নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নোয়াখালি ইজ দ্যা গ্রেট!

সত্য পথের সন্ধানী

নোয়াখাইল্যা হোলা

সাধারণের মধ্যে সাধারণ হয়ে থাকতে চাই।

নোয়াখাইল্যা হোলা › বিস্তারিত পোস্টঃ

ওভারিয়ান ক্যান্সারঃ আদ্যোপান্ত লক্ষণ

২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৮

এটা সত্য যে,ওভারিয়ান ক্যান্সারের লক্ষণগুলি অধিকাংশ সময়ই মহিলাদের সাধারণ শারীরিক সমস্যার অংশ বলেই মনে হয়। তাই,না জানা থাকলে প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় কঠিন হয়ে পড়ে। কিন্তু,এটা যেহেতু কোন সাইলেন্ট ডিজিস না তাই লক্ষণ দেখে রোগ নির্ণয় করা যাবে না এটাও ভুল ধারণা।

যেসব মহিলাদের ওভারিয়ান ক্যান্সার সাসপ্যাক্ট হয়েছে,তাদেরকে পর্যবেক্ষণ করে এই ক্যান্সারের প্রাথমিকভাবে চার ধরনের লক্ষণের কথা জানা গেছেঃ

>> মেরুদণ্ডের নিচের দিকে ব্যাথা বা তলপেটে ব্যাথা

>> ক্ষুধামন্দা

>>ঘন ঘন প্রস্রাবের বেগ

>>পেটের পীড়া লেগই থাকে,পেট প্রায়ই ফাঁপা থাক



এই লক্ষণগুলি ক্যান্সার ছাড়াও অন্যান্য রোগের লক্ষণও হতে পারে এমনকি ওভারি ছাড়াও অন্য কোন অঙ্গের ক্যান্সারের ক্ষেত্রেও এই লক্ষণগুলি দেখা যেতে পারে। তবে, এই লক্ষণগুলি যদি প্রতিমাসে ১২ বার বা তারচেয়ে বেশী বার দেখা যায়, তাহলে ওভারিতে সমস্যা হচ্ছে বলে ধরে নেওয়া যায় এবং এই সময় অবশ্যই একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে।তবে,কোন কোন বিশেষজ্ঞের মতে টানা ২ সপ্তাহ এই লক্ষণগুলি থাকলেও দেরি না করে ডাক্তারের কাছে যেতে হবে।

ওভারিয়ান ক্যান্সারের অন্যান্য লক্ষণগুলির মধ্যে রয়েছেঃ



>>অতিরিক্ত সাদাস্রাব

>> অস্বাভাবিক হারে ওজন বৃদ্ধি বা ওজন হ্রাস

>> যৌন মিলনের সময় ব্যাথা এবং যৌন মিলনের পর রক্তপাত

>> কোষ্ঠকাঠিন্য

>>বদহজম

>>মল ত্যাগের অভ্যাসে পরিবর্তন

এখানে গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে, এই লক্ষণগুলি থাকলেই যে ওভারিয়ান ক্যান্সার হয়েছে এটা বলা যাবে না। ডাক্তার যখন এই লক্ষণগুলি সম্পন্ন কোন মহিলাকে পর্যবেক্ষণ করে এর পিছনে কোন স্পষ্ট কারণ খুঁজে পায় না,তখনি ওভারিয়ায়ন ক্যান্সার হয়েছে বলে ধরে নেওয়া হয়। তখন ডাক্তার পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পরেও আরও কিছু টেস্ট করে। প্রচলিত টেস্টগুলোর মধ্যে রয়েছেঃ


>>আলট্রাসাউনড মেথড বা আলট্রাসনগ্রাফি

>>কম্পিউটেড টেমোগ্রাফি বা সিটি স্ক্যান

>>বেরিয়াম এনেমা এক্স-রে (এটি কোলন ক্যান্সার নির্ণয়েও ব্যবহৃত হয়)

>>ম্যাগনেটিক রেজনেন্স ইমাজিং স্ক্যান বা এমআরআই

>>বুকের এক্স-রে (ক্যান্সার সেলগুলো ফুসফুসের দিকে ছড়িয়ে পড়ছে কিনা সেটা দেখার জন্য এই টেস্ট)

>> পজিট্রন ইমিশন টেমোগ্রাফি স্ক্যান বা পিআইটি

এছাড়াও প্রয়োজনে লেপ্রোস্কোপি, কোলনোস্কোপি, বায়পসি সহ রক্তের কিছু পরীক্ষা-নিরীক্ষাও করা হয়। চূড়ান্ত পর্যায়ে ডাক্তার পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য c-125 টেস্টটি সাজেসট করে।

#ক্যান্সারকে ভয় পাবেন না। সঠিক খাদ্যাভ্যাস এবং সঠিক চিকিৎসায় প্রথম স্টেজ,দ্বিতীয় স্টেজ এমনকি তৃতীয় স্টেজের ক্যান্সারও ভালো হয়।


##আমি কোন ডাক্তার বা বিজ্ঞানী না বা এই রিলেটেড কেউ না।সাধারণ একজন মানুষ। নিজের একান্ত ব্যাক্তিগত কিউরিসিটি থেকে যা জানতে পেরেছি,তাই,লেখার চেষ্টা করলাম।আশা করি,ভুল হলে সংশোধন করে সাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করবেন। ধন্যবাদ!

মন্তব্য ২৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৫

আরজু পনি বলেছেন:

আপাতত প্রিয়তে নিয়ে রাখলাম পরে সময় করে পড়বো ।
শেয়ার করার জন্যে ধন্যবাদ ।

২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৯

নোয়াখাইল্যা হোলা বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ! ক্যান্সার সচেতনতায় এগিয়ে আসুন

২| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫০

নিষ্‌কর্মা বলেছেন: স্তন ক্যান্সারের লক্ষণগুলো জানালে খুসি হতাম।

২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৪

নোয়াখাইল্যা হোলা বলেছেন: অবশ্যই। সাথে থাকুন , স্তন ক্যান্সার নিয়েও পোস্ট আসছে ইন শা আল্লাহ্‌

৩| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৫৮

রেইন ফরেস্ট বলেছেন: ধন্যবাদ গুরুত্বপূ্র্ণ বিষয়ে পোস্ট দেওয়ার জন্য।

২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৫

নোয়াখাইল্যা হোলা বলেছেন: আপনাকেও ধন্যবাদ সাথে থাকার জন্য

৪| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:৩৫

প্রবাসী পাঠক বলেছেন: গুরুত্বপূর্ণ পোস্ট। ধন্যবাদ শেয়ার করার জন্য।

২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৯

নোয়াখাইল্যা হোলা বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রবাস থেকে আমাদের সাথে থাকার জন্য,জনাব আব্বাস আলী সাহেব

৫| ২২ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:১৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনেক ধন্যবাদ ।

২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৮

নোয়াখাইল্যা হোলা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য

৬| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:২১

গোল্ডেন গ্লাইডার বলেছেন: গুরুত্বপূর্ণ পোস্ট।

২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৭

নোয়াখাইল্যা হোলা বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ

৭| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩২

বিডি আইডল বলেছেন: কানাডিয়ান ক্যান্সার সোসাইটির একটা লিংক দিলাম

http://www.cancer.ca/en/cancer-information/diagnosis-and-treatment/tests-and-procedures/pap-test/?region=on

২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৭

নোয়াখাইল্যা হোলা বলেছেন: ধন্যবাদ

৮| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩২

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো পোস্ট ।

শুভেচ্ছা রইল ।

২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৫

নোয়াখাইল্যা হোলা বলেছেন: ধন্যবাদ! সাধারণের সচেতনতায় সাহায্য করুন

৯| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৫

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ ।

২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৪

নোয়াখাইল্যা হোলা বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ।জনসচেতনতায় এগিয়ে আসুন

১০| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫০

প্রানতরঙ্গ বলেছেন: Annea bala asen nigo

২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৩

নোয়াখাইল্যা হোলা বলেছেন: জী,স্রস্টার কৃপায় মোটামুটি ভালোই আছি

১১| ২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৯

কলমের কালি শেষ বলেছেন: গুরুত্বপূর্ন পোষ্ট । অনেক ধন্যবাদ শেয়ারের জন্য । :)

২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫২

নোয়াখাইল্যা হোলা বলেছেন: ধন্যবাদ! জনসচেতনতায় এগিয়ে আসুন

১২| ২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গুরুত্বপুর্ন পোস্টের জন্য নোয়াখাইল্যা কে হেনীআইল্যার শুভেচ্ছা ।

২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫২

নোয়াখাইল্যা হোলা বলেছেন: আমি ফেনীর সন্তান মানে বৃহত্তর নোয়াখালীর

১৩| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০৯

শাহ আজিজ বলেছেন: Genetic testing gives people the chance to learn if their family history of breast cancer is due to an inherited gene mutation. Five to 10 percent of breast cancers in the U.S. are linked to an inherited genetic mutation [4,26].

Mutations are changes in the genetic code of a gene that affect its function. Inherited gene mutations can be passed on from a parent to a child. Some inherited gene mutations increase breast cancer risk. BRCA1 and BRCA2 (BReast CAncer genes 1 and 2) are the best-known genes linked to breast cancer.

People who have a BRCA1 or BRCA2 mutation have a greatly increased risk of breast cancer and (for women) ovarian cancer. However, there are some options for lowering the risk of breast cancer for people at high risk.

পারিবারিক ইতিহাস থাকলে উপরের টেস্টে নিশ্চিত হওয়া যাবে আপনি কতটুকু ঝুকির মধ্যে আছেন । খরচ ১ লাখ টাকা।

আহসানিয়া মিশন মিরপুর অকটোবার মাসে কম খরচে ব্রেসট ক্যান্সার টেস্ট করিয়ে দিচ্ছে । মিরপুর ১৩ এস ও এস এর উলটো দিকে।

যাদের ম্যাসটেকটমি করা লাগছে তারা পরপর ওভারি ফেলে দিন কারন ওটাও আক্রান্ত হবে ।

১৪| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:১২

শাহ আজিজ বলেছেন: একটা লিঙ্ক দিলাম Click This Link

১৫| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৩

নোয়াখাইল্যা হোলা বলেছেন: শাহ আজিজ আঙ্কেলকে ধন্যবাদ। আর,যারা এখানে বিভ্রান্তি ছড়ানোর জন্য কমেন্ট করতেছেন,দয়া করে,এসব ব্যাপারে মানুষকে ভুল দিকে চালিত করবেন না।

প্রথম স্টেজ,দ্বিতীয় স্টেজ, এমনকি তৃতীয় স্টেজ থেকেও ক্যান্সার ভালো হয়েছে এর বহু নজির আছে। অভিজ্ঞ ক্যান্সার বিশেষজ্ঞদের সাথে কথা বললেই এই ব্যাপারে জানতে পারবেন।

আর,সঠিক খাদ্যাভ্যাস বলতে আমি বুঝিয়েছি,ক্যান্সারের চিকিৎসার সময়( বিশেষত কেমোথেরাপির সময়) একটি নির্ধারিত ডায়েট চার্ট দিয়ে দেওয়া হয় যা মেনে চলা খুবি জরুরী।

আর,সঠিক চিকিৎসাতো অবশ্যই প্রয়োজনীয়।

শুধুমাত্র ট্যাকনিকেল ভুল থাকলে জানাবেন।

১৬| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৫

শাহ আজিজ বলেছেন: আসলে আপনি নিজে যদি ভুক্তভোগীর তালিকায় পড়েন তা হলে আপনার থেকে ভালো কেউ জানবে না। কারন একজন থার্ড স্টেজের ট্রিপল নেগেটিভ রোগীকে নিয়ে আপনার যে অভিজ্ঞতা তা একজন থিওরি জ্ঞান সম্পন্ন লোকের থাকবেনা। খ্যাদ্যাভ্যাস খুবই জরুরি সাথে জীবনযাপন পদ্ধতি। আমরা প্রাইমারি রোগ সনাক্তের বিষয়েই বেশি মনোযোগী । ৩ নেগেটিভ এবং জেনেটিক পজিটিভ পজিশন হাই রিস্ক এর মধ্যে থাকেন । তাদের অধিকাংশ সারভাইভ করেন না এটাই সত্যি । যাহোক অনেকেই এটা পড়ছেন এবং জেনে নিচ্ছেন কি করনীয় । একজন অঙ্কলজিসট শুধু রোগ নির্ণয় ও উপদেশ দিতে পারবেন , আমরা রোগীর সেবাকারি বা সারবক্ষনিক তদারকির যে উপাত্ত তাই শেয়ার কোরতে পারি এর বেশী কিছু নয়। সবার ভিতর সাড়া জাগানো একধরনের সেবা বটে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.