নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন যাযাবর বেদুঈন

মোহাম্মদ আবির মাহমুদ

পৃথিবীটা দেখবো বলে কবিতার কাছে যাই!কবিতার কাছে আমি জীবন খুঁজে পাই

মোহাম্মদ আবির মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

চাইনা এমন পুরুষজনম!

০৯ ই মে, ২০১৮ দুপুর ১২:০৬

খুব ঘেন্না ধরেছে না পুরুষজাতির উপর?
এখন তুমি কি আমায় আর বিশ্বাস করো না?

বিশ্বাস করো,প্রিয়তমা!
ওরা পুরুষ নয়!
যদি ওরা পুরুষ হয় তবে আমি পুরুষ নই!

যে দেহে ভালোবাসা ফলানোর জন্য পুরুষজাতি সাধনা করে!
তোমার সে কোমল দেহখানা ওই পিশাচরা ছিন্নভিন্ন করে ফেলেছে!

তাই বলছি,বিশ্বাস করো,প্রিয়তমা!
ওরা পুরুষ নয়!
যদি ওরা পুরুষ হয় তবে আমি পুরুষ নই!

যে পুরুষের কোনো এক নির্জন ঘরে বসে তোমার চুলে নাক ডুবিয়ে ভালোবাসা খোঁজার কথা ছিলো!
সে পুরুষ আজ চলন্ত বাসে তোমার বুকে আঁচড়ের দাগ বসায়!

আমায় বিশ্বাস করো,প্রিয়তমা!
ওরা পুরুষ নয়!
যদি ওরা পুরুষ হয় তবে আমি পুরুষ নই!

ওরাও ধর্ষক!
যাদের কাছে ধর্ষকের চেহারা আসল নয়!
তোমার রক্তাক্ত সেলোয়ার আসল!

তোমায় খুব যত্নে;খুব গোপনে আমি আগলে রাখতে পারিনি!
আমায় ক্ষমা করো প্রিয়তমা;আমায় ক্ষমা করো!

দেখেছো প্রিয়তমা!
তোমার ধর্ষকেরা খোলা আকাশের নিচে দাপিয়ে বেড়াচ্ছে!
আর প্রহর গুনছে নতুন কোনো প্রেমিকের প্রেমিকাকে ছিন্নভিন্ন করার আশায়!

তুমি কি শুনছো?
আমি এমন রাষ্ট্রকে ধর্ষণ করতে চাই,
যে রাষ্ট্র একজন মায়ের,একজন বোনের,একজন প্রেমিকার,একজন কন্যার নিরাপত্তা নিশ্চিত করতে পারেনা!

আমি এমন রাষ্ট্রকে ধর্ষণ করতে চাই,
যে রাষ্ট্র ধর্ষকদের বিচার করতে পারেনা!
যে রাষ্ট্র ক্ষমতার জোরে ধর্ষককে ভালুক বানিয়ে দেয়!

বিশ্বাস করো,প্রিয়তমা!
বিশ্বাস করো!
ওরা মানুষ নয়!
যদি ওরা মানুষ হয় তবে আমি আর মানুষ হয়ে বাঁচতে চাই না!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৮ দুপুর ১২:৪৬

প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। ধন্যবাদ

০৯ ই মে, ২০১৮ দুপুর ২:৫৯

মোহাম্মদ আবির মাহমুদ বলেছেন: বলেছেন: ধন্যবাদ,প্রামানিক'দা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.