নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্তর মম বিকশিত করো/ অন্তরতর হে/ নির্মল করো, উজ্জ্বল করো,/ সুন্দর কর হে

মহান অতন্দ্র

কবিতার মত মেয়ে

মহান অতন্দ্র › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা বলতে যা শিখেছি

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০৩

ভালবাসা বলতে যা শিখেছি,
স্বামীর কাছে শিখেছি,
যখন তখন চুমু আর সংগম।

বাবা-মায়ের কাছে শিখেছি,
অনেক বড় হতে হবে।
কেউ ছোঁয়ার আগে তাল গাছটা আমাকেই ছুঁতে হবে।

শ্বশুরবাড়ির কাছে শিখেছি,
ঘরের বউ লক্ষ্মী, সংসারী, উচ্চ শিক্ষিতা, কর্পোরেট হতে হবে।
তবে ঘরের যে কোন ব্যাপারে, সিদ্ধান্তে মুক ও বধির থাকতে হবে।

বড় বোনের কাছে শিখেছি ,
বিদেশ থেকে ব্রান্ডের ব্যাগ কস্মেটিক্স পাঠাতে হবে।

স্কুল পড়ুয়া ছোট দু ভাইবোনের কাছে শিখেছি,
প্লিজ তুমি বাড়ি আসো, কবে আসবে? তোমার কথা খুব মনে পড়ে।

ভালবাসা বলে যা শিখতে চেয়েছি
আমার ইচ্ছেরা বন্দী না হোক।
আমার চোখের জলকে চোখের জলই ভাবা হোক।
একটা ভীষণ নির্ভার, নিরাপদ আশ্রয় হোক।
আর ছোটার মিছিল ছেড়ে আমার হৃৎপিণ্ড দুদণ্ড বিশ্রাম পাক।



*** খুব হাঁপিয়ে যাচ্ছিলাম। আবোল তাবোল কিছু লিখে হাঁপানি কমালাম।

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১৬

মনিরা সুলতানা বলেছেন: ভালবাসা বলে যা শিখতে চেয়েছি
আমার ইচ্ছেরা বন্দী না হোক।
আমার চোখের জলকে চোখের জলই ভাবা হোক।
একটা ভীষণ নির্ভার, নিরাপদ আশ্রয় হোক।
আর ছোটার মিছিল ছেড়ে আমার হৃৎপিণ্ড দুদণ্ড বিশ্রাম পাক।
সুন্দর হইছে লেখা :)

২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩২

মহান অতন্দ্র বলেছেন: তোমাকে এক কেজি ধনে পাতা আপু ।

২| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২৮

মোঃ আশিকুর বলেছেন: আসলেই আমাদের জীবনে শিক্ষার শেষ নাই ।

২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩৩

মহান অতন্দ্র বলেছেন: হুম হুম হুম।

৩| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১৯

সুমন কর বলেছেন: হাঁপানি কমছে... ;)

২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩৩

মহান অতন্দ্র বলেছেন: কমেছে। এই তো সুন্দর শ্বাস নিচ্ছি :)

৪| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২১

শান্তনু শুভ্র বলেছেন: ভালো লাগলো :)

২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩৪

মহান অতন্দ্র বলেছেন: ধন্যবাদ ।

৫| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০০

এস কাজী বলেছেন: আমি নিশ্চিত আপুর হাঁপানি কমছে সুমন দা!!! ;)

২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩৬

মহান অতন্দ্র বলেছেন: সত্যিই কমেছে। আপনিও তো দেখি কাজী ছাড়াও মনের বৈদ্যও বটে :)

৬| ২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৩

অর্বাচীন পথিক বলেছেন: জীবন টা এমনি হয়। আর এর মাঝ থেকে জীবনের গতি খুঁজে নিতে হবে।

২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪২

মহান অতন্দ্র বলেছেন: হুম। ধন্যবাদ পথিক।

৭| ২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:২২

হাসান মাহবুব বলেছেন: ভালোবাসারা ভালো থাকুক। শুভকামনা।

২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪২

মহান অতন্দ্র বলেছেন: ভাইয়া আপনি কমেন্ট করলে আমার অদ্ভুত আনন্দ হয়। আর এক বছর পরে আমি ভর্তি হলেই ক্যাম্পাসে নিশ্চয়ই আপনার সাথে দেখা হত। ভাল থাকুন প্রিয় ব্লগার।

৮| ২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৪২

সোহানী বলেছেন: ভালোবাসার কঠিনতম ব্যাখ্যা!!!!!!!!+++++

৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৪

মহান অতন্দ্র বলেছেন: হুম।

৯| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৫

আবু শাকিল বলেছেন: মজা এবং ভাল ।দুটোই পেয়েছি :)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১১

মহান অতন্দ্র বলেছেন: :)

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২১

চানাচুর বলেছেন: ভাল লাগলো

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৯

মহান অতন্দ্র বলেছেন: ধন্যবাদ ।

১১| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:৫৯

তালেবান এক্সপ্রেস বলেছেন: এত সুন্দর কবিতা আমি এই প্রথম পড়লাম বড্ড ভাল লেগেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.