নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নোয়াখালি ইজ দ্যা গ্রেট!

সত্য পথের সন্ধানী

নোয়াখাইল্যা হোলা

সাধারণের মধ্যে সাধারণ হয়ে থাকতে চাই।

নোয়াখাইল্যা হোলা › বিস্তারিত পোস্টঃ

আসুন পরিচিত হই দেশের সেরা মেধাবীদের আবাস্থলগুলোর সাথে

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪১

বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই দেশের সেরা মেধাবী হিসেবে পরিচিত। এখানে যারা পড়াশুনা করেন তাদের অধিকাংশই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অবস্থান করেন।কিছু সংখ্যক শিক্ষার্থী হলের বাইরে অবস্থান করলেও মূলত এই হলগুলোই মেধা চর্চার কেন্দ্র বলে বিবেচিত। তাই,সব শ্রেণি-পেশার মানুষেরই বিশ্ববিদ্যালয়ের হল গুলো নিয়ে জানার আগ্রহ থাকে।



তাই,আসুন,আজকে আমরা সংক্ষেপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর সাথে পরিচিত হয়ে নেই



১) অমর একুশে হল







প্রভোস্টঃপ্রফেসর ডঃ এম.এ. মালেক



২) জগন্নাথ হল







প্রভোস্টঃডঃ অসীম সরকার



৩)সলিমুল্লাহ মুসলিম হল







প্রভোস্টঃপ্রফেসর ডঃ গোলাম মোহাম্মাদ ভূঁইয়া



৪) শহীদুল্লাহ হল







প্রভোস্টঃপ্রফেসর ডঃ মোঃআজিজুর রহমান



৫) ফজলুল হক মুসলিম হল







প্রভোস্টঃপ্রফেসর ডঃ মোঃ হারুনুর রশীদ



৬)জহুরুল হক হল







প্রভোস্টঃপ্রফেসর ডঃ মোঃ দেলোয়ার হোসেন



৭)রোকেয়া হল







প্রভোস্টঃডঃ নাজমা শাহিন





৮)স্যার পি.জে. হার্টজ ইন্টারন্যাশনাল হল







প্রভোস্টঃ মোঃ লুৎফুর রহমান



৯)সূর্যসেন হল







প্রভোস্টঃ ডঃ এ.এস.এম মাকসুদ কামাল



১০) হাজী মোঃ মহসিন হল







প্রভোস্টঃ প্রফেসর আলী আক্কাস



১১)সামসুন্নাহার হল







প্রভোস্টঃ মিসেস সাজেদা বানু



১২)কবি জসিমউদ্দিন হল







প্রভোস্টঃ ডঃ মোঃ আখতারুজ্জামান



১৩)স্যার এ.এফ রহমান হল







প্রভোস্টঃ প্রফেসর ডঃ আজিজুর রহমান



১৪)বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল







প্রভোস্টঃ ডঃবাইতুল্লাহ কাদেরি



১৫)মুক্তিযুদ্ধা জিয়াউর রহমান হল







প্রভোস্টঃ প্রফেসর এ.বি.এম ফারুক



১৬)বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল







প্রভোস্টঃ প্রফেসর ফরিদা বেগম



১৭)বেগম ফযিলাতুন্নেসা মুজিব হল







প্রভোস্টঃ প্রফেসর ডঃ গুলশান আরা লতিফা



১৮)আইবিএ হোস্টেল







প্রভোস্টঃ ডঃ মহিউদ্দিন আহমেদ



১৯) কবি সুফিয়া কামাল হল







প্রভোস্টঃ ডঃ মিসেস নিলুফার নাহার

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৮

খেয়া ঘাট বলেছেন: চমৎকার পোস্ট।
১২ নাম্বার আমার হল। কত স্মৃতি।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫১

নোয়াখাইল্যা হোলা বলেছেন: ভাইয়ার কী পড়াশুনা শেষ?

কোন সেশনে ছিলেন আপনি?

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫২

অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: আমার প্রিয় বিশ্ববিদ্যালয় এখানে দেখে নিজের মধ্যে এক ধরণের ভালো লাগা কাজ করছে । মুগ্ধতা :) :) :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৮

নোয়াখাইল্যা হোলা বলেছেন: আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ,ভাইয়া।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২১

কাকতড়ুয়া007 বলেছেন: আঁর ১৪(চইদ্দ নম্বর )কান !
আঁর হল !
সেশন ০৪-০৫

মে২০০৫-ডিসেম্বর ২০১১ !
মনো অইলে কইলজার মইদ্যে কেরুন্না জানি লাগে !
মনঅয় যদি আরকবার হইরতাম হাইরতাম !!

আন্নেরে দইন্নবাদ আন্নে দেশী হই দেশীর হরানের জায়গার চবি দেয়ার লাই !

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২১

নোয়াখাইল্যা হোলা বলেছেন: আপনার বাড়ি বৃহত্তর নোয়াখালীর কোন জায়গায়,ভাই?

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৮

আমাবর্ষার চাঁদ বলেছেন: ১৮ নং টা বাদে সবগুলাই দেখা হইলো............ :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৮

নোয়াখাইল্যা হোলা বলেছেন: আইবিএ হোস্টেলটা ফার্মগেটে হওয়ায় আপনার মত ওইটাও আমাদের কাছে অমাবর্ষার চাঁদ ;)

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪২

শিপু ভাই বলেছেন:

++++++++++++


২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০১

নোয়াখাইল্যা হোলা বলেছেন: ধন্যবাদ,শিপু ভাই।

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো পোস্ট।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০০

নোয়াখাইল্যা হোলা বলেছেন: প্রফেসরের আগমনে আমি ধইন্য B-)


সাথে থাকার জন্য ধন্যবাদ।

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৯

ৎঁৎঁৎঁ বলেছেন: ৪ নং আমার! আহা, কী সব দিন!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৯

নোয়াখাইল্যা হোলা বলেছেন: আপনার কি ক্যাম্পাস লাইফ শেষ,ভাই?

শহীদুল্লাহ হলের কত নাম্বার রুমে থাকতেন?

আমি নিজেও কার্জন হলের। :|

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৮

বিলাল বলেছেন: মনে বড় দুঃখ বড় ইস্কুলে পড়তে পারি নাই। :( :(

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০১

ৎঁৎঁৎঁ বলেছেন: এক্সটেনশন-২ এ ৬০৯, মূল ভবনে ২২২, আমরা প্রাক্তন হয়ে গেছি অনেক আগে, এখন মাঝে মাঝে বেড়াতে যাই! তবে মিস করি খুব দিনগুলো! জীবনে এক হলে থেকে যা শিখেছি তা এক কথায় মহামূল্যবান! আমাদের সামরিক প্রশিক্ষন নাই, কিন্তু হলে থাকার অভিজ্ঞতা আছে! গনরুম থেকে মূল ভবন,- বেশ অনেকটা পথ! আপনার হল কোনটা?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১০

নোয়াখাইল্যা হোলা বলেছেন: অমর একুশে হল

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৮

কাকতড়ুয়া007 বলেছেন: আঁর বাড়ি লক্কুরা !

আসলে ইট কাঠের এই শহুরে জীবনে নিজের এলাকার কাউকে দেখলে নিজের খুব কাছের মানুষ মনে হয় !
যদিও কোনদিন দেখা হয়েছে কিনা জানি না তবে একটা টান অনুভব করি !
প্রফেসর ড. নূরুল হুদা আবুল মনসুর স্যারের Nationalism নিয়ে পড়ানো থিওরী গুলোর বাস্তব প্রয়োগ দেখতে পাই নিজের জীবনে !

ভাল থাকবেন !
হ্যাপী ব্লগিং!

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৯

মনে নাই বলেছেন: ৪ নাম্বারটা আমার হল।
এক রুমে থেকে ভার্সিটি লাইফ পার করে এসেছি, সুন্দর পুকুরটার জন্য রুম চেইন্জের চেষ্টাও করিনি।
আবার যদি ফিরে যেতে পারতাম!!!!

১২| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:১৫

অদ্বিতীয়া আমি বলেছেন: আমার ১১ নাম্বার ।

১৩| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৩১

দখিনা বাতাস বলেছেন: আমার ৪ নং।

আহ, জীবনের সেরা সময়টা কাটাইছি এই ক্যাম্পাসে। আমারে আরেকবার জন্মানোর সুযোগ দিলে সবার আগে চাইতাম আমার ক্যাম্পাস লাইফটা।

১৪| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৬

শাহরিয়ার রিয়াদ বলেছেন:

৯ নং টা আমার। কিন্তু অনেক দিন কাটিয়েছি ৬ নং এ। আর হলটার নাম 'জহিরুল' না, 'জহুরুল হল'।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.