নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তারিক রানা চৌধুরী

তারিক রানা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

শ্যমল মিত্র ,সুমনের গানে

২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:০১

https://www.youtube.com/watch?v=8rwPaPS0LqA https://www.youtube.com/watch?v=6tpdQT4uGeU https://www.youtube.com/watch?v=K_65H0K-sRw লন্ডনে কিছু দিনের মধ্যেই একটি বাংলা সিনেমার শুটিং হবে। কমেডি নির্ভর এ ছবিতে লিড একটর হিসাবে থাকবেন, রিয়া সেন, যার নানী হচ্ছেন সুচিত্রা সেন। রাইমার মাত্র একটি ছবি ই আমি দেখেছিলাম, নৌকাডুবি, আরো অভিনয় করেছিলেন প্রসেনজিত, রিয়ার বড় বোন রাইমা সেন, যিশু সেনগুপ্ত প্রমুখ, ডাইরেকটর ছিলেন রিতুপরণো ঘোষ।
রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প এটা সবার ই জানা, বার বার দেখার মতো একটা ছবি। আসলে রিয়া সেন এর আর কোন ছবি আমি দেখিনি। যেহেতু এই সিনেমা প্রোডাকশনের সাথে অফিসিয়ালি না থাকলেও ( আমার ক্লাশ আর অন্যন্য কাজে ব্যস্ত থাকায়) আন অফিসিয়ালি প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক ভাবেই আমাকে থাকতে হবে, এটা আমি জানি, তাই রিয়া সেনের অভিনিত ২০১৪ র ছবি জাতিস্মর দেখতে বসেছি।তাঁর অভিনয় শৈলী দেখার জন্য।
ওয়াই কি তে জানলাম,জাতিস্মর সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ২০১৪ সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র। মুখ্য ভূমিকায় আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। রিলায়েন্স এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই চলচ্চিত্রটি অ্যান্টনি ফিরিঙ্গি (হেন্সম্যান ফিরিঙ্গি) নামের উনিশ শতকের একজন পর্তুগিজ ফোককবির ওপর নির্মিত। এতে উনিশ শতক ও বর্তমান সময় - এ দুই সময়ের সমন্বয় ঘটানো হয়েছে।জাতিস্মর চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেন প্রখ্যাত সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী কবীর সুমন।
চলচ্চিত্রটি চারটি ৬১তম জাতীয় চলচ্চিত্র অ্যাওয়ার্ড-এ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে ।
ছবিটির শুরুতেই্রৃযাকে একদা সুমন চট্টপাধ্যায় বলে জানতাম, নাম প্লাল্টানো আমার প্রিয় একজন গায়ক কবির সুমনের গাওয়া প্রথম গানটি শুনেইhttp://www.youtube.com/watch?v=6tpdQT4uGeU এই লেখার তাগিদ অনুভব করলাম।
সুমনের গান আমি প্রথম শুনি ১৯৯২ তেই, মন খারাপ করে থাকা চট্টগ্রামের কাজীর দেউড়ির বাংলা হোটেলের রুম ৪১ এ থাকার সময়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২১১ শাহ আমানত হল ছেড়ে শহরে চলে এসেছি, রাজনৈতিক দলের কর্মী হওয়ায় হলের অনিরাপদ আবাস ছেড়ে বাংলা হোটেলে কিছুদিন ছিলাম। নেইবার শোয়েব নাঈমের কল্যানে সেই প্রথম সুমনের গান আমার শোনা হয়। তার পর একনাগারে ১৯৯৯ এবং পরে থেমে থেমে এখনো সুমনের গান শুনি। খেয়াল করলাম , গানের মেজাজ একরকম থাকলেও গলাটা মাঝে মাঝে নাকের প্রভাবে নেকো সুর না বল্লেও , নাক ব্যবহৃত হয়েছে, আর সিনেমা বলেই গানের একটী কথা , খোদার কসম জান,আমি ভালবেসেছি তোমায়। সুমন তার ভালবাসার মানুষকে অতিতে , প্রিয়তমাই বলতেন।
আবার এমোনো হতে পারে, যেহেতু ১৫ বছর বাংলাদেশের বাহিরেই থাকি, প্রিয়তমা শব্দের চেয়ে ''জান'' ই হয়তো প্রেমিকদের প্রিয় শব্দ।
আজ অনেকদিন পর সুমন এর গান ঘাটতে http://www.kabirsumanonline.com/home/ যেয়ে দেখি, খোদার কসম জান, এই গানটা আমি প্রায় দু বছর আগে সুমনের ইউটিউব লিঙ্কে শুনেছি, মজার কথা হচ্ছে ঐ আসরে সুমন হয়তো, তাৎক্ষনিক ভাবেই গানটি রচনা করেছিলেন, মাঝের একটা লাইন ছিল, পাশের বাড়ির মেয়ে, তার মুখে তোমাকেই জানি,খুঁজে খুঁজে গেয়ে গেছি, শ্যমল মিত্তিরের ( মিত্র) গান, কি করে গাইতো ভাবি, মানুষটা অমন গলায়,...................................................তরি খানি ভাসিয়ে দিলাম, ঐ কূলে, ওগো যখন তুমি এলে আবার, সব ভুলে...এরপর সুমন গিটারে তাঁর আঙ্গুল চালিয়েই গর্বের সাথে বলে উঠলেন,আধুনিক গান গাইবার অধিকার উপ মহাদেশের যদি একজনের থেকে থাকে তিনি, শ্যমল মিত্র।
তারপর গাইলেন সুমন,কি করে গাইতো ভাবি, মানুষটা অমন গলায়, খোদার কসম জান, আমি ভালবাসেছি তোমায়। তারপরের লাইন আপনারা যে লিঙ্ক দিয়েছি, সেখান থেকে শুনে নিতে পারেন,, যদি হাতে সময় থাকে। শ্যমল মিত্রের গাওয়া সেই গানটা এখানে তুলে দিলাম, তরী খানি ভাসিয়ে দিলাম ঐ কূলে
ওগো যখন তুমি এলে আবার সব ভুলে।
আমি ছিলাম আশায় আশায়
আসবে তুমি কখন আবার এই খেয়ায়;
যাত্রা শুরুর বেলায় তোমায় নেব তুলে
ওগো যখন তুমি এলে আবার সব ভুলে।
অস্ত আকাশ দিগন্তে ঐ আবীর মেখে
তোমার মুখে তারি ছোঁওয়া গেছে রেখে।
চলার পথে দোলায় দোলায়
রইব ভুলে সকল ব্যথায় এই খেলায়;
তোমার মনে সকল বাঁধন দেব খুলে
ওগো যখন তুমি এলে আবার সব ভুলে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

আমিনুর রহমান বলেছেন:



একজন গায়ক ও একজন মানুষ সুমন দুজনই আমার কাছে ভীষন প্রিয়। আমার কাছে তার যে ব্যাপারটা সবচেয়ে বেশী ভালো লাগে তাহলো তার বাংলা উচ্চারন। এতো শ্রুতি মধুর ও শুদ্ধ উচ্চারণ খুব কম শিল্পীর মাঝেই পেয়েছি আমি।

২| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৮

সুমন কর বলেছেন: সুমন চট্টপাধ্যায় অাছে বলেই গানটা শোনা হয়।
কেমন করে যে উনি এসব কথা (গান) লিখেন !!!!!!

স্যালুট উনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.