নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নোয়াখালি ইজ দ্যা গ্রেট!

সত্য পথের সন্ধানী

নোয়াখাইল্যা হোলা

সাধারণের মধ্যে সাধারণ হয়ে থাকতে চাই।

নোয়াখাইল্যা হোলা › বিস্তারিত পোস্টঃ

যাদেরকে হারিয়ে অমর ১৪ই ডিসেম্বর

১৪ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:২৩

বাঙালি জাতির জীবনে ১৪ই ডিসেম্বর এক ঐতিহাসিক কালো অধ্যায়।মুক্তিকামী বাঙ্গালি যখন নয় মাস যুদ্ধ শেষে বিজয়ের প্রস্ততি নিচ্ছিল, পাকিস্তানী সেনাবাহিনীর এই দেশীয় কিছু দোসর তখন বাঙালিকে মেধাশুন্য করার উদ্দেশ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে রাতের আঁধারে হত্যা করে নিজেদের রক্ত পিপাসা মেটানোয় ব্যস্ত হয়ে পড়েছি। ইতিহাস এদের কখনোই ক্ষমা করবে না।



আজ সময় এসেছে এইসব কুলাঙ্গারদের শাস্তি নিশ্চিত করে জাতিকে কলঙ্ক মুক্ত করার,সেইসব বুদ্ধিজীবীদের লালিত আদর্শ নিজদের মধ্যে ধারণ করা।



আসুন,দেখে নেই মুক্তিসংগ্রামে বাঙালি জাতির বুক থেকে কেড়ে নেওয়া সেইসব বুদ্ধিজীবীদের তালিকা।



১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে তাঁদের সহকর্মীরা একটি স্মরণিকা প্রকাশ করেছিলেন। সেই স্মরণিকায় পাকিস্তানী দখলদার বাহিনী ও তাদের এই দেশীয় দোসরদের হাতে শহীদ বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষিকা,কবি,সাহিত্যিক,শিল্পী,সাংবাদিক ও চিকিৎসাবিদদের নামের একটা তালিকা পাওয়া গেছে।তালিকাটিতে সকল বুদ্ধিজীবীদের নাম না আসলেও মোটামুটি পরিপূর্ণ একটা তালিকা বলা চলে। স্মরণিকার তালিকাটিই এখানে দিয়ে দিলাম।



সাহিত্যিক



১) কবি মেহরুন্নেসা



২) জহির রায়হান



৩) পূর্ণেন্দু দস্তিদার



৪) ফেরদৌস দৌলা



৫) ইন্দু সাহা



সাংবাদিক



১) সেলিনা পারভিন



২) শহিদুল্লাহ কায়সার



৩) সিরাজুদ্দিন হোসেন



৪) খোন্দকার আবু তালেব



৫) নিজামুদ্দিন আহমেদ



৬) আ ন ম গোলাম মোস্তফা



৭) এম আখতার



৮) সাবের



৯) হেলালুর রহমান



১০) শিবসদন চক্রবর্তী



১১)নাজমুল হক



১২) আবুল বাশার



১৩) শেখ আব্দুল মান্নান





শিল্পী ও পেশাজীবী



১) আলতাফ মাহমুদ



২) যোগেশ চন্দ্র ঘোষ



৩) সামসুজ্জামান



৪) দানবীর রনপ্রসাদ সাহা



৫) মাহবুব আহমেদ



৬)খুরশিদ আলম



৭) নজরুল ইসলাম



৮) ধিরেন্দ্র নাথ দত্ত



৯) মজিবুল হক



১০) মাহফুযুল হক চৌধুরি



সাবেক গণপরিষদ সদস্য



১) আমিনুদ্দিন



২) নাজমুল হক সরকার



৩) আমজাদ হোসেন



৪) আব্দুল হক



৫) ডাঃজিকরুল ইসলাম



৬) এ কে সর্দার



৭) সৈয়দ আনোয়ার আলী



৮) মশিউর রহমান



চিকিৎসক



১) মিসেস আয়েশা বেদৌরা চৌধুরী



২) নাজির উদ্দীন



৩) লেঃ নূরুল ইসলাম



৪) কাজল ভদ্র



৫) মনসুর উদ্দীন



৬) আবদুল আলীম চৌধুরী



৭) সামসুদ্দীন আহমদ



৮) আজহারুল হক



৯) হুমায়ুন কবীর



১০) আসাদুল হক



১১) নাজির উদ্দীন



১২) লেঃ নূরুল ইসলাম



১৩) কাজল ভদ্র



১৪) মনসুর উদ্দীন



১৫) সামসুল হক



১৬) এস রহমান



১৭) এ গফুর



১৮) মনসুর আলী



১৯) এস কে সেন



২০) মফিজ উদ্দীন



২১) অমূল্য কুমার চক্রবর্তী



২২) আতিকুর রহমান



২৩) গোলাম সরওয়ার



২৪) মিহির কুমার সেন



২৫) সালেহ আহমদ



২৬) অনীল কুমার সিংহ



২৭) সুশীল চন্দ্র শর্মা



২৮) মকবুল আহমদ



২৯) এনামুল হক



৩০) আবদুল আলীম চৌধুরী



৩১) সামসুদ্দীন আহমদ



৩২) আজহারুল হক



৩৩) হুমায়ুন কবীর



৩৪) কায়সার উদ্দীন



৩৫) মনসুর আলী



৩৬) গোলাম মর্তুজা



৩৭) লেঃ কঃ জাহাঙ্গীর



৩৮) বদিউল আলম



৩৯)লেঃ কঃ হাই



৪০) মেজর রেজাউর রহমান



৪১) মোহাম্মদ ফজলে রাব্বী



৪২) হুমায়ুন কবীর



৪৩) হাফেজ উদ্দীন খান



৪৪) কাজী ওবায়দুল হক



৪৫) জিকরুল হক



৪৬) এস কে সেন



৪৭) আর সি দাশ



৪৮) এ কে এম গোলাম মোস্তফা



৪৯) লেঃ জিয়ায়ুর রহমান



৫০) মেজর নাজমুল ইসলাম



ঢাকা বিশ্ববিদ্যালয়



১) এ এন এম মুনীর চৌধুরী



২) ডঃ জি সি দেব



৩) মোফাজ্জল হায়দার চৌধুরী



৪) আনোয়ার পাশা



৫) ডঃ জ্যোতির্ময় গুহঠাকুরতা



৬) আবদুল মুকতাদির



৭) এস এম রাশীদুল হাসান



৮) ডঃ এন এম ফয়জুল মাহী



৯) ফজলুর রহমান খান



১০) এ এন এম মুনীরুজ্জামান



১১) ডঃ সিরাজুল হক খান



১২)ডঃ শাহাদাত আলী



১৩) ডঃ এম এ খায়ের



১৪) এ আর খান খাদিম



১৫) মোঃ সাদিক



১৬) শরাফত আলী



১৭) গিয়াসউদ্দীন আহমদ



১৮) আনন্দ পয়ান ভট্টাচার্য



রাজশাহী বিশ্ববিদ্যালয়



১) অধ্যাপক কাইয়ুম



২) হাবীবুর রহমান



৩) শ্রী সুখরঞ্জন সমাদ্দার



৪)ডঃ আবুল কালাম আজাদ

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৪৩

পাঠক১৯৭১ বলেছেন: ১৪ই আগস্টের হত্যাকে ৯ মাসের কোনদিন থেকে আলাদা করা ঠিক হচ্ছে না: সবাইকে একই কারণে প্রাণ দিতে হয়েছে।

১৪ই আগস্টে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, তাঁদের অনেকই রনাংগনে শহীদ হয়েছেন; তাঁদেরক কেন স্মরণ করা হচ্ছে না?

১৪ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:০০

নোয়াখাইল্যা হোলা বলেছেন: ১৪ই ডিসেম্বরের হত্যাকাণ্ড জাতিকে মেধাশুন্য করার এক গভীর চক্রান্ত ছিল।

মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি অবশ্যই শ্রদ্ধা রাখি, কিন্তু,বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ব্যাপারটা অবশ্যই আলাদা গুরুত্ব বহন করে।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৩০

পাঠক১৯৭১ বলেছেন: যাঁরা বুদ্ধিমান ছিলেন, তাঁরা যুদ্ধে গেছেন; যারা এ যুদ্ধের গুরুত্ব না বুঝে পাকিদের অধীনে কাজ করেছি, তারা বুদ্ধিমান ছিলেন না।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৫০

শাহীন উল্লাহ বলেছেন: Onek kichu haranor pore o to ama k peachen...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.