নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানতে চাই,জানাতে চাই

মোমেন মুন্না

ফেইসবুক (InversE EquatioN) :htps://www.facebook.com/inverseme

মোমেন মুন্না › বিস্তারিত পোস্টঃ

একটি জ্যামিতিক বৃত্তের পরিধি প্রভাব

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:২৯

জ্যামিতির শাব্দিক অর্থ ভূমির পরিমাপ হলেও আমার জীবনের হিসাব পরিমাপে জ্যামিতি প্রভাবকের ন্যায় ব্যাপক প্রভাবিত করেছে।

☞ প্রভাবক ১

প্রথম জ্যামিতি বক্স কিনে হেবি ওয়েট নিয়া ক্লাসে গেলাম। টিফিন টাইমে সিনবাদ সাজদে গিয়া দিলাম পেন্সিল কম্পাস একজনের হাতে গেথে।ফলাফল অভিবাবক কল সাথে বাসায় হেভি ডিউটি ধোলাই।

☞ প্রভাবক ২

৮ম শ্রেনীতে লম্ব আকার একটা সম্পদ্য ছিল! আমি যতই চাইতাম ৯০ ডিগ্রি কোন আকতে সেটা ৯০ ডিগ্রি না হয়ে ৭৯ ডিগ্রি হয়ে যেত। নাম করা Bsc জাকির স্যারের এক থাপ্পরে ১১ ডিগ্রি বেড়ে যে ৯০ ডিগ্রি হল তা আজও আর কমে নাই!!

☞ প্রভাবক ৩

ssc পরীক্ষায় আগে দুইটা উপপাদ্য ছিল ২৩ ও ২৪ যাকে পিথাগোরাসের উপপাদ্য যাকে বলে। এক বছর ২৩ এক বছর ২৪ এমন করে আসত। আমাদের বছর ২৩ আসার কথা। এইটা আবার সাইজে একটু বড় ছিল, আমি নিয়মিত ফাকি মারা ছাত্র তাই এইটা পড়তে চাইতাম না। এক দিন পরে গেলাম ফাদে ক্লাসে বোর্ডে নিয়া স্যার লিখতে দিলেন। আমি পুরা ধরা!!

ভূমিকে লম্ব, অতিভুজকে ভূমি বানিয়ে ফেললাম। ফলাফল রাম ধোলাই, এর পর ২৩ নম্বর উপপাদ্য এখনও ভুলিনি।

☞ প্রভাবক ৪

ইন্টার পরীক্ষার এক মাস আগে খুব কাছের বন্ধুর পছন্দের কন্যাকে চিঠি দিতে গেলাম বইএর মধ্যে লুকিয়ে লাক খারাপ আবার ধরা খাইলাম কন্যার বড় ভাইয়ের কাছে পরিনাম খারাপ হইতে পারত সামনে পরীক্ষা বলে রক্ষা, আজব হলেও সত্য সেই বইটি ছিল সবুজ রং এর জ্যামিতি বই!!

☞ প্রভাবক ৫

অনার্স পড়ছি গনিত নিয়ে, আর জ্যামিতি নামক বিষয়টিতেই কেবল আমি A+ পাইছি।



☞ প্রভাবক ৬

জ্যামিতির বৃত্ত একটু বাকা হয়ে কোনক আকৃতি ধারন করল, সেই কোন আইসক্রিমে ভাগ বসাবার মানুষ পাইলাম কোন এক জ্যামিতির ক্লাসে।

☞ প্রভাবক ৭

জ্যামিতিয় এই গোলক ধাধা থেকে বের হতে পারিনি, এখন আমি একটা কোচিং এর জ্যামিতি টিউটর!!!



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহ! আপনিই এখন জ্যামিতি শিক্ষক!

২| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৬

মোমেন মুন্না বলেছেন: কপালে আছে ভাই আর কি করব!!!! কাল্পনিক সাহেব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.