নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তার বহিঃপ্রকাশ করতে ভালবাসি বলেই একটু আধটু লিখি ।

অদৃশ্য প্রতিভা

কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।

অদৃশ্য প্রতিভা › বিস্তারিত পোস্টঃ

ব্লগাররা কবি হতেও জানে.....

২৮ শে জুলাই, ২০১৭ রাত ১১:১১

কালাডুমুর (নদীর নাম)
মোঃ মহিউদ্দিন মিয়া

উজানে বৈঠা ধরে মাঝি মল্লার
ভাটিতে বাঁধে সুর,
স্রোতধারা চলমান তাহার
নদী ঐ কালাডুমুর।

তিমির রাঙা জল তাহার
কচুরি ভাসিছে স্রোত ধরে,
মহাকাল-কালাডুমুর বাধিছে জোট
অতীতেরাই থমকে পড়ে।

বরষায় অথৈ এ নদী
জলজেরাও টানে রথ,
নৌকা,ডিঙি কিংবা স্টিমার
বৈঠা, দাড়েরাও ধরে পথ।

অমুক তমুক গ্রামবাসী
হাটে যায় এ নদী পথে,
নৌকাবাইচের দেখা মেলে কভু
প্রতিযোগিতার সাজে।

সুদিনেরা ফিরিলে হায়
কালাডুমুর বুঝি মরে!
জল শুকায়ে বক্ষ-পৃষ্ঠ এ নদীর
যাতনা-রোদন হয় কংকালসারে।

তোমার জলে ডুবায়ে হে নদী
পেরিয়েছি মোর শৈশব-কৈশোর,
যৌবন-বার্ধক্য ফুরাবে হয়তো
মুছিবেনা তুমি;
হিয়াতে রহিবে মোর।

স্বদেশ কিংবা প্রবাসে
যশিমনে যদিওবা থাকি!
তোমার স্রোতের ঐ ছলছল ধ্বনি
কর্ণকুহরে বাজিবে আমৃত্যু
স্মৃতিমাখা হে কালাডুমুর।undefined

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪৯

নাবিক সিনবাদ বলেছেন: অনেক ভালো লাগলো কবি, শুভ কামনা।

২| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৫

অদৃশ্য প্রতিভা বলেছেন: ধন্যবাদ হে ভাইপ্রতিম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.