নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি প্রবাসী তাই থাকি সব সময় অখুশী।

মোবারক

বলার মতো তেমন কিছু করতে পারিনি

মোবারক › বিস্তারিত পোস্টঃ

১০ মাসেই স্বপ্ন ভঙ্গ নাঙ্গলকোট প্রবাসী ইসমাইল হোসেনের

০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৪৩

এক বুক স্বপ্ন নিয়ে প্রতিদিনই বিদেশের পাড়ি দিচ্ছেন শতশত যুবক। নিজের ঘর-বাড়ি বন্ধক দিয়ে কিংবা উচ্চ সুদে ঋণের টাকায় পরিবারের সুখের আশায় বিদেশ যাচ্ছেন। কিন্তু দালালদের প্রতারণার কারণে অথৈ সাগরে পড়ে যান তারা। যে কাজ কিংবা কম্পানিতে চাকরি দেয়ার কথা, কেউ কেউ (ফ্রি ভিসা নামক ভিসায়) এসে মাসের পর মাস কাজ না পেয়ে , প্রতারণার শিকার হয়ে প্রতিদিনই দেশে ফেরত যাচ্ছে প্রবাসীরা।

নাঙ্গলকোট উপজেলার মোহাম্মদ ইসমাইল হোসেন (২১) এক বুক স্বপ্ন নিয়ে ১০ মাস আগে সৌদিআরববের রিয়াদে এসেছিলো ইউনাইটেড বাংলাদেশ লাইসেন্স নাম্বার (১১২৯) মাধ্যমে । সাড়ে ৩ লক্ষ টাকা দিয়ে এসেও ইকামা না পেয়ে স্বেচ্ছায় সৌদি পুলিশের কাছে ধরা দিয়ে দেশে যাওয়ার প্রস্তুতি ইসমাইল হোসেনের। ইসমাইলের পিতা দুলাল মিয়াও একজন সৌদি প্রবাসী। ছেলে কে কোথাও ভালো কাজের ব্যবস্থা করে নিজে প্রবাস জীবন কে বিদায় দিবেন আসা করেছিলেন দুলাল মিয়া। ইসমাইলের কফিল ইকামা জন্য ১০ হাজার রিয়াল দাবী করলে বাবা দুলাল মিয়া ব্যবস্থা করতে না পারায়। ছেলে কে সৌদি পুলিশের কাছে ধরা স্বেচ্ছায় ধরা দিয়ে দেশে চলে যেতে পরামর্শ দেন বাবা।

দুলাল মিয়া তার নিজ ইউনিয়েনে অভিযোগ করেছে বিচারের আশ্বাস ও পেয়েছেন বলে প্রতিবেদকে জানিয়েছে।

উল্লেখ্য ,সৌদি সরকার সৌদিকরণনীতি ও ইকামা খরচ বাড়িয়ে দেওয়ায় অনেক প্রবাসীর ইকামা রিনিউ করতে পারেনি। নতুন যারা সৌদিআরবে ফ্রি ভিসা নামক ভিসায় এসেছে কাজ ও ইকামা করতে না পেরে অবৈধ ভাবে আছেন ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:২৭

রাজীব নুর বলেছেন: বাংলাদেশ সরকার কেন সৌদিকে একটা কঠিন ধমক দিচ্ছে না??

০৯ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

মোবারক বলেছেন: আমি সৌদি আরবে দোষ দেখিনা ভাইয়া।

২| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তবুও মানুস দলে দলে দেশ ছাড়ছে , বিদেশে যেন টাকার গাছ আছে !

১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১:২৯

মোবারক বলেছেন: সুন্দর মন্তব্য ,ধন্যবাদ আপনাকে

৩| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৪২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: প্রতিদিনই শতশত মানুষ খালিহাতে ফিরে আসছে। প্রতিবেদনে দেখলাম একজন লোক ৭লাখ টাকা খরচ করে গিয়েছে, ফিরেছে আড়াইলাখ টাকা নিয়ে। বিমানবন্দরে নেমে হাউমাউ করে কাঁদছে।

১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১:২৯

মোবারক বলেছেন: বাস্তব সত্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.