নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানতে চাই,জানাতে চাই

মোমেন মুন্না

ফেইসবুক (InversE EquatioN) :htps://www.facebook.com/inverseme

মোমেন মুন্না › বিস্তারিত পোস্টঃ

৬ ষ্ঠ বাংলা ব্লগ দিবস ২০১৪ বরিশাইল্লাগ ব্যাবাক প্রস্তুতি ফাইনাল!!!

১৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৮





৬ ষ্ঠ বাংলা ব্লগ দিবস ২০১৪ এর অগ্রিম শুভেচ্ছা।



ঢাকা সহ অন্য অন্য বিভাগের সাথে বরিশালেও উদযাপিত হতে যাচ্ছে বাংলা ব্লগ দিবস ২০১৪। এই উপলক্ষে আয়োজক এবং উদযাপনকারীদের মধ্যে সৃষ্টি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ।এবার ব্লগ দিবস উদযাপন হবে আগুনমুখা প্রকাশনী এর হল রুমে।এতে উপস্থিত থাকবেন বরিশালের ব্লগার সহ বরিশালের বিভিন্ন সাংস্কৃতিক ব্যাক্তিত্বরা। ব্লগ দিবস উপলক্ষ্যে ফেইসবুকে আমাদের ইভেন্ট খোলা হয়েছে, চাইলে যোগ দিতে পারেন আমাদের ইভেন্টে।



ইভেন্ট লিংকঃ Click This Link



আগামী কাল বিকেল ৪টায় "৬ষ্ঠ বাংলা ব্লগ দিবস ২০১৪" উপলক্ষে আগুনমুখা প্রকাশনী এর হল রুমে হতে যাচ্ছে এক মিলন মেলা। ইতি মধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। উৎসবমুখর এই উদযাপনকে সার্থক ও সফল করার উদ্দেশ্যে বরিশালের সকল ব্লগার,লেখক, পাঠকের উপস্থিতি একান্ত ভাবে কামনা করছি।





বিজয়ের এই মহান মাসে বাংলা আর বাঙালীর ঐতিহ্যকে আরেকবার মনে করিয়ে দিতে বিশেষ আকর্ষন হিসেবে আগামীকাল সবাই আসছি শাড়ি আর পাঞ্জাবীতে।



পোশাক আইডিয়াঃ



অশ্রুত প্রহর

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: শুভ কামনা।

১৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

মোমেন মুন্না বলেছেন: বরিশাইল্লা শুভেচ্ছা

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৮

সুমন কর বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।

১৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

মোমেন মুন্না বলেছেন: ধন্যবাদ!

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৪

আহমেদ জী এস বলেছেন: মোমেন মুন্না ,





হেডিংয়ে বরিশাইল্লা ভাষা কইয়া ভিত্রে চলতি কতা ল্যাকপেন , হেইডা ঠিক অয় নাই । এ্যাহোনও সোমায় আছে খাস বরিশাইল্লা ডায়লগ দ্যান ।

মোগো বরিশাইল্লা ভাষার ঐতিহ্য ধইররা রাকতে বিশেষ আকর্ষন বইল্লা এইরহম ল্যাকলাম ।

মুই আইতে না পারলেও মোনডা আমনহেগো লগে থাকপে ।


( আপনাদের প্রচেষ্টা সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠুক এই কামনা করছি । খুব মিস করবো আপনাদের । )

১৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৭

মোমেন মুন্না বলেছেন: দাদ আমনে থাকলে ম্যালা টেস হইত!

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৩৬

খেলাঘর বলেছেন:


আজকেই আপনারা বরিশালে একত্রিত হচ্ছেন; আনন্দঘন হোক আপনাদের মিলনমেলা।

১৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৭

মোমেন মুন্না বলেছেন: ধন্যবাদ দাদ ভাই!

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১০

এস.কে নূরমোহাম্মদ বলেছেন: ঢাকার কোথায় কি হচ্ছে! :||

১৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৮

মোমেন মুন্না বলেছেন: ফেবুতে একটা ঈভেন্ট আছে দেখেন!

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩০

জানা বলেছেন:
আহমেদ জী এস বলেছেন: মোমেন মুন্না ,

হেডিংয়ে বরিশাইল্লা ভাষা কইয়া ভিত্রে চলতি কতা ল্যাকপেন , হেইডা ঠিক অয় নাই । এ্যাহোনও সোমায় আছে খাস বরিশাইল্লা ডায়লগ দ্যান ।

মোগো বরিশাইল্লা ভাষার ঐতিহ্য ধইররা রাকতে বিশেষ আকর্ষন বইল্লা এইরহম ল্যাকলাম ।

মুই আইতে না পারলেও মোনডা আমনহেগো লগে থাকপে ।




ওরে মোর আল্লা,

আহমেদ জী এস ভাইজান তো মোর মনের কতাডা কইয়া দেলেন। এইডা হৈছে যাইয়া মনের মিল :) বোজ্জেন।

মনু, আমাগো বরিশাইল্যা ছোড-বড়, গুরা-গারা ব্যবাকে একত্রো হন। আমহ্ণেরা ছারা ক্যামনে বোলগ দিবস অয়? মুই এহনও চিডি মিডি পাই নাই দাওয়াতের। এ্যহোনো সোমায় আছে, দাওয়াত পাইয়্যাই রেস্কাত উঠমুএ্যানে।

আমহ্ণেগো ব্যবাকেরে সেইরহম শুভেচ্ছা দেতেআছি ঢাহার মানু। :)

১৯ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৬

মোমেন মুন্না বলেছেন: জানা আফা,
আমনে ভাল আছেন!!! সমেস্য নাই আমনে রেডি হন খাতা বালিশ লইয়া, বিহালে লঞ্চে ওডেন! চিড়া মিডা ক্যা আরও ম্যাল কিছু আছে! যাউক এক্কুয়া দুঃখের কতা কই, মোগ যে পোস্টার পাডাইছেন হেইয়া এহনো মোরা পাই নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.