নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা এক মহান জাতি ।

মনসুররবি

আমরা এক মহান জাতি ।

মনসুররবি › বিস্তারিত পোস্টঃ

আমরা সন্তানদের কিভাবে আদর্শরুপে তৈরী করতে পারি!

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৪

আসলে সন্তানকে লালন করতে হবে একদম ভ্রুণ থেকে।
আমাদের দূভার্গ্য কি? আমাদের সন্তানদের মধ্যে এত অস্থিরতা কেন?
আমাদের সন্তানসম্ভবা মায়েদের আসলে যেরকম শারীরিক, মানসিক যত্ন দরকার, পৃথিবীর কোথাও হয় না। এক হচ্ছে। যখন সন্তান পেটে আসে তখন কিছু শারীরিক অসুবিধা হয়। সেই সময় যে, সহানুভূতি পাওয়া দরকার পরিবারের সবার কাছ থেকে অধিকাংশ ক্ষেত্রে সেই মা সেটা পান না। ঐ সময়ে সন্তান যখন পেটে থাকছে তখন যদি দুশ্চিন্তাগ্রস্ত হন, তখন যদি ঝগড়াঝাঁটি হয়, তখন যদি উত্তেজিত হন তো এই উত্তেজনা, ঝগড়াঝাটি এবং টেনশন, অস্থিরতা এটার প্রভাব সন্তানের ওপরে পড়ে যায়। তো সন্তানকে লালন করতে হবে ভ্রূণ থেকে।
অতএব মা হতে চান যারা, বা মা হতে যাচ্ছেন যারা তারা সন্তানের চেহারাকে মনের পর্দায় দেখবেন।
কেমন চেহারার সন্তান চান। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে, সন্তান যে ভালোমানুষ হচ্ছে এই অনুভূতিটা মনের মাঝে নিয়ে আনা।
আপনার সন্তান কার মত হোক আপনি চান।
মহামানবদের কথা স্মরণ করতে পারেন।
অলি-বুজুর্গদের কথা স্মরণ করতে পারেন।
মুনি-ঋষিদের কথা স্মরণ করতে পারেন বা সফল মানুষদের কথা, যাদের মত আপনার সন্তান হোক আপনি চান।
বেশি স্মরণ করবেন, যে আমার সন্তান, এই এই গুণ হোক। ভ্রুণে থাকা, পেটে থাকা অবস্থায় সেই মানুষগুলোর আদর্শ, সেই মানুষগুলোর চিন্তা, সেই মানুষগুলোর ভাবনায় আনবেন। ভালো ভালো কথা নিজে নিজে বলবেন। গর্ভের সন্তান কিন্তু শোনে।
অতএব ভালো ভালো কথা তাকে বলবেন। সুন্দর সুন্দর কথা বলবেন। ধর্মগ্রন্থ বেশি পড়বেন। ভালো বই পড়বেন। সন্তানের উপরে সেটার প্রভাব পড়বে।
তারপরে যখন সন্তান বড় হচ্ছে, ছোট থেকেই তার সামনে একটা স্বপ্ন দিতে হবে যে, তুমি এইরকম হবে, তুমি এই হবে। তুমি এই করবে, এই হবে ইত্যাদি। আপনি দেখবেন ঐ যে ভ্রুণ থেকে যেই চিন্তাগুলো করবেন, ছোট থেকেই আপনার সন্তানের ঝোঁক সেই দিকে।
অতএব ছোট থেকে তার সামনে একটা আদর্শ তুলে ধরবেন এবং আপনার মধ্যে যেন সেই আদর্শের প্রতিফলন দেখতে পায়।
সন্তানকে বলবেন যে, ভালো কথা বলতে হয়। ভালো কথা বল। আর আপনি বকাবকি করবেন। গালিগালাজ করবেন। এটা হবে না। কারণ সন্তান কিন্তু আপনি যা বলবেন, সেটা করবে না। আপনি যা করেন, সন্তান সেটা করবে, নাইনটি এইট পার্সেন্ট ক্ষেত্রে এটা হয়। অতএব আপনাকে সেইভাবে চলতে হবে।
ইনশাল্লাহ সন্তান সুন্দর হবে।
আর পরিবার ভালো হলে সমাজ ভালো হবে। আর সমাজ ভালো হলে দেশের উন্নতি হবে।
আমরা সবাই একটু চেষ্টা করলেই সুন্দর সমাজ তৈরী করতে পারবো।
ধন্যবাদ আপনাকে, সময় নিয়ে পড়ার জন্য।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৭ দুপুর ২:১৮

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.