নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নোয়াখালি ইজ দ্যা গ্রেট!

সত্য পথের সন্ধানী

নোয়াখাইল্যা হোলা

সাধারণের মধ্যে সাধারণ হয়ে থাকতে চাই।

নোয়াখাইল্যা হোলা › বিস্তারিত পোস্টঃ

ওয়েব ডিজাইন শিখা এবার ঠেকায় কে-ফ্রি শিখুন ওয়েব ডিজাইন

০৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১৪

ওয়েব ডিজাইন এখন এক শিল্পের নাম।ওয়েব ডিজাইন শিখে আপনি আউটসোর্সিং মার্কেটপ্লেসগুলোতে যথেষ্ট আয় করতে পারবেন।আর,এই বিষয়টি নিয়ে ট্রেনিং-এর নামে সাধারণ জণগণের কাছ থেকে হাজার হাজার টাকা মেরে খাচ্ছে কতিপয় স্বার্থান্বেষী।তাই,আজকে আমরা দেখব কিভাবে কোন ট্রেনিং সেন্টারে না গিয়ে ঘরে বসেই শিখবেন ওয়েব ডিজাইন।



কি সবাই প্রস্তুত তো?এবার তাহলে শুরু করি।



দুনিয়াতে যত জায়গায় যত ওয়েব ডিজাইনার আছেন তাঁদের একমাত্র পরিপূর্ণ শিক্ষক

W3SCHOOLS ।কী নেই এখানে?আপনাকে একজন দক্ষ ওয়েব ডিজাইনার হিসেবে গড়ে তোলার জন্য W3SCHOOLS এর টিউটোরিয়ালগুলিই যথেষ্ট।যত ট্রেনিংসেন্টারই থাকুক,এটা মনে রাখবেন ওখানকার ট্রেনারেরাও W3SCHOOLS-এরই ছাত্র।তাই,হাতের কাছে Resource থাকতে ট্রেনিংসেন্টারে গিয়ে নিজেকে ঠকাবেন কেন?এই টিউটোরিয়ালগুলি ধৈর্য্য ধরে কয়েকটা মাস দেখুন,practice করুন।কথা দিচ্ছি,আপনিই হবেন ওয়েব ডিজাইন গুরু।



ইংরেজী টিউটোরিয়ালে প্রথমে অনেকেই স্বাচ্ছন্দ্যবোধ করে না।তাদের জন্য পরামর্শ প্রথমে ওয়েব ডিজাইন টিউটোরিয়ালের জন্য সবচেয়ে সমৃদ্ধ বাংলা সাইট ওয়েবকোচবিডি দেখুন।তারপর W3SCHOOLS -এ যান।আপনি পারবেনই।



একটা কথা মনে রাখবেন,শিখার সময় বেশি তাড়াহুড়া করবেন না।আবারো বলছি,এটা একটা শিল্প।তাই,যতই সময় লাগুক,যা শিখবেন ভাল করে শিখবেন।একবার কাজ শিখে পেললে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না।



আর শিখার সময় কোন সমস্যা হলে আমরাতো আছিই।আমাদের Facebook Group:ওয়েব ডিজাইন & ডেবলাপমেন্ট ।কোন সমস্যা হলে এখানে জানাতে দ্বিধাবোধ করবেন না।,Please



আগামীপর্বে ওয়েব ডিজাইনের কিছু গুরুত্বপূর্ণ ই-বুক নিয়ে হাজির হতে পারব আশা করি।সেইপর্যন্ত ভাল থাকুন।ধন্যবাদ।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩

নেংটি ইদুর বলেছেন: ভালাই হইছে। তয় সামুতে নতুন রেজিস্ট্রেশন কইরাই লিংক টিংক দিয়া টেকি পোস্ট দিলে মডু ব্যান করে :-P

২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

নোয়াখাইল্যা হোলা বলেছেন: ধন্যবাদ,নেংটি আপনার সতর্কতার জন্য ।তবে ,আশা করি মডু এই ধরনের পোস্টগুলো Consider করবে।তাছাড়া,আপনারাতো আছেনই।আপানারা পাশে থাকলে বুকে অনেক সাহস পাই।

কাছাকাছি থাইক্কেন,নেংটি

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৭

লোনলিফাইটার বলেছেন: এক দিনে সেফ? ;) B-))

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪

নোয়াখাইল্যা হোলা বলেছেন: জ্বি,মাশাআল্লাহ!মডু আমার দিকে চোখ নামাইয়া তাকাইছে :D

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২

ইখতামিন বলেছেন: ওহ. মাই গা...............ড =p~ =p~ =p~ =p~ =p~

৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কি মিয়া ভাই , ইলিশ মাছ দি হানি ভাত টাত খাইচেননি । গেচে বছরের মতন আইয়ের বছরও ভালা থাকিয়েন :P :P

২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৭

নোয়াখাইল্যা হোলা বলেছেন: আইচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.