নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্তর মম বিকশিত করো/ অন্তরতর হে/ নির্মল করো, উজ্জ্বল করো,/ সুন্দর কর হে

মহান অতন্দ্র

কবিতার মত মেয়ে

মহান অতন্দ্র › বিস্তারিত পোস্টঃ

মেয়ে রাইটার হওয়ার বিশেষ সুবিধে!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১০

সবাই তো বলে মেয়ে হলে নাকি ব্লগে হিট, বই প্রকাশে হিট। শুধু হিট আর হিট। আমার ব্লগার নামটা পুরুষের মত। ইচ্ছে করে রাখিনি, এর একটা কাহিনী আছে, আজ বলতে ইচ্ছা করছেনা। আজ আমি খুব ক্লান্ত। ব্লগে আমাকে তো আগে সবাই লিখত ধন্যবাদ অতন্দ্র ভাই। অনেকেই লিখেছে এতদিন আমাকে তারা ছেলে ভাবত। যাই হোক, তাই মেয়ে হয়েও ব্লগে কোন সুবিধা পেয়েছি কিনা জানি না। তবে আজ অসুবিধাটা দেখলাম।

লিংক

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৯

প্রামানিক বলেছেন: আগেই আমি ভেবেছিলাম
মেয়ে টেয়ে হবে
পুরুষ নামটা থাকার জন্য
দ্বিধা ছিল তবে।

পরিচয়টা পাওয়ার পরে
খুশি হলাম তাই
ভাল লাগল প্রবাস জীবন
পুরো লেখাটা চাই।


১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩১

মহান অতন্দ্র বলেছেন: দ্বিধা কাটল তবে। পুরা লেখাটা এখানেই দেবে, প্রতি বুধবার রাতে, তাই তো বলেছে এরা।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১১

সুমন কর বলেছেন: ওসব'কে আর যাই ভাবুন...মানুষ ভুলেও ভাববেন না !! X((

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩০

মহান অতন্দ্র বলেছেন: হুম ঠিক তাই। মনটা খুব খারাপ আজ, তাই রাগ হয়েছিল খুব।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৯

কালীদাস বলেছেন: অদ্ভুত ইমপ্রেসন। ঐ কমেন্টার গে নাকি?

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৫২

মহান অতন্দ্র বলেছেন: কি জানি বুঝলাম না।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৩

কলমের কালি শেষ বলেছেন: রংধনুর জয় হয়েছে !! ;) X(( X(

কমেন্টের প্রতিউত্তর না দিলেই ভাল হইত ।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩২

শায়মা বলেছেন: হা হা আপুনি অনেক হাসছি । পোস্ট পড়ে আর কমেন্টগুলো পড়ে! :P

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৫৩

মহান অতন্দ্র বলেছেন: হূম আপু। তবে রাগ হয়েছে আমার।

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৬

সাহসী সন্তান বলেছেন: কোন লেখায় রাইটার ছেলে বা মেয়ে সেটাতো মূখ্য বিষয় নয়! একটা লেখা যে কেউ লিখতে পারে!! সেটা ছেলে হোক বা মেয়ে! শুধুমাত্র তার লেখা ভাল কিনা কিংবা লেখাটা মান সম্মত কিনা সেটাই দেখতে হবে।


যারা এগুলোর বাছ-বিচার করে তারা আসলে শিক্ষিত হয়েও মূর্খদের চেয়েও অধম। আপনার লেখা আমি পড়েছি। খুবই ভাল লাগলো।

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৭

সাহসী সন্তান বলেছেন: কোন লেখায় রাইটার ছেলে বা মেয়ে সেটাতো মূখ্য বিষয় নয়! একটা লেখা যে কেউ লিখতে পারে!! সেটা ছেলে হোক বা মেয়ে! শুধুমাত্র তার লেখা ভাল কিনা কিংবা লেখাটা মান সম্মত কিনা সেটাই দেখতে হবে।


যারা এগুলোর বাছ-বিচার করে তারা আসলে শিক্ষিত হয়েও মূর্খদের চেয়েও অধম। আপনার লেখা আমি পড়েছি। খুবই ভাল লাগলো।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৫৪

মহান অতন্দ্র বলেছেন: ধন্যবাদ।

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৩

দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন: আমি Jannatun Naher Tandra।পেশায় তড়িৎ প্রকৌশলী, যুক্তরাষ্ট্রে থাকি। বর্তমানে পিএইচডি করছি যদিও পড়াশোনা খুব বেশি লাগে না। ভাল লাগে লিখতে, গল্পের বই পড়তে। তাই সময় পেলে পড়ি, লিখি, সংসারে সময় দেই। ঘর গোছাতে আর হাড়ি পাতিল মাজতে আমার খুব ভাল লাগে ...

যুক্তরাষ্ট্রে থেকেও যে বাঙ্গালিয়ানা ধরে রেখেছেন তার জন্য আসলেই স্যালুট ... হয়তো এমন রিপ্লাই দেবেন ... কেন যুক্তরাষ্ট্রে গেলে কি আর বাঙালি বাংলাই থাকে না ? ... উত্তর ... দেশে এমন অহংকারী ছেলে-মেয়েও আছে পড়াশোনা করে ঢাঃবিঃ বা বুয়েটেও না ... খুঃবিঃ তে পড়াশোনা করে বাট ভাব এমন যেন অক্সফোর্ড থেকে ডিগ্রি নিয়া আসতেছে ... প্রচুর আছে এমন ... সবাই এই কথা গুলা বলতে পারে না ... যা আপনি বললেন ...

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৫৪

মহান অতন্দ্র বলেছেন: না সত্যিই আমার এগুলো করতে ভাল লাগে। ধন্যবাদ ভ্রাতা।

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩০

শায়মা বলেছেন: রাগ করোনা আপুনি........

লেখক সে ছেলে হোক মেয়ে হোক জানবার ইচ্ছা হয়তো মানুষের থাকতে পারে তাই বলে মেয়ে হতেই হবে বা ছেলে হতেই হবে ভেবে নিয়ে পড়া পাঠকের প্রতি কি আর বলার আছে? খুঁজে পাচ্ছিনা ভাষা....:(

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩৮

মহান অতন্দ্র বলেছেন: :(

১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৭

হাসান মাহবুব বলেছেন: বিশাল বৃক্ষের চারপাশে শেকড়ও থাকে, আগাছাও থাকতে পারে। ওগুলো নিকেষ করা দরকার।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩৮

মহান অতন্দ্র বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। তখন খুব রাগ হয়েছিলো।তবে এখন আর রাগ নেই।

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৪৮

ঢাকাবাসী বলেছেন: আম্মো কিন্তু আপনাকে নামের প্রথম অংশটা ধরে নিয়ে ... । যাকগে, তাতে কি আসে যায়, আপনি যেই হোন আর যাই হোন, সুন্দর আর ভাল থাকবেন। আপনাকে আমার আন্তরিক শুভেচ্ছা।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৮

মহান অতন্দ্র বলেছেন: হা হা হা। ধন্যবাদ অনেক। আপনার ছবি ব্লগ দেখি। ভাল লাগে।

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:১৯

রাফা বলেছেন: না জানলে- সম্ভোধনে হয়তো ভুল হোতে পারে।কিন্তু লেখার সমালোচনা হবে তার লেখনির শক্তি দেখেই।এদেরকে নিয়ে মাথা ঘামানো অযথা সময় নষ্ট।আপনি আপনার মত লিখুন-ভালো হোলে অবশ্যই প্রশংসা পাবেন ।সত্যিকারের পাঠকের কাছ থেকে।
আমাকেও অনেকে মেয়ে ভেবে কমেন্ট করে,আই জাষ্ট ডোন্ট কেয়ার।

লেখা পড়ে দেখবো সময় করে কেমন লিখেন ,তারপরেই হবে কমেন্ট......হা,হা,হা ।ভালো থাকুন নিরন্তর....।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৭

মহান অতন্দ্র বলেছেন: আমি কিন্তু ছেলেই ভেবেছি। "লেখা পড়ে দেখবো সময় করে কেমন লিখেন ,তারপরেই হবে কমেন্ট" লাইনটি ভাল লেগেছে।

১৩| ০১ লা অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ওনার কমেন্ট পড়ে রাগের চেয়ে হাসিই বেশী পাচ্ছে। মেল হলে উনি নাকি কত রোমান্টিক কল্পনা করেন! হা হা হা।

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:২৯

মহান অতন্দ্র বলেছেন: হুম বেশ অস্বাভাবিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.