নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উন্নয়ন ও মানবাধিকার কর্মী। শিশুর শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার এবং নারীর অর্থনৈতিক স্বাবলম্বীতার জন্য কাজ করি। আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি ইত্যাদি বিষয়ে কৌতূহলী।

মাঈনউদ্দিন মইনুল

মুখোশই সত্য!

মাঈনউদ্দিন মইনুল › বিস্তারিত পোস্টঃ

অস্থির লাগা সম্পর্কিত ব্লগ স্টাটাস! B-)

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৯

অভিজ্ঞ ডাক্তারের কাছে বিকুল হয়ে ছুটে এসেছে এক ‘অনভিজ্ঞ’ রোগী। অনভিজ্ঞ রোগী মানে, ডাক্তারের কোন কথারই উত্তর সে দিতে পারছে না। রোগ সম্পর্কে অভিজ্ঞতা নাই, আর কি! কথোপকথনটি অনেকটা নিম্নরূপ:



-ডাকতার সাব, আমার খালি অস্থির লাগে। আজকে কামে যাইবার পারি নাই!

-কেন আপনার কী হয়েছে?

-কিছুই বুঝবার পারতাছি না। আপনার ওষুধ খাবার পর থাইকা খালি অস্থির লাগে।

-ঘুম হয়েছে ঠিক মতো?

-হ তা হইছে। অস্থির অইয়া ঘুমাইছি সারারাইত!

-বাথরুম ঠিক আছে?

-গরীবের একটা বাথরুম! হ তবু মোটামুটি ঠিক আছে। অস্থির!

-মাথা ব্যথা আছে?

-না। অস্থির!

-তা হলে আপনার সমস্যাটা কোথায়? আরেকটু বুঝিয়ে বলবেন?

-আর কী কমু? আমার খালি অস্থির লাগে।







ব্লগে অনেক ভালো কবি আছেন। নতুন প্রজন্মের কবি। নতুন সব অনুভব। পড়ে অনেক ‘ভালো’ লাগে। গর্ব করার মতো কবিতা। সুপাঠ্য। অনুভবে পূর্ণ হই। কিন্তু সমস্যা হলো এর চেয়ে বেশি কিছু বলতে পারি না। অথচ, তারা যতটুকু ভাবনা দিয়ে একেকটি কবিতা লেখেন, তাতে শুধুই ‘ভালো হয়েছে’ বললে কেমন যেন অবিচার মনে হয়। এনিয়ে অনেক লেখেও তৃপ্ত হতে পারছি না।



কবিতা যে আমার কর্ম না, সেটি বহু আগেই মাইক (ব্লগ পোস্ট) দিয়ে জানিয়ে দিয়েছি। কিন্তু ব্লগের হীরকতুল্য কবিদের কবিতা পড়ে পর্যাপ্ত মন্তব্য না করতে পেরে একটু অতৃপ্তিতে থাকি। এই দ্বিধার কারণে অনেকের কবিতা পড়েও মন্তব্য করি না। পাবলিক ব্লগে এই আচরণ রীতিমত রুড বা এটিকেট বিরুদ্ধ।



কবিতা পড়ে রুমাঞ্চিত হই, অনুভবে পূর্ণ হই, একাত্ম হই। মাঝে মাঝে উপরোক্ত রোগীর মতো ‘অস্থির’ হই। কিন্তু ‘কেন’ তার কারণ বলতে পারি না।



এটি একান্তই সামর্থের বিষয়। অনেকটা মায়ের হাতের রান্নার মতো। মজা লাগে, কিন্তু কেন মজা লাগে তা বলতে পারি না। অথবা অন্যের হাতের রান্না খাবার মতো। হয়তো মজা লাগে না, কিন্তু ঠিক কোন্ মসলাটি কম/বেশি হবার কারণে স্বাদ কমে গেছে, তা বলতে পারি না। পুরোপুরি অর্বাচীন বলতে পারেন।



'বোবার শত্রু নাই' রীতিতে অবশ্য মাফ পাওয়া যায়। উপরোক্ত রোগীকে নিয়ে যত বিপদেই ডাক্তার পড়ুন না কেন, আমার বিশ্বাস, রোগীকে পুরোপুরি দায়ি করবেন না সদয় ডাক্তার।







এভাবেই অনুকম্পা পেয়ে আসছি। সামু’র কবিদের নিকট থেকেও পাচ্ছি। যেমন ধরুন কবি ৎঁৎঁৎঁকে সেদিন যখন বললাম: ‘অনুভব তো সকলেই ভাষায় প্রকাশ করতে পারেন না। পারলে কবি হয়ে যেতাম।’ তখন তিনি কিন্তু সদয় হয়ে বিষয়টি বিবেচনা করেছেন। এভাবেই অন্যরা করছেন। বাকিও করবেন, এই আশায় এই সেমি-ব্লগ পোস্টখানি নিবেদন করলাম। :)







পুনশ্চ নয়/ লেখারই অংশ: দুঃখের সাথে জানাচ্ছি যে, প্রথম আলো ব্লগ শাটডাউন ('বন্ধ' বললে বিষয়টার অসহায়ত্ব কমে যায়) করে দেবার ‌'প্রতিশ্রুতিতে' আমার কিছু হাবিজাবি লেখা 'অবভিয়াসলি' বাস্তুহারা হবে। ওখানে পড়ে আছে অনেক ভালোবাসার গল্প। বাংলা ব্লগের আকাশে কি তবে দুর্যোগের ঘনঘটা? তবে কি আবারও অস্থির হতে হবে :| যা হোক, খুব শিঘ্রই ‌'বাস্তুহারা ব্লগ সমগ্র' প্রকাশিত হতে থাকবে। ঘটনাক্রমে সেগুলো হয়তো আপনাদের দৃষ্টির সামনে এসে পড়বে। তখন একটি কথা মনে রাখবেন, বাস্তুহারাদের পক্ষে ব্লগারকেই থাকতে হয়! ;)





------------------------

পুনশ্চ: আজাইরা আলাপে কেউ মাইন্ড খাবেন না। ব্লগের সকল কবি এবং কবিতা সংকলকের প্রতি আমার সালাম ও শুভেচ্ছা :)



পুনঃপুনশ্চ: একটা ভুল হয়ে গেছে। লেখাটি একবার প্রকাশ করার পর ভুলক্রমে ‘ড্রাফট করুন’ ট্যাবে চাপ পড়ে গেছে। নোটিফিকেশনে ‘খেয়াঘাট’ ভাই একটি মন্তব্য দিয়েছিলেন বুঝতে পারলাম। দুঃখিত ভাই। ক্ষমা করতে পারলে আবার মন্তব্যটি করতে পারেন। :)

মন্তব্য ৪৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৭

নুর ইসলাম রফিক বলেছেন: valoi bolecen

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হাহাহা... ভালে হলে তো বেঁচেই গেলাম ;)

আপনাকে ধন্যবাদ, নুর ইসলাম রফিক....

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৭

অন্ধবিন্দু বলেছেন:

মইনুল,
কিসের ইঙ্গিত কোনদিকে ছুড়লেন। এক ঢিলে তিন পাখি ! ভালো ভালো।
শুধু কি কবিতা; আজকাল সবই অস্থির। ইউরোপেও একই অবস্থা ...

অস্থিরতা একটি আন্তর্জাতিক সমস্যা বর্তমানে ;)

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হায় ঈশ্বর... আমি কোন ইঙ্গিত করি নি, ভাই! সোজাসুজিই পারি না, আবার ইঙ্গিত। তাহলে তো কবিতাই লিখতাম.... :(


অস্থিরতা একটি আন্তর্জাতিক সমস্যা যদি হয়, তবে তো অস্থিরতাই ভালো B-) ;) ;)

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৫

করিম মিয়া বলেছেন: এবার আরেকটু অস্তির লাগা স্ট্যটাস....

Saudis risk new Muslim division with proposal to move Mohamed’s tomb
Click This Link

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


তাই নাকি....?

ধন্যবাদ লিংকটির জন্য....... ভাই করিম মিয়া :)

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১২

ডি মুন বলেছেন: ব্লগে অনেক ভালো কবি আছেন। নতুন প্রজন্মের কবি। নতুন সব অনুভব। পড়ে অনেক ‘ভালো’ লাগে। গর্ব করার মতো কবিতা। সুপাঠ্য। অনুভবে পূর্ণ হই। কিন্তু সমস্যা হলো এর চেয়ে বেশি কিছু বলতে পারি না। অথচ, তারা যতটুকু ভাবনা দিয়ে একেকটি কবিতা লেখেন, তাতে শুধুই ‘ভালো হয়েছে’ বললে কেমন যেন অবিচার মনে হয়।


'বাস্তুহারা ব্লগ সমগ্র'
প্রকাশিত হোক । অপেক্ষায় থাকলাম :)

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হাহাহাহা.... ধন্যবাদ, ডি মুন।

শিরোনামটি কিন্তু একদম খারাপ দেন নি ;)

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৪

ডি মুন বলেছেন: :) ধন্যবাদ :)

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ভালো থাকবেন....



ভালো কথা, পড়াশুনায় ফাঁকি দিতে হলে একদম চিন্তিত হবেন না। নিশ্চিন্তায় ফাঁকি দিন। কিন্তু যখন মুড ভালো থাকে, তখন পুষিয়ে নেবেন, কেমন? B-) ;)
-অভিজ্ঞতা থেকে একম চিমটি দিলাম!

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪১

খাটাস বলেছেন: interesting status vai :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

একটু লম্বা হয়ে গেলো ;)


ধন্যবাদ আপনাকে, খাটাস ভাইজান....

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৪১

সায়েদা সোহেলী বলেছেন: ।অস্থির ব্লগ স্টাটাস পড়িয়া যারপরনাই অস্থির হইলাম! ! /:)

ধনুকের ছুড়ে দেওয়া তীর যেমন ফিরিয়ে আনা যায়না ,তেমনি পড়ে ফেলার অস্থিরতা ও মনে হয়না ফেরত নেওয়া যাবে । । জাক নিজ গুনেই আপনার অপরাধ মাফ করে দিলাম B-)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

অস্থির কৃতজ্ঞতা......

মাফ করা মহত্তের লক্ষণ
আর ভুল করা মানবিকতার লক্ষণ

ভাবছি কোন্ লক্ষণটি উত্তম.... সেইটি আমার হবে ;) B-)

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৪৮

আবু শাকিল বলেছেন: আমার মনের কথাটি খুব সুন্দর গুছিয়ে বলেছেন যা আমি সামু র কবিদের বলতে পারি নি।আপনার কথাখানি অসম্ভব ভাল লেগেছে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

আপনার মনের কথাটি গুছিয়ে বলতে পেরে আমি আনন্দিত...

অনেক ধন্যবাদ আপনাকে, আবু শাকিল :)

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:০৩

*কুনোব্যাঙ* বলেছেন: রুজি রুটির জোগানের অস্থিরতা, কাঁচা বাজারে মাছ সবজির দামে অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা, রাস্তার জ্যামে অস্থিরতা, সান্ধ্য ভ্রমণে কোন খোলা জায়গায় বের হলে হকার আর ভিক্ষুকের জ্বালায় অস্থির হয়ে বাড়ী ফিরে টেলিভিশন নামক জিনিষটার বকবকানিতে অস্থির হয়ে ঘুমুতে গিয়ে লোডশেডিং সুতরাং গরমে অস্থিরতা। এত্ত এত্ত অস্থিরতা শেষ করে যখন ব্লগে ঢুকেছে তখন দেখি ব্লগেও অস্থিরতার পোষ্ট।

কবিতায় মন্তব্যটা বোধহয় আপনার আমার মতো অনেকের কাছেই কঠিন। কেউ সেটা আপনার মতো প্রকাশ করে দায়মুক্তি নেয় আবার কেউ হয়তো আমার মতো চুপ করে যায় পাছে কবিতার ভাষা বুঝিনা সেটা যদি প্রকাশ প্রকাশ পেয়ে যায় :P

গণমাধ্যমের মধ্যে সবচাইতে শক্তিশালী গণমাধ্যম হচ্ছে মুভি বা চলচিত্র। চার্লির আমলে মুভির দিকগুলো কি কি ছিলো জানিনা তবে বর্তমান আমলে এই শক্তিশালী মাধ্যমের অন্যতম প্রধান দিক হচ্ছে বাণিজ্যিক দিক। আপনি ঠেলেঠুলে সমস্ত মেধা দিয়ে একটি মুভি বানালেন কিন্তু সেই মুভি বাণিজ্যিক সফলতা পেলোনা, প্রডিউসারের কি দায় পড়েছে আপনার মেধা প্রকাশের দায়িত্ব নিয়ে নিজের গাঁটের পয়সা খরচ করার। চলচিত্র বৃহত্তর গণমাধ্যম তাই তার বাণিজ্যিকিকরণ আগে হয়েছে আস্তে ধীরে পরেরগুলোও হবে হয়তো।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//আপনি ঠেলেঠুলে সমস্ত মেধা দিয়ে একটি মুভি বানালেন কিন্তু সেই মুভি বাণিজ্যিক সফলতা পেলোনা, প্রডিউসারের কি দায় পড়েছে আপনার মেধা প্রকাশের দায়িত্ব নিয়ে নিজের গাঁটের পয়সা খরচ করার। চলচিত্র বৃহত্তর গণমাধ্যম তাই তার বাণিজ্যিকিকরণ আগে হয়েছে আস্তে ধীরে পরেরগুলোও হবে হয়তো।//


-এইবারের মতো মাফ করন যায় না? মানে একটির বিনিময়ে বাংলা ব্লগ রক্ষা পায় কিনা... সেই প্রার্থনা করছি।

অনেক ধন্যবাদ, প্রিয় কুনোব্যাঙ....
সুন্দর মন্তব্যটির জন্য পুরো ব্যাঙ সম্প্রদায়ের কাছে কৃতজ্ঞতা রইলো ;)

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩৫

শরৎ চৌধুরী বলেছেন: অস্থিরতা অস্থি মু্ক্তি ঘটুক।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হুম... তাই চাই... :)


ব্লগের গতিপথ বদলে যাক.... ক্ষতি নেই, কিন্তু ব্লগ থাকুক তবু।

আপনারা একটু আগলে ধরুন না, শরৎ ভাইজান :)

অতল কৃতজ্ঞতা.......

১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩৬

শরৎ চৌধুরী বলেছেন: অস্থিরতা অস্থি মু্ক্তি ঘটুক।

১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৩

মামুন রশিদ বলেছেন: কবিদের জন্য শ্রদ্ধাবোধের অনুভূতি ভালো লেগেছে । হঠাৎ কোন সোনালী ভোরে সামহোয়্যারইন বন্ধ হয়ে যাওয়ার নোটিশ পেলে তা কিভাবে বুকে এসে লাগবে- অনুমান করার চেষ্টা করছি ।

সকল অস্থিরতা শক্তিতে রুপান্তরিত হোক । শুভ কামনা ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

আমি তো অনুমান করতে পারছি না :(

শক্তিরে খুঁজতেছি... পাইলে জানাইবেন ;)


ধন্যবাদ, মামুন রশিদ ভাই......

১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৮

স্বপ্নবাজ অভি বলেছেন: আমারো যে অস্থির লাগে মইনুল ভাই , ঐ ডাক্তরের ফুন নাম্বার টা দেন না :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হাছা নি? অস্থির লাগে তো?
যাক, আরেকজন পেলাম আমার দলে...

কিন্তু আপনি তো কবি...অস্থিরকারীদের দলভুক্ত :)
আপনার মতো কবিতা লিখতে পারলে, কত্ত আনন্দ পেতাম :(



শুভেচ্ছা.......

১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৬

সাদরিল বলেছেন: বাংলা ব্লগের আকাশে কি তবে দুর্যোগের ঘনঘটা? তবে কি আবারও অস্থির হতে হবে

এটা দিয়ে কী বুঝালেন????

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ভাই, অস্থির হয়ে কী লিখেছি,
আপনি আবার এসব কী কঠিন প্রশ্ন করতাছেন :(

কইলাম না ‘আজাইরা আলাপ’?! :)
যে কোন একটা বুঝে নিন... ভুল হবে না...


সাদরিলকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা.....

১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

ঢাকাবাসী বলেছেন: ভয় পেলুম মনে হচ্ছে!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ভয় পেয়েছি আমিও :(

ভয় মিথ্যা হোক, প্রিয় ঢাকাবাসী :)

অনেক শুভেচ্ছা......

১৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৩

খেয়া ঘাট বলেছেন: আমার এতো লম্বা মন্তব্যটা গেলো কই =p~ =p~ =p~ =p~

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

তাই নাকি, সরি ভাইজান... দুঃখিত :(



কিন্তু সত্যিই কি লম্বা মন্তব্য দিয়েছেন...
হাসি দেখে সন্দেহ লাগতেছে কিন্তুক B-) ;)


যা হোক, আবার আসার জন্য অনেক ধন্যবাদ, খেয়াঘাট ভাই :)

১৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভাগ্যিস আমি কবি না। কবি হলে আমার পোস্টে ব্লগরত্নের মন্তব্য না পেলে মন খারাপ হতো।

সব ব্লগ বন্ধ হয়ে যাক। বই ও পত্র পত্রিকা ছাপানো বন্ধ না হলেই আমি খুশি। আগেও তো ব্লগ ছিল না। তাতে মহাভারতের কী এমন ক্ষতি হয়েছে?

ধন্যবাদ, মইনুল ভাই।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আবুহেনা ভাইয়ের গল্পটি পড়লে, নিজের মধ্যে একটু বাড়তি দায়িত্ব অনুভব করি। তা হলো, একটি জুতসই মন্তব্য দিতে হবে। এজন্য সময় না পেলে পড়ি না.... কিন্তু পড়লে মন্তব্য মিস নাই :)


অভ্যাস হয়ে গেছে তো। এখন ব্লগ বন্ধ হলে একটু খারাপ লাগবে...

তবে আমার ধারণা, এক সময় পাবলিক ব্লগসাইটের স্বভাব বদলাবে...

অনেক ধন্যবাদ, প্রিয় গল্পকার....
ভালো থাকুন....... আর গল্প লিখুন.... মহাকালের জন্য :)

১৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কেমন আছেন মইনুলভাই?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


আরে ভাইজান.... সালাম :)

ভালো আছি। আপনাকে দেখে আনন্দে উৎফুল্ল হলাম।
আশা করি দেখা হবে ঘনঘন :)

১৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৮

হাসান মাহবুব বলেছেন: আলু ব্লগের সবাই তাহলে কি সামুতে চলে আসবে? অবশ্য সামুর অবস্থাও এ্যালেক্সা র‌্যাংকিংয়ে দিন দিন পিছাচ্ছে। বন্ধ হবার আগেই অস্থির ব্লগিং করে যান!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৫৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

বড় বড় ব্লগগুলোতে ব্যবস্থাপনগত অনিয়ম আছে। আছে আলসেমিপনা...


//বন্ধ হবার আগেই অস্থির ব্লগিং করে যান!// আইচ্ছা!

২০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৮

লিরিকস বলেছেন: কোরিয়ার কিছু অস্থির ছবি দেন ভাইয়া। :)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:০০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হাহাহা..,. আচ্ছা দেখা যাক :)

শুধু ফটো ব্লগ দিতে ইচ্ছে হয় না।

কোরিয়া নিয়ে আপনার আগ্রহে আমি কৌতূহলী ;)

২১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

সুমন কর বলেছেন: কিছুদিন অাগে শব্দনীড় ব্লগ বন্ধ হয়ে যাচ্ছে, জেনে খুব খারাপ এবং ভয় লাগছিল। সামুর কি সে দিন অাসবে !!

পরে অার শব্দনীড় ব্লগটি বন্ধ হয়নি। জানি না, ভবিষ্যতে কি হবে।

অামার এক প্রিয় বন্ধু (কবিরনি) সেখানে ব্লগিং করে, তাই অামিও গিয়েছিলাম। মনে হয়, অাপনিও তাকে চিনেন?

কিন্তু সামুর মায়ার টান বেশী, তাই এখানেই অাছি এবং থাকব।

অস্থির লাগা চিন্তা ভাল লাগল।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনাদের উপস্থিতি মানেই আমার আনন্দ.....

সামু’য় আমিও আটকে গেছি, সুমন কর :)
কবিরনিকে আমি চিনি, ঠিক যেমনভাবে আপনাকেও চিনি :)

শব্দনীড় বন্ধ হয় নি - এযাত্রা টিকে গেছে। খুবই স্বস্তিদায়ক ছিলো খবরটি।

অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা, প্রিয় সহব্লগার..... :)

২২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার অস্থির কবিতাগুলো এই ব্লগে শীঘ্র উন্মুক্ত করুন। পড়ার জন্য অস্থির হয়ে উঠছি।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


কবিতা হবে আমার দ্বারা? কবিতার আকৃতি দিলেই বুঝি কবিতা অইলো? আমার দ্বারা অন্তত হবে না... গরীবের ভাণ্ডারে যা ছিলো, তার সবই তো আপনার জানা :(

প্রবন্ধ দু’একটা পুনঃপ্রকাশ পেতে পারে এই ব্লগে। সেক্ষেত্রে সুনজর দেবেন, এই প্রার্থনা রইলো......


আশা করছি, একটি ব্লগের বিদায়ের মধ্য দিয়ে চলমান ব্লগসাইটগুলো আরও মজবুত হবে। তখন অস্থিরতা সত্যিই কাটবে....

অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা, কবি সোনাবীজ ভাই :)

২৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৬

মহামহোপাধ্যায় বলেছেন: ডাক্তার সাব খালি অস্থির লাগে :(( :(( ;) ;) :) :)

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


আরে...মহামহোপাধ্যায়, এতদিন পর! কেমন আছেন, ভাই?

অস্থির লাগে.... হাচাই :(

কিন্তু আপনি ভালো থাকুন....... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.