নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি আশ্চর্য মেঘদল...

আমাকে তারা খুঁজেছিলো সম্ভাবনার নিচে..

মোহিত সোহাগ

না-মানুষ

মোহিত সোহাগ › বিস্তারিত পোস্টঃ

লিরিক ২

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০২

পালিয়ে যাচ্ছে গোল্লাছুট



পালিয়ে যাচ্ছে গোল্লাছুট, দাঁড়িয়াবাঁধার দল,

কোথায় যাচ্ছে বায়োস্কোপ, আমায় তোরা বল।

স্কুলের মাঠে দুপুর বেলা বৃষ্টিতে ফুটবল,

নদীর ঘাটে কাঁঠাল ভেঙ্গে খাওয়ার দঙ্গল।

কালিবাড়ীর মেলায় গিয়ে মুড়ী-মুড়কী খাওয়া,

গাঙ্গের জলে ডূবসাঁতারে এপার-ওপার যাওয়া।

চাঁদ রাতের হল্লাটা আজ কোন দেশে পালালো?

নতুন জুতার গন্ধ ছিল ফুলের চেয়েও ভালো!

পালিয়ে গেলো পালিয়ে গেলো রাতের কলরব

পালিয়ে গেলো হারিয়ে গেলো আমার শৈশব



চলে যাচ্ছে শর্মিলী’দি, চলে যাচ্ছো কেন?

থানার ঘাটে স্নানের বেলা আমায় ডেকো যেন।

আঁড় চোখের বিন্দু সাহা! সাহস ছিল কম,

দূর্গাপুজায় তোমার বাড়ী হয় কি সরগরম?

ডাব গাছের চূঁড়ায় উঠে ভরা জ্যোৎস্না রাতে

মনির, মুরাদ, ইকবাল ভাই, পাড়া একসাথে!

অপাপবিদ্ধ চুরির সেই মহা পুর্ণিমা

পালিয়ে যায় কোন পলকে খবর রাখিনা।

পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে রাতের কলরব

পালিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে আমার শৈশব!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৯

আনিস৫১ বলেছেন: কৃত্রিমতাহীন,আকৃত্রিম তাই সার্বিক ভাবে চমৎকার, উল্লেখ্য ১৩ নম্বর লাইনের "আঁড় চোঁখের" 'চ'য়ের চন্দ্রবিন্দুটা,৪ নম্বর লাইনের "কাঠাল" এর উপরে হবে।

যাই হোক, খেলারাম খেলে যা, লেখোর লেখে যা



২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩১

মোহিত সোহাগ বলেছেন: অনভ্যাসের কারনে সৃষ্ট এই বানান বিভ্রাটের জন্য দুঃখিত। পরামর্শ ধন্যবাদসহ গৃহীত হলো। যে কোন সমালোচনাকে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ।

৩| ২১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪৭

আনিস৫১ বলেছেন: @মোহিত সোহাগ , সহজভাবে গ্রহণ করার জন্য ধন্যবাদ। ক্রমাগত সাফল্যে কামনায় আনিস৫১

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.