নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তার বহিঃপ্রকাশ করতে ভালবাসি বলেই একটু আধটু লিখি ।

অদৃশ্য প্রতিভা

কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।

অদৃশ্য প্রতিভা › বিস্তারিত পোস্টঃ

শোকের মাস আর জামানার চাটুকারিতা

১৪ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৪৭

শোকের মাস চলছে।
চারিদিকে বঙ্গবন্ধুর ঐতিহাসক ভাষণগুলো বাজছে।

কি ভোর, কি সকাল, কি বিকেল, কি সন্ধ্যা বা রাত! বেজেই চলছে।
শুনতে শুনতে ছোট ছোট বাচ্চাগুলোও ভাষণগুলো মুখস্থ করে ফেলেছে!

আগামীকাল ১৫ ই আগস্ট। জাতীয় শোক দিবস।
সারাদিন ঘটা করে দিনটি পালন করা হবে।
হবে ভোজ, বিরিয়ানি ভোজ, যতসব ভোজ।

আমার প্রশ্নটা এই জায়গাতেই। আজকালকের নেতা-কর্মীরা এতই হর্নি হয়েছে যে তারা সুবিধা লুটের জন্য বঙ্গবন্ধুর নাম জপতে জপতে মুখে ফেঁনা তুলে ফেলে। এই একটু উচ্ছিষ্টের ভাগ পায় যদি!

বিশ্বাস করুন আর না করুন, ম্যাক্সিমাম ই হাইব্রিড প্রজাতির।

সরকারী সকল সুবিধাগুলো ওরা নিয়ে সাধারণ মানুষের হক মেরে খেয়ে সরকারকে বিব্রত করছে বারংবার!!

হে বঙ্গবন্ধু, তুমি নেই
কিন্তু তোমার নাম নিয়ে দুর্নীতি করছে অনেকে!
তোমার কোর্ট পড়ে সকল অন্যায় করে যাচ্ছে!
তাহারা দেশটাকেই এভাবে বিকিয়ে দিবে আপনার নাম জপে জপে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩৫

রাজীব নুর বলেছেন: চাটুকারিতা কেউ শখ করে না।
আসলে বেঁচে থাকার জন্য মানুষকে অনেক কিছুই করতে হয়।

২| ১৪ ই আগস্ট, ২০১৯ রাত ১০:১৪

অদৃশ্য প্রতিভা বলেছেন: রাজীব ভাই, হয়তো আপনার কথা ঠিক।

৩| ১৫ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৪৬

রাকু হাসান বলেছেন: চাটুকারিতা সভ্য সমাজের অংশ নয় ,আর সবাই শোক মিছিল করবে আদতে তারা কি বঙ্গবন্ধুকে লালন করে? আমার তো মনে হয় না এটা কোন ভাবে সম্মান হতে পারে না এমনকি শ্রদ্ধাও না জাস্ট লোক দেখানো একটা কাজ. এসব সমস্যা নিয়ে কাজ করার, কথা বলা মত কেউ নাই সুন্দর বিষয় নিয়ে লিখেছেন, আমাদের মানসিকতা পরিবর্তন হোক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.