নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ, নিউইয়র্ক বিদ্যুৎ বিপর্যয়

১৪ ই জুলাই, ২০১৯ দুপুর ২:১১


অন্ধকার রাস্তায় ভুতুরে অবস্থা




বিকেল ৬টার দিকে হঠাৎই বিদ্যুৎ বিপর্যয়। কিছু কিছু এলাকায় কিছুক্ষন পরই বিদ্যুৎ চলে আসে।
কিন্তু শহরের প্রাণকেন্দ্র ম্যানহ্যাটানে ৫-৬ ঘন্টা বিদ্যুৎ ছিলনা।

ছুটির দিন তাই বড় সমস্যা হয় নি। ট্রাফিক সিগনেল বাতিগুলো বন্ধ হয়ে গেলেও ড্রাইভাররা সতর্ক ছিল। রাস্তা পারাপারে অনেক পথচারি ভলান্টিয়ারি ট্রাফিক নির্দেশ দিয়ে রাস্তা পারাপারে সাহায্য করতে দেখা গেছে
সবচেয়ে ভোগান্তি ছিল সাবওয়ে ট্রেনগুলো বন্ধ হয়ে গেছিল। এমনকি দুরপাল্লার ট্রেনগুলোও।



ছুটির দিন টাইমস স্কোয়ারে পর্যটক/দর্শক/হাটুরেরা কি আর করবে, তামশা দেখছে।













ম্যাডিসন স্কয়ার গার্ডেনে শনিবার জেনিফার লোপেজের কনসার্টের আয়োজন করা হয়েছিল। জেনিফার লোপেজ সেটে উঠার পড়ে কনসার্টের মাঝ মুহূর্তে থেমে যায় কনসার্ট।


আন্ত স্টেট দুরপাল্লার ট্রেন যাত্রিরা বিপাকে


স্টেজে উঠলেন জেনিফার লোপেজ। সামলে লক্ষ ভক্তের সমাগম। প্রিয় তারকাকে স্টেজে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ছেন তারা। কিন্তু হঠাৎ করেই বিদ্যুৎ নেই। অন্ধকার। কনসার্ট বন্ধ









কিছুক্ষন আগে (মধ্যরাতে) আস্তে আস্তে একে একে স্থানে স্থানে বিদ্যুত আসা শুরু করে।
রাস্তায় একটি ম্যানহোলে বিষ্ফোরনে ভুগর্বস্থ বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়ে মুল গ্রীড লাইনে ট্রিপ্ট হয়েছিল বলে যানা যাচ্ছে।
নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ম্যানহাটানের একটি ইলেকট্রিক ট্রান্সফরমারের মধ্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তারা।
কাল সকালে বিস্তারিত জানা যাবে।

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৪২

ভুয়া মফিজ বলেছেন: ভুতুড়ে নিউইয়র্কের এটাই কি প্রথম অভিজ্ঞতা আপনার, নাকি আগেও দু'একবার হয়েছে!

১৪ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৫৪

হাসান কালবৈশাখী বলেছেন:
ছোটকালে ১৯৭৭ এ বাংলাদেশে ছিলাম। তখন একবার হয়েছিল শুনেছিলাম।

২| ১৪ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৪২

মা.হাসান বলেছেন: ছবি কথা বলে। বিভিন্ন জায়গার ছবি দিয়ে বিষয়টা ভালো বুঝিয়েছেন।বিদ্যুৎ নির্ভর জীবনে বিদ্যুৎ না থাকাটা বিশাল সমস্যা। লিফট বন্ধ, হিটিং বন্ধ, কুলিং বন্ধ, কম্পিউটার বন্ধ। রেলের টিকেটিংও মনে হয় বন্ধ থাকে?

ঢাবিয়ানের পোস্টে আপনার মন্তব্য ঝাক্কাস হয়েছে।

একটু খোঁচা- বিদ্যুত চলে যাওয়া কি নাশকতা? নাকি আমেরিকানরা বাংলাদেশের মতো হতে চাচ্ছে?

ভালো থাকবেন।

১৫ ই জুলাই, ২০১৯ সকাল ১১:২৪

হাসান কালবৈশাখী বলেছেন:
না। নাশকতা না।
ম্যানহ্যাটানের গলিতে একটি ম্যানহোলে গ্যাস জমে বড় একটি বিষ্ফোরন হয়েছিল।
এতে ভুগর্বস্থ বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়ে মুল গ্রীড লাইন ট্রিপ্ট হয়ে মেইন ট্রান্সফরমারে চাপ পড়ে আগুন ধরে গিয়েছিল বলে যানা যাচ্ছে।
নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট মাঝ রাতে জানিয়েছে, ম্যানহাটানের একটি ইলেকট্রিক ট্রান্সফরমারের আগুন নিয়ন্ত্রণের আনা সম্ভব হয়েছে।

আমেরিকানরা বাংলাদেশের মতো হতে চাচ্ছে?

না ভাই। আমিরিকানরা বাংগালীদের চেয়ে অনেক ভিতু। সামান্য বিদ্যুৎ গেলেই সবাই হতবুদ্ধি হয়ে যায়।
বাংলাদেশে সারাদিন বিদ্যুৎ গেলেও কেউ ডরায় না, কোন কিছুই থাইমা থাকে না।

৩| ১৪ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:১৩

রাজীব নুর বলেছেন: ছবি ব্লগ আমার সব সময়ই ভালো লাগে।

৪| ১৫ ই জুলাই, ২০১৯ রাত ২:১০

আমিই মুসাফির বলেছেন: জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ছেন নি,ভায়া ?

৫| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ৯:১১

সুমন কর বলেছেন: আপনার পোস্টের মাধ্যমে নিউইয়র্কের বিদ্যুৎ বিপর্যয় জানতে পারলাম। কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.