নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

© মাঈনউদ্দিন মইনুল। কিছু তিক্ত অভিজ্ঞতার প্রেক্ষিতে বলছি, অনুমতি ছাড়া কেউ এব্লগ থেকে লেখা বা লেখার অংশ এখানে বা অন্য কোথাও প্রকাশ করবেন না।

মাঈনউদ্দিন মইনুল

মুখোশই সত্য!

মাঈনউদ্দিন মইনুল › বিস্তারিত পোস্টঃ

৬ষ্ঠ ব্লগ দিবসের ডাক: Every Blogger’s Day

১১ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২২





২৯ নভেম্বর/ হিমালয় হিমু: কুমিল্লায় ব্লগ দিবসের ডাক।

২৮ নভেম্বর/ ক্লান্ত তীর্থ : রাজশাহীতে ব্লগ দিবসের ডাক।

২৬ নভেম্বর/মোমেন মুন্না: ৬ষ্ঠ ব্লগ দিবস/ ব্লগারদের মিলনমেলা

২৬ নভেম্বর/মুহিব জিহাদ: পুরাতন ব্লগারদেরকে ফিরে আসার আহবান।

২৩ নভেম্বর/ সোজা কথা: সিলেট ব্লগ দিবসের ডাক।

২২ নভেম্বর/ বাড্ডা ঢাকা: ব্লগ দিবসের গীতিকাব্য

২০ নভেম্বর/ নেবুলা মোর্শেদ: বরিশাল ব্লগ দিবস।

১৯ নভেম্বর/ মোসাদ্দেক হোসেন: বন্ধুব্লগের সঙ্গে থাকার আগ্রহ।

১৯নভেম্বর/আফসানা যাহিন চৌধুরী : চট্টগ্রামে ব্লগ দিবসের ডাক।

প্রজন্ম, আমাদের লেভেলটা তো এত নীচু না, এটা তোমরা কী করলা? দ্বীন মুহাম্মদ সুমন

১৬ নভেম্বর/ মোমেন মুন্না: বরিশালে ব্লগ দিবসের প্রথম বিজ্ঞপ্তি

১৬ নভেম্বর/ মোঃ মোসাদ্দেক হোসেন : দিনাজপুরে ব্লগ দিবসের ডাক।

১৬ নভেম্বর/ পরিবেশ বন্ধু: কেমন হবে ৬ষ্ঠ ব্লগ দিবস

১৫ নভেম্বর/ আলম দীপ্র: কিশোরগঞ্জে ব্লগ দিবসের ডাক।

১৪ নভেম্বর/ একলা ফড়িং: খুলনায় ব্লগ দিবসের বিজ্ঞপ্তি ও তথ্য।

১৩ নভেম্বর/ মৃদুল শ্রাবণ: ব্লগ, বাংলা ব্লগের জন্ম তথা সামহোয়্যারইনের শুরু, ব্লগ ও প্রিন্টিং মিডিয়ার তুলনামূলক চিত্র, ব্লগের ভবিষ্যৎ, ব্লগারদের করণীয় এবং আসন্ন ব্লগ দিবসের আয়োজন নিয়ে চমৎকার একটি লেখা দিয়েছেন।



---------[স্টিকি থাকাপর্যন্ত আপডেট চলতে থাকবে]---------









বাংলা পৃথিবীর ৪র্থ বা ৫ম বৃহত্তম ভাষা। কিন্তু ব্লগ ও ব্লগারের সংখ্যার বিচারে এর অবস্থান আরও অনেক ওপরে হবার কথা। আত্মত্যাগ আর একত্রিত হবার শক্তিতে এটি পৃথিবীর এক নম্বর ভাষা নিঃসন্দেহে। হাজার হাজার ব্লগার একই প্লাটফরমে লিখছে এরকম পরিস্থিতি পৃথিবীতে আর কোথাও আছে জানা নেই। অসংখ্য হিট ও মন্তব্যের আদান প্রদান করে পৃথিবীর বড় বড় সোশাল মিডিয়ার সাথে তুলনীয় অবস্থান সৃষ্টি করেছে, এরকম দেশ কি আরেকটি আছে? ব্লগাররা একত্রিত হয়ে ‘আরব বসন্ত’ অথবা ‘ওয়ালস্ট্রিট-দখল-করো’ আন্দোলন এর চেয়েও বড় অভ্যুত্থান সৃষ্টি করে সমগ্র পৃথিবীতে সাড়া জাগিয়েছে। দেশের কোটি জনতার মুখে শুধু ব্লগ ও ব্লগার; সংবাদের প্রথম পৃষ্ঠা জুড়ে এবং ইলেকট্রনিক মিডিয়ার সমস্ত কাভারেজ নিয়ে শুধু ব্লগ ও ব্লগার। ব্লগ নিয়ে এরকম অভিজ্ঞতা কি আরও কোথাও আছে?





ইতিবাচক হোক নেতিবাচক হোক, প্রচারণার প্রবণতা এবং ব্লগারদের ক্ষমতা বিবেচনা করলে, ব্লগারদের জন্য এটি একটি শক্তিশালী প্রেরণা। মতভিন্নতায় আমরা সকলে এক। মুক্তচিন্তার বিকাশের পথে আমাদের লক্ষ্য অভিন্ন। সকল বৈচিত্র নিয়ে আমরা সকলে এক। ব্লগ এখন সামাজিক মাধ্যম তো বটেই - একই সাথে সংবাদ ও জনমত গড়ার মাধ্যম। বিভিন্ন দেশে বাস করলেও স্বদেশপ্রেমের আবেগে আমরা ভুলে যাই মতের ভিন্নতা। প্রবাসে বসে এখন আমরা শুধু হোমসিকনেস আর নস্টালজিয়ায় থাকি না, স্বদেশকে গড়ে তোলার জন্য গড়ে তুলছি গুরুত্বপূর্ণ জনমত। আমরা সত্যিই এক, কারণ আমরা বাংলাদেশী একথা কেউ অস্বীকার করতে পারি না।





একদিনের জন্য এবার আমরা বাংলাদেশী হিসেবে এক হতে পারি। রাজনৈতিক বা মতাদর্শগত বিবেদ থেকে একটি দিনের জন্য আমরা বের হয়ে আসতে পারি। একদিন একত্রিত হয়ে বাংলাদেশী ব্লগারদের অপরিমেয় শক্তিকে উৎযাপন করতে পারি না আমরা? তারপর না হয় আবারও ফিরে আসলাম ব্লগে, শুরু করলাম লিখিত বিতর্কের ঝড়, আবারও ট্যাগিং? কে মানা করবে আমাদের? কে করতে পেরেছে? এমন হতে পারে না যে, ব্লগ দিবসে সকল ব্লগার এক, শুধু ব্লগে এসে তারা বিভিন্ন?









৬ষ্ঠ ব্লগ দিবসের কথা...



মুক্ত চিন্তা, দায়িত্বশীল প্রকাশ, আত্মশক্তির বিকাশ, শোষণমুক্ত সমাজ, উন্নত স্বদেশ গড়ার অঘোষিত প্রতিশ্রুতি নিয়ে বাংলা ব্লগের যাত্রা হয়েছিলো ২০০৫ সালের ডিসেম্বরে। সামহোয়্যারইন ব্লগের মধ্য দিয়ে। পরবর্তিতে আরও কিছু অনুগামী ব্লগের উপস্থিতিতে ২০০৯ সাল থেকে বাংলা ভাষাভাষী ব্লগাররা ব্লগ দিবস পালন করতে শুরু করে। পরবর্তি বছরগুলোতে বিভিন্ন উপায়ে ব্লগ দিবস পালন করার পর এখন ৬ষ্ঠ ব্লগ দিবসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছি। ঊনিশে ডিসেম্বর রোজ শুক্তবার। প্রস্তুতি গ্রহণের জন্য প্রয়োজনীয় সময় আমাদের হাতে আছে। এই সময়কে ব্যয় করতে চাই একটি অভিন্ন বিষয় নিয়ে: কীভাবে সফলভাবে ৬ষ্ঠ বাংলা ব্লগ দিবস উদযাপন করা যায়। ব্লগ ও ব্লগার নিয়ে আত্ম-অনুসন্ধান করতে চাই।





২০১৩ সালটি ছিলো বাংলা ব্লগের জন্য এক নির্দয় ক্রান্তিকাল। ওই সময়ের অপর প্রান্তে আজ আমরা অবস্থান করছি। বিরাজ করছে অন্য রকম এক ব্লগীয় সমাজ। এর আগে অনেক মেরুকরণ হয়েছে - সৃষ্টি হয়েছে ভাবনা ও ভাব প্রকাশের বৈচিত্র। অনেক রকমের লেবেল যুক্ত হয়েছে ব্লগারদের নামে। কিছু ঠিক, কিছু প্রোপাগান্ডা, তবে সবটুকুই আরোপিত। এরকম একটি প্রেক্ষাপটে এবারের ব্লগ দিবস কী বার্তা নিয়ে আসছে আমাদের জন্য?











ব্লগ দিবসের আগমনে কিছু বিষয়ে আমরা একত্র হতে চাই...





ব্লগ দিবস হোক বৈচিত্রের মধ্যেও ‘এক’ হবার দিন

ট্যাগমুক্ত হবার দিন – এবারের ব্লগ দিবস হোক ‘নো ট্যাগ ডে’

অথবা ‘ওয়ান ট্যাগ ডে’ সেটি হলো ‘ব্লগার’

জাতীয় ‘ট্যাগ দেবো না - ট্যাগ নেবো না’ দিবস!

একান্তই বাংলাদেশি ব্লগারদের উৎসব – ‘দায়িত্বশীল মুক্তচিন্তার’ বিকাশের উৎসব

ইতিবাচকতাকে উচ্চে তুলে ধরা এবং নেতিবাচকতা থেকে সরে আসার উপলক্ষ।

এন্টি-ব্লগার প্রপাগান্ডা থেকে সৃষ্টি হোক প্রো-ব্লগার ইমিজ।





লেখক কবি সাহিত্যিক পেশাজীবি শ্রমজীবি রাজনৈতিক দলীয় কর্মী,

যারা ব্লগে লিখেছেন ও মন্তব্য দিয়েছেন

তারা সকলেই ব্লগার – নো পোলারাইজেশন ইন ব্লগার আইডেন্টিটি।

ব্লগ দিবস হোক ‘সকল ব্লগারের’ দিবস!







সবার আগে আইডিয়া আসুক:



• কী হতে পারে ২০১৪ সালের ব্লগ দিবসের প্রতিপাদ্য বিষয়?

• কী হতে পারে এর কর্মসূচি?

• শোভাযাত্রা হবে নাকি হবে না? রক্তদান কর্মসূচি? পোস্টার /ব্যানার? থিম সং? লোগো?

• মিছিল হলে, কোথা থেকে এর শুরু হবে? কোথায় হবে শেষ?

• শুধু জাতীয় পর্যায়ে হবে, নাকি ব্লগারদের অবস্থান মোতাবেকও হবে?

• বিভিন্ন জেলা এবং বিভিন্ন দেশে অবস্থানকারী ব্লগার ব্লগ দিবস নিয়ে কী ভাবছেন?

• অতীতের ৫টি দিবস থেকে প্রয়োগযোগ্য শিক্ষাগুলো কী ছিলো?

• এসব বিষয়ে এখানে মন্তব্য হতে পারে, পোস্ট তো অবশ্যই হতে পারে।










ব্লগারদের প্রতিক্রিয়া, মন্তব্য এবং প্রস্তুতির ওপর নির্ভর করছে ৬ষ্ঠ ব্লগ দিবসটি কেমন হবে। আজ হতে সেটি শুরু হোক! ব্লগ কর্তৃপক্ষ অবশ্যই যথাসময়ে আমাদেরকে জানাবেন তাদের প্রস্তুতির বিষয়ে। ব্লগ দিবস হোক সার্বজনীন এবং সকল ব্লগারের দিবস!











-------------------------



বিগত ব্লগ দিবসগুলো থেকে কিছু তথ্য





পঞ্চম ব্লগ দিবস ২০১৩: দ্য ডেইলি স্টার

বাংলা ব্লগের বছর: সামহোয়্যারইন সম্পাদকের বিশেষ আর্টিকেল

ফটো ব্লগ: অন্যমনষ্ক শরৎ





চতুর্থ ব্লগ দিবস ২০১২: প্রতিবেদন

আয়োজনের খবর





তৃতীয় ব্লগ দিবস ২০১১: ফটো ব্লগ

আয়োজনের খবর





দ্বিতীয় ব্লগ দিবস ২০১০: ফটো ব্লগ

আয়োজনের খবর





প্রথম ব্লগ দিবস ২০০৯: প্রথম ব্লগ দিবসের প্রস্তাবনা

প্রেক্ষাপট এবং অভিজ্ঞতা



ব্লগে বিচরণ করলে এরকম অগণিত পোস্ট পাওয়া যাবে।

মন্তব্য ৩৪২ টি রেটিং +২৭/-০

মন্তব্য (৩৪২) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

লেখোয়াড় বলেছেন:
এটা নিয়ে আমি কদিন ধরে ভাবছি কেবু পোস্ট দেয় না কেন?
আপনি দিলেন।

আপনাকে ধন্যবাদ।

১১ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



আপনাকেও ধন্যবাদ....
ব্লগারদের দিবস.... আমরা সকলে এর আয়োজন নিয়ে কথা বলতে চাই।

চলুক আলোচনা..... :)

২| ১১ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

জাফরুল মবীন বলেছেন: ৬ষ্ঠ ব্লগ দিবস আয়োজনের সূচনা কর্মের জন্য অভিনন্দন গ্রহণ করুন।

১১ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ধন্যবাদ এবং শুভেচ্ছা গ্রহণ করুন... প্রিয় ব্লগার :)

৩| ১১ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

মৃদুল শ্রাবন বলেছেন: আশা করছি এবারের ব্লগ দিবসটা একটু অন্যরকম হবে। ব্লগের এখনকার মতো ক্যাচালমুক্ত পরিবেশই এই আশাবাদের মূল।

১১ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


সেরকমই আশা জাগছে মনে....

ধন্যবাদ মৃদুল শ্রাবন :)
পাশেই থাকুন ;)

৪| ১১ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

লেখোয়াড় বলেছেন:
তবে এবার ব্লগ কর্তৃপক্ষ দায়সারা কিছু একটা করবে বলে মনে হয়।
তাদের কি দায়িত্ব আছে ব্লগারদের প্রতি?

১১ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




আশা করছি আমাদের মিলিত শক্তি কর্তৃপক্ষকে শক্তি দেবে...
সবারই শক্তির দরকার হয়, লেখোয়াড় ভাই ;)

৫| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪০

ঢাকাবাসী বলেছেন: দিবসের সাফল্য কামনা করি।

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ধন্যবাদ, ঢাকাবাসী :)

৬| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪২

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: গতবার 'আমরা ব্লগার' গ্রুপে থাকতে ৫ম বর্ষ আয়োজন নিয়ে বেশ কিছু লেখা পড়েছিলাম । অন্তর্জালের একটা ব্লগসাইট থেকে এরকম একটা আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবীদার । এবারই আমার প্রথম সাথে থাকা । কোনভাবেই মিস করতে চাইনা । আশা করি ব্লগ কর্তৃপক্ষ এবং সব ব্লগাররা মিলেমিশে একটি সফল আয়োজন করতে পারবেন ।

♠ প্রতিবাদ্য বিষয় নির্ধারণে আশা করি ঐক্যতার ব্যাপারটা থাকবে ।
♠ আয়োজনটা যথেষ্ট উৎসবমুখর হওয়া বাঞ্চনীয়
♠ শোভাযাত্রা, রক্তদান কর্মসূচি, আবৃতি, ব্লগ নিয়ে মুক্ত আলোচনা, পরিচিতি পর্ব ...এগুলো থাকতে পারে । থিম সং/লোগোর জন্য কতৃপক্ষের সিদ্ধান্তকে সবাই নিশ্চয়ই স্বাগত জানাবে ।
♠ মিছিল ঢাকার সেন্ট্রাল জোনগুলোতে হলেই ভালো । শাহবাগ তো অবশ্যই ।
♠ জাতীয় পর্যায়ে সাড়ম্বরে উদযাপিত হোক পাশাপাশি ঢাকার বাইরের ব্লগাররা যারা ঢাকায় আসতে পারবেন না তাদের জন্য কোন ব্লগপোস্টে বক্তব্য বা শুভেচ্ছা জানানোর ব্যাবস্থা করা যেতে পারে ।


বাকীদের মন্তব্য ও মতামত দেখার অপেক্ষা করছি ।

পোস্টে অফুরান ভালোলাগা ভাইজান .... :)

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


অনেক মূল্যবান পরামর্শ দিয়েছেন....
শুক্রবার হওয়াতে যাবার সুযোগ আছে এবার।


ধন্যবাদ এবং শুভেচ্ছা, পার্সিয়াস রিবর্ন :)

৭| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৩

আহমেদ জী এস বলেছেন: মাঈনউদ্দিন মইনুল ,



শুভ উদ্যোগ । আশা জাগানিয়া ।

সকল সংস্কার ঝেড়ে ফেলে , প্রানের আবেগ আর টানে ব্লগারদের মহামিলনের তীর্থ হয়ে ওঠা উচিত "ব্লগ ডে" র দিনটি ।

সেটি যেন হয়ে উঠতে পারে, সব ব্লগারদের কাছে এই আশাটুকু করা যেতেই পারে বোধহয় ।

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:২৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




//সকল সংস্কার ঝেড়ে ফেলে , প্রানের আবেগ আর টানে ব্লগারদের মহামিলনের তীর্থ হয়ে ওঠা উচিত "ব্লগ ডে" র দিনটি । //



হুম... এবার সে আশা করতেই পারি...
ব্লগারদের সাড়াটুকু বুঝতে চাই...

ধন্যবাদ আপনাকে, আহমেদ জী এস :)

৮| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আগামী ব্লগ দিবসে ব্লগার সম্মেলনের আয়োজন করা হোক ।
ঃঃ যাতে প্রতি ব্লগার একজন সঙ্গী সহ উপস্থিত হওয়ার সুযোগ পাবে ।
ঃঃ পার হেড নির্দিস্ট পরিমান চাঁদা দিতে হবে ।
ঃঃ ব্লগার গন নিজেরা বক্তৃতা গান কৌতুক পরিবেশন করবে ।
ঃঃ স্বক্ষেত্রে বিক্ষাত কিছু ব্যক্তিত্বকে আমন্ত্রন জানানো যেতে পারে ।
ঃঃ সকালে চা সিঙ্গারা , দুপুরে কাচ্চি , বিকালে আবার চা ।
ঃঃ কুইজের আয়োজন থাকবে , পুরস্কারও থাকবে ।
ঃঃ ভেনু হবে কোন কমিউনিটি সেন্টারে ।
ঃঃ ব্লগারদের প্রকাশিত বইয়ের স্টল থাকবে ।
ঃঃ সামুর লোগো সংবলিত মগ , টি শার্ট তথা বিবিধ স্যুভেনির স্টল থাকবে ।
ঃঃ কোন ব্লগার অনিচ্ছক হলে উনার নাম অনুস্ঠানে গোপন রাখা হবে ।

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:২৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




গিয়াসলিটন ভাইজান, অনেক দরকারি কিছু বিষয় তুলে ধরেছেন। ব্লগ ডে’র আয়োজন নিয়ে আলোচনার জন্যই এই পোস্ট। সাথে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা.... ;)

৯| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩২

মামুন রশিদ বলেছেন: এই পোস্টের অপেক্ষায় ছিলাম, আপনার কাছ থেকে আসায় বেশি ভালো লাগছে ।

আমরা ২০১২তে জম্পেস ব্লগ-ডে করেছিলাম । সারাদেশব্যাপি বিভিন্ন ভ্যানুতে চমৎকাে সব আয়োজন হয়েছিল । কিন্তু গত বছর বিরুপ রাজনৈতিক পরিস্থিতির কারনে অতোটা জমজমাট করা যায়নি । এবার সেটা পুষিয়ে নেয়ার সময় এসেছে ।


ব্লগার নিজেদের মতামত শেয়ার করুক । সব দেখে কর্তৃপক্ষ তাদের প্রস্থাবনা চুড়ান্ত করুক ।


অন্যান্য বারের মত এবারও সারা দেশে এবং বিশ্বের বাঙালী অধুষিত শহরগুলো ব্লগ-ডে পালনে এগিয়ে আসুক । ঢাকার প্রোগ্রামে কর্তৃপক্ষের অগ্রনী ভূমিকা নিতে হয় । অন্যান্য শহরে অবস্থানরত ব্লগাররা তাদের ব্লগ-ডে উদযাপনের আহবান জানিয়ে পোস্ট দিতে পারেন । এতে অঞ্চলভিত্তিক একটা প্লাটফর্ম গড়ে উঠবে । কোন শহর বা জেলা-উপজেলা ব্লগ-ডে উদযাপনের পরিকল্পনা নিয়ে এগিয়ে এলে ব্লগ কর্তৃপক্ষ যথাযত সহযোগীতা রাখবে বলে আশা করি ।


৬ষ্ঠ ব্লগ দিবসের আগাম শুভেচ্ছা ।

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



মামুন রশিদ ভাই, আপনাদের জম্পেস ব্লগডে’র ছবি দেখেছি....
ঢাকায় যখন হয়, তখন আমি জানি। কিন্তু তখন এখনকার মতো ইচ্ছেটা তৈরি হয় নি। অথবা হলেও নিয়ন্ত্রণ করেছি। কীভাবে কীভাবে ভারচুয়াল থেকে একচুয়াল হয়ে যাচ্ছি। অনেকটা ইচ্ছার বিপরীতে।


//গত বছর বিরুপ রাজনৈতিক পরিস্থিতির কারনে অতোটা জমজমাট করা যায়নি । এবার সেটা পুষিয়ে নেয়ার সময় এসেছে।....
ব্লগার নিজেদের মতামত শেয়ার করুক । সব দেখে কর্তৃপক্ষ তাদের প্রস্থাবনা চুড়ান্ত করুক ।//



তা-ই যাচ্ছি। ব্লগারদের মনোভাবটুকু কেমন, সেটিই বলে দেবে ব্লগ ডে কেমন হবে।

আপনার প্রস্তাবগুলো যুক্তিসংগত। জেলা পর্যায়ে হলেও, ঢাকায় চলে আসুন... আড্ডা হয়ে যাক এই উসিলায় ;)



শুভেচ্ছা জানবেন, এবং আপনাকে ব্লগ দিবসের আগাম শুভেচ্ছা :)

১০| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৩

মামুন রশিদ বলেছেন: আলোচনায় অধিক ব্লগারের অংশগ্রহন নিশ্চিত করতে পোস্ট স্টিকি করার আহবান জানাই ।

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ধন্যবাদ এবং আবারও শুভেচ্ছা!

১১| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১৭

ডি মুন বলেছেন: পোস্টটা স্টিকি করা হলে আসলেই ভালো হয়। সকলের আলোচনার ভিত্তিতে কার্যক্রম ঠিক করা সহজ হবে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।


শোভাযাত্রা ও রক্তদান কর্মসূচি হলে ভীষণ ভালো হবে। পূর্ণ সমর্থন জানাচ্ছি। এছাড়া আলাপচারিতা, আড্ডা, হাসি আনন্দে ভরে উঠুক ব্লগ দিবস।

ব্লগদিবসে অংশগ্রহণের অভিজ্ঞতা নেই, আশাকরি এবার তা হয়ে যাবে। :)

ব্যাপারটি সকলের সামনে নিয়ে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মইনুল ভাই। অন্যান্য ব্লগারদের মতামত দেখবার অপেক্ষায় রইলাম।

শুভেচ্ছা।

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




//ব্লগদিবসে অংশগ্রহণের অভিজ্ঞতা নেই, আশাকরি এবার তা হয়ে যাবে।//


ধন্যবাদ, ডি’মুন :)

এবার ঢাকায় চলে আসুন...

১২| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩১

হামিদ আহসান বলেছেন: পোস্টের জন্য ধন্যবাদ মইনুল ভাই। এবারের ব্লগ দিবসটা চমৎকার সব আয়োজনে পালিত হবে এমন প্রত্যাশা আমারও। শোভাযাত্রা ও রক্তদান কর্মসূচি দুটোই থাকতে পারে........................

১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


হামিদ ভাইয়ের প্রস্তাবের জন্য ধন্যবাদ।

আশা করছি দেখা হবে এই উপলক্ষে :)

১৩| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: পোষ্ট স্টিকি হওয়া আশা করি সময়ের ব্যাপার মাত্র ! আলোচনা চলুক , আসছি আবার মইনুল ভাই !চা - নাস্তা রেডি রাখেন :)

১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


স্বপ্নবাজ অভিকে অনেক ধন্যবাদ... :)

১৪| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৩

মামুন রশিদ বলেছেন: গত বছর ব্লগ-ডে নিয়ে এই শো রেডি করেছিলাম, কিন্তু পরিস্থিতির কারণে হয়নি । ব্লগাররা চাইলে এবারও আমরা রেডি ;)



ব্লগ-ডে স্যাটেয়ার ড্রামাঃ 'দ্য প্রপোজাল' ;) :P

১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ভাবতে ভালো লাগছে যে ঐতিহাসিক পোস্টটিতে আমার একাধিক মন্তব্য রয়েছে.....

ব্লগাররাই চাই.... এবং রেডি থাকলে এবারও মাফ নাই ;)

১৫| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৯

মামুন রশিদ বলেছেন: পোস্টার রাইখা গেলাম, ;)


১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


সেই ঐতিহাসিক পোস্ট.... !
সেই শেরওয়ানি পড়া মামুনভ রশিদেস্কু B-) ;)

১৬| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ডি মুন বলেছেন: পোস্টটা স্টিকি করা হলে আসলেই ভালো হয়। সকলের আলোচনার ভিত্তিতে কার্যক্রম ঠিক করা সহজ হবে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সহমত।

মৃদুল শ্রাবন বলেছেন: আশা করছি এবারের ব্লগ দিবসটা একটু অন্যরকম হবে। ব্লগের এখনকার মতো ক্যাচালমুক্ত পরিবেশই এই আশাবাদের মূল। সম্পূর্ণ সহমত। ধীরে ধীরে পোস্টের গুনগত মানও বাড়ছে মনে করি, শুধু সঙ্খ্যায় কম, কারন ব্লগারের উপস্থিতি কম।

সুন্দর একটি ব্লগ ডে উদাযাপন হোক এই কামনায়।

১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


//ধীরে ধীরে পোস্টের গুনগত মানও বাড়ছে মনে করি, শুধু সংখ্যায় কম, কারন ব্লগারের উপস্থিতি কম।//

বোকা মানু্ষের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। বাংলা ব্লগের গতি পাল্টেছে শুধু।
আশা রাখছি দেখা হবেই এবার.... :)

১৭| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:১০

সুমন কর বলেছেন: সময় উপযোগি দারুণ পোস্ট। বিগত ব্লগ দিবসের লিংকগুলো দেয়াতে অনেক কিছু জানতে পারলাম। গ্রেট পোস্ট। প্রিয় রাখলাম।

গিয়াসলিটন ভাইয়ের প্রস্তাবগুলো বেশ ভাল। কতৃর্পক্ষ বিবেচনা করতে পারে।

সবার মতামতের জন্য এ পোস্টটি স্টিকি করার জন্য সামুর কতৃর্পক্ষকে বিশেষভাবে অনুরোধ করছি।

যদি এখন সম্ভব না হয় তবে ব্লগ দিবসের অাগে অবশ্যই স্টিকি করার প্রয়োজন।

মইনুল ভাইকে অনেক ধন্যবাদ।

১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ইতিমধ্যেই ভালো কিছু প্রস্তাব এসেছে....
আশা করছি সকলের অংশগ্রহণে ভালো একটি উপলক্ষ সৃষ্টি হবে এক হবার ও আড্ডা দেবার :)

আপনাকে অনেক ধন্যবাদ, প্রিয় সুমন কর :)

১৮| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:২৯

নাসির ভাই বলেছেন: গতবার ব্লগার না হওয়া সত্ত্বেও ব্লগ ডে তে ছিলাম। আশা করছি এবারো থাকবো। সেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হোক। আশা করি সব মিলিয়ে ভালই হবে।

১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


// সেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হোক। আশা করি সব মিলিয়ে ভালই হবে।//

ধন্যবাদ, নাসির ভাই :)

১৯| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার লিখেছেন প্রিয় মইনুল ভাই। আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনার সাথে সহমত জানাই যে, ব্লগ ডে হতে পারে আমাদের ‘দায়িত্বশীল মুক্তচিন্তা’ বিকাশের উৎসব এবং ইতিবাচকতাকে উচ্চে তুলে ধরে নেতিবাচকতা থেকে বেরিয়ে আসার উপলক্ষ।

আমি আশা করি, আমাদের ব্লগারা প্রত্যেকেই তাদের নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র, সামাজিক এবং সর্বোপরি ব্যক্তিগত উন্নয়নের জন্য কাজ করে যাবেন। মুক্তমত প্রকাশে আমাদের অধিকার হলো বাকস্বাধীনতা এবং আমাদের দায়বদ্ধতা হলো বাক দায়িত্বশীলতা। আমি নিশ্চিত আমরা আমাদের অধিকার এবং দায়বদ্ধতা সঠিক ভাবেই পালন করতে পারব।

যাইহোক, ব্লগ ডে উপলক্ষে একবার একটা নাটক করেছিলাম, বিনা স্ক্রীপ্টে। বলাবাহুল্য সেই নাটকের পর থেকে আমি ক্রমাগত কয়েকদিন বিভিন্ন টিভি চ্যানেল থেকে অনেক অফার পেয়েছিলাম। কিন্তু ব্যস্ততার কারনে সবাইকে সময় দিতে পারি নি। B-) :#) :#) :#>

এবার আমাদের মামুন ভাই একটা নাটিকা লিখে ফেলতে পারেন। অবশ্যই তা হতে হবে হাস্যরসে ভরপুর। হাসির চোটে পেট ব্যাথা করতে হবে এটাই প্রধান শর্ত। =p~ =p~ =p~

আর হ্যাঁ! আমার এবারও সিডিউল টাইট, কোন প্রকার অভিনয়ের ব্যাপারে আমাকে অনুরোধ করার আগে অনুরোধ রইল আমার পিএসের কাছ থেকে অনুমুতি নিয়ে আসার জন্য। B-) B-)

১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হাসতে হাসতে পরাণ যায়...

এবার যে অবস্থা, আপনার পিএসকে দিয়েও লাইন পাবো কিনা সন্দেহ হচ্ছে। পিএসের কিন্তু আবার পিএস আছে... ;)


//আপনার সাথে সহমত জানাই যে, ব্লগ ডে হতে পারে আমাদের ‘দায়িত্বশীল মুক্তচিন্তা’ বিকাশের উৎসব এবং ইতিবাচকতাকে উচ্চে তুলে ধরে নেতিবাচকতা থেকে বেরিয়ে আসার উপলক্ষ।... আমি আশা করি, আমাদের ব্লগারা প্রত্যেকেই তাদের নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র, সামাজিক এবং সর্বোপরি ব্যক্তিগত উন্নয়নের জন্য কাজ করে যাবেন। মুক্তমত প্রকাশে আমাদের অধিকার হলো বাকস্বাধীনতা এবং আমাদের দায়বদ্ধতা হলো বাক দায়িত্বশীলতা। আমি নিশ্চিত আমরা আমাদের অধিকার এবং দায়বদ্ধতা সঠিক ভাবেই পালন করতে পারব।//

-ধন্যবাদ :)

২০| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:২৩

ভূতাত্মা বলেছেন: ধন্যবাদ ব্লগ ডে -নিয়ে আলোচনার শুরুটা করবার জন্য। প্রথমে সামু এবং ব্লগ সম্পর্কিত আমার কিছু ধারণার কথা বলি। সামু আমার কাছে সবসময়ই এমন একটা মাধ্যম ছিল যা কিনা উইকিপিডিয়া থেকে খুব বেশি কম কিছু না। প্রয়োজনীয় টপিক সার্চ করলেই উইকির পর সামুর কোন না কোন লেখা পেতাম। ২০১২ ছিল ব্লগের স্বর্ণযুগ। জনমতের জন্য ব্লগ ভীষণ গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। আলোচনা এবং গঠনমূলক যুক্তিতর্কের মাধ্যমে যেকোনো বিষয় সম্পর্কে সুন্দর এবং সুষ্ঠু ধারণালাভে এর চাইতে ভালো কোন জায়গা হতে পারে না। ২০১৩ সালটি বাংলা ব্লগের ক্রান্তিকালই কেবলমাত্র ছিল না, বরং ব্লগিং বুঝে না বুঝে অনেকেই ব্লগার বলে পরিচয় দেবার জন্য (কেবলমাত্র পরিচয় দেবার জন্য) ব্লগে ভীড় করে। সেটা কোন সমস্যা না। বিষয়টিকে খুব পজেটিভলি তখনই দেখা যায় যখন তার ব্লগিং গঠনমূলক হয়। তখন আগের আইডি বন্ধ করে পরবর্তীতে নতুন আইডি নিয়ে ব্লগে ফিরলাম কোন এক আশায়। কিন্তু ভাবনা ও ভাব প্রকাশের বৈচিত্রের এতো বেশি উত্থান পতনের পর সবকিছু কেমন যেন ঝিমিয়ে গেলো। এরপর শুরু হল দলে দলে কবিদের আনাগোনা। কবিতা খুব কঠিন বিষয়। আমার মতন অনেক সাধারণ অনেক মানুষ কবিতা বোঝে না। এখন ব্লগে দশটা অনাগ্রহের লেখার পর একটা আগ্রহপূর্ণ লেখা পাই। দশটা-পনেরোটা কবিতার পর একটা ইনফর্ম্যাটিভ লেখা চোখে পড়ে। তার উপর ফেসবুকের নিয়মে ব্লগের ব্যবহার তো আছেই।

যাই হোক, এসব আমার আগাম কথাবার্তা। এখন আসি ষষ্ঠ ব্লগ ডে সম্পর্কিত আলোচনায়।

“জাতীয় ‘ট্যাগ দেবো না - ট্যাগ নেবো না’ দিবস!” –আইডিয়াটি ভালো লেগেছে।

• প্রতিপাদ্য বিষয়- কেবলমাত্র আইডিয়াঃ ব্লগিং সম্পর্কে সঠিক ধারণা নেয়া, গঠনমূলক আলোচনা, এবং তথ্যপূর্ণ লেখালেখির ব্যাপারে আগ্রহী হওয়ার বিষয়াদি, নেগেটিভ ইম্প্রেশন দূর করে মানুষকে আবারও কিভাবে ব্লগের ব্যাপারে পজেটিভ করা যায় সেই বিষয়টি এবং ব্লগারদের একতার বিষয়টি।

• কর্মসূচি- পরিচিতি, আলোচনাপর্ব, র‍্যালি, গান ইত্যাদি।

• শোভাযাত্রা এবং রক্তদান কর্মসূচি অবশ্যই হওয়া উচিৎ। পাশাপাশি সামুর একটা নিজস্ব ডোনার ডাটাবেজ হওয়া বাঞ্ছনীয়। শোভাযাত্রায় বাঙ্গালীপনা থাকলে খুব একটা খারাপ হয় না (যেমনঃ ঢোল, ফুলের সমাহার ইত্যাদি) পোস্টার /ব্যানার, থিম সং, লোগো এগুলো ব্লগারদের কাছে আহ্বান করা উচিৎ। তাতে করে আমরা কিছু প্রতিভাবান ব্লগারও চিনে নিলাম।

• মিছিলঃ ভেন্যুর উপর নির্ভর করছে।

• জাতীয় পর্যায়ে হওয়াটাকে গুরুত্ব দিচ্ছি। তবে, কিছু নির্দিষ্ট পরিমাণ গেস্ট রাখা উচিৎ যারা কিনা বিভিন্ন পর্যায়ে সমাজের উন্নয়নের জন্য কাজ করেন এবং যাদের কাছ থেকে আমরাও কিছু শিখতে পারব।

ষষ্ঠ ব্লগ দিবস সফল হোক। :) :)

১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

দারুণ বলেছেন! আপনার দীর্ঘ মন্তব্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় ওঠে এসেছে। প্রস্তাবগুলো সত্যিই ভেবে দেখার মতো।


//সামু আমার কাছে সবসময়ই এমন একটা মাধ্যম ছিল যা কিনা উইকিপিডিয়া থেকে খুব বেশি কম কিছু না। প্রয়োজনীয় টপিক সার্চ করলেই উইকির পর সামুর কোন না কোন লেখা পেতাম। ২০১২ ছিল ব্লগের স্বর্ণযুগ। জনমতের জন্য ব্লগ ভীষণ গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। আলোচনা এবং গঠনমূলক যুক্তিতর্কের মাধ্যমে যেকোনো বিষয় সম্পর্কে সুন্দর এবং সুষ্ঠু ধারণালাভে এর চাইতে ভালো কোন জায়গা হতে পারে না।//

-ধন্যবাদ :)

২১| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:২৮

মনিরা সুলতানা বলেছেন: আমি নাই আমি নাই :( :(

জাতীয় ‘ট্যাগ দেবো না - ট্যাগ নেবো না’ দিবস!

সফল হোক ব্লগ দিবস :) :)

১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


আপনি তাহলে কোথায়... :-B

আপনাকে জাতীয় ট্যাগ দেবো না - ট্যাগ নেবো না দিবসের আমন্ত্রণ :)


ধন্যবাদ, মনিরা সুলতানা....

২২| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৮

তুষার কাব্য বলেছেন: চমৎকার পোস্ট।সবার মূল্যবান মতামত নিয়ে একটা রুপরেখা করা যেতে পারে।শোভাযাত্রা আর রক্তদান কর্মসূচী অবশ্যই রাখা উচিত আমার মতে।আর অনেক আইডিয়া নিশ্চয় আসবে ব্লগারদের কাছ থেকে।সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে ব্লগ দিবস সাফল্যমণ্ডিত হউক।শুভেচ্ছা ও শুভকামনা সবার জন্য।

১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


//সবার মূল্যবান মতামত নিয়ে একটা রুপরেখা করা যেতে পারে।শোভাযাত্রা আর রক্তদান কর্মসূচী অবশ্যই রাখা উচিত আমার মতে।//

-অনেক ধন্যবাদ, তুষার কাব্য :)

২৩| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:



ব্লগ দিবস শুভহোক, আনন্দের হোক, বাংলা ব্লগ, সামহোয়্যার ইন ব্লগ এগিয়ে চলুক তার আপন মহিমায় এই কামনা রইল।

১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


একই কামনা সকলের হোক....

ধন্যবাদ আপনাকে, স্টার ব্লগার কাণ্ডারি অথর্ব :)

২৪| ১২ ই নভেম্বর, ২০১৪ ভোর ৬:৩০

ইমরান তপু-সরদার বলেছেন: ব্লগ, ব্লগিং এবং ব্লগার। ৬ষ্ঠ বংলা ব্লগ দিবস।
ভাবনা আমার আকাশ ছোঁয়া।

১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


//ভাবনা আমার আকাশ ছোঁয়া।//

শুভেচ্ছা.....
কিছু ভাবনা প্রস্তাব আকারে তুলে ধরতে পারেন।

২৫| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:০৬

সুফিয়া বলেছেন: যে যে আনুষ্ঠানিকতার মাধ্যমে বাংলা ব্লগ দিবসকে স্মরণীয় করে রাখা যাবে তার সবই করা উচিত বলে আমি মনে করি।

ধন্যবাদ আপনাকে এ সম্পর্কিত আলোচনার অবতারণা করার জন্য।

১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



-সহমত। অনেক ধন্যবাদ আপনাকে, সুফিয়া :)

২৬| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:২৩

ডট কম ০০৯ বলেছেন: এইবার ব্লগ ডে সেইরাম করা চাই।

গিয়াস লিটন ভাইয়ের সাথে সম্পূর্ন একমত।

১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



//এইবার ব্লগ ডে সেইরাম করা চাই।//


হুম... সেইরাম হোক। গিয়াস লিটন ভাই ভালো কিছু আইডিয়া দিয়েছেন।

অনেক ধন্যবাদ, ডট কম ০০৯ :)

২৭| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৫

ইছামতির তী্রে বলেছেন: ব্লগ দিবসের অগ্রিম শুভেচ্ছা সবাইকে। আগে আগেই মনে করিয়ে দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা করছি এবারের সকল আয়োজন অনেক জমজমাট হবে।

আমাদের অতি প্রিয় 'সামু' এগিয়ে চলুক তার আপন মহিমায় এই কামনা রইল।

১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ধন্যবাদ আপনাকে, ইছামতির তীরে...

একই কামনা সকলের হোক...... :)

২৮| ১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৬

কলমের কালি শেষ বলেছেন: ৬ষ্ঠ ব্লগ দিবসের জন্য শুভকামনা । :)

১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ধন্যবাদ আপনাকে, কলমের কালি :)

২৯| ১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৬

আলম দীপ্র বলেছেন: আলোচনা প্রয়োজন ।
স্টিকি করা হলে খুবই ভালো হয় ।
স্টিকি করার অনুরোধ রেখে গেলাম ।

১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


আলম দীপ্রকে ধন্যবাদ ও শুভেচ্ছা :)

৩০| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: এরকম গুরুত্বপূর্ণ পোষ্ট অথচ স্টিকি করা হয় নাই !!!?


এখন অফিস থেকে বাসায় যাচ্ছি, কাল সকালে কিছু বলার চেষ্টা করবো, ইনশাল্লাহ।



পোষ্টে জন্য মাঈনউদ্দিন মইনুল কে ধন্যবাদ আর মন্তব্য করার জন্য সকলকে শুভেচ্ছা।

১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


অপেক্ষায় থাকলাম....
শুভ ব্লগিং :)

৩১| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৯

জানা বলেছেন:

চমৎকার একটি পোস্টের জন্যে অশেষ ধন্যবাদ মাইনুল ভাই। খুবই কাজের উদ্যোগ। পাশাপাশি ব্লগ দিবস নিয়ে সবার উচ্ছসিত আগ্রহ এবং নানান আনন্দময় পরিকল্পনা ও প্রস্তাবের প্রকাশ এখানে দেখতে পেয়েও খুব ভাল লাগছে।

ব্লগ দিবস নিয়ে আমাদের ব্লগ টিমেরও কিছু পরিকল্পনা রয়েছে যার কিছু কিছু এখানেও আলোচনার মাধ্যমে উঠে আসছে। সবার মতামত, পরিকল্পনা, প্রস্তাব এবং ভাবনাগুলো মাথায় নিয়েই আমরা একটা সিদ্ধান্তে আসবো এবং পরবর্তিতে সময়, দেশের পরিস্থিতি ও পারিপার্শিকতা বিবেচনা করে সবচেয়ে মঙ্গলজনক নিরাপদ এবং গ্রহণযোগ্য একটি সিদ্ধান্তে আসবো সবাই মিলেই।

ইতিমধ্যে আমরা চেষ্টা করে চলেছি একটি ভ্যেনু বুকিং এর জন্যে। কারণ আমাদের সবার জন্যে সুবিধাজনক ভ্যেনুগুলো অনেক আগে থেকেই বুক্ড হয়ে যায়। আমরা প্রকৃতপক্ষে গত মাস থেকে চেষ্টা করছি।

বাকী বিষয়গুলোর ভাবনা বেশীরভাগই রইলো আপনাদের উপর।

প্রয়োজনে আবারও আসবো এখানে কথা বলতে।

ভাল থাকবেন, নিরাপদে থাকবেন সবাই।

১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


আমার পোস্টে আপনাকে পাওয়া তো হাতে আসমান পাওয়ার মতো। প্রথমেই অনেক কৃতজ্ঞতা জানাই :)

আপনারা ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছেন এবং আয়োজনের সমস্যাগুলো আগে থেকেই মূল্যায়ন করছেন... এ বিষয়টি ব্লগারদেরকে সাহস দেবে।

আশা করছি এবারের ব্লগ দিবস পালনের মধ্য দিয়ে নতুন মাত্রা পাবে বাংলা ব্লগ।

অন্যান্য ব্লগসাইটগুলোকেও কীভাবে সম্পৃক্ত করছেন, সেটি জানতে পারলে এবং জানাতে পারলে ভালো হতো। যে পাইয়োনিয়ার, তাকেই এগিয়ে আসতে হয়, কারণ নেতৃত্বের দায়িত্ব তারই।

সহব্লগারদের আগ্রহ দেখে আমি সত্যিই মুগ্ধ। সকল ব্লগার মিলে সংখ্যাটি কিন্তু অনেক বড়। কাজেই ‘সেইরাম’ হবে এবারের ব্লগ দিবস, জানা আপা ;)


ভালো থাকবেন আপনিও... এবং নিরাপদে...
আবারও আসবেন!

৩২| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৪

লেখোয়াড় বলেছেন:
অবশেষে তিনি ( ব্লগমাতা জানা ) এলেন, এবং এসেই একটি অজুহাত দিলেন।

তিনি বলেছেন.............. "কারণ আমাদের সবার জন্যে সুবিধাজনক ভ্যেনুগুলো অনেক আগে থেকেই বুক্ড হয়ে যায়।"

আমি বলি যদি ব্লগ ডে পালন করার ইচ্ছা থাকে তাহলে এসব অজুহাত কেন? কেন অনেক আগে থেকে ভ্যেনু বুকিং দেয়া হয় না। ওনারা না পারলে আমাদের হেলপ নিতে তো পারে।

ওসব আমরা বুঝি।

১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


লেখোয়াড় ভাই, ব্লগ দিবসের আয়োজনে আপনার দৃঢ় অবস্থান যে কারও উৎসাহের কারণ হবে। অধিকাংশ ব্লগারই এরকম অবস্থা আছেন।

সম্ভবত ব্লগারদের আগ্রহের বিষয়টি কর্তৃপক্ষ বুঝতে চাচ্ছেন। ভেনু বড় সমস্যা নয় - সমস্যা হলো সম্পৃক্ততা এবং অন্যান্য পারিপার্শ্বিক বিষয়।


ব্লগ দিবস হবে... এবং আশা করছি আপনার সাথে দেখাও হবে :)
(অবশ্য, যদি দেশে থাকেন।)




অনেক ধন্যবাদ, পাশে থাকার জন্য :)

৩৩| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৭

জনাব মাহাবুব বলেছেন: ২০১৩ ব্লগ দিবসটি রাজনৈতিক অস্থিরতার মধ্যেও জমজমাট হয়েছিল। সবার মধ্যেই উৎসাহ, উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছিল। এইবার যেহেতু কোন রাজনৈতিক উত্তেজনা নেই, আশা করা যায় এইবার ব্লগ দিবসটি হবে সবচেয়ে ব্যতিক্রম এবং আনন্দদায়ক।

ব্লগ দিবসের অগ্রিম সাফল্য কামনা করছি। :) :)

১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




সেই রকমই আশা করছেন অনেকে।

অনেক ধন্যবাদ, জনাব মাহাবুব....

পাশে থাকুন, এই আশা করছি :)

৩৪| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৪

একলা ফড়িং বলেছেন: ২০১২তে খুলনার ব্লগাররা ব্লগ ডে উদযাপন করেছিলেন, তখন ব্লগে ছিলাম না। আর এরপরে আর হয়েছে বলে জানা নেই। তখনকার খুলনার অ্যাক্টিভ ব্লগারদের (মুসাফির, কাকপাখী, ব্রিগেডিয়ার, টিনটিন, আরও অনেকে) কেউই এখন আর ব্লগে অ্যাক্টিভ নেই সম্ভবত। বর্তমানে খুলনার কারা কারা একটিভ আছেন সেটাও জানা নেই। তাদের খুঁজে বের করে কিভাবে কি করা যেতে পারে বলুন তো?

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


একলা ফড়িং মন্তব্য নম্বর ৪১ দেখুন... আমাদের কাল্পনিক ভালোবাসা উপায় বাতলে দিয়েছেন।

এই পোস্ট স্টিকি হওয়া পর্যন্ত ব্লগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ পোস্টগুলো লিংক করে দেবার চেষ্টা করবো।

ধন্যবাদ :)

৩৫| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৮

আবু শাকিল বলেছেন: ব্লগ দিবসের সাফল্য কামনা করছি।
ব্লগের সাথেই আছি।

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ধন্যবাদ......
দেখা হোক আবু শাকিল ভাইয়ের সাথে :)

৩৬| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০৯

গোর্কি বলেছেন:
উদ্যোগ সফল হোক, এই কামনায়। সময়োপযোগী তথ্যবহুল পোস্টের জন্য সাধুবাদ জানুন। শুভকামনা।

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


আপনার জন্য শুভকামনা, প্রিয় গোর্কি :)

৩৭| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:১২

চটপট ক বলেছেন: সাথেই আছি :)

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



সাথেই থাকুন... :)

৩৮| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪১

মামুন রশিদ বলেছেন: পোস্ট স্টিকি করার জন্য মডারেশনকে ধন্যবাদ ।

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



ধন্যবাদ, মামুন রশিদ ভাই... :)

৩৯| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৭

এহসান সাবির বলেছেন: পোস্ট স্টিকি করার জন্য মডারেশনকে ধন্যবাদ ।


আর আপনাকে কিছু দিলাম না ;) ;) ;)

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


তবু আমি কিছু পেয়ে গেলাম.... :)

৪০| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৭

আলম দীপ্র বলেছেন: আমি কিন্তু এখন পর্যন্ত কিশোরগঞ্জের কোনও ব্লগার খুঁজে পাইনি ! কিভাবে পাব ?

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


কাল্পনিক ভালোবাসা’র নিচের মন্তব্যটি (৪১) দেখুন.... ভালো পরামর্শ আছে। ব্লগ দিবস বিষয়ক পোস্ট পেলেই আমি স্টিকি পোস্টে লিংক করে দেবো....

শুভেচ্ছা, আলম দীপ্র :)

৪১| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @ একলা ফড়িং ও আলম দীপ্রঃ

আপনারা ব্লগে পোষ্ট দিতে পারেন। পোষ্টের মাধ্যমেই আপনাদের উল্লেখিত স্থান থেকে কারা ব্লগিং করছেন, তা জানতে পারা যাবে। :)

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



দরকারি পরামর্শের জন্য ধন্যবাদ.... কাল্পনিক ভালোবাসা... :)

৪২| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ২:২২

স্নিগ্ধ শোভন বলেছেন:

দারুণ একটি পোষ্ট মাইনুল ভাই। আলোচনা জমবে আশাকরি :)

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


আলোচনা করুন... তারপর সেটি জমুক ;)

স্নিগ্ধ সকালকে জন্মদিনের শুভেচ্ছা আবারও....

৪৩| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ২:২৩

শিপন মোল্লা বলেছেন: খুব ইচ্ছা থাকা স্বতেও উপস্থিত থাকতে পারবোনা দেশের বাহীরে থাকায় ব্লগারদের এই মিলন মেলায়। তবে আত্মা থাকবে আপনাদের সাথে আমার উপস্থিত।

ব্লগ দিবসের সাফল্য কামনা করি।

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


আত্মাটুকু সাথে থাকলেই চলবে....
তাছাড়া ব্লগ দিবসের ভাবনা নিয়ে একটি পোস্ট দিয়ে ফেলতে পারেন... :)

৪৪| ১৩ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:০০

প্রবাসী পাঠক বলেছেন: ব্লগ দিবসের ঢাকার মূল অনুষ্ঠানটি সরাসরি অনলাইনে স্ট্রিমিং করা যায় কি না তা ভেবে দেখার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। যদি এটা করা সম্ভব হয় তাহলে দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও একসাথে সবার সাথে মিলে ব্লগ ডে উদযাপন করতে পারব আমরা যারা প্রবাসী আছি।


ব্লগ দিবসের সাফল্য কামনা করি।

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


কেন্দ্রীয়ভাবে আয়োজন হলে স্ট্রিমিং হবেই.... আশা করছি। বিগত সময়ে তা হয়েছে...

প্রবাসী ব্লগার সামু’র গুরুত্বপূর্ণ অংশীদার :)
ধন্যবাদ আপনাকে, প্রবাসী পাঠক....

৪৫| ১৩ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:০৭

মাহবু১৫৪ বলেছেন: খুব ভাল পোস্ট ভাই।

সূচনা পোস্টের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

প্রতি বছর এই সময়টা অনেক উত্তেজনা বিরাজ করে সবার মাঝেই। নানারকম পরিকল্পনা করেন সবাই। দেখতে ভালই লাগে। তবে একবারও নিজে উপস্থিত থাকতে পারি নি ব্লগ ডে তে, প্রবল ইচ্ছে থাকা সত্তেও। এবারও পারবো না!

শুরুটা হতে পারে শোভা যাত্রা দিয়ে। গতবারের মত এবারও বাহিরে কোন এক স্থানে হলে ভাল হয়।

পোস্টার /ব্যানার / লোগো এসব থাকতেই হবে।

জাতীয় পর্যায়ে ব্লগ দিবস হলে হয়তো এর আবেদনটা বেশ জোরালো হবে।

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


উত্তেজনাটুকু রাখুন, সময় পেলে ব্লগ দিবস নিয়ে একটু লেখে দিন ব্লগে... ;)

সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ.... মাহবু১৫৪ :)

৪৬| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:১৫

আবু শাকিল বলেছেন: সবার মতামত পড়ছি।
আলোচনা চলুক।

টুপি পড়া এবং নব্য সুশীল-সুশীলাদের ব্লগ সম্পর্কে তাদের জানাতে চাই।

পোষ্টের জন্য মইনুল ভাইকে ধন্যবাদ।

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


আবু শাকিল ভাই, থ্যাংকস..... :)

৪৭| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৬

চেয়ারম্যান০০৭ বলেছেন: খানাপিনার আয়োজন থাকিলে আসিতে রাজি আছি ;)

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



রাজি হয়ে যান.... খানাপিনার জন্য খালিপেটে থাকবেন না....

ধন্যবাদ, চেয়ারম্যান সাহেব :)

৪৮| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ব্লগ জনপ্রিয় করতে আমরা সবাই কভার ফটো হিসেবে ব্লগের ছবি দিতে পারি ।


এইজন্যে একটা ভালো কভার ফটো তৈরি করা হোক । যাতে ফেসবুকে সবাই কভার ফটো ব্যবহার করে ।


:) :) :) :)

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ব্যতিক্রমী প্রস্তাব.....
এমন একটা কিছু হতেই পারে!
ধন্যবাদ, নাজমুন হাসান মজুমদার :)

৪৯| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৪

আমিনুর রহমান বলেছেন:




বাংলা ব্লগ দিবস কাছাকাছি আসলেই মনটা আনন্দে ভরে। আমরা বহু দিবস পালন করি কিন্তু বাংলা ব্লগ দিবসের দিনটা একান্তই নিজের অনুভব করি। অনেক ইতিবাচক আর নেতিবাচক সময়ের মধ্যে দিয়ে গিয়েছি আমরা। নিজের অন্য একটা পরিচয় থাকার পরও সবসময় নিজেকে ব্লগার হিসেবে পরিচয় দিতেই বেশী পছন্দ করি।

বিভিন্ন কারণে গতবার জাতীয়ভাবে ব্লগ দিবস পালন করা হয়ে উঠেনি তাই এবার জাতীয়ভাবে ব্লগ দিবস পালন করতে হবে আরো ব্যাপক পরিসরে সেই প্রত্যয় নিয়ে আমাদের সকল ব্লগারদের এগিয়ে আসতে হবে এবং অবশ্যই ব্লগ কর্তৃপক্ষকেও। দেশের সব জেলা পর্যায়ে তো অবশ্যই আর প্রবাসে ও আবার ব্লগারদের উৎযাপন দেখতে ২০১২ এর মতো আবারও।


@একলা ফড়িং, তুই খুলনায় ব্লগ দিবস উৎযাপন এর আহ্বান করার জন্য পোষ্ট দিতে পারিস। আমার সর্বাত্মক সাহায্যে পাবি আয়োজনে।



মইনুল ভাই পোষ্টের জন্য ধন্যবাদ।

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


বিশাল প্রেরণা দিলেন, আমিনুর রহমান ভাই...
যারা শোনার তারা শুনুক ;)

৫০| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:০৭

অপূর্ণ রায়হান বলেছেন: অত্যান্ত সময়োচিত ও গুরুত্বপূর্ণ এই পোস্টটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভ্রাতা +++++++++ আমি পর্যবেক্ষণ করছিলাম এই দুই দিন কে কি অভিমত দিচ্ছেন তাই ।

যাই হোক , ব্লগ ডে ব্লগের জন্য অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট । গতবার এটা ঢাকায় আনুষ্ঠানিকভাবে না হওয়াতে অনেকেই কষ্ট পেয়েছেন / আশাহত হয়েছেন । অবশ্য আমরা অনিবার্য কারণটিও বুঝি । আমার মতে , এবার অবশ্যই ব্লগ ডে ঢাকায় পালিত হওয়া উচিৎ ।

ঢাকার বাইরে দেশে / প্রবাসে প্রতিবারের মতো এবারও ব্লগাররা একত্রিত হয়ে ব্লগ ডে পালন করবে সেই বিশ্বাস আমার আছে । আমি সকল ব্লগারদেরকে অনুরোধ করবো যারা যারা স্থানীয়ভাবে ব্লগ ডে অর্গানাইজ করতে ইচ্ছুক/আগ্রহী , তারা একটু বেশী সময় হাতে নিয়ে কিছুদিনের মধ্যেই এই বিষয়ে পোস্ট দিবেন ও এগিয়ে আসবেন । কারণ অল্প দিনের নোটিশে আপনাদের সমাগমটা জমজমাট না ও হতে পারে ।

তাবে ব্লগ ডে'র ব্যাপারে আপনারা এগিয়ে আসলে ব্লগ কতৃপক্ষ আপনাদের যথাসাধ্য সাপোর্ট দিবে বলেও আশাকরি ।

ব্লগ ডে ঢাকাতে কেন্দ্রীয়ভাবে ও আনুষ্ঠানিকতার সাথে উৎযাপন হবে , এটা নিশ্চিত হয়ে গেলেই অন্যান্য অনুষঙ্গ বিষয়বস্তুর ব্যাপারে একটা সমাধানে খুব সহজেই আমরা পৌঁছাতে পারবো আশারাখি ।

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


সুন্দর প্রস্তাব, অপূর্ণ রায়হান.... :)


কেন্দ্রীয়ভাবে পালিত হবার ঘোষণা হয়তো আসবে...আশা করতেই পারি এবার!

৫১| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রায় অর্ধযুগ যাবত সামুতে থাকলেও ব্লগ বিগত সময়ের ব্লগ দিবসগুলো নিয়ে তেমন কোন অভিজ্ঞতা নেই। এই পোষ্ট এবং পোষ্টে মন্তব্য ও প্রতিউত্তর গুলো পড়ে যে ধারনা হলো এই দিবসটি নিয়ে ব্লগারদের আগ্রহের কমতি নেই এবং আগত দিবসটি নিয়ে পরিকল্পনারও কোন ঘাটতি নেই।

এ জাতীয় বড় আয়োজনের কিছু বিষয় থাকে কমন, আর আমার ব্যক্তিগত চাওয়া গুলোও এর মধ্যে সীমাবদ্ধ। যেমন:-

১. ব্লগারদের জন্য একটি করে টি-শার্ট।
২. আয়োজন হবে দিনব্যাপী।
৩. পারস্পরিক পরিচিতির জন্য সকল ব্লগারের ব্লগিং নিক দিয়ে ব্যাচ।
৪. পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
৫. ভেন্যু হতে হবে বিশাল পরিসরের যেমন বঙ্গবন্ধ আন্তর্জাতিক সন্মেলন কেন্দ্র বা তার পার্শবর্তী বানিজ্য মেলার মাঠ।
৬. শুধু ব্লগারদের অংশগ্রহনে সাংস্কৃতি অনুষ্ঠান।


এইতো আমার চাওয়াগুলো।



ভাল থাকবেন সবাই।

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



সুন্দর কিছু প্রস্তাব দিয়েছেন... প্রতিটিই যুক্তিযুক্ত, আমি মনে করি।

মন্তব্য দিয়ে অংশ নেবার জন্য ধন্যবাদ আপনাকে, ইমতিয়াজ ১৩ :)

৫২| ১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১০

সুমন জেবা বলেছেন: উৎসাহ ব্যান্জক পোস্ট । দিবসটি নিয়ে ব্লগারদেরও ব্যাপক আগ্রহ আছে তা এই মতামতে অংশগ্রহনই জানান দিচ্ছে ।সবার প্রস্তাবগুলোও দারুন ।

এসবের মাঝে ব্যতিক্রম কিছু প্রস্তাব -
যেমন :
ইমতিয়াজ ১৩ ভাইয়ের_
> পারস্পরিক পরিচিতির জন্য সকল ব্লগারের ব্লগিং নিক দিয়ে ব্যাচ।

নাজমূল হাসান মজুমদার ভাইয়ের_
> ভালো একটা কভার ফটো তৈরি ও তা ফেসবুকে সবাই কভার ফটো ব্যবহার করা ।

ভূতাত্বা ভাই যেমনটি বলেছেন যে_
> আইডিয়াঃ ব্লগিং সম্পর্কে সঠিক ধারণা নেয়া, গঠনমূলক আলোচনা, এবং তথ্যপূর্ণ লেখালেখির ব্যাপারে আগ্রহী হওয়ার বিষয়াদি, নেগেটিভ ইম্প্রেশন দূর করে মানুষকে আবারও কিভাবে ব্লগের ব্যাপারে পজেটিভ করা যায় সেই বিষয়টি ।

পার্সিয়াস রিবর্নের
> সামুর লোগো সংবলিত মগ , টি শার্ট তথা বিবিধ স্যুভেনির

এগুলো আসলেই একটু মাথায় রাখলে ব্লগ-ডে টা ব্যতিক্রম হবে ।
আর পোস্টার /ব্যানার / লোগো এসব তো থাকবেই ।

তো ৬ষ্ঠ ব্লগ দিবস আয়োজন সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন্ন হবে এই প্রত্যাশা রইলো ।ধন্যবাদ সবাইকে ।

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



ধন্যবাদ... মন্তব্যগুলোকে একত্র করার জন্য :)

৫৩| ১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১১

পরিবেশ বন্ধু বলেছেন: ৬ষ্ঠ ব্লগ দিবস আয়োজন সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন্ন করার মানসে সকল সামু ব্লগার বন্ধুদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে ।
এবং কর্মী সম্মেলন এর মাধ্যমে এর নিতি নির্ধারণ টিক করতে হবে ।
সামু কর্তৃপক্ষ এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি দেবে আশা করি ।

সেই সাথে মাইনুদ্দিন মইনুল ভাই কে জানাই আন্তরিক ধন্যবাদ আগাম পোস্ট
দেয়ার জন্য ।

৬ষ্ঠ ব্লগ দিবস আয়োজন সফল হোক সবার সম্মিলিত প্রচেষ্টায়
সবাই ভাল থাকুন ।।

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


খুর দরকারি পরামর্শ।

ধন্যবাদ, পরিবেশ বন্ধু ভাই.... :)

৫৪| ১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৮

জানা বলেছেন:


আইডিয়াবাজদের :) সক্রিয়তা দেখে আমি মুগ্ধ।
অসাধারণ সব আইডিয়া আসছে :)


ইমতিয়াজ ১৩ বলেছেন: ভেন্যু হতে হবে বিশাল পরিসরের যেমন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সন্মেলন কেন্দ্র বা তার পার্শবর্তী বানিজ্য মেলার মাঠ।


খুবই ইতিবাচক উচ্চাকাঙ্খা @ইমতিয়াজ। ভাল লাগলো।
আমারও এমন অনেকবার মনে হয়, যদি জাতীয় স্টেডিয়ামটি জুড়ে আমরা বাংলা ব্লগাররা একত্রিত হতে পারতাম। ঢোলে, বঁাশিতে, লালনে, নজরুলে, রবীন্দ্রনাথে, পুঁথিপাঠে, কবিতায়, কবিয়ালে, বাংলার সংস্কৃতিতে পরিপূর্ণ একটি আয়োজন যদি আমরা করতে পারতাম! ভাবতেই মন ভরে যায়।

অন্যান্যবারের মত এবারও অঞ্চল ভিত্তিক যেমন, খুলনা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, যশোর, বরিশাল, রংপুর, দিনাজপুর এভাবে আরও অনেক অঞ্চলভিত্তিক বাংলা ব্লগ দিবস উদযাপন আরও জোরদার হওয়া দরকার। সবাই যারযার মত করে ভেবে দেখুন।

আবারও ধন্যবাদ মইনুল ভাই এবং সবাইকে।

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


সত্যিই মুগ্ধ হবার মতো..... আমারও সাহস বেড়ে গেলো :)


আপনি যেভাবে সবকিছু নজরে রাখছেন এবং প্রেরণা দিচ্ছেন, তাতে ব্লগাররা অবশ্যই বিশেষ প্রেরণা পাচ্ছেন।

একটি চমৎকার ব্লগ ডে’র অপেক্ষা করছি....


অশেষ ধন্যবাদ, জানা আপু :)

৫৫| ১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৮

মাতাল ভাবনা বলেছেন: দেখা হবে বিজয়ের মাঠে । B-)

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


অবশ্যই দেখা হবে....

ধন্যবাদ আপনাকে, মাতাল ভাবনা :)

৫৬| ১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: পোস্টটি স্টিকি করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

ব্লগ দিবসটি সুন্দর, সুচারুরূপে সম্পন্ন করা এবং সফল করার জন্য সকল ব্লগার ও ব্লগ কর্তৃপক্ষকে একসাথে কাজ করার আহব্বান জানাচ্ছি।

ব্লগ দিবসে উপস্থিত থাকার চেষ্টা করব।

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


সুন্দর আহ্বান!
ধন্যবাদ, ভাই বঙ্গভূমি রঙ্গমেলা :)

৫৭| ১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১১

সকাল রয় বলেছেন:
অবশ্যই ভালো উদ্যোগ_____
অবশ্যই থাকবো

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ধন্যবাদ, কবি সকাল রয়...
সাথেই থাকুন! :)

৫৮| ১৩ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

খেয়ালি দুপুর বলেছেন: একান্ত কিছু ইচ্ছেতে গুড়েবালি আর গোপনে ফেলা দীর্ঘশ্বাস প্রবাসীদের নিত্যদিনের সহচর.............। সফল হোক ৬ষ্ঠতম ব্লগ দিবস।সবার জন্য শুভকামনা।

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



ধন্যবাদ আপনাকে.....
শুভেচ্ছা জানবেন :)

৫৯| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:১৩

মাহমুদ০০৭ বলেছেন: সামুর মামুদের পাশে আছি
:)

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



ধন্যবাদ..... মাহমুদ বন্ড :)

৬০| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৩

মহান অতন্দ্র বলেছেন: দিবসের সাফল্য কামনা করছি । সকল কার্যক্রম সুন্দর ভাবে পালন হোক । অনেক অনেক শুভ কামনা ।

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ধন্যবাদ, মহান অতন্দ্র :)

৬১| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৭

আরজু পনি বলেছেন:

পোস্ট পর্যবেক্ষণে নিলাম...


ব্লগ দিবসের সফলতা কামনা করি ।।

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ধন্যবাদ, প্রিয় সহব্লগার..... আরজুপনি :)

৬২| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৭

মহামহোপাধ্যায় বলেছেন: আবার ব্লগ ডে এসে গেলো তাহলে :-B :-B


মাহমুদ০০৭ বলেছেন: সামুর মামুদের পাশে আছি।


গত ব্লগ ডেতে সিলেটে খুব মজার সময় কেটেছিলো মামুন রশিদ ভাইয়া, সুরঞ্জনা আপু, বিপ্লব ভাইয়া, মাননীয় মন্ত্রী মহোদয়, গণ্ডমূর্খ আরো অনেকের সাথে। সময় কত দ্রুত চলে যায়।

৬ষ্ঠ ব্লগ ডে'র জন্য অনেক অনেক শুভ কামনা রইল :)

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


এবারও তাই হোক..... মহামহোপাধ্যায় :)

৬৩| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:২১

পার্থ তালুকদার বলেছেন: ভাবতেই ভাল লাগছে ।

ব্লগ দিবসের অগ্রীম শুভেচ্ছা।

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



ধন্যবাদ আপনাকে, পার্থ তালুকদার.... :)

৬৪| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৭

শাবা বলেছেন: ব্লগ ডে উপলক্ষ্যে অসংখ্য পরামর্শ এসেছে। বেশ ভাল লাগলো।
আমি ভাবছি এ উপলক্ষ্যে কোন মেলা করা যায় কি না। ৭ দিন ব্যাপী হতে পারে। বিভিন্ন স্টল থাকবে। বড় বড় কোম্পানির স্পন্সর থাকবে। ব্লগের লেখাগুলো বই আকারে তেমন প্রকাশ পায় না। এ মেলা উপলক্ষ্যে বিভিন্ন ব্লগারের বই প্রকাশ পেতে পারে, কোম্পানিগুলোর বিশেষ স্পন্সর এ ক্ষেত্রে থাকতে পারে। এতে ব্লগাররা উৎসাহিত হবে এবং ব্লগারের সংখ্যাও বৃদ্ধি পাবে। এ ধরনের আয়োজন হলে, যেভাবে ব্লগ সাইটগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তা আপাতত আর হবে না। এ মেলা আয়োজনের জন্য অন্যান্য ব্লগকে সাথে নিতে হবে। এ ব্যাপারে একটি সমন্বিত কমিটি হতে পারে।

সময়ের স্বল্পতার কারণে এ বছর যদি মেলা করা না যায়, তবে আগামী বছর করা যেতে পারে। এ জন্যে এবারই পরিকল্পনা নিতে হবে।

সবাইকে স্মরণ করিয়ে দেয়ার জন্য এবং এক প্ল্যাটফর্মের আনার জন্যে মইনুল ভাইকে অসংথ্য ধন্যবাদ।

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ভালো আইডিয়া কিন্তু... :)

সুন্দর পরামর্শের জন্য আপনাকেও ধন্যবাদ, শাবা....

৬৫| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৮

ইখতামিন বলেছেন: গতবার অনেক ইচ্ছে থাকার পরও ব্লগ ডে তে অংশ নিতে পারিনি, এবারেও থাকতে পারবো কি না জানি না। তবে আমার মন বলে, এবারের ব্লগ ডে অন্যরকম হবে (হতেই হবে)।
অনেকেই তাদের মূল্যবান ও চমৎকার আইডিয়া শেয়ার করেছেন, আরও মতামত আমরা পাবো।
★ ঢাকার বাইরে এমনকি দেশের বাইরেও ব্লগ ডে উদযাপন হবে সেক্ষেত্রে সকল স্থানের ব্যানার একই রকম হলে ভালো হয়।
★, রক্তদান কর্মসূচী রাখলে খুব ভালো হবে।
★ ব্লগ ডে কি সামু এককভাবে উদযাপন করবে, নাকি সকল বাংলা ব্লগের যৌথ উদ্যোগে হবে তা কর্তৃপক্ষ ভেবে দেখবেন,
★ থিম সং হতে পারে। ফেস্টুন, পোস্টার সারাদেশে লাগানো যেতে পারে।
★ কেবল উৎসবই নয়, সকলে মিলে এমন কিছু একটা করা যেতে পারে যা বাংলা ব্লগ দিবসকে মাইলফলক করে রাখবে। জনগণের কাছে ব্লগারদের নতুন করে পরিচয় করিয়ে দেবে। হতে পারে তা আর্তমানবতার সেবায় কিছু (সামনে শীতের মৌসুম), আর তা হতে পারে একযোগে সারাদেশে পূর্বঘোষণানুযায়ী (কারণ, এই দিন ব্লগও ব্লগারদের পেছনে মিডিয়া তৎপর থাকে), কিন্তু কী রকম কর্মসূচী হবে তা, আপাতত আমার মনে আসছে না।
এবারের ব্লগ-ডে অন্যরকমভাবে মাইলফলক হিসেবে সফল হোক, সেই প্রত্যাশায়...

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ওয়াও... সুন্দর সব পরামর্শ.....

অনেক দিন পর ইখতামিনকে আমার পোস্টে পেয়ে ভালো লাগছে :)

৬৬| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৪০

টুম্পা মনি বলেছেন: ব্লগ ডে সফল হোক। আশা করি আমিও কোন একদিন ব্লগ ডে তে যাবো। !:#P !:#P

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ঠেংকু, টুম্পা মানি....

ব্লগ দিবস উপলক্ষে একটি গল্প হয়ে যাক! ;)

৬৭| ১৪ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:৫৪

অন্তরন্তর বলেছেন:
ব্লগ দিবস শুভ এবং সফল হউক। আপনাকে ধন্যবাদ সুন্দর এই
পোস্টের জন্য ।
@জানা-- জাতীয় স্টেডিয়াম হলেতো কোন কথাই নাই। একদিন
সামুর সকল ব্লগার জাতীয় স্টেডিয়ামে ব্লগ দিবস পালন করবে। সেই
দিন হয়ত বেশি দূরে নয়।
সবার জন্য শুভ কামনা।

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ব্লগারদের মধ্যে একতা থাকলে হতেও পারে...

ধন্যবাদ, অন্তরন্তর :)

৬৮| ১৪ ই নভেম্বর, ২০১৪ ভোর ৫:২৫

আরজু মুন জারিন বলেছেন: আজ আমরা অবস্থান করছি অন্য রকম এক ব্লগীয় সমাজ এ। এর আগে অনেক মেরুকরণ হয়েছে - সৃষ্টি হয়েছে ভাবনা ও ভাব প্রকাশের বৈচিত্র। অনেক রকমের লেবেল যুক্ত হয়েছে ব্লগারদের নামে। :(( :(( :((

মইনুল ভাই নামটা একদিন ব্র্যান্ড হয়ে যাবে মনে হয়।এত সুন্দর গুছিয়ে লিখতে পারেন আপনি ছোট কোন ও লেখা ও।আপনার লেখায় এত এত এত কমেন্টস সবার।এত জনপ্রিয় আপনি সবার কাছে ........আপনার লেখার সাথে তাল মেলানোর মত কমেন্টস খূজে পাইনা।

অনেক অনেক দোয়া প্রার্থনা এই প্রিয় ভাই প্রিয় ব্লগার আর ও অনেক উচ্চ আসনে পৌছে যাক একদিন।

ভাল থাকবেন মইনুল ভাই।অনেক অনেক শ্রদ্ধা আপনার জন্য।

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



ইয়াবড় একটা প্রশংসা করার জন্য কৃতজ্ঞতা ও শুভেচ্ছা রইলো...
কানাডায় ব্লগ দিবসের আয়োজনে কিন্তু আপনার ভূমিকা আছে... :)

শুভেচ্ছা জানবেন, আরজু মুন জারিন.... :)

৬৯| ১৪ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:০৫

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: ব্লগ মানেই তো অনলাইন...
তাই অবস্থানটা হতে হবে সব ব্লগ থেকে।

ছোট বড় সব ব্লগকে এক হতে হবে....যে সমস্ত ব্লগের সম্পাদক বা মডারেশনেরা পোষ্টটি দেখছেন তাদের এগিয়ে এসে এ বিষয়ে মতামত দিয়ে ঐ ব্লগকে একাত্ম করা যেতে পারে।

ছোট একটি প্রস্তাবনা 'প্রথম আলো ব্লগ' বন্ধ করে দেয়া হয়েছে। এটা হতাশার। এভাবে যেন কোন ব্লগ বন্ধ করে দেয়া না হয় এজন্য আমাদের করণীয় বিষয়ে একটা আলোচনা সভা হতে পারে।

শুধু রাজধানী কেন্দ্রিক নয় এই আয়োজন জেলা ভিত্তিক হতে পারে।


লেখক মঈনুল ভাইকে শুভেচ্ছা। আলো ব্লগ বন্ধের পরে আর কোন ব্লগ পড়ার সুযোগ হয়নী আমার.......

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


অবশ্যই জেলা-ভিত্তিক হতে পারে...
আপনাদের আয়োজনের খবর শুনতে ভালো লাগবে....

মোঃ মোসাদ্দেক হোসেনকে অনেক শুভেচ্ছা... :)

৭০| ১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৪

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: এবার ভালো কিছুর প্রত্যাশায় থাকবো। আয়োজন সুন্দর হোক..

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


অনেক ধন্যবাদ আপনাকে, হাবিবুর রহমান জুয়েল :)

৭১| ১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩১

খেলাঘর বলেছেন:



ব্লগ দিবস আসবে, ব্লগ দিবস চলে যাবে; এখন অকারণ উৎসাহ

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


মন্তব্যের জন্য খেলাঘরকে অনেক ধন্যবাদ :)

৭২| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:২৬

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: এখন আমার ছোট্র দায়িত্বটা কি?

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



জেলায় অথবা ঢাকায় আয়োজন হলে সেখানে অংশ নেওয়া.... ;)

ধন্যবাদ, ভয়শূন্য উচ্চশির :)

৭৩| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৯

পরিবেশ বন্ধু বলেছেন: ৬ স্ট বাংলা ব্লগ দিবস ১৯ শে ডিসেম্ভর
************* পরিবেশ বন্ধু ।
গানটি ব্লগ দিবসের থিম সঙ্গীত হলে কেমন হয় ।।

আমরা মুক্ত আমরা শাশ্বত বাক স্বাধীনতায়
আমরা দুরন্ত আমরা দুর্বার মাতৃভাষায়

এস জাগরন ও বন্ধনে
বাংলা ব্লগ কাননে
ভাষার ফুল ফুটাই এস সবে নব চেতনায় ।

বজায় রাখি বিশ্ব শান্তি
দূর করি অন্ধকার অন্যায় ভ্রান্তি
মানবের কল্যানে নিয়োজিত থাকি এস সমাজসেবায় ।

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


অনেক সুন্দর কবিতা.....
বাংলা ও বাংলা ব্লগের প্রতি আপনার দরদি প্রকাশ :)

কবিকে অনেক শুভেচ্ছা....

৭৪| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:০২

এম মশিউর বলেছেন: গত বছরের ৫ম ব্লগ দিবসে সামুর অনেক ব্লগারের সাথেই পরিচয় হয়েছিল।

সেটাই আমার ব্লগ দিবসে প্রথম অংশগ্রহণ ছিল। সেই দিনগুলোকে খুব মিস করি।

আবারো ব্লগে এক্টিভ হবো। মনের জমানো কথাগুলো সবার সাথে শেয়ার করবো।

৬ষ্ট ব্লগ দিবসের অগ্রিম শুভেচ্ছা রইলো।

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


এম মশিউর কেমন আছেন্র?
আবারও নিয়মিত হোন...

শুভেচ্ছা :)

৭৫| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:২৫

আমি তুমি আমরা বলেছেন: কোন এক ব্লগ দিবসে সম্ভবত চতুর্থ ব্লগ দিবসে ২০১২ সালে কর্তৃপক্ষ ব্লগ দিবসের অনুষ্ঠান লাইভ স্ট্রিমিং এর একটা উদ্যোগ নিয়েছিল। ২০১৩ সালের মত পরিস্থিতি এখন নয়। দেখা যাক কর্তৃপক্ষ এবার কি আয়োজন করে।

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ঢাকায় আয়োজন হলে লাইভ স্ট্রিমিং তো সঙ্গতভাবেই থাকবে...

ধন্যবাদ আপনাকে, আমি তুমি আমরা :)

৭৬| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১:০১

নীলসাধু বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় ভ্রাতা!
ব্লগ দিবসের কিছু আয়োজন/সভায় আমার থাকার সৌভাগ্য হয়েছিল। এবারের আসন্ন ব্লগ ডে নিয়েও কিছু পরিকল্পনা রয়েছে। দেখা যাক কিভাবে কি করা য্যা। দেখি সামুর প্রিয়মুখেরা কে কি বলেন বা করেন। সাধ্য অনুযায়ীও পাশে আছি। যেমন ছিলাম সব সময়।

সাহে নতুন ব্লগ ঘুড়ি থেকেও আমরা একই আয়োজনে সামু ব্লগের সঙ্গেই থাকবো বলে আশা করছি। বাকী কথা আরো সময় নিয়ে বলি। সুন্দর হোক সকল।
ধন্যবাদ।

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


কবি হৃদয় থেকে দু’টি কথা পেয়ে কৃতজ্ঞ...
আপনারা ছিলেন এবং আছেন বলেই তো বাংলা ব্লগ এতদূর এসেছে...

ঘুড়ি ব্লগে যুক্ত থাকতে পেরে আমিও গর্বিত :)

সকলে বাংলা ব্লগের মিলনমেলায় ব্লগ দিবস সফল হোক...


অনেক ধন্যবাদ আপনাকে, ব্রাদার :)

৭৭| ১৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪১

আমিনুর রহমান বলেছেন:



মইনুল ভাই, খুলনাইয়া ব্লগারগণ!!! কে কোথায় আছেন??? আওয়াজ দিন!!! - এই লিঙ্কটা আপডেট করে দিলে খুলনার ব্লগারদের সবাই হয়ত দেখতে পেতো।

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ধন্যবাদ আপনাকে, শ্রদ্ধেয় আমিনুর রহমান :)

৭৮| ১৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৪

আমি ময়ূরাক্ষী বলেছেন: শুভকামনা রইলো।

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ধন্যবাদ :)

৭৯| ১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৩

কাহাফ বলেছেন:
প্রথমেই ধন্যবাদ নান্দনিকতায় পুর্ণ সুন্দর একটা পোস্ট উপহার দেয়ায়!!
আমি নতুন একজন ব্লগ পাঠক হিসেবে অাপনাদের সকল কার্য্যক্রমের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করছি!!

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


আন্তরিক মন্তব্যে আনন্দিত হলাম....

অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা আপনাকে, কাহাফ :)

৮০| ১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৪

রোদেলা বলেছেন: আয়োজন করুন , সাথেই আছি।

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



আপনারা না থাকলে আয়োজন করবে কে? ;)
কবি রোদেলাকে অনেক শুভেচ্ছা :)

৮১| ১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩১

হাসান মাহবুব বলেছেন: আমি এর আগে কখনও ব্লগ দিবসে অনুষ্ঠানে যাই নি। এবার যাবো। পোস্টের প্রস্তাবিত বিষয়গুলো মনে ধরেছে।

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


আমিও যাই নি....
এবার শুক্রবার থাকায় আশা জাগছে মনে...

শুভেচ্ছা জানবেন, হাসান মাহবুব :)

৮২| ১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৫

বাউল আলমগী সরকার বলেছেন: বিভিন্ন নিউজ পত্রিকায় পড়েছি ‘ বাংলা ব্লগ দিবস’ কিন্তু অনেক ইচ্ছা থাকা সত্ত্বে ও যা্ওয়া হয়নি যদি ও আমি একজন এই ব্লগের সদস্য বেশী একটা মন্তব্য নেই পোষ্ট নেই মাঝে মাঝে কবিতা পোষ্ট করি- তেমন একটা সারা নেই তারপর ও
কবিতা লেখার যে ইচ্ছা ক্ষিণ হয়নি

এখানে বিশাল একজন মানুষ দেখলাম তারি লেখা পোষ্ট খুবি ভাল লাগছে
তিনি হলেন আমার খুবি পরিচিত মইনুল দা
দেখা যাক এবার কি হয় বেঁচ্চে থাকলে অবশ্যই যোগ দিব সর্বপরি সাফল্য কামনা করছি ---------- ভাল থাকুন দাদা

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


হাই... শহুরে বাউল কেমন আছেন?

আন্তরিক মন্তব্যে বিগলিত হলাম, কবি :)


আপনিও ভালো থাকুন........

৮৩| ১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫২

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: সাথে থাকার সর্বাত্মক চেষ্টা থাকবে। :)

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ধন্যবাদ! তবে তো দেখা হচ্ছেই :)

৮৪| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৭

আল মামুনুর রশিদ বলেছেন: এগিয়ে যাওয়ার বিকল্প নাই। ইচ্ছা সত্বেও থাকতে পারছি না। বাড়ি কিশোরগঞ্জ থেকে দুরে আছি।

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

কিশোরগঞ্জে আয়োজন হচ্ছে...
ব্লগার আলম দীপ্র’র খোঁজ নিন :)

৮৫| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৩

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: গঠনগত ও ফলপ্রসু আলোচনা দেখে ভালো লাগছে । আশা করি অল্প কয়েকদিনের মধ্যেই একটা ফলাফল বেরিয়ে আসবে । আমরাও হাঁফ ছেড়ে বাঁচবো । :)

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


পার্সিয়াস রিবর্নকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা :)

৮৬| ১৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৮

স্নিগ্ধ শোভন বলেছেন:


ওয়ান ট্যাগ- উই আর ব্লগার!!!



যে বিষয় গুলো থাকতে পারে,

১) অনুষ্ঠানটি চতুর্থ ব্লগ ডে'র মত হলরুমে করলে ভালো হয়।
২) রম্য নাট্য মঞ্চায়ন করা।
৩) গান,কবিতা আবৃতির,কৌতুকের ব্যাবস্থা।
৪) বাঁশি, বেহালা, গিটার ইত্যাদি বাজানা বাজানোর ।
৫) সারা দেশ জুড়ে ফেস্টুন, পোস্টার।
৬) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী।
৭) ব্লগ ও ব্লগার দের ব্লগিং সম্পর্কে কিছু বক্তিতা।
৮) ব্লগ ডের কেক কাটা অবশ্যই।
৯) ব্লগ ডে'র লাইভ স্ট্রিমিং।
১০) ব্লগারদের প্রকাশিত বইয়ের স্টল।
১১) লটারি।

এত কিছু বলে ফেলছি কিন্তু ব্লগ ডে হবে কিনা এখন গ্রিন সিগনাল বাই কেন?




কোন প্রকার দ্বিধা না রেখে বাংলা ব্লগ দিবস উৎযাপনের সকল ব্যাবস্থা শুরু করা হোক। সাথে আছি আমরা !!!

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


স্নিগ্ধ শোভন, আপনি চমৎকার প্রস্তাব দিয়েছেন।

ব্লগারদেই বইয়ে শোকেস থাকা উচিত...। তাই ১০টিতে সুপার লাইক!

ভালো থাকুন :)

৮৭| ১৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১:০০

স্নিগ্ধ শোভন বলেছেন:




ওয়ান ট্যাগ- উই আর ব্লগার!!!



যে বিষয় গুলো থাকতে পারে,

১) অনুষ্ঠানটি চতুর্থ ব্লগ ডে'র মত হলরুমে করলে ভালো হয়।
২) রম্য নাট্য মঞ্চায়ন করা।
৩) গান,কবিতা আবৃতির,কৌতুকের ব্যাবস্থা।
৪) বাঁশি, বেহালা, গিটার ইত্যাদি বাজানা বাজানোর ।
৫) সারা দেশ জুড়ে ফেস্টুন, পোস্টার।
৬) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী।
৭) ব্লগ ও ব্লগার দের ব্লগিং সম্পর্কে কিছু বক্তিতা।
৮) ব্লগ ডের কেক কাটা অবশ্যই।
৯) ব্লগ ডে'র লাইভ স্ট্রিমিং।
১০) ব্লগারদের প্রকাশিত বইয়ের স্টল।
১১) লটারি।

এত কিছু বলে ফেলছি কিন্তু ব্লগ ডে হবে কিনা এখন গ্রিন সিগনাল নাই কেন?




কোন প্রকার দ্বিধা না রেখে বাংলা ব্লগ দিবস উৎযাপনের সকল ব্যাবস্থা শুরু করা হোক। সাথে আছি আমরা !!!

৮৮| ১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৫

সোহানী বলেছেন: দারুন কিছুর জন্য অপেক্ষা..... ধন্যবাদ শ্রদ্ধেয় মইনুল ভাই পোস্টটির জন্য।

কিন্তু যা সাজেশান দেখছি তাতে তো ডে দরকার ৭ দিন...... আছি সবসময়... থাকবো সবসময়........ ব্লগ হোক মুক্তমনা, সকল সংকীর্ণতার উদ্ধে......

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


আপনার শুভকামনাকে ব্লগ দিবসের জন্য প্রতিপাদ্য বিষয় করা যায়...

সোহানীকে অনেক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা :)

৮৯| ১৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২৩

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: দিনাজপুরে হতে পারে এবারের ব্লগ দিবস

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

দিনাজপুরের ব্লগারদের জন্য একরাশ শুভকামনা :)

৯০| ১৭ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:৩৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শুভকামনা থাকলো। :)

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ধন্যবাদ, রেজওয়ানা আলী তনিমা :)

৯১| ১৭ ই নভেম্বর, ২০১৪ ভোর ৬:৪৫

অপু তানভীর বলেছেন: আমু না এইবার B-)) B-)) B-))

তবে কাচ্চি বিরিয়ানির আয়োজন থাকলে ভিন্ন কথা ;););)

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


এটিকে প্রস্তাব হিসেবে ব্লগপতি বরাবর ফরওয়ার্ড করে দিলাম ;)

৯২| ১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:২৯

জুন বলেছেন: আগাম শুভেচ্ছা রইলো :)

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



আপনি এখন কোন্ গ্রহে আছেন.... জুন আপা! :)
ওই সময়ে কি মর্ত্যে থাকবেন?

শুভেচ্ছা...... সবখানে!

৯৩| ১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:০৮

আমিনুর রহমান বলেছেন:



দিনাজপুরে হতে পারে এবারের ব্লগ দিবস

"বাংলা ব্লগ দিবস" বরিশাল বিভাগ

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ধন্যবাদ.... ভাইজান :)

৯৪| ১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১০

জানা বলেছেন:

দ্রুত এগিয়ে যাচ্ছে আমাদের বাকস্বাধীনতার দায়িত্বশীল বাকযোদ্ধারা।
অশেষ কৃতজ্ঞতা জানবেন সবাই।


পারিপার্শিক প্রতিকুলতার কারণে গতবছর আমাদের প্রস্তুতির অনেকটা এগিয়ে যাওয়ার পরও কেন্দ্রিয়ভাবে বাংলা ব্লগ দিবস উদযাপন সম্ভব হয়নি। যৌক্তিক কারণেই আমরা মূলত ব্লগারদের নিরাপত্তার বিষয়টি নিয়ে ভেবেছি। তারপরেও সবকিছু উপেক্ষা করে আপনারা গেল বছর যেভাবে দিনটি উদযাপন করেছেন তা মনে রাখার মত। ঢাকায়, সিলেটে, যশোরে, খুলনায়, রাজশাহীতে, রংপুরে এ,ছাড়াও দেশের বাইরে অনেক ব্লগার দিনটি গুরুত্ের সাথে এবং আনন্দের সাথে উদযাপন করেছেন। সবার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই।

এবারও আপনাদের সকলের প্রবল আগ্রহ এবং নানান পরিকল্পনা দেখতে পেয়ে খুব ভাল লাগছে। স্বদেশ, মাতৃভাষা এবং 'মানুষের জন্যে মানুষ' এই ভাবনায় ব্লগারদের অবদান কতখানি তা ইতিমধ্যে প্রমানিত এবং একদিন তা একটি বিশেষ মাত্রায় বিশ্বব্যাপী আলোচিত হবে বলে আমি বিশ্বাস করি।

পৃথিবী জুড়ে ব্লগ এবং ব্লগোস্ফিয়ারের যে পরিচয় এবং পরিধি সম্পর্কে আমরা জানি তার থেকে বাংলা কমিউনিটি ব্লগোস্ফিয়ার সম্পূর্ণ আলাদা, গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ভুমিকা রেখে আসছে। ব্লগোস্ফিয়ার ইতিহাসে একদিন এর বিশেষ মূল্যায়ন হবে বলে আমি বিশ্বাস করি।

জয় হোক বাংলা ব্লগারদের, জয় হোক মানুষের।

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

এবারও তাই হোক...

ধন্যবাদ, প্রিয় জানা আপা :)

৯৫| ১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩০

মামুনূর রহমান বলেছেন: ব্লগ ডে'র অভিজ্ঞতাটা নেবার সুযোগ হয়নি কখনো । আশা করি এবার থাকতে পারবো ।

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


থাকুন.... মজা হবে আশা করছি :)

৯৬| ১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩১

জানা বলেছেন:

একটি দারুণ পোস্ট নতুন করে সবার সাথে শেয়ার করার গুরুত্বটা আশা করি সবাই উপলব্ধি করবেন।

পুরনো পোস্ট হলেও সবার নজরে আরেকবার এনে দিতে চাই। পড়ে দেখুন:

http://www.somewhereinblog.net/blog/dmsumon/29993839#comments

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


সত্যিই টাচিং!

ধন্যবাদ আবারও মাননীয়া ;)

৯৭| ১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
শুভকামনা।

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ধন্যবাদ, এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা :)
শুভ কামনা প্রবাসীদের জন্য................

৯৮| ১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৫

জানা বলেছেন:
প্রিয় আইডিয়াবাজ বন্ধুরা,

জরুরী ভিত্তিতে এবারের ব্লগ দিবসের প্রতিপাদ্য কি হবে তা নিয়ে আপনাদের মতামত এবং প্রস্তাবনা আশা করছি।

এই স্টিকি পোস্টে এসেই জানাতে থাকুন। এরপর খুব শিগগীরই ব্লগারদের কাছ থেকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং ১৯ শে ডিসেম্বর বাংলা ব্লগদিবস এর ব্যানার এবং পোস্টার চেয়ে নোটিশবোর্ড থেকে একটি পোস্ট আসছে।

সবাই নিরাপদে এবং আনন্দে থাকুন, সবাইকে আনন্দে রাখুন।

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


আপনিও আনন্দে থাকুন এবং আমাদেরকে আনন্দে রাখুন ;)

৯৯| ১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৬

ভবোঘুরে মুন্না বলেছেন: শুভ কামনা রইলো

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



ধন্যবাদ আপনাকে, ভবোঘুরে মুন্না :)

১০০| ১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি কোথাও যেতে পারছি না বলে নিজের বাসায়ই ব্লগ ডে পালন করার আয়োজন করছি। সবার দাওয়াত থাকলো।


শুভেচ্ছা থাকলো।


১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


লোভনীয় প্রস্তাব.... সোনাবীজ ভাই!
বিস্তারিত জানিয়ে আরেকটি পোস্ট দেবেন, আশা করছি ;)

১০১| ১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৫

জানা বলেছেন:

তাড়াতাড়ি ভ্যেনু, মেনু এবং কর্মসূচি জানিয়ে দিন সো.অ.ধু ভাই। আরতো ত্বর সইছে না :D

বড় কোন আয়োজনে নিমন্ত্রণ রক্ষা করতে সবসময়ই আমার বেশ জোরেসোরে প্রস্তুতি নেয়া অভ্যাস :P । তাই হাতে বেশ খানিকটা সময় চাই। আমার ঐ রিক্সাটা ধুয়ে-মুছে ফুলে সাজিয়ে, ভাল একখানা তাঁতের শাড়ি পরে, চোখে সুরমা দিয়ে, এক খিলি পান মুখে দিয়ে আয়েস করে আদরের রিক্সাটায় উঠবো। ব্যাস, একেবারে নিশ্চিন্ত ;) । এদিকে ঢাকার স্মার্ট আইডিয়াবাজ ব্লগাররা মিলিমিশে কি করে করুগ্গে। সেসব তারা ঠিকই সামলে নিতে পারবে জানি। B-) B-) :-B

!:#P !:#P !:#P !:#P

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


হাহাহাহ.... আমারও একই দাবি, সোনাবীজ ভাইয়ের প্রতি।

আপনার রিক্সাটি নিয়ে কিন্তু অনেক কৌতূহল সৃষ্টি হলো... ;)

শুভেচ্ছা জানবেন, মাননীয় পেরধান মন্ত্রী ;)

১০২| ১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২১

মোমেন মুন্না বলেছেন: ধন্যবাদ! আমার পোস্টটি স্টিক করার জন্য!

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


শুভেচ্ছা বরিশালের ব্লগ দিবসের জন্য :)

১০৩| ১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৩

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: সমন্বিত ব্লগ আয়োজনের বিষয়ে কয়েকটি ব্লগ এক হয়ে কাজ করতে পারে...

এ বিষয়ে ব্লগ এডমিনের সাথে যোগাযোগ রাখছি আশা করি সফল হবে....

শুভকামনা রইলো...

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


আশা করছি তারা যথাসময়ে ঘোষণা দেবেন...
ধন্যবাদ আপনাকে :)

১০৪| ১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

এমএম মিন্টু বলেছেন: সফল হোক ব্লগ দিবস
ব্লগ দিবসে সকল ব্লগার ভাই বোনদের ও ভাবীদের শুভেচ্ছা

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


দুলাভাই কিন্তু বাদ পড়ে গেলো ;)

শুভেচ্ছা..... এমএম মিন্টু.......

১০৫| ১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ব্লগ ডে সফল হোক! খুব বেশি দিন হয়নি ব্লগে লিখি! তাই অনেক কিছুই এখনো জানা হয়নি! গতবারেই জেনেছিলাম ব্লগ ডে’র কথা কিন্তু যেতে পারিনি! এবারো দেখছি! ঢাকায় যেতে পারবো কি না জানি না তবে দিনাজপুরের আয়োজনে যাওয়ার চেষ্টা থাকবে! যেহেতু দিনাজপুরেই আছি! আমার একটা প্রস্তাব আছে- প্রতিবার বড়- সড় আয়োজনটা মানে ব্লগ ডে টা ঢাকাতেই না করে, দেশের বিভিন্ন জেলার বিভিন্ন ঐতিহ্যপূর্ণ স্থানে করলে কেমন হয়? এতে করে হয়তো অনেক জেলার মানুষের সেই জায়গাটা দেখার সুযোগ হবে, আবার যারা ঢাকার বাইরে থাকে তারাও হয়তো এটা ভাববে না প্রতিবার ঢাকাতেই কেন বড়-সড় আয়োজন হবে,প্রতিবার আমাকেই কেন ঢাকাতে যেতে হবে? (যদিও এই ধরনের আয়োজন করতে গেলে অনেক সমস্যা থাকবে- তারপর ও ভেবে দেখতে পারেন) !

১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ভালো প্রস্তাব..... জেলা নিয়েই দেশ :)

দিনাজপুরের জন্য শুভ কামনা...... ইপ্সিতা চৌধুরী!

১০৬| ১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ব্লগ ডে সফল হোক! খুব বেশি দিন হয়নি ব্লগে লিখি! তাই অনেক কিছুই এখনো জানা হয়নি! গতবারেই জেনেছিলাম ব্লগ ডে’র কথা কিন্তু যেতে পারিনি! এবারো দেখছি! ঢাকায় যেতে পারবো কি না জানি না তবে দিনাজপুরের আয়োজনে যাওয়ার চেষ্টা থাকবে! যেহেতু দিনাজপুরেই আছি! আমার একটা প্রস্তাব আছে- প্রতিবার বড়- সড় আয়োজনটা মানে ব্লগ ডে টা ঢাকাতেই না করে, দেশের বিভিন্ন জেলার বিভিন্ন ঐতিহ্যপূর্ণ স্থানে করলে কেমন হয়? এতে করে হয়তো অনেক জেলার মানুষের সেই জায়গাটা দেখার সুযোগ হবে, আবার যারা ঢাকার বাইরে থাকে তারাও হয়তো এটা ভাববে না প্রতিবার ঢাকাতেই কেন বড়-সড় আয়োজন হবে,প্রতিবার আমাকেই কেন ঢাকাতে যেতে হবে? (যদিও এই ধরনের আয়োজন করতে গেলে অনেক সমস্যা থাকবে- তারপর ও ভেবে দেখতে পারেন) !

১০৭| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:২৩

এমএম মিন্টু বলেছেন: আমি একটু আগে যে মন্তব্য করেছিলাম সেই মন্তব্যটি কোথায় বা সরালেন কেন একটু খুলে বলবেন আমার লেখার অন্যায় বা দোষ কোথাই

১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ভালোমতো দেখুন.... ১০৪ নম্বর মন্তব্যটি আপনার ;)

এভাবে প্রতিক্রিয়া প্রকাশ করার আগে আপনাকে ভালোভাবে পরখ করতে হতো... এটি পাবলিক প্লেইস এবং আপনার লেখা মুছার সুযোগ নেই... হাহাহা!


শুভেচ্ছা..... আবারও :)

১০৮| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০৮

বিদেশী বাঙালী বলেছেন: সিলেটে হচ্ছে কি?

১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




অবশ্যই হবে......

মহামহোপাধ্যায়, মামুন রশিদ প্রমুখ ব্লগারদের নিক পর্যবেক্ষণ করুন... :)



কিন্তু আপনি তো দেশে নেই মনে হচ্ছে....

১০৯| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০৬

মোঃ মোশাররফ হোসেন (মুন্না) বলেছেন: এই আয়োজনের সাথে যুক্ত হওয়ার অহ্বান জানিয়ে বন্ধু ব্লগে একটি পোষ্ট স্টিকি করা হয়েছে.... বন্ধু ব্লগের পোষ্টঃ বাংলা ব্লগ দিবস উদযাপন-২০১৪ তে বন্ধু ব্লগ যুক্ত হতে পারে

বন্ধু ব্লগ এই আয়োজনের সাথে যুক্ত হতে চায়....

আশা করি সকল ব্লগ এক হয়ে এবার একটা বড় ব্লগিও আয়োজন হবে বলে আশা করি.....

২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ধন্যবাদ :)

১১০| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০৭

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: এই আয়োজনের সাথে যুক্ত হওয়ার অহ্বান জানিয়ে বন্ধু ব্লগে একটি পোষ্ট স্টিকি করা হয়েছে.... বন্ধু ব্লগের পোষ্টঃ বাংলা ব্লগ দিবস উদযাপন-২০১৪ তে বন্ধু ব্লগ যুক্ত হতে পারে

বন্ধু ব্লগ এই আয়োজনের সাথে যুক্ত হতে চায়....

আশা করি সকল ব্লগ এক হয়ে এবার একটা বড় ব্লগিও আয়োজন হবে বলে আশা করি.....

২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



মোসাদ্দেক হোসেন ও বন্ধুব্লগের জন্য একরাশ শুভকামনা :)

১১১| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০৯

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: এই আয়োজনের সাথে যুক্ত হওয়ার অহ্বান জানিয়ে বন্ধু ব্লগে একটি পোষ্ট স্টিকি করা হয়েছে.... বন্ধু ব্লগের পোষ্টঃ বাংলা ব্লগ দিবস উদযাপন-২০১৪ তে বন্ধু ব্লগ যুক্ত হতে পারে

বন্ধু ব্লগ এই আয়োজনের সাথে যুক্ত হতে চায়....

আশা করি সকল ব্লগ এক হয়ে এবার একটা বড় ব্লগিও আয়োজন হবে বলে আশা করি.....

২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


শুভ ব্লগ দিবস :)

১১২| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:২৩

তাশমিন নূর বলেছেন: প্রশংসনীয়। শোভাযাত্রা হতে পারে। রক্তদান কর্মসূচিও হতে পারে। এক কথায়, দাগ মুছে দারুন কিছু হোক এই কামনাই করি।

২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


//দাগ মুছে দারুন কিছু হোক এই কামনাই করি//


শুভ ব্লগ দিবস :)

১১৩| ১৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:২৫

আরজু পনি বলেছেন:

-------
অফটপিকে মন্তব্য করার জন্যে দুঃখিত....
কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষনের জন্যে এই কমেন্ট...


আমার নিজের পোস্টে প্রবেশ করতে গেলেই সার্ভারের সমস্যা দেখাচ্ছে...এটা কি আমার একারই নাকি আরো কারো সমস্যা

২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



ব্লগ দিবস উদযাপনের সাথে আরজুপনি নামটি অনেক গুরুত্বপূর্ণ হয়ে আছে রেকর্ডের বইয়ে.... :)

শুভেচ্ছা জানবেন, প্রিয় সহব্লগার :)

১১৪| ১৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৫

সুমাইয়া আলো বলেছেন: ৬ষ্ঠ ব্লগ দিবস আয়োজনের সূচনা কর্মের জন্য অভিনন্দন গ্রহণ করুন। মাইনুল ভাই এইবার রাজশাহিতে ব্লগ ডে পালন হবে না?

২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



রাজশাহী একটি জেলা... অবশ্যই হবে।

ডাক দিন.... বিভিন্ন জেলার সহব্লগাররা নিজ নিজ এলাকার সহব্লগারদেরকে আলাদা পোস্ট দিয়ে আহ্বান জানাচ্ছেন....

শুভেচ্ছা, সুমাইয়া আলোকে :)

১১৫| ১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৪

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: এ সংক্রান্ত একটি পোষ্টে এগিয়ে আসতে চায় শব্দনীড় ব্লগ...

বাংলা ব্লগ দিবস উদযাপন-২০১৪ তে শব্দনীড়ের ব্লগাররা যুক্ত হতে চায়

২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


শুভেচ্ছা থাকলো...... :)

১১৬| ১৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৫

সঞ্জয় নিপু বলেছেন: আশা করছি বিগত বছরের মত এক সাথে স ক লে অনেক মজা করে ১৬ই ডিসেম্বর এবং ব্লগ ডে পালন করতে পারবো । আপডেটের অপেক্ষায় রইলাম ।

২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



শুভ ব্লগ দিবস ২০১৪ :)

১১৭| ১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: আমার তো পোস্ট টা পড়েই দারুণ এক্সাইটিং লাগছে..! সব ব্লগার রা একত্র হব! দারুণ একটা ব্যাপার...! ভাবতেই গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে!


আমি বলব, কর্মসূচী যাই হোক, আমার একটা অনুরোধ থাকবে, দেশের বাইরে তো অবশ্যই, আমাদের দেশের ভেতরে প্রোগ্রামটা যেন গোটা দেশব্যাপী হয়। মানে আমি বলতে চাচ্ছি শুধু রাজধানী কেন্দ্রিক যেন না হয়ে যায় প্রোগ্রামটা, প্লীজ... আমি নিজে চিটাগং এর মানুষ-এখানে থাকি, তাইই এত অনুরোধ।
যদিও ব্লগারদের জন্য ঢাকা শহর বিশেষত শাহবাগ এর একটা অসাধারণ ব্যাঞ্জনা রয়েছে- আমি চাই সেটা ধুমধামেই উদযাপিত হোক এবার...! ;)
কিন্তু অন্যান্য জেলাশহরগুলোও যেন উৎসব থেকে বাদ না যায়।

শুভকামনা ব্লগ দিবসের জন্য।
জয় হোক বাংলা-ব্লগিং এর.. :)

২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



আপনার পোস্টটি মূল পোস্টের সাথে যুক্ত করে দেওয়া হলো...

৬ষ্ঠ ব্লগ দিবস সফল হোক :)

১১৮| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৭

জানা বলেছেন:

১১১ নম্বর মন্তব্যের মোঃ মোসাদ্দেক হোসেন,

আপনাদের প্ল্যাটফর্মের প্রাথমিক কিছু তথ্য দিয়ে এবং এই উদযাপনে অংশগ্রহণে আগ্রহ জানিয়ে আমাকে একটি মেইল করুন। কারণ ইতিমধ্যে আমি অন্যান্য প্ল্যাটফর্মের দয়িত্বে যাঁরা আছেন তাঁদের মেইল করে একটি মতবিনিময় সভায় আমন্ত্রণ জানিয়েছি। উল্লেখ্য এভাবে আরও কোন বাংলা ব্লগ প্ল্যাটফর্ম তাদের সংযুক্তি চাইলে আমাকে মেইল করুন।
[email protected]

২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



ধন্যবাদ, জানা আপা :)

১১৯| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৩

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: ব্লগার @ জানা আপু বলেছেন, এবারের বাংলা ব্লগ দিবসের প্রতিপাদ্য কি হবে, সেটা নিয়ে সবাইকে আলোচনা করতে।
আমি দৃষ্টি আকর্ষন করতে চাই, সাম্প্রতিক সময়ে মৌলবাদী গোষ্ঠী দ্বারা ঘটে যাওয়া কিছু হত্যাকান্ডের দিকে। অতি সম্প্রতি রা.বি’র প্রফেসর অধ্যাপক শফিউল ইসলাম, আনূপুর্বিক ফারুকী হুজুর। এদের হত্যা করা হয়েছে কেবলমাত্র মতাদর্শগত সংঘর্ষের কারণে, মানবতার কথা প্রচারের কারণে। তারও আগে শাহবাগ মুভমেন্ট চলাকালীন ব্লগার রাজীব হত্যা, নারায়ণগঞ্জে কিশোর ত্বকী হত্যা, সবগুলো হত্যাক্ন্ডই একই কারণে ঘটেছিল- মৌলবাদ বিরোধীতা এবং মুক্তকন্ঠে তা উচ্চারণের জন্যে! আর ব্লগার ও সাগর-রুনি হত্যার দগদগে ক্ষত তো এখনও আছে, তা উপশমেরও কোন ব্যাবস্থা আজও হয়নি। ইন ফ্যাক্ট, উল্লেখিত কোন হত্যাকান্ডেরই কোন সুরাহা বা যেটাকে বলে ন্যায়বিচার, তা হয়নি।
বাংলা ব্লগিং যদি হয় মুক্ত এবং (অবশ্যই শুভ) বুদ্ধির চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ামক, তাহলে মুক্তকন্ঠ ও কলমের বিরুদ্ধে এই হিংস্রতার বিপরীতে আমাদের কথা বলতেই হবে। আর বাংলা ব্লগ দিবসের প্রতিপাদ্য হিসেবে বিষয়টি যদি স্থান পায়, তাহলে নীতিগতভাবে আমরা যেমন স্বচ্ছ থাকতে পারি, তেমনি বৃহৎ পরিসরে মানুষের কাছে আমাদের আওয়াজটুকু পৌঁছে ও দিতে পারি।
দয়া করে বিষয়টি বিবেচনা করবেন :)

২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



গুরুত্ব মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে :)

১২০| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:১৩

জানা বলেছেন:

শব্দনীড় ব্লগ গত কয়েক বছর ধরেই এই আয়োজনে যুক্ত আছেন। সঙ্গত কারণে এবারও আসন্ন প্রথম মিটিংটিতে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

ধন্যবাদ।

২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



জেনে খুশি হলাম। সকল ব্লগকে যুক্ত করার বিষয়টি ব্লগ দিবসের সফলতার সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত।

১২১| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ২:১৪

মতিউর রহমান মিঠু বলেছেন: বাংলা ব্লগতো অনেক আছে যেমন-সামু, বাংলা কবিতা, আমাদের বাংলা, অনুকাব্য, বন্ধুব্লগ, শব্দনীড়,ইষ্টিশন,সাহিত্য ব্লগ ত্যাদি ইত্যাদি। সব ব্লগ কি আমরা এক হতে পারিনা? এটা হলে ব্লগ দিবস একটা ভিন্নমাত্রা পাবে বলে মনেকরি। এ বিষয়টা ভবে দেখা যেতে পারে। অনেক ধন্যবাদ।

২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ভালো প্রস্তাব :)

১২২| ২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪১

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: জানা আপনার দৃষ্টি আকর্ষন করছি


বাংলা ব্লগ দিবস উদযাপন-২০১৪ আয়োজন উপলক্ষেআহবান/ মিটিং সংক্রান্ত তথ্যের কোন ইমেইল শব্দনীড় কর্তৃপক্ষের বরাবর আসেনি।

২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



১২০ নম্বর মন্তব্য দেখুন.... :)

১২৩| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৯

মোকসেদুল ইসলাম বলেছেন: সফলতা কামনা করছি

২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



শুভেচ্ছা জানবেন :)

১২৪| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২২

বিদেশী বাঙালী বলেছেন: ভাই কি আমার উপর কোন কারণে মনঃক্ষুন্ন? সিলেটে ব্লগারস ডে পালিত হচ্ছে কি না, এ নিয়ে যে কমেন্টা-টা করেছিলাম, তা কেমন করে মুছে গেলো বুঝলাম না।

২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



বিদেশী বাঙ্গালী!!!! ১০৮ নম্বর মন্তব্যটি তো আপনারই দেখছি ;)


শুভেচ্ছা........ :)

১২৫| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৩

সাহিত্য বাজার বলেছেন: http://shahittabazar.com/ এ আপনার লেখা ও মন্তব্য দিন।

২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ধন্যবাদ এবং শুভেচ্ছা :)

১২৬| ২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২০

আমির আসহাব বলেছেন: সঙ্গে আছি............... কিন্তু অভিজ্ঞতা নেই।

১২৭| ২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২২

আমির আসহাব বলেছেন: সঙ্গে আছি....... কিন্তু অভিজ্ঞতা নেই।

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



সঙ্গেই থাকুন.... :)

১২৮| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৯

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: :||

১২৯| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৩০

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: :||

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ধন্যবাদ :)

১৩০| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:১৭

জানা বলেছেন:

এবারের আয়োজন নিয়ে আলোচনার জন্য আমাদের সম্মিলিত ব্লগের সবাইকে যে ইমেইলটি করা হয়েছে তা আবারও শব্দনীড় এর এডমিন@শব্দনীড়।কম এ ফরোয়ার্ড করা হয়েছে। আশা করি দেখবেন।

অন্যান্য ব্লগের সংযুক্তি নিয়ে আমরা সবাই সবসময় আনন্দিত। কেবল কয়েকটি বিষয় বিশেষভাবে মাথায় রাখা দরকার:

ক) ব্লগটি কোন বিশেষ রাজনৈতিক এজেন্ডা নিয়ে প্রতিষ্ঠিত নয়।
খ) কোন বিশেষ মতবাদ/ইজম/ প্রচার-প্রচারণামূলক কার্যক্রম বা উদ্দশ্যপ্রণদিত নয়।
গ) ব্লগটির সাথে স্বদেশ, সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং গৌরবময় ঐতিহ্যের বিরোধিতাকারী কোন স্বার্থ জড়িত নয়।
ঘ) সার্বজনীন মত প্রকাশে দায়িত্বশীল বাকস্বাধীনতায় আন্তরিক সমর্থন ও সম্মানবোধ আছে।

ইচ্ছুক ব্লগ এডমিন/পরিচালক/ সঞ্চালক বা কর্তৃপক্ষ আমাকে সরাসরি মেইল করে এবং ফোনে যোগাযোগ করতে পারেন।

আমার ইমেইলঃ জানা@সামহোয়্যারইন.নেট
আমার সেল নাম্বারঃ ০১৭১৩০০৮৯০০

গতবছর ২০১৩ তে ঠিক এই সময়ে দেশে বিরাজমান অস্থিরতা এবং নিরাপত্তাহীনতার বিষয়টি বিবেচনা করে কেবল অনলাইন এবং বিচ্ছিন্নভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে এবং দেশের বাইরে কিছু জায়গায় ১৯শে ডিসেম্বর একযোগে ব্লগ দিবস উদযাপিত হয়েছে।

আসছে রবিবার আমাদের এবারের প্রথম বৈঠকটির জন্যে ইতিমধ্যে আমন্ত্রণ জানিয়ে ইমেইল করা হয়েছে।

ভাল থাকবেন সবাই।

@মইনুল ভাই,
চট্টগ্রামের ব্লগার যাহিন এর লেখা পোস্টটি এখানে সময় করে জুড়ে দিন।
http://www.somewhereinblog.net/blog/DoshyeeNijhoom/29994169

ধন্যবাদ।

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




ধন্যবাদ, মাননীয়া B-)

১৩১| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৭

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: সিনিয়র ব্লগারস -- জানা আপু এবং মইনুল ভাই, অনেক অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পোস্টটি সংযুক্ত করার জন্য :) !:#P !:#P

ষষ্ঠ বাংলা ব্লগ দিবস সফল হোক, বাঁধ ভাঙার আওয়াজ সার্থক হোক... :)

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



যাহিন, আপনাকে স্বাগতম :)

চট্টগ্রামের ব্লগ দিবসের একরাশ শুভ কামনা.... :)

১৩২| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৫

আমির আসহাব বলেছেন: সঙ্গে আছি....... তবে অভিজ্ঞতা নেই।

১৩৩| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৬

আমির আসহাব বলেছেন: সঙ্গে আছি.............তবে অভিজ্ঞতা নেই।

১৩৪| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১:০২

আমির আসহাব বলেছেন: মন্তব্য দেখা যাচ্ছিল না, তাই বারবার একই কথা এসছে (দুঃখিত)।


উদ্দ্যোগের সফলতা কামনা করছি

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



১০০ অতিক্রম করলেই মন্তব্য দ্বিতীয় পৃষ্ঠা চলে যায়। মন্তব্যের লিংক না থাকায়.... বিষয়টি অনেকে ধরতে পারছেন না।

ধন্যবাদ, আমির আসহাব ভাই :)

১৩৫| ২১ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:০০

শেরজা তপন বলেছেন: ৬ষ্ঠ ব্লগ ডে'র সফলতা কামনা করছি। দারুন একটা মিলনমেলা হবে নিঃশ্চয়ই...

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



তবে দেখা হোক :)

১৩৬| ২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

মোঃ মোসাদ্দেক হোসেন বলেছেন: শব্দনীড়ে যে প্রশ্ন উত্থাপিত হয়েছে এই বিষয়ে সামহ্যায়ারইনের কর্তৃপক্ষের বিবৃতির দিকে চেয়ে আছে সকলেই।

আশা করি কর্তৃপক্ষে এই বিষয়ে সুস্পষ্ট মতামত দেয়ার মাধ্যমে এই আয়োজনকে সফল ভাবে সম্পন্ন এবং সকল ব্লগের নিশ্চিতের বিষয়ে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আমি আশাবাদি....

শুভকামনা............

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




দিনাজপুরের ব্লগ দিবসের জন্য অনেক শুভ কামনা থাকলো :)

১৩৭| ২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

জানা অপু@

আপনি আসবেন। ঈগলের ডানা বেয়ে আসমান থেকে নামবেন। যশোর-খুলনা-মংলার পথে কদম্ব-গালিচা পাতা থাকবে। আপনার রাজহংসী রিকশার ঝালর কিশোরীর ওড়নার মতো বাতাসে উড়বে, যেন মনোরম একঝাঁক প্রজাপতি। কুসুম গদিতে আপনি দুলছেন রিকশার ঢেউয়ে, ইষৎ ঘাড় ঘুরিয়ে ডানে-বামে তাকালেই দেখবেন- কী সুন্দর বর্ণে, সবুজ পল্লবে স্নিগ্ধ হাসছে বন্দর নগরীর সরণি-বীথিকা। আপনি ইশারায় অঙ্গুলি তুলবেন, অমনি ছুটে এসে সুন্দরী বাঘিনীরা কুর্নিশে চরণ ছুঁয়ে দিবে। দলে দলে হরিণীরা সেবাদাসী।

আমি এক অদৃশ্য পাখি। করমজলের টাওয়ারে আমার ঘর। হিরণপয়েন্ট ঘরের উঠোন। সবুজ পাথারের নিবিড় অমৃতে আমি বেঁচে থাকি, সতত সজীব ও ঋদ্ধ। আপনি আসবেন, এ আনন্দ কীভাবে, কোথায় রাখি!

আপনি আসবেন, আপনার পদস্পর্শে আমার আঙিনা ধন্য হবে। আনন্দে বিভোর। আপনি আসবেন। আসবেন নিশ্চয়ই।

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



আহা.... কী কাব্যিক আহ্বান.... :)

জানা আপুর কারণে আমিও মুগ্ধ হবার সুযোগ পেলাম :)

১৩৮| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১৬

মোস্তাফিজ ফরায়েজী জেরী বলেছেন: ১। ব্লগ দিবসে অন্য সব ব্লগ প্লাটফর্মের ব্লগারদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হোক।

২। Every Blogger's Day এর পরিবর্তে Every Bengali Blogger's Day করার প্রস্তাব রাখছি। কেননা এটা পৃথিবীর সকল ব্লগারদের কোন বিশেষ দিন নয়।

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



চিন্তাশীল মন্তব্যের আপনাকে অনেক ধন্যবাদ, প্রিয় সহব্লগার :)

১৩৯| ২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৮

মুহিব জিহাদ বলেছেন: আইচ্ছা ১৯ তারিখ কি চলে গেছে নাকি সামনে আছে!!! কিছু পিকচার আপডেট দিলেওত দেখতে পারতাম

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



১৯ শে ডিসেম্বর..... :)

আয়োজন সম্পর্কে আরও আপডেট আসছে....

১৪০| ২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৩

ভালোবাসার কাঙাল বলেছেন: গত ব্লগ দিবসে স্বশরীরে উপস্থিত হয়ে অনেক প্রথিতযশা ব্লগারদের সাথে আড্ডা দেবার সুযোগ হয়েছিল। এবারের ব্লগ দিবস আশা করি আরো বড় পরিসরে হবে। নবীন ব্লগারদের সাথে অভিজ্ঞতায় প্রবীণ ব্লগারদের মেলবন্ধনের কাজ করে যাবে এই ব্লগ দিবস।

আয়োজন যাই হোক পাশে থাকার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।

৬ষ্ঠ বাংলা ব্লগ দিবস সফল হোক :) :) :)

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



এবারের অভিজ্ঞতা আরও ভালো হোক :)

১৪১| ২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩০

সরদার হারুন বলেছেন: ঢাকায় কবে কোথায় হচ্ছে?
তা নিয়ে কোন আপডেট থাকলে সংযুক্ত করে দেবার অনুরোধ রইল মইনুল ভাই।
কারন এত কমেন্টের মাঝ খানে কোন তথ্য থাকলে ও খুঁজে বের করা কষ্টকর ব্যাপার।
শুভেচ্ছা নিরন্তর।

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



শিঘ্রই বিস্তারিত তথ্যসহ আয়োজনের খবর আসছে.... :)


আপনার জন্যও শুভ কামনা!

১৪২| ২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

কমিউনিস্ট বলেছেন: ব্লগ দিবস সফল হোক।হিংসা-বিদ্ষেষ দূর হোক।

১৪৩| ২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১০

কমিউনিস্ট বলেছেন: ব্লগ দিবস সফল হোক।শুভকামনা রইল।

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




বিপ্লবী শুভেচ্ছা!

১৪৪| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০৬

মোমেন মুন্না বলেছেন: বরিশালের সবাইকে ধন্যবাদ কমেন্ট করারা জন্য! আমারা মুল প্রোগামের আগে একবার সবাইকে নিয়ে একটা মত বিনিময়ের আয়োজন করতে চাই। যারা বরিশালে আছেন তারা আমার অথবা ণেবুলা মোর্শেদ ভাইএর নম্বরে যোগাযোগ করুন!

১৪৫| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০৭

মোমেন মুন্না বলেছেন: বরিশালের সবাইকে ধন্যবাদ কমেন্ট করারা জন্য! আমারা মুল প্রোগামের আগে একবার সবাইকে নিয়ে একটা মত বিনিময়ের আয়োজন করতে চাই। যারা বরিশালে আছেন তারা আমার অথবা ণেবুলা মোর্শেদ ভাইএর নম্বরে যোগাযোগ করুন!

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




বরিশালের ব্লগ দিবসের জন্য শুভ কামনা :)

১৪৬| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২৬

বাড্ডা ঢাকা বলেছেন: অভিনন্দন

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



গীতিকাব্যটি ভালো লেগেছে :)
এবার একটি কবিতা হয়ে যাক না!

১৪৭| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৩৮

মামুন ইসলাম বলেছেন: ৬ষ্ঠ বাংলা ব্লগ দিবসের
অভিন্দন ।

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ধন্যবাদ :)

১৪৮| ২৩ শে নভেম্বর, ২০১৪ ভোর ৫:০১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার পোষ্ট। অনেক শুভেচ্ছা। সফল হোক ব্লগ দিবস।

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



ইউকে ব্লগ দিবসের খবর জানতে চাই :)

১৪৯| ২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৮

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: সামুর সকল ব্লগারদের একসাথে দেখার বাসনা সবসময় পোষন করি।

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



বাসনা পূরণ হোক এবার :)

১৫০| ২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৭

অদৃশ্য বলেছেন:





বরাবরের মতো সুন্দর ও সফল ব্লগ ডে পালিত হোক এই প্রার্থনা রইলো...

সকল ব্লগারের জন্য শুভকামনা...

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



তো... কবিতা হয়ে যাক একটি :)


শুভেচ্ছা, অদৃশ্য!

১৫১| ২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

 বলেছেন: ৬ষ্ঠ ব্লগ দিবসের জন্য শুভকামনা । :D

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



ধন্যবাদ :)

১৫২| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:২৮

এনামুল রেজা বলেছেন: আয়োজন সফল হোক এইটাই কামনা। আমার মস্তৃষ্ক বোকাটাইপ, আইডিয়া আপাতত নেই। তবে আপনাদের সাথে যেকোনো আয়োজনে যোগ দিতে ভালো লাগবে.....

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



-হাহাহা আমার মতো আরকি!

প্রিয় এনামুল রেজার জন্য শুভেচ্ছা :)

১৫৩| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:২২

কালের সময় বলেছেন: ৬ষ্ঠ বাংলা ব্লগ দিবসের আন্তরীক অভিন্দন ও শুভেচ্ছা নিবেন

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



ধন্যবাদ :)

১৫৪| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২৯

কালের সময় বলেছেন:

শুভেচ্ছা
থাকলো।

১৫৫| ২৪ শে নভেম্বর, ২০১৪ ভোর ৬:০২

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: সকলে মিলে সুন্দর একটি আয়োজন হোক। উপস্থিত হতে পারব না ভেবে খারাপ লাগছে।
ব্লগ দিবসের অগ্রিম শুভেচ্ছা সকলকে।
শুভ হোক আয়োজন।

২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



ধন্যবাদ।
পট্টবস্ত্রের জন্য অনেক শুভেচ্ছা.... :)

১৫৬| ২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০১

শহুরে কাউয়া বলেছেন: কখনো ব্লগ ডে তে যাইনি। এবার যেতে চাই। আমি কিন্তু কাউকে চিনি না । ভয় পাব না তো? :#> :#> :#>

২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


চেনার কী বাকি থাকে? ;)
ধন্যবাদ.... :)

১৫৭| ২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৪

শহুরে কাউয়া বলেছেন: আমি কক্ষনো ব্লগ ডে তে আসিনি। এবার ইচ্ছা আছে। কিন্তু আমি তো কাউকে চিনি না। ভয় পাবো না তো? :#> :#> :#> :#>

১৫৮| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৫১

তৌফিক মাসুদ বলেছেন: ব্লগে লেখালেখি করাতেই বেশ কিছু গল্প, শিশু সাহিত্য আমি লিখতে পেরেছিলাম। আপনাদের অনুপ্রেরনায় ততটুকু সম্ভব হয়েছিল। এখন আর আগের মত লেখিনা। আলো ব্লগকে অনেক মিস করি।

আপনার লেখা ভাল লাগল। শুভকামনা মইনুল ভাই।

২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ব্লগের প্রেরণা রবীন্দ্রনাথের ভাগ্যেও জোটে নি! আপনি তো ভালো লেখেন। আবার শুরু করুন।

১৫৯| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৯

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ এবং শুভেচ্ছা গ্রহণ করুন... প্রিয় মাঈনউদ্দিন মইনুল ভাই.

২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



প্রিয় বাড্ডা ঢাকাকে অনেক ধন্যবাদ....
এবং শুভেচ্ছা :)

১৬০| ২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

নাসরীন খান বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ।সফল হোক।

২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



আপনিসহ অনেকে আসার পর তা সফল হবে ;)

১৬১| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৩১

ধূসরছায়া বলেছেন: নবজাত ব্লগার হিসেবে প্রথমেই ‘ব্লগ ডে’র সাফল্য কামনা করছি।
সকল বাংলা ব্লগারদের এক চাদের নিচে এনে উৎসব-টা করলে দিবসটা যথাযথ অর্থবহ হবে বলে মনে করি!
ব্লগে অনেক কবি দেখতে পাই! অনেকে খুব সুন্দর কবিতা কিংবা কবিতার মতো করে লিখেন। সেগুলো পড়ায় যতো আনন্দ লাগে, আবৃতি শুনতে নিশ্চয়ই আরও সুখের হবে?
আপাতত পরীক্ষা নিয়ে ব্যস্ত আছি, তবে ‘ব্লগ ডে’ উৎসবে থাকার ইচ্ছা প্রকাশ করছি। :)

২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



-হাহাহা! অনেক সুন্দর কথা বলেছেন আপনি... ভালো লাগলো!


পরীক্ষা শেষ করুন.... এটি প্রথমে রাখুন ;)
তারপর ব্লগ ডে!

১৬২| ২৬ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: ইতিমধ্যেই ৩০০ মন্তব্য পার হয়ে গেছে। পোস্ট পড়ার পর এতোগুলো মন্তব্য পড়ার সময় পাই নাই। তবে এলোপাথাড়ি বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য পড়েছি। এতো মন্তব্যের ভিড়ে আমার মন্তব্যের বক্তব্য রিপিট হওয়ার সম্ভবনা আছেও জেনে করছি। :)

কোন দিন ব্লগ দিবস পালিত হবে এ নিয়ে মতভেদের ব্যাপারটা আমরা সকলেই জানি। তবুও মনে হয় বেশীর ভাগ ব্লগারের সমর্থন ১৯শে ডিসেম্বর এর উপর। সামুও এই দিনটাতেই ব্লগ দিবস উৎযাপন করতে যাচ্ছে। সাথে থাকছে আরও অনেক ব্লগ। তাই এটা ব্যাপক আকার ধারণ করবে কোন সন্দেহ নেই। এই এই বিষয়ে আমি জানতে চাচ্ছিলাম কোন সমন্বয় কমিটি করা হয়েছে কিনা? যদি ইতিমধ্যেই করা হয়ে থাকে তবে তারা শেষ চেষ্টা হিসাবে যারা ১৯শে ডিসেম্বর না করে অন্যদিন ব্লগ দিবস পালন করতে যাচ্ছে, তাদের সাথে বসে একটা ঐক্যে আসার চেষ্টা করা হয়েছে কিনা? পরে আবার আসার চেষ্টা করবো। ধন্যবাদ মইনুল ভাই।

২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




কমিটি গঠন করার জন্যও ন্যূনতম সমন্বয় থাকা চাই। আশা করি বুঝাতে পেরেছি ;)

ধন্যবাদ, প্রিয় ঘাসফুল.... গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন।

শুভেচ্ছা :)

১৬৩| ২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫০

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা

২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ধন্যবাদ :)

১৬৪| ২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩২

আমিনুর রহমান বলেছেন:




মইনুল ভাই, ৬ষ্ঠ ব্লগ দিবস ; ব্লগারদের মিলন মেলা লিঙ্কটা এড করে দিতে পারেন।

২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



ধন্যবাদ :)

১৬৫| ২৭ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

একজন আরমান বলেছেন:
সাথে আছি।
শুভকামনা রইলো।

২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


ধন্যবাদ... এবং শুভেচ্ছা :)

১৬৬| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১০

ডার্ক ম্যান বলেছেন: সোনাবীজ@ আপনি স্কাইপির মাধ্যমে যোগ দিতে পারেন

২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


হাহাহা, ভালো পরামর্শ! অনুষ্ঠানটি লাইভ স্ট্রিমিং হবার কথা :)

১৬৭| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:২৬

দূর্যোধন বলেছেন: দেখা হবে B-)

২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



কী সৌভাগ্য আমার.... একজন সেলিব্রেটি ব্লগারকে দেখতে পেলাম....

ধন্যবাদ, দেখা দেবার প্রতিশ্রুতি দেবার জন্য :)

১৬৮| ২৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৬

গোল্ডেন গ্লাইডার বলেছেন: ব্লগারদের মিলনমেলায় দেখা হবে :)

২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



তবে দেখা হোক :)

১৬৯| ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৮

ৎঁৎঁৎঁ বলেছেন: ব্লগ দিবস সফল হোক! সারাবছর যাদের ভারচুয়াল অস্তিত্বের সাথে মিলে থাকা হয়, একদিন হয়ে উঠুক সত্যিকার মিলন উৎসবে!

হ্যাপি ব্লগিং!

২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ব্লগিংয়ে হ্যাপিনেস কমে যাচ্ছে। কবি ৎঁৎঁৎঁ আপনি কোথায়? ভালো থাকুন...

১৭০| ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৮

ৎঁৎঁৎঁ বলেছেন: সারাবছরের ভারচুয়াল দেখা সাক্ষাতের মধ্যে একদিন হল সত্যিকার মিলবার দিন! যতরকম ভাবে দিনটাকে স্মরণীয় করে রাখা যায়!

হ্যাপি ব্লগিং!

২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


কেউ আয়োজন করে দেবে না আর ব্লগ দিবস। চলুন এমনিতেই হঠাৎ দেখা করে বলি... "আরে আজ তো ব্লগ দিবস! অতএব শুভেচ্ছা নিন!" :)

১৭১| ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: (আমি আগে দুইবার মন্তব্য করেও পোস্ট হল না অজানা কারনে! )

ব্লগ দিবস সফল হোক!

হ্যাপি ব্লগিং!

২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

পাতা উল্টালেই দেখতে পেতেন.... :)

১৭২| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:২৯

সাইবার সোহেল বলেছেন: হায়রে ব্যস্ততার কারনে মনে হয় এই বারও কি মিস্ হয়ে গেল??? :(( :(( :(

০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

গত বছর তো আপনি মিস্ করেন নি, এটাই সান্ত্বনার বিষয়। কারণ গত বছর ব্লগ ডে হয় নি!

১৭৩| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪৭

জুয়েলইসলাম বলেছেন: চমৎকার ++

০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ধন্যবাদ।

১৭৪| ০১ লা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: আরও একজন প্রিয় ব্লগার সেতু আশরাফুল হক ভাই আমাদের ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে ।


লিংকটা আপডেট করে দিবেন প্লিজ

০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

তিনি সক্রিয় ব্লগার থাকা অবস্থায়ই আমাদের মধ্য থেকেবিদায় নিলেন। এরকম কিছু ব্লগার আমাদের প্রেরণা হয়ে আছেন। কিছু ব্লগার!

১৭৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৭

লিরিকস বলেছেন: ৬ষ্ঠ ব্লগ দিবসের জন্য শুভকামনা ।

০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

শুভেচ্ছা। মন ভালো থাকলে মাঝেমাঝে ফিরে আসতে পারেন :)

১৭৬| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন: এমন আবার কবে হবে?

০২ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

জানি না। তবে হওয়া উচিত...

সত্যপথিক শাইয়্যানকে অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.