নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানতে চাই,জানাতে চাই

মোমেন মুন্না

ফেইসবুক (InversE EquatioN) :htps://www.facebook.com/inverseme

মোমেন মুন্না › বিস্তারিত পোস্টঃ

নতুন বছরে ভিন্ন কিছু আয়োজন ও আমরা......

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৯:০২

বছরের প্রথম দিন নানা আয়োজন দেখে ভাবলাম নতুন কিছু করি।আইডিয়া ভাল সবাই রাজি।কিন্তু কি করা যায়.........। লেবু মামার ইউনিক আইডিয়া আজ মাছ ধরব।এই শীতে অনেকেই এতে রাজি না।যেই ভাবা সেই কাজকরার উদ্দেশ্য কোন রকম ৫ জনকে রাজি করাইতে পারলাম।লেবু মামাকে দলনেতা করে ৫ সদস্যের টিম আর প্রয়োজনীয় জিনিস পএ নিয়া মৎস শিকারে রওনা দিলাম, সাথে ক্যামেরা ম্যান আরেক জন। প্রচন্ড শীতে সদস্যদের মনবল সবল রাখার জন্য মামা জাগরনের গান গাইতে শুরু করলেন। তার কন্ঠে গান শোনার চেয়ে শীতে কাপা আমাগ কাছে ভাল মনে হইল।তাই কইলাম মামা থামেন আমারা ঠিক আছি। ঠান্ডা বাতাসের ঝাপটায় এক বার ভাবলাম মাছ ধরা বাদ!!!!এখন খালি হাতে বাসায় ফিরলে সবাই হাসবে এই ভেবে সবাই চললাম পুকুর পার, মাছ ধরতেই হবে।মাছ আর ধরব কি পুকুরের পানি দেখেই কাপাকাপি অবস্থা।মামা সবাইকে পিঠ চাপড়ে সাহস দিলেন।সবাই প্রস্তুত জাল ফেললাম। কেউই ভাল ভাবে জাল ফেলতে পারিনা, তাই জাল খোলে না ঠিকমত আর মাছ উঠবে কি!!!!! শীতে সবার অবস্থা খারাপ!! পাওয়ার মধ্যে পাইছি ৩টা পুটি আর ৪টা চিড়িং। মান ইজ্জতের টানাটানি। ইতি মধ্যে ঠান্ড বাতাস সহ্য ক্যামেরা ম্যান চলে গেছে!!!কিছু করার নাই সবাই মিলে পানিতে নামতে হবে। এখন মনে হইতেছে ঠান্ডা পানি কাকে বলে!!!হাত পা শক্ত হয়ে জমে যায় অবস্থা।পুকুরে পানি কম ছিল বলে কিছুটা রক্ষা।জাল টেনে এক পার থেকে অন্য পারে যাচ্ছি।দুই জনে জাল টানছি আর বাকিরা পিছনে আসছে দেখার জন্য।হঠাৎ জাল নড়ে উঠল!!সবাই সাবধান!!!! আস্তে আস্তে জাল গুছিয়ে পারের দিকে যাচ্ছি।জাল মামার হাতে আমরা সাথে।নড়াচড়া খুব বেশি বুঝলাম বড় মাছই হবে। তারাতারি উঠতে গিয়ে পা পিছলে মামায় জালসহ পানির মধ্যে পইরা গেল!!!!!মামা আর জাল কোনটাই সামলাতে পারলাম না, মাছ বাবাজি পগার পার!!!! সবাই কাপতে কাপতে পুকুর পারে উঠে রোদে বসলাম।মাছ ধরার খবর শুনে কয়েক রমনীর আগমন পুকুর পারে। সবাই মুখটিপে হাসছে আমাদের অবস্থা দেখে। এর মধ্যে আর একজন চলে গেছে। মামারে কইলাম কিছু একটা করেন নাইলে আজ আর মুখ দেখাতে পারব না।ফাইনাল রাউন্ড। যা আছে কপালে চার জন মিলে পানিতে নামলাম।আবার জাল টানা শুরু এক পার থেকে আরেক পার মাছের খবর নাই!!!! সবার অবস্থা খারাপ,পুকুর পারে রমনীদল এখন আমাদের শক্তির উৎস। হঠাৎ জাল নড়ে উঠল আর ভূল নয় সবাই মিলে বীর-বিক্রমে জাল ধরে পারে উঠলাম। অবশেষে!!!!!!! একট না দুই দুইখানা কাতল মাছ। সবার মুখে বিজয়ের হাসি।রমনী দল মাছ দেখতে দৌড় আমাগ কাছে!!!! মাছ নিয়া বাড়ির দিকে হাটা দিলাম। দুপুরে মাছ দিয়ে মহা ভুরিভোজ করে সবাই লেপের নিচে।

বর্তমান অবস্থা সবাই জ্বরে আক্রান্ত আর গুরু জনের ফ্রি বকা চলছে আনলিমিটেড..........

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.