নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

সেলিম জাহাঙ্গীর

সেলিম জাহাঙ্গীর যে দ্যাশে নাই জীন মরণরে আমার মন ছুটেছে সেই দ্যাশে গুরু লওনা আমায় তোমার সে দ্যাশে

সেলিম জাহাঙ্গীর › বিস্তারিত পোস্টঃ

জামায়াতে ইসলামী একটি ইসলামি সন্ত্রাসী--তসলিমা নাসরিন

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

ইসলাম বিরোধিতার অভিযোগে নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন এবার ইসলাম সম্পর্কে জানতে পড়াশুনার আহবান জানিয়েছেন। ফ্রি থট ব্লগে তিনি বলেছেন, তাহলেই জামায়াতে ইসলামী ইসলামকে কীভাবে ব্যবহার করছে তা বুঝতে পারা যাবে।



তসলিমা বলেন, সামাজিক ও রাজনৈতিকভাবে ইসলামকে সংগঠিত করতে সাইদ আবুল আল মওদুদি ইসলামিয়া পার্ক, লাহোরে ১৯৪১ সালে জামায়াত-ই-ইসলামির প্রতিষ্ঠা করেন। প্রথম সভায় ৭৫ জন উপস্থিত ছিলেন। বর্তমানে বিশ্বে এটি সবচেয়ে বড় একটি ইসলামি রাজনৈতিক দল। মওদুদির দর্শন মিশরের মুসলিম ব্রাদারহুডসহ সারা বিশ্বের ইসলামি দলগুলোকে প্রভাবিত করছে।



তিনি বলেন, বাংলাদেশে জামায়াতে ইসলামী একটি ইসলামি সন্ত্রাসী সংগঠন ছাড়া আর কিছু নয়। এটি যেই ইসলামের বিরোধিতা করে তাকেই হত্যা করে। এটা সত্য যে জামায়াতে ইসলামী নিজেদের রক্ষায় ইসলামকে ব্যবহার করছে। এটাও সত্য ইসলাম জামায়তের দর্শনকে সমর্থন করে যেমন অবিশ্বাসীদের হত্যা, অমুসলিম ও সুন্নিদের বাইরে মুসলমানদের হত্যা ও নির্যাতন এবং অনৈসলামিক কার্যক্রমের জন্য মহিলাদের আমৃত্যু পাথর ছুড়ে মারা।



তসলিমা নাসরিন বলেন, আপনি নিশ্চয়ই জামায়াতে ইসলামীর বর্বরতা সমন্ধে জানেন? জানেন না? আপনি এই সত্য জানেন না আপনি যদি জামায়াতে ইসলামীকে পছন্দ না করেন তবে আপনি ইসলামকেও পছন্দ করেন না। আপনি হয়ত ভাবেন ভাবাদর্শগতভাবে জামায়াতে ইসলামী ও ইসলাম আলাদা। কিন্তু আসলে তা নয়। ইসলাম তার নামে ইসলামি সন্ত্রাসী সংগঠনগুলো যা করে তার সবকিছুকেই সমর্থন করে। জামায়াতে ইসলামী ও ইসলামের মতবাদের সাদৃশ্যতা খুঁজে বের করতে হলে আপনাকে ইসলামকে সঠিকভাবে জানতে হবে। আপনাকে কুরআন ও হাদিস মনোযোগ দিয়ে পড়তে হবে এবং আপনাকে সবকিছু সঠিকভাবে ব্যাখা করতে হবে ।

Click This Link

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

হাসান বায়জিদ বলেছেন: ইসলামকে সঠিকভাবে জানতে হবে। কুরআন ও হাদিস মনোযোগ দিয়ে পড়তে হবে

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১

সেলিম জাহাঙ্গীর বলেছেন: সেই কথাই তিনি বলেছেন।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

মহাজাগতিক মুসাফির বলেছেন:
হাসান পাগলা ভাই
েহতি কয় নম্বর বেডার নিছে হুইতা এই লেখাটা লিখছে তা কি জানাতে পারবেন ?

ইসলাম জানার জন্য একজন নষ্টা মেয়ের কাছে যেতে বলছেন ? হায়রে কপাল !

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

সেলিম জাহাঙ্গীর বলেছেন: কোন বেশ্যার কাছেও যদি ভালো কিছু জানার থাকে জানতে অসুবিধা কোথায়?

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

আমি তুমি আমরা বলেছেন: সমস্ত যুদ্ধাপরাধীর সাথে এই মাথানষ্ট বিকৃত মহিলাটাকেও ফাসিতে ঝোলানো উচিত।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

সেলিম জাহাঙ্গীর বলেছেন: উনিতো তুই কারাকাজ কয় নাই। হুদায় উনারে ঝুলাইবেন ক্যান?

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

মাহির কাবির বলেছেন: islam ki ta jante amader TASLIMA NASRIN eR kase jete hobe.

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬

সেলিম জাহাঙ্গীর বলেছেন: উনিতো বলেন নাই ইসলাম জানতে আপনারা তার কাছে যান। সে বলেছে ইসলাম জানতে বেশী করে পড়তে; এই পড়া নিজ বাসায় বসে পড়েন অসুবিধা কোথায়?

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

টাইটান ১ বলেছেন: বাংলাদেশের মুসলমানেরা তসলিমা নাসরিনকে তাড়িয়ে দিয়ে ইসলামকে ছোট করেছে। কারণ তারা মনে করেছে তসলিমা নাসরিন ইসলাম ধর্মকে নষ্ট করে দিতে পারে। সত্যিকার মুসলিম হলে তসলিমাকে ইসলাম ধর্মের প্রতি আগ্রহী করে তুলতে পারতেন। কিন্তু ঐ শক্তিতো এদেশের মুসলিমদের নেই।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬

সেলিম জাহাঙ্গীর বলেছেন: আপনার সাথে সহমত। আপনাকে অনেক ধন্যবাদ।

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮

আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: বাংলাদেশের যে অবস্থা তাতে তসলিমা নাসরিনের বিষয়ে কথা বলাই হারাম। সচেতন ব্লগারের মাঝেও একই অবস্থা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

সেলিম জাহাঙ্গীর বলেছেন: সত্যকথা বলেছেন ভাই জান। এর পরেও সথ্যকে কেউ কখনো চেপে রাখতে পারে না। মিথ্যার বেসাথি সত্যের চাপায় ভাংবেই।

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৯

সবুজ ভীমরুল বলেছেন: ইসলামি সন্ত্রাসী এই শব্দটার দ্বারাই ঐ বেডির নোংরা উদ্যেশ্য বোঝা গেল। ইসলামকে অপমান করাই তার আসল উদ্যেশ্য।

চটি লেখিকার কাছ থেকে এর চেয়ে বেশী কিছু আশা করা যায় না। /:)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫

সেলিম জাহাঙ্গীর বলেছেন: ইসলামি সন্ত্রাসী বলতে তিনি সকল ইসলঅমের মানুষকে বলেন নাই।সে বলেছে জামায়াতে ইসলামী একটি ইসলামি সন্ত্রাসী। ভালো করে পড়ুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.