নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানতে চাই,জানাতে চাই

মোমেন মুন্না

ফেইসবুক (InversE EquatioN) :htps://www.facebook.com/inverseme

মোমেন মুন্না › বিস্তারিত পোস্টঃ

৬ষ্ঠ ব্লগ দিবস ; ব্লগারদের মিলন মেলা

২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৬

মুক্ত চিন্তা, দায়িত্বশীল প্রকাশ, আত্মশক্তির বিকাশ, শোষণমুক্ত সমাজ, উন্নত স্বদেশ গড়ার অঘোষিত প্রতিশ্রুতি নিয়ে বাংলা ব্লগ যার প্রান পৃথিবীর চতুর্থ ভাষা আমাদের প্রানের ভাষা বাংলা। বাংলা ব্লগের এই মহা সমুদ্রকে ঘিরে রয়েছে হাজারো বাংলা মায়ের সন্তান,কেউ বাংলা মায়ের কোলে থেকে কেউবা আবার কোন দূরদেশ থেকে। এক কথায় আমারা আমাদের অনুভূতি গুলো পরম মমতায় ফুটিয়ে তুলছি ভার্চুয়াল জগতের পাতায়। দেশ বিদেশের এ সব বাংলা ভাষা–ভাষীরা সামুর দেওয়ালকে সমৃদ্ধ করে যাচ্ছে যার যার অবস্থান থেকে। ভার্চুয়াল জগৎ এর এই সীমানা পেরিয়ে ২০০৯ সাল থেকে আয়োজন করা হয়েছে বাংলা ব্লগ দিবস। কালের স্রোতে এই আয়োজন কেবল ঢাকা কেন্দ্রিক নয় ছড়িয়ে যাচ্ছে বাংলার প্রতিটি বিভাগে। সামুর বিভিন্ন পোস্ট দেখলেই বোঝা যায় যে যার নিজ নিজ এলাকা নিয়ে সাধ্য মত চেস্টা চালিয়ে যাচ্ছেন, বাংলা ব্লগ দিবস সফল করার আয়োজন নিয়ে। এক দিনের জন্য আমরা আসব বাংলা ভাষী হিসেবে,মুক্ত চিন্তা, দায়িত্বশীল প্রকাশ, আত্মশক্তির বিকাশ, শোষণমুক্ত সমাজ, উন্নত স্বদেশ গড়ার চিন্তা নিয়ে। কোন রাজনৈতিক আদর্শে নয়,কোন দল মত নিয়ে নয়, আমাদের একটাই পরিচয় আমরা বাংলায় গান গাই, আমরা বাংলায় কথা বলি...... হ্যা বাস্তব সত্য অনেকেরই বিভিন্ন রাজনৈতিক আদর্শ আছে, থাক না দূরে এই দিন সব বাধার দেওয়াল। আসুন আমরা আমাদের সাধ্য মত এগিয়ে আসি বাংলা ব্লগ দিবসকে সফল করার জন্য।



নদী খাল বরিশাল।২০১২ সালে প্রথম বার বরিশালে ব্লগ দিবসের আয়োজন করা হয়েছিল। সেই বছর ব্লগ দিবসের আয়োজকদের অন্যতম একজন ছিলেন ণেবুলা মোর্শেদ। আজ তাকে নিয়ে আবার বসছিলা আমাদের কর্ম পরিকল্পনা নিয়ে। এ পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করেছেন বেশ কয়েক জন। ধন্যবাদ তাদেরকে। আমাদের আয়োজনকে সফল করতে সবার অংশ গ্রহন একান্ত প্রয়োজন। ১৯ ডিসেম্বরের আগে আমারা তিনটি ছুটির দিন পাব প্রথম শুক্রবার, দ্বিতীয় শুক্রবার এবং ১৬ ডিসেম্বর। এই তিন দিনের যে কোন এক দিন সবাই ব্লগ দিবস নিয়ে এক মত বিনিময় সভার আয়োজন করতে চাই। এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত আশ করছি। বরিশালের যারা এখনো যোগাযোগ করেননি তারা নিচে দেওয়া সেল ফোন নম্বরে যোগাযোগ করুন অথবা আপনাদের সেল ফোন নম্বর দিয়ে আমাদের সহযোগীতা করুন। যাদের সেল ফোন নম্বর সংক্রান্ত সমস্যা রয়েছে তারা মেইল করতে পারেন।আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। বরিশাল বিভাগের ব্লগ দিবস কে সফল করতে এগিয়ে আসুন।

আমরা চাই এই আয়োজনে সবাই থাকি সবার সাথে পরিচিত হয়, নিজেদের ভাবনা গুলো ছড়িয়ে দেই সবার মাঝে, সবার প্রানের মেলা হোক বাংলা ব্লগ দিবস।



যোগাযোগঃ

##

ণেবুলা মোর্শেদ



ইমেইঃ

[email protected] [email protected]



মোবাইলঃ

01723388571



##

মোমেন মুন্না



ইমেলঃ

[email protected]



মোবাইলঃ

01736831734



ফেইসবুকঃ

http://www.facebook.com/podmanodi



ধন্যবাদ সবাইকে!



মন্তব্য ২৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৭

বাউল আলমগী সরকার বলেছেন: সবি তো বুঝলাম কিন্তু বাংলা ব্লগ দিবস কোথায় পালন করা হবে
সেটাই তো জানি না--------

২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২৬

মোমেন মুন্না বলেছেন: একক সিদ্বান্তে আমরা কোন সিদ্বান্ত নিতে চাই না আগে সবাই বসি দেন ঠিক করা হবে ভেনু কোনটা হবে!

২| ২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: ব্লগ দিবস আয়োজনে বরিশাল বিভাগ থেকে দ্বীতিয় পোষ্ট। আবারো শুভ কামনা বরিশাল বিভাগের ব্লগারদের জন্য।

২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫০

মোমেন মুন্না বলেছেন: ধন্যবাদ আপনাকেও!

৩| ২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৪

আমিনুর রহমান বলেছেন:




১৯ শে ডিসেম্বর বাংলা ব্লগ দিবসে দেশ ও বিদেশে ব্লগারদের মিলনমেলা দেখার অপেক্ষায় রইলাম।


বরিশালের ব্লগারদের জন্য শুভ কামনা রইল !

২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫২

মোমেন মুন্না বলেছেন: অশেষ ধন্যবাদ আমিনুর ভাই, আপনার সহযোগিতা কামনা করছি!

৪| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:২৯

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: বরিশালের ব্লগারদের জন্য শুভ কামনা রইল !

২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫০

মোমেন মুন্না বলেছেন: বরিশাইল্লা শুভেচ্ছা!

৫| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫২

সুমন কর বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।

২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১০

মোমেন মুন্না বলেছেন: বরিশাইল্লা মোবারক বাদ

৬| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৭

কলমের কালি শেষ বলেছেন: ব্লগ দিবসের জন্য শুভ কামনা রইল ।

২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১১

মোমেন মুন্না বলেছেন: বরিশাইল্লা মোবারকবাদ!

৭| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


সুন্দর আরেকটি লেখা। বরিশালের ব্লগারদের জন্য অশেষ শুভ কামনা :)

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৮

মোমেন মুন্না বলেছেন: বরিশাইল্লা ধন্যবাদ! মইনুল ভাই!

৮| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০১

নেবুলা মোর্শেদ বলেছেন: আমি মোনেম মুন্না,সামুর জনপ্রিয় ব্লগার একজন আরমান আজ সন্ধ্যায় বসেছিলাম,সে আমাদের সাথে আছে আগেও ছিলো।

১৯ ডিসেম্বরের আগে আমারা তিনটি ছুটির দিন পাব প্রথম শুক্রবার, দ্বিতীয় শুক্রবার এবং ১৬ ডিসেম্বর।

এই তিনদিনের মধ্যে আসুন আমরা একবার বসি বরিশালে আমরা যারা ব্লগার আছি।

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৮

মোমেন মুন্না বলেছেন: আপনাদের সাথে পেয়ে আনন্দিত!!

৯| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০৩

নেবুলা মোর্শেদ বলেছেন: "বরিশালের ব্লগারদের জানার সুবিধার জন্য এই পোস্টটি কীছূ সময়ের জন্য স্টিকি করা হোক"

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৪

মোমেন মুন্না বলেছেন: ধন্যবাদ সামুকে পোস্ট স্টিক করার জন্য কিন্তু আমার নামে একটু ভুল হয়েছে লেখায়!

১০| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৭

নেবুলা মোর্শেদ বলেছেন: এতে তেমন কোন সম্যসা নেই।

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৪

মোমেন মুন্না বলেছেন: ওকে তুহিন ভাই!

১১| ২৮ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৬

নেবুলা মোর্শেদ বলেছেন: তোমার এই পোস্টের পড়েই আমি আর একটা পোস্ট দিয়ে দিব,এর পড়েই আরমান ভাই একটি পোস্ট দিবে।

২৮ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

মোমেন মুন্না বলেছেন: জি আচ্ছা তুহিন ভাই! অপেক্ষায় রইলাম!

১২| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০০

নেবুলা মোর্শেদ বলেছেন: মুন্না আর কেউ তোমাকে ফোন করেছিলো?

৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪০

মোমেন মুন্না বলেছেন: না ভাই এখন পর্যন্ত কেউ কল করে নি!

১৩| ৩০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

নেবুলা মোর্শেদ বলেছেন: আগামী ১২ তাং পর্যন্ত দেখি তারপর তুমি,আমি,আরমান ভাই আর সেই আপু এই তিনজন বসে আলাপ করি,এর পড়ে দেখি কি হয়।

১৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৩

নেবুলা মোর্শেদ বলেছেন: মুন্না আর একটি পোস্ট দিও।সময় এবং তারিখ উল্লেখ্য করে।১২/১২/১৪ বিকাল তিনটায় বরিশাল কলেজের সামনে "আগুনমুখা প্রকাশনীর হলরুমে"

১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৩

মোমেন মুন্না বলেছেন: Click This Link
পোস্ট দিয়া দিলাম ভাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.