নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

বেশী শিক্ষিত হলে কি মানুষ নাস্তিক হয়ে যায়?

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৬

নাস্তিক কাকে বলে?আমি যতটুকু জানি যারা আল্লাহতে বিশ্বাস করে না,কোন ধর্মের ওপর যাদের বিশ্বাস নেই,যারা এই কথা মনে করে যে,প্রকৃতির খেয়ালে পৃথিবীতে এসেছি আবার প্রকৃতির খেয়ারে একদিন পৃথিবী ছেড়ে চরে যাব,এক কথায় যারা কোন সৃষ্টিকর্তাকেই মানে না তারাই নাস্তিক।এখন আমার প্রশ্ন হল,নাস্তিরা তো কোন ধর্মই মানেনা তাহলে তারা কেন ধর্ম নিয়ে আজে-বাজে কথা লিখবে?লেখার তো হাজারও বিষয় আছে সে সব বিষয় নিয়ে তারা লিখুক।তাহলে তো কোন সমস্যা হয়না। আমাদের দেশের নাস্তিরা সব বড় বড় শিক্ষিত । শমরেসের একটা বইয়ে পড়েছিলাম,তিনি লিখেছিলেন,হিন্দুরা বেশী শিক্ষিত হলে নাস্তিক হয়ে যায়।এখন দেখছি আমাদের দেশের মানুষ বেশি শিক্ষিত হওয়ার ফলে সব নাস্তিক হয়ে যাচ্ছে।আল্লাহ আমাদের হেফাজত করুন । আমিন।

মন্তব্য ৯ টি রেটিং +০/-১

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৮

মুফতি তামিমুল কমর আহমদ বলেছেন: Click This Link

২| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১০

রুশন বলেছেন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বরাবরে হেফাজতে সাঈদী পরিষদের ১১৯ দফা দাবী
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৪ |

শেয়ারঃ 00


১. ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল কুফুরী বিশ্ববিদ্যালয় বন্ধ করিয়া মক্তব-মাদ্রাসায় রূপান্তরিত করিতে হইবে এবং আগামী প্রজন্মকে ঈমানী শিক্ষায় শিক্ষিত করিয়া মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীর স্বপ্ন পূরণে সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করিতে হইবে।

২. দেশের যে সকল হাসপাতালে অপেন হার্ট সার্জারী হয় সেগুলোর ডাক্তারদেরকে পরিবর্তন করিয়া শিবির কর্মীদেরকে স্থলাভিষিক্ত করিতে হইবে। গবেষণায় দেখা গেছে, রগ কাটার মেশিন দিয়ে শিবির কর্মীরা যথাযথভাবে অপেন হার্ট সার্জারীসহ সকল প্রকার সার্জারীতে পারঙ্গম। এমতাবস্থায় আমরা মনে করি, কাফের ডাক্তারদেরকে চাকুরীচ্যুত করিয়া সুন্নতি ডাক্তার নিয়োগ দিয়া সরকার তার ঈমাণের পরিচয় দিবে।

৩. যেসকল পাইলটরা মসজিদ মাদ্রাসার উপর দিয়ে এরোপ্লেন চালিয়ে যায় তাদেরকে চাকুরীচ্যুত করিয়া মাদ্রাসাশিক্ষায় শিক্ষিত পাইলটদেরকে শরিয়া মোতাবেক প্লেন চালানোর জন্য নিয়োগ দিতে হইবে এবং মহিলা এয়ার হোষ্টেসের পরিবর্তে গেলমান নিয়োগ করিতে হইবে।

৪.১৯৭১ সালে কয়েকটি মাত্র খুন আর ধর্ষণের জন্য সাঈদী সাহেবের মতো মর্দে মুজাহিদকে ফাঁসির দন্ডাদেশ দিয়া দেশের সকল তাওহিদানী এবং তাওহিদী জনতার অন্তরাত্মা ফুক্কা করিয়া দিয়াছে। আমরা মনে করি, সাঈদী সাহেবের এমন লঘু অপরাধের জন্য বড় জোর কোনো অষ্টাদশীর হাত দিয়ে ১৯টি পুষ্পাঘাতই যথেষ্ট ছিলো। অতএব অবিলম্বে ফাঁসির রায় প্রত্যাহারপূর্বক সকল দেশপ্রেমকি যুদ্ধাপরাধীদের বেকসুর খালাস দেওয়া হোক।

৫. বাংলা ব্লগ হইতেছে আবুলাহাবের আড্ডাখানা। এইসব ব্লগ বন্ধ করার পাশাপাশি সারা বাংলাদেশে ইন্টারেনেট সার্ভিস বন্ধ করিয়া ইহুদী নাসারাদের হাত হইতে মুসলমান মরদ ও আওরতদের রক্ষা করিতে হইবে।

৬.গণজাগরণ মঞ্চে মিছিলকারী মেয়ে লোকদেরকে অগ্নিকন্যা বলা যাইবে না। তাহাদেরকে দোজখের কন্যা বলিয়া প্রজ্ঞাপন জারী করা হোক।

৭. যেসকল টেলিভিশনে আওরতকুল সংবাদ পরিবেশন করে সেই সকল টেলিভিশনের লাইসেন্স বাতিল করিতে হইবে এবং মহিলাগণমাধ্যমকর্মী, মহিলা ডাক্তার, ম্যাজিষ্টে্টসহ ঘরের চার দেয়ালের বাহিরে যেসকল নারীরা কর্মক্ষেত্রে যাইবে তাহাদিগকে মুরতাদনী ঘোষণা করিতে হইবে।

৮. সক্রেটিস, প্লেটো, রবীন্দ্রনাথ, গ্যালিলিও, অ্যারিষ্টটল,নীটসে, রাসেল এইসব নাস্তিকদের রচনা বাদ দিয়া এদেশের জ্ঞানী হুজুরদের বয়ান পাঠক্রমে অর্ন্তভুক্ত করিতে হইবে। ফররুখ আহমদ, আল মাহমুদের রচনা বহাল রাখা যাইতে পারে এবং তাদেও রচনা হইতে যক্ষèা, নিউমোনিয়াসহ যাবতীয় রোগের হালাল ঔষধ বাজারজাত করিতে হইবে।

৯.আন্জুমানে বাইয়িতান নামের সংগঠন আমাদের লংমার্চকে অনৈসলামিক আখ্যায়িত করে নাস্তিক ট্যাগ দিয়াছে। আমরা নাকি মাও সেতুংকে অনুসরণ করে লংমার্চের ডাক দিয়াছে। এমন মন্তব্যকারীদের মুন্ডু দ্বিখন্ডিত করিবার জন্য গভর্ণমেন্টের তলোয়ারে ধার দেওয়া হোক।

১০. কসাই মোল্লা বা কাদের মোল্লাকে বঙ্গবীর উপাধী দিতে হইবে।
মানুষ হত্যার জন্য রাষ্ট্রের কোষাগার হইতে কোনপ্রকার গোলাবারুদ ব্যবহার না করিয়া রাম-দা দিয়া মানুষ জবাই করিয়া রাষ্ট্রের কৃচ্ছতা সাধন করিয়াছেন। এমন মিতব্যয়ীকে একুশের পদক বা রাষ্ট্রীয় সম্মাননা প্রদান খুবই জরুরী বলিয়া আমরা মনে করিতেছি।

১১.বর্তমান সরকার দেশকে ডিজিটাল করিবার নামে আমাদেও ক সুন্দরী আওরতদেরকে (বেহেশতের নেয়ামত) পর্দার বাহিরে নিয়া আসিতেছে। এমতাবস্থায় আইন করিয়া দেশকে পুনরায় এনালগ করিতে হইবে।

১২. চুল এবং দাড়িতে লাগানোর জন্য কফি কালার ও কমলা কালারের হেয়ার ডাই বা কলপের দাম কমাইতে হইবে এবং মন্ত্রী এমপিদেরকে চুল দাড়ি লম্বা রাখিতে বাধ্য করিতে হইবে। মনে রাখিতে হইবে নাফরমান এমপিরা পরকালে ওয়ার্ডকমিশনারও হইতে পারিবে না। (চলিবে)

৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৭

দক্ষিনা বাতাস বলেছেন: আপনি ভূল ধারণা পোষণ করছেন। অশিক্ষিতের নামাজের থেকী শিক্ষিতের ঘুম উত্তম হাদিস যে ধর্মে আছে সেই ধর্মের কেউ এরকম পোস্ট লিখতে পারে আমি কল্পনাই করতে পারিনা। আমার এই লেখা টা পড়ে দেখেন। কিছু জ্ঞান পাইবেন Click This Link

৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২২

এস. এম. রায়হান বলেছেন: এখন দেখছি আমাদের দেশের মানুষ বেশি শিক্ষিত হওয়ার ফলে সব নাস্তিক হয়ে যাচ্ছে।


এই তথ্য পেলেন কোথায়?

৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩২

দোদূল্যমান বলেছেন: শাহরিয়ার কবির কাগু কহেন তিনি নাকি কুরআন হাদীস কম পড়েন নাই। আশা করি তিনি তাঁর লব্ধ জ্ঞানভান্ডার হতে ছিটেফোঁটা আমাদের মত নাদান মুসলিমদের জন্য উদারচিত্তে উন্মুক্ত করে ধর্মজ্ঞানের দৈন্যদশা থেকে আমাদের উদ্ধার করবেন

শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যারকে সন্মান করি। আমার কৈশোর কেটেছে তাঁর লেখা পড়ে। আর তাই তাঁর জন্যে দোয়া করিঃ আল্লাহ যেন তাঁকে ইসলামের সঠিক বুঝ দিয়ে তাঁকে তন্দ্রা থেকে জাগিয়ে তোলেন।

৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৩

মো: আজিজ মোর্শেদ বলেছেন: বেশি শিক্ষিত হচ্ছে কিন্তু জ্ঞানী হচ্ছে না।

৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৭

যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: বেশি শিক্ষিত না, শিক্ষার চেয়ে ভাব বেশি হৈলে নাস্তৈক হয়... আর কপিপেস্ট শিক্ষিত হৈলে গালাগালবাজ নাস্তৈক যেমন রাজিব, আসিফ বা সবাকের মত হয়.

যেমন ধরুন ড. আহমেদ শরীফ মাস্টার্সে সাধারণ ২য় শ্রেণীধারী ছিলেন কিন্তু তার চাচা আব্দুল করিম সাহিত্য বিশারদ তার পুঁথির বিশাল ভান্ডার ঢাবিকে এই শর্তে দিলেন যে তার ভাতিজাকে শিক্ষক হিসাবে নিতে হবে. শর্ত পুরা করে শিক্ষক হিয়াবে নেয়া হৈল, ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগেন আর ধান্ধা করতে থাকেন 'আমিও কম না' কিভাবে দেখিয়ে দেয়া যায়... শেষে বেড়ে একটা নাস্তৈক হৈয়া কম যে না, সেটা দেখাইতে পারলেন এবং প্রমাণ করলেন, শিক্ষার চেয়ে ভাব বেশি হৈলে নাস্তৈক হয়.

৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৬

নতুন বলেছেন: সাধারনেরা ধমে`র কোন নিয়ম বা রীতিনিতি নিয়া প্রশ্ন করেনা... তাই তাদের নাস্তিক হবার সম্ভবনা কম'


কিন্তু যখন মানুষ বিভিন্ন বিষয়ে পড়ে.... আর সে যদি পশ্ন করে... তখন দেখে ধম` সেই প্রশ্নের উত্তর দিচ্ছেনা... তখন ধম` সম্পকে সন্দেহ বাড়তে...

তখন মানুষ মুক্ত চিন্তা করতে চেস্টা করে... সেটা অনেক কেই সাধারনের মানুষের চেয়ে অন্যভাবে ধম` নিয়া চিন্তা করতে উদ্ভুদ্য করে...

৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৪

ওছামা বলেছেন: আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করোনা, আমাদের ধর্মবিশ্বাস বেচে দিওনা। আমাদের শ্বাস নিতে দাও।আমরা সাধারন মানুষ আজ ক্লান্ত, বিধ্বস্ত, বিভ্রান্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.