের হাতে থাপ্পোর খেতে হবে।
আর তারেকের পক্ষে বললে পাবলিক জুতাপেটা, এমনকি গণপিটুনির সমুহ সম্ভাবনা।
তাই সে বাপাতত বোবা।

১০| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৭

উদাসী স্বপ্ন বলেছেন: বিএনপির অনেক বাকারাতুল বুর্বাক সমর্থক বলতেছে হান্নান নাকি তারেকের জড়িত থাকার স্বীকারাক্তি অস্বীকার করে জবানবন্দী দিছিলো
২১ আগস্টের হত্যাকাণ্ড সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ তাঁর বইয়ে লিখেছিলেন, ‘পরবর্তীকালে অস্বীকার করলেও মুফতি আবদুল হান্নান স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে স্বীকার করে যে গ্রেনেড হামলার উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে রাজনীতি থেকে উৎখাত করা।’ (বাংলাদেশে গণতন্ত্র: ১৯৯১-২০০৬, ইউপিএল, ঢাকা) সাংবাদিক আতাউস সামাদ ২০০৪ সালের ২৩ আগস্ট প্রথম আলোর প্রথম পাতায় মন্তব্য প্রতিবেদনে লিখেছিলেন, ‘এই হামলা ছিল বাংলাদেশের স্বাধীনতার পর রাজধানীতে সবচেয়ে নারকীয়, ভয়াবহ ও ন্যক্কারজনক রাজনৈতিক সহিংসতা।’


এর পরে আর কি যুক্তি দিবে বিএনপির জঙ্গি বর্বর অশিক্ষিত ছুপা শিবির সমর্থকরা?

১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৯

হাসান কালবৈশাখী বলেছেন:
আপনি ঠিকই বলেছেন।
হান্নান তারেকের জড়িত থাকার স্বীকারাক্তি জবানবন্দী দিছিলো ধরা পড়ার সাথে সাথে।
হান্নানকে বিএনপিই ধরেছিল।
হাইকমশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা ঘটনায় ও পরে হাসিনা হত্যা প্রচেষ্টা বিভিন্ন হামলায় বৃটিষ সরকারের প্রবল চাপে মুফতি হান্নানকে গ্রেফতার করতে বাধ্য হয়েছিল বিএনপি। সাবলিল স্বীকারাক্তি জবানবন্দী ভিডিও দেখে বোঝা যায় সে কোন নির্জাতনের মাধমে বলে নি।

"স্বীকারাক্তি অস্বীকার করে জবানবন্দী দিছিলো" ডাহা মিথ্যা।
কিছু বিম্পি আইনিজীবি গুজব ছড়িয়েছিল "হান্নান আবার জবানবন্দি দিবে" কিন্তু হান্নানকে জিজ্ঞেস করা হলে সে কিছু জানেনা বলেছিল।

২১ আগস্টের হত্যাকাণ্ড সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ তাঁর বইয়ে লিখেছিলেন, ‘পরবর্তীকালে অস্বীকার করলেও মুফতি আবদুল হান্নান স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে স্বীকার করে যে গ্রেনেড হামলার উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে রাজনীতি থেকে উৎখাত করা।’ (বাংলাদেশে গণতন্ত্র: ১৯৯১-২০০৬, ইউপিএল, ঢাকা)
সাংবাদিক আতাউস সামাদও ২০০৪ সালের ২৩ আগস্ট প্রথম আলোর প্রথম পাতায় মন্তব্য প্রতিবেদনে একই ধরনের মত ব্যক্ত করেছিলেন।

১১| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২২

রাফা বলেছেন: ডঃ কামাল হোসেনের ক্লায়েন্ট বি,এন,পি।কাজেই তার ক্লায়েন্টকে যে কোন উপায়ে রক্ষা করবে এটাই স্বাভাবিক।উনি বিএনপি বাচাতে অনৈতিক কাজও করবেন।জয়ী হলে সবকিছু ভুলে কামাল বন্দণা শুরু হয়ে যাবে এই আর কি।

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১০

হাসান কালবৈশাখী বলেছেন:
ঐক্যপ্রক্রিয়ার নামে ডুবে যাওয়া প্রায় মৃত বি,এন,পিকে উদ্ধারের এজেন্ট - ডঃ কামাল।
খালেজিয়া প্রতিনিধি - ডা. জাফর
জামাত প্রতিনিধি - ব্যা মইনুল

এরা 'বিএনপি-জামাত' বাচাতে অনৈতিক কাজ কেন, যে কোন পাপিষ্ঠদের সাথা হাত মেলাতেও রাজি

১২| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১০

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ঠিক বলেছেন।

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৪৬

হাসান কালবৈশাখী বলেছেন: - ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.