নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্তর মম বিকশিত করো/ অন্তরতর হে/ নির্মল করো, উজ্জ্বল করো,/ সুন্দর কর হে

মহান অতন্দ্র

কবিতার মত মেয়ে

মহান অতন্দ্র › বিস্তারিত পোস্টঃ

শিশুদের স্কুলপাঠ্যে যৌন শিক্ষাঃ এটা কি আসলেই সুড়সুড়িমূলক?

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১০

http://www.priyo.com/2014/07/23/88422.html

আমার কাছে কিন্তু ব্যাপারটা একদমই সুড়সুড়ির মনে হয়নি। সুড়সুড়ির বই দরকার হলে এই সহজলভ্যতার যুগে ছেলেমেয়েরা এমনিতেই যোগাড় করে নিতে পারে। যখন সহজলভ্যতা ছিল না তখনও কিন্তু অসুবিধে হয়নি। অনেকের সংগ্রহেই এসব বই ছিল। বরং এমনও কিছু বই পাওয়া যেত; এবং সেগুলো এত অল্পবয়সীদের সংগ্রহে ছিল শুনে কিছুটা অবাকই হতে হয়েছে।
আর আমাদের যাদের এরকম সুযোগ হয়নি, তারাও কিন্তু ভেতর ভেতর একটা চেষ্টা করেছি। আমার বাবা বেশ বই পড়তেন। সেই বইয়ের একটিতে লেখা ছিল, “ভোরের দিকে উঠে পড়ল আহমদ মুসা, ডোনাও তার কাপড় ঠিকঠাক করে নিয়েছিল”। কিছুই নেই সেখানে। তবুও বারবার পড়তে ইচ্ছে করত লাইনটা।
যৌনতা খুব সহজাত প্রবৃত্তি। শিশু বয়স থেকেই আমাদের অজান্তেই, আমাদের মাঝে একটা Silent Sexual desire থাকে। তবে বয়স ভেদে সে desire এর ধরন আলাদা। এ বিষয়ে মনোবিজ্ঞানী সিগমণ্ড ফ্রয়েডের বয়স ভিত্তিক সুস্পষ্ট ব্যাখ্যা আছে। কিন্তু আমাদের দেশে আমরা খুব লুকোছাপা করি এইসব নিয়ে। ‘আমার কোন যৌন অনুভূতি নেই’ এটাই যেন খুব ভাল ব্যাপার আর যাদের আছে তারা ভীষণ খারাপ ছেলেমেয়ে।
আমার পরিবারও এই ধারণার ব্যাতিক্রম ছিল না। তার ফলাফল হিসেবে আমার বড় হওয়ার সময়টাতে আমি কিছুটা বিভ্রান্ত হয়ে গেলাম। ভাবলাম, আমার নিশ্চয় কোন কঠিন অসুখ করেছে আর এ অসুখে আমি নিশ্চিত মারা যাব। কাঁদতে কাঁদতে যখন মাকে গিয়ে বললাম, আমার এত বড় অসুখ জেনেও মা দেখি আর হাসি থামাতে পারল না। স্কুলেও দেখেছি অনেক মেয়েকেই বেকায়দায় পড়তে। আগে থেকে যদি এরকম বিষয়ে ধারণা থাকে তাহলে পাবলিক প্লেসে আর হয়ত মেয়েগুলো ভয় পায় না, বিভ্রান্ত হয় না। তাছাড়া অনেক মেয়েদের পরিবারে মা থাকে না, ছেলেদের পরিবারে বাবা থাকে না, তাদের জন্য জানার ব্যাপারটি কিন্তু তখন খুব অসুবিধের হয়।
আমার ক্ষেত্রে মনে হয়েছে এটি খুব ভাল উদ্যোগ। তবে ভাষার ব্যাপারে আরেকটু সতর্ক আর সাবধান হওয়া যেত। নিশ্চয় প্রজনন স্বাস্থ্য এবং চাইল্ড সাইকোলজি নিয়ে যারা কাজ করেন তাদের পরামর্শ নিয়ে বইটি আরও ভাল করা যেতে পারে।
আমার জ্ঞান কম। তবুও যা মনে এল বললাম। এখনও মা হয়নি। তবে হলে, আমার বাচ্চাদের নিশ্চয়ই আগে থেকে ধারণা দিয়ে রাখব। কারণ আমি চাইনা আমার মেয়েটা খুব ভয় পেয়ে কাঁদতে কাঁদতে এসে বলুক মা আমার বোধহয় কঠিন অসুখ করেছে আর আমি শিগগির মারা যাব।

মন্তব্য ২৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৭

ক্ষুদে লেখক বলেছেন: আপনার দেওয়া লিংকটাতে ঢুকে দেখলাম লিংকটা সরিয়ে নেওয়া হয়েছে!!!!

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৫

মহান অতন্দ্র বলেছেন: দুঃখিত। তবে পত্রিকার শিরোনাম ছিল " স্কুলের পাঠ্য বইয়ে যৌন সুড়সুড়ি" । এবং বিষয়টিকে নেতিবাচক হিসেবে তুলে ধরা হয়েছিল।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৮

নীল কান্না বলেছেন: ধন্যবাদ৷ভালো লাগলো ৷লেখক এখানে আহমদ মুসার ঘটনায় মূল বই (সাইমুম) এর রেফারেন্স দিলে আরো ভাল হতো ৷

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৫০

মহান অতন্দ্র বলেছেন: বইটির নাম ঠিক মনে নেই তাই দেওয়া হয়নি। তবে সাইমুম সিরিজের আহমেদ মুসার বইগুলো বাসায় পড়া হত। অনেক ধন্যবাদ আর শুভকামনা আপনার জন্য।

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৬

কাবিল বলেছেন: না।


যুদ্ধটা ঘর থেকেই শুরু করা ভাল।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৫৩

মহান অতন্দ্র বলেছেন: ভিন্ন মত থাকতেই পারে। তবুও ধন্যবাদ।

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:০১

কাবিল বলেছেন: লেখক বলেছেন: ভিন্ন মত থাকতেই পারে। তবুও ধন্যবাদ।



আপু হয়তো বুঝতে পারনি।
আমি কোন ভিন্ন মত দেয়নি।
এটা কি আসলেই সুড়সুড়িমূলক? তাই প্রথমেই বলেছি না
এখনও মা হয়নি। তবে হলে, আমার বাচ্চাদের নিশ্চয়ই আগে থেকে ধারণা দিয়ে রাখব। এর পরিপ্রেক্ষিতে বলেছি
যুদ্ধটা ঘর থেকেই শুরু করা ভাল।


০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২৩

মহান অতন্দ্র বলেছেন: বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ কাবিল। অনেক ভাল থাকবেন। শুভ কামনা।

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮

তাজ - সৈয়দাবাদী । বলেছেন: Thank you very much Apu, for awesome your writing what I realize or understand from the depth. I do believe and support from the childhood life should be informed on Sexual. What is the sexuality ? Why is it demand for a humanity ? How can we fill up ? When does it comes ? and so on.....

With thanks,

Taj.

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

মহান অতন্দ্র বলেছেন: ধন্যবাদ তাজ। এ বিশয়গুল আসলে সবাইকে ভাবায়। যারা এসব নিয়ে কাজ করেন এবং বিশেষজ্ঞ ব্যাক্তি তারা হয়ত আরও যত্ন নিয়ে বইটি সংশোধন করতে পারেন। তবে একটা সামাজিক সচেতনতা তৈরিতে লেখকরা ভুমিকা রাখতে পারে তা না হলে সাধারণ মানুষ হয়ত সহজভাবে নিতে পারবে না।

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন: যৌন শিক্ষা আর যৌন সুড়সুড়ি এক কথা নয়
সঠিক শব্দ চয়ন, শালীন বাক্য যৌন শিক্ষার
মূখ্য ভূমিকা রাখবে। রগরগে যৌন বর্ণনা
যৌন শিক্ষার /অন্তরায়। ধর্ষণের বর্ণনা যেভাবে
পত্রিকায় প্রকাশিত হয় তাতে ধর্ষণ বাড়ে বই
কমে না। সুতরাং ভাষার অপব্যবহার নয় যৌন
শিক্ষার জন্য। তাতে হীতে বিপরীত হতে পারে।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৬

মহান অতন্দ্র বলেছেন: "রগরগে যৌন বর্ণনা
যৌন শিক্ষার /অন্তরায়। ধর্ষণের বর্ণনা যেভাবে
পত্রিকায় প্রকাশিত হয় তাতে ধর্ষণ বাড়ে বই
কমে না।"
সহমত, ধন্যবাদ।

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

আবু শাকিল বলেছেন: পোষ্ট ফেসবুকে পড়েছি সেখানে খলিল ভাইয়ের কমেন্টস ভাল লেগেছে ।
ধন্যবাদ

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫১

মহান অতন্দ্র বলেছেন: হুম খলিল ভাই অনেক গুছিয়ে বলেছেন। আমি অনেক বিষয়েই তার সাথে একমত।

ধন্যবাদ আবু শাকিল আপনার সুন্দর মন্তব্যের জন্য।

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৯

আহমেদ জী এস বলেছেন: মহান অতন্দ্র ,



নূর মোহাম্মদ নূরুর
সাথে সহমত । যৌন শিক্ষা আর যৌন সুড়সুড়ি এক কথা নয় ।
সঠিক শব্দ প্রয়োগ, শালীন বাক্যে বয়ঃবৃদ্ধিকালের স্বাভাবিক শারীরিক পরিবর্তনের দিকগুলো তুলে ধরলে সংস্কার আর অজ্ঞতার কারনে অনেক শারীরিক ত্রুটি অর্জন থেকে কিশোর আর সবে যৌবনে পা দেয়া ছেলেমেয়েরা বেঁচে যাবে ।

সাহসী এই লেখাটির জন্যে সাধুবাদ ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৬

মহান অতন্দ্র বলেছেন: নূর মোহাম্মদ নূরুর সাথে আমিও সহমত । পড়বার জন্য ধন্যবাদ।

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৬

এস কাজী বলেছেন: একমত। তবে ভাষার ব্যবহার টা এমন হওয়া উচিত যাতে করে কোন রং সিগন্যাল চলে না যায়।

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৭

মহান অতন্দ্র বলেছেন: হুম সেদিকটা খেয়াল রেখে বইটা প্রকাশ করলেই ভাল না হলে হিতে বিপরীত।

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:


নূর মোহাম্মদ নূরু বলেছেন: যৌন শিক্ষা আর যৌন সুড়সুড়ি এক কথা নয়
সঠিক শব্দ চয়ন, শালীন বাক্য যৌন শিক্ষার
মূখ্য ভূমিকা রাখবে। রগরগে যৌন বর্ণনা
যৌন শিক্ষার /অন্তরায়। ধর্ষণের বর্ণনা যেভাবে
পত্রিকায় প্রকাশিত হয় তাতে ধর্ষণ বাড়ে বই
কমে না। সুতরাং ভাষার অপব্যবহার নয় যৌন
শিক্ষার জন্য। তাতে হীতে বিপরীত হতে পারে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১০

মহান অতন্দ্র বলেছেন: I do agree with him

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১১

মহান অতন্দ্র বলেছেন: ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়।

১১| ০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আপনার সব লেখাই ফেসবুকে পড়া। নিয়মিত অনেকের প্রোফাইলে আসি নতুন কিছু আছে কিনা দেখতে। আজকে এই পুরানো লেখাটা চোখে পড়লো। দরকারি কিন্তু সমাজ 'নিষিদ্ধ' একটা বিষয়ে সুন্দর লিখেছেন। সঠিক জানার অভাবেই সমাজে এত অবক্ষয়।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৬

মহান অতন্দ্র বলেছেন: ভাল বলেছেন তনিমা। ব্যপারটা নিয়ে অনেক বিতর্ক। তবে মেয়ে হয়ে আমরা আমাদের বয়সে অনেক কিছু সাফার করেছি বলেই হয়ত প্রয়োজনীয়তা ভালভাবে বুঝতে পারি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.