নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানতে চাই,জানাতে চাই

মোমেন মুন্না

ফেইসবুক (InversE EquatioN) :htps://www.facebook.com/inverseme

মোমেন মুন্না › বিস্তারিত পোস্টঃ

:(( :P :(( :P ডিজিটাল 20 টু 420 :(( :P

১৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৩

নেট স্পিড স্লো,ভাবছিলাম অন-

লাইন ক্লাস হবে না।ফেইস

বুকে ইভেন্ট নটিফিকেসন দেখলাম স্যার ক্লাস হবে তাই নিয়ে পোস্ট করছে।স্কাইপে লগইন করলাম ভিডিও

কনফারেন্সে ক্লাস শুরু হবে।3-

ডি মনিটরের সামনে বসলে আমার

মাথা ব্যাথা করে, নজরুল সমরেশ এর

উপন্যাস,নিউটনের ভরবেগ,ক্যালকুলাসের সমাকলন,অন্তরিকরন বই কত মজার আর এগুলো লুকিয়ে পড়তে হয়। বাসায় ওয়াই-ম্যাক্স বসানো হইছে যাতে নেটে কোন সমস্যা না হয়। বাবা ৫ এমবি-পিএস ৪জি

ওয়াই-ম্যাক্স এনে দেওয়ার পর

মা সিসি ক্যামেরায় সারাক্ষন নজর

রাখে আমি পিসির সামনে আছি কিনা????বিকেল আইফোন

হাতে থাকে কিনা??? গত বছর পাশের বাসার পাপ্পু সেরা গেইমার হইছে, angry bird 1,2 কবেই শেষ হইছে এ angry bird go তেও তার সেরা স্কোর করা হয়েছে।হলিউড বলিউড এর সব মুভি তার মুখস্ত।আমাকেও এবার সেরা হতেই হবে।বাবা বলছে তাহলে এবার ক্যালকুলাস পার্ট ২ বইটা কিনে দেবে।আর ১০মিনিট পর ক্লাস শুরু হবে।ক্লাস শুরুর আগে বন্ধুদের বললাম কয়েকটা মুভি লিংক

শেয়ার করতে।নতুন হলিউড মুভি গুলো নিয়ে গ্রুপ ওয়ার্কে আমি অংশ

নেইনি,মুভি মাস্টার পটকাকে বললাম

দোস্ত এবার একটু হেল্প কর নইলে আমার খবর আছে।গত অন-লাইন

টেস্টে এমনিতে আমার রেজাল্ট

খারাপ। স্যার অন লাইনে আসলেন।খুব

টেনসনে আছি।স্যারের ব্লগ

দেখে কমেন্ট করা হয়নি গত কাল,অংক করতে করতে ভুলেই গেছিলাম।স্যার প্রথমে বাড়ির কাজে দেখা শুরু করলেন।ফেইস বুক পাগলা মফিজের স্ট্যাটাসে লাইক,কমেন্টের

সংখ্যা দেখে মহা খুশি,স্যার নিজেই

সেটা শেয়ার করলেন।নীল পরি নীলাক্ষির প্রো-পিকে ২০০০

লাইক,১৫৫টা তৈলাক্ত কমেন্ট!! স্যারও

লাইক দিলেন, nice লিখে কমেন্ট করলেন। সবার শেষে আমার

আইডি। স্যার আমাকে নক করলেন-

কি ব্যাপার কাল তোমার কোন

স্ট্যাটাস নেই!!

কবেকার সেই কম মেগাপিক্সেলের

প্রো-পিক,কভার ফটো???ডিএসএলআর

নেই তোমার ??? তোমার বাসার নেট

কি স্লো???কত বার বলছিনা,ভাল নেট

নাও!!!

স্যার আমার আইডিতে রিপোর্ট

করে বাবাকে মেসেজ দিলেন।

আগামকালের হোম ওয়ার্কের লিংক

দিয়ে স্যার লগ আউট করলেন।এর

মধ্যে স্যারের মেসেজ

পেয়ে বাবা আমাকে রাগের

ইমো দেখালেন।আমি পিসি রেখে বই

নিয়ে বসলাম।বিকালে সবাই যখন

এন্ড্রয়েড জেলী-বিনে angry bird go খেলে আমি তখন মনের আনন্দে সুকুমার রায় পড়ি।রাতে বাবা বাসায় ফিরে দখলেন আমি পিসির সামনে নেই।তার ভয়ে পিসির সামনে বসলাম।মা বললেন তোর বাবা তোকে তার রুমে ডাকে। ভয়ে ভয়ে গেলাম-

তোমার স্যার আমাকে মেসেজ

করছে তোমার স্ট্যাটাস মান খুব

খারাপ,নিয়মিত পোস্ট

নাই,পেইজে লাইক নাই,প্রো-

পিক,কভার ফটো অনেক আগের।

তোমাকে সেদিন নতুন ডিএসএলআর

কিনে দিলাম,নেট স্পিড

বারিয়ে দিলাম।কই তোমার আইডি লগ ইন কর।বাবা স্যার আইডিতে রিপোর্ট করছে ৭ দিন ব্লক হইছে।

কি বললা???পাশের বাসার আবুল

একবারও ব্লক হয়নি।তার ফলোয়ার

সংখ্যা ২৫০০। আর তোমার এখনও ৫০০০ ফ্রেন্ড হল না ।নেট স্পিড ১৫০কেভি করলাম!!!!এই

স্পিডে আজ ইউটিউবের ৫০টা ভিডিও দেখবে। স্যারের সব ব্লগ শেষ করবা।এই তোমার শাস্তি!!!!!!!আর বিকালে বই

নিয়ে বসবে না, ডি এসএলআরটা নিয়ে কিছু ছবি তুলে রাখ কাজে লাগবে। কালই গেমসের নতুন

সিডি গুলো এনে দেব।অনেক চ্যালেন্স মোকাবলা করতে হবে ভাল কোন ব্লগে না লিখতে পরলে কোন লাভ নেই কি করবা বড় হয়ে???

রুমে এসে পিসি নিয়ে বসলাম।





বাবা মা বাসায় নেই এখনি সময়

পরিমিতি অধ্যায় শেষ করব।

আলমারি খুলে দেখি বই-খাতা নেই।

কেমন একটা যান্ত্রিক হাসি!!!!!

পিছনে ফিরে দেখলাম

সিকিউরিটি রোবটের হাতে আমার

বই। হাতের কাছে পেলাম

ফুলদানি মারলাম রোবটের মাথায়।

মুহূর্তই

সেটা থামিয়ে আমাকে ধরে পিসির

সামনে বসাতে চাইল আর আমি তার কাছ থেকে ছোটার

চেস্টা করছি।



হঠাৎ মায়ের ডাকে ঘুম ভেঙ্গে গেল-

কিরে এরকম ডাকাডাকি করতেছ কেন কি হইছে????

আমি ঘরের কোনে রাখা ফুলদানি আর রোবট খুজতেছি...............

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৩

নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: খুব বেশি ভালো লাগেনি।


প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ

২| ১৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০১

মোমেন মুন্না বলেছেন: ধন্যবাদ সত্য বলার জন্য!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.