নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা এক মহান জাতি ।

মনসুররবি

আমরা এক মহান জাতি ।

মনসুররবি › বিস্তারিত পোস্টঃ

একজন নাস্তিকের গল্প।

২৪ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০৭

আমার ইমিডিয়েট বস। তিনি খুব ভাল মানুষ, হাসিখুশী। অনেকেই উনাকে এড়িয়ে চলে । কেন?
পরে বুঝতে পারলাম। তিনি আল্লাহ খোদা বিশ্বাস করেন না। নিজেকে খুব জিনিয়াস মনে করেন। (অবশ্য উনার আইকিউ অনেক শার্প)
খুব অহংকারী, সব সময় সবকিছু ফুলিয়ে ফাপিয়ে বলতে পছন্দ করেন।
আমি এই করেছি, সেই করেছি। আমি ছাড়া কেউ পারবে না - এইসব আর কি।
তিনি সব সময় একই কথা বলেন।
অথচ তিনি করনাকে প্রচন্ড ভয় পান, বলেন কেউ আমার কাছে আসবে না।
সবসময় তিনি হাত স্যানিটাইজ করেন, মাস্ক মুখে খুব সতর্ক থাকেন।
মৃত্যুকে ভয় করেন।



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২৪

চাঁদগাজী বলেছেন:


৭ লাইনে নাস্তিকের গল্প?
বেকুব ব্যটিত সবাই মৃত্যকে ভয় করে; বাফেলোকে( মহিষ) যখন নেকড়ে ধরতে চায় সে পালায়, মানুষ নিশ্চয় বাফেলোর থেকে বুদ্ধিমান।

আপনি মৃত্যকে ভয় পান না?

২| ২৪ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমার মনে হয় উনি সংশয়বাদী।নাস্তিকেরা কোন কিছ বিশ্বাস বা অ বিশ্বাসের মধ্যে নেই, তারা সব কিছুর প্রমান চায়।

৩| ২৪ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৩

মুজিব রহমান বলেছেন: করোনাকে ভয় করেন মানেইতো সচেতন মানুষ। মূর্খরাই করোনাকে ভয় করে না। মৃত্যুভয় করাইতো স্বাভাবিক।

৪| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩৭

রাজীব নুর বলেছেন: নাস্তিক হতে গেলে অনেক বড় কলিজা লাগে।

৫| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ৯:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: গল্প পড়িয়া পুলকিত হইলাম

৬| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫৮

সাহাদাত উদরাজী বলেছেন: আমাদের দেশে এমন লোকই বেশি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.