নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন যাযাবর বেদুঈন

মোহাম্মদ আবির মাহমুদ

পৃথিবীটা দেখবো বলে কবিতার কাছে যাই!কবিতার কাছে আমি জীবন খুঁজে পাই

মোহাম্মদ আবির মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

নারী, তুমি দেবী নও।

১৫ ই মার্চ, ২০২০ রাত ২:০১

আমি যাহাকুল আব্দ বা
আরব্য রজনীর গল্প বলবো না।
আমি বলবো না,
ঈশ্বর তোমার ঠোঁট আস্ত রাখেননি।
আমি বলবো, ঈশ্বরের কাম নেই;
যদি থাকতো,তবে, তুমি দেবী হতে।
আমি হাজারো ভক্তের সাথে
তোমার আরাধনা করতাম।

কিন্তু তুমি ঈশ্বরী বা দেবী হওনি।

চোখে কাজল পরে মিশরীয়দের
কাছে গেলে তুমি দেবী হতে পারতে।
যদি কোনো ফারাও তোমার
চোখে চোখ রাখতো;
তবে, নেফেরতিতি হারাতো
ঐতিহাসিক চোখের খেতাব।
অথবা, তুমি হতে নেফেরতিতি।

গ্রীকরা তোমায় শাড়ীতে দেখলে,
আফ্রোদিতি প্রেমের দেবি হতো না।
অথবা তোমাকেই ওরা আফ্রোদিতি বানাতো।

যারা তেফিতিকে প্রকৃতির
দেবী মেনে পূজা করতো।
তারা তোমার গ্রীবা দেখে
ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নিতো।

কিন্তু দ্যাখো,এসবের কিছুই হয়নি।
তুমি দেবী হওনি; আমি পুরোহিত হইনি।

তুমি হয়েছো সাধারণ বাঙালী মেয়ে;
আমি হয়েছি মূক বাঙালী পুরুষ।

নারী, তুমি দেবী নও;
তবুও তোমায় আরাধনা করি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.