নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন্ত্রী জি

আমি একজন সম্মানিত দফতরবিহীন মন্ত্রী যার না আছে কোন রাজনৈতিক দল না আছে কোন পোর্টফলিও। আছে শুধু মাত্র একখানা ফেইসবুক একাউন্ট। যা কিনা ফেইসবুকেও মন্ত্রী জি নামে পরিচিত। অনুসন্ধানের জন্য https://www.facebook.com/montriji1

মন্ত্রী জি › বিস্তারিত পোস্টঃ

ঈদের খুশী আসলে কার?

২৮ শে জুলাই, ২০১৪ ভোর ৪:৩৩



হোস্টেল লাইফে আমার এক কাজিনকে [চাচাতো ভাই] পড়াতাম। যার ড্যামনেসের কারণে বংশে সবাই তাকে ডামিশ বলে ডাকত। সবারই এক কথা "এই ছেলে হবে না"



এই ড্যামনেসের কারণে বেশ কটি প্রতিষ্ঠান থেকে তাকে বের করেও দেয়া হয়। দূর্ভাগ্যক্রমে শেষমেস আমার উপর পড়ে এই ড্যামম্যানের দায়িত্ব।



একদিন হঠাত পাকিস্তান থেকে কাকার ফোন!!



বাবা কেমন আছ?



এইতো আছি কাক্কা, আপনি কেমন আছেন?



আমিও আছি আলহামদুলিল্লাহ্‌। তা আব্দুল্লাহর পড়া লেখা কেমন চলছে?

ঠিক মত পড়া লেখা করতেছে? নাকি দুষ্টুমি করতেছে?



কাকার মন ভেঙ্গে যাবে ভেবে তাঁর ছেলের দুষ্টুমির কথাটা স্কীপ করে কৌশলে বললাম

কাক্কা আবদুল্লাহ তো পড়ালেখায় একটু দূর্বল। আর তাছাড়া.....



এতটুকু শুনেই কাকা বললেন



"দেখ বাবা! আল্লাহ পৃথিবীতে মানুষকে দু ধরণের করে সৃষ্টি করেছেন। এক হচ্ছে সবল আরেক হচ্ছে দূর্বল। সবলকে বানিয়েছেন দূর্বলকে টেনে নেয়ার জন্য। আর দূর্বলকে বানিয়েছেন সবলকে টেনে ধরার জন্য। জাতে সমাজে ইমব্যালেন্স সৃষ্টি না হয়।"





কথাটা শুনে কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে গেলাম। খুব অপরাধ বোধ হচ্ছিল মনে মনে। ভেবে দেখলাম আসলেই তো ঠিক!



কাকার এই আড়াই লাইন কথাটা আজ আবার মনে পড়ে গেল লালদিঘী থেকে বি আর টি সি পর্যন্ত হেঁটে হেঁটে আসতে গিয়ে। একটা জায়গায় এসে অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম একটা ছোট্ট ছেলের দিকে - যে কিনা খোলা আকাশের নিচে রাস্তার পাশে ফুটপাতে শুয়ে আছে।



মনে মনে ভাবছিলাম কোথায় তার ঈদের শপিং? কোথায় তার নতুন জামা কাপড়? কি খাবে সে ঈদের দিন? সে কি ঈদের দিন সেমাই শিন্নি খাবে নাকি মায়ের কাছে সেমাই শিন্নি খুঁজতে গিয়ে মার খেয়ে চলে আসবে?



কি অদ্ভুদ মানবতা আমাদের তাইনা? একটার পর একটা ঈদের জামা কিনে যাচ্ছি। পাখি ড্রেস থেকে শুরু করে লুঙ্গী ড্যান্স। কত নানান রঙের নানান ঢং এর ড্রেস। সকালে একটা তো বিকেলে একটা।

ঈদের দিনের জন্য হাজার রকমের খাওয়ার মেনু তৈরি করছি !! সকালে সেমাই নুডুলস তো বিকেলে হালিম। দুপুরে বিরিয়ানী তো রাতে মোরগ পোলাও।



কিন্তু আপনার বাসার পাশের বোস্তিতে একটু খবর নিয়ে দেখেন - লুঙ্গী ড্যান্স তো দুরের কথা ঈদের দিন পরার জন্য একটা ভালো লুঙ্গীও নেই" আর মোরগ পোলাও!! তাতো তারা স্বপ্নেও খায় না।



কি অদ্ভুদ মানবতা আমাদের তাইনা?

মানব আছে তো মানবতা নেই, টাকা আছে তো দান করার চিন্তা ভাবনা নেই, ঈদ আসে সবার জন্য খুশীর বার্তা নিয়ে কিন্তু সবার মাঝে খুশী নেই।



টোটাল বিষয়টা মাথায় একটু ঝাঁকা দিয়ে উঠল। তাই ভাবলাম সবার কাছে একটু জিজ্ঞেস করি "ঈদের খুশীটা আসলে কার?" শুধু মাত্র বড়লোকদের? নাকি গরিবদেরও? যদি সবার হয়ে থাকে তাহলে সুন্দর ও সামাজিক ভাবে ঈদ উদযাপনের জন্য কি করা উচিৎ? কি করা উচিৎ তথা কথিত সবলদের?

কেউ কি আছেন উত্তর দেয়ার?

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৪ ভোর ৫:১৬

ট্রোল বলেছেন: লালদিঘী থেকে বি আর টি সি পর্যন্ত হেঁটে হেঁটে আসতে গিয়ে
আমার ও হাটতে ইচ্ছা করছে

২| ২৮ শে জুলাই, ২০১৪ সকাল ৯:১৩

নিষ্‌কর্মা বলেছেন: কষ্ট লাগল পড়ে।

৩| ২৮ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৩৪

ঢাকাবাসী বলেছেন: আল্লাহ বানিয়েছেন বড়লোক আর গরীব মানুষ, একদল খাবে আরেকদল না খেয়ে থাকবে।

৪| ২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:০৫

আজিব দুনিয়ার মানুষ। বলেছেন: :( :( :( :(

৫| ২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৪১

সুমন কর বলেছেন: কঠিন প্রশ্ন !!! কিন্তু উত্তরটি হয়তো আমরা জানি।

৬| ২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৮

পার্থ তালুকদার বলেছেন: পড়ে খারাপ লাগল রে ভাই।

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৭

জাহিদ হাসান বলেছেন: আমার :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.