নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

তাপসীকে লেখা খোলা চিঠি

১৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৪

তাপসী,

মানুষ সব সময় চাই তার প্রিয় মানুষ গুলোর কাছাকাছি থাকতে।কিন্তু বাস্তব আমাদের জন্য বড়ই কঠিন।আমরা সবসময় যে প্রিয় মানুষটির সান্নিধ্য চাই সেই প্রিয় মানুষটির কাছ থেকে জীবনের বেশির ভাগ সময় দূরে থাকতে হয়।এই যেমন তুই এখন নিজের বাড়িতে আছিস আর বিয়ের পরে চলে যাবি স্বামীর ঘরে।এত প্রিয় মূখ গুলি ইচ্ছে করলেও যখন তখন দেখতে পারবি না, মাততে পারবিনা খুনসুটিতে।কর্পোরেট লাইফটা না একদম কাটখোট্টা।যখন ভাবি এই ভাবেই জীবনটা পার হয়ে যাবে তখন একরাশ বিষন্নতা এসে ভর করে।আজকাল বিষন্নতা আর কিছুতেই কমে না। মনের সাথে যুদ্ধ করে বেচে থাকাটাই সবচেয়ে কঠিন মনে হয়।বেঁচে থাকার অর্থটাই এখন খুঁজে পায়না।ভাললাগা আর ভালথাকা এ জন্মে আর হবেনা রে।
মাঝে-মাঝে বাঁচার আনন্দ যেটুকুও বা পায় চারপাশে স্বার্থপর মানুষ গুলোকে দেখলে সে আনন্দটুকু ফিকে হতে সময় লাগে না।স্বার্থপর আমিও ছিলাম কম বেশি।এখন মনে হয় একটু বেশি স্বার্থপর হয়ে গেছি।
নিজেকে গুটিয়ে নিচ্ছি চারপাশ থেকে।নিজের অস্তিত্বটাকে হারিয়ে ফেলতে ইচ্ছে করছে খুব।হারিয়ে যেতে ইচ্ছে করছে দূর কোন অজানায়।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০১

বটের ফল বলেছেন: চিঠি খানা খোলা ছিল, তাই পড়ে ফেলেছি :P খোলা চিঠি ভালো লেগেছে ।

আমার নিজের ক্ষেত্রে বলি- আমার যখন খুব মন খারাপ হয় , তখন আমি খুব হাসি। জোড় করে হলেও হাসি, হাসির বই পড়ে হাসি, হাসির ভিডিও দেখে হাসি, হো হোহোহো হাহাহাহাহাহা হিহিহিহিহি করে হাসি। এই হাসিই আমাকে প্রানবন্ত রাখে, সজীব রাখে আর শেখায় যে চারপাশ থেকে নিজেকে গুটিয়ে নেওয়ায় নেই কোন স্বার্থকতা । বরং স্বার্থকতা আছে শ্রমানন্দে কাজে ডুবে থাকায় , স্বার্থকতা আছে অন্যের মুখে হাসি ফোটানোয়, যে হাসি আমাকে আরো বেশি করে হাসার প্রেরনা যোগায়।

মনে হয় অনেক কথা ফেললাম। কোন একসময় এক মন খারাপের রাতে আমিও লিখেছিলাম এক খোলা চিঠি

সময় হলে পড়ে দেখতে পারেন।

ভালো থাকবেন।

২৩ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ভাই অনেক সুন্দর বলেছেন

২| ১৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৩

বটের ফল বলেছেন: ওহহো, বলতে ভুলেই গেছি-------- পোষ্ট প্লাসায়িত :D ;) :) :-* :D :D :D :D

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩১

অণুষ বলেছেন: মনের সাথে যুদ্ধ করে বেচে থাকাটাই সবচেয়ে কঠিন মনে হয়।

অনেক ভালো লেগেছে কথাটা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.