নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

প্রানের বই মেলা এবং কিছু কাব্য কনা

৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৬

দেখতে দেখতে আবার চলে এলো বাঙালীর প্রানের মেলা, একুশে বই মেলা।বই প্রেমীরা সারাটি বছর অপেক্ষা করে থাকেন এই বই মেলার জন্য।বই মেলা শুরু হলেই খুব ইচ্ছে করে মেলায় ছুটে যেতে,মেলায় ঘুরে ঘুরে রাশি রাশি বই কিনতে।কিন্তু মানুষ যেটিকে বেশী পছন্দ করে বেশী ভলোবাসে সেটাই মানুষের জীবন থেকে বেশী দূরে সরে থাকে।এ জীবনে মাত্র একবার বই মেলাতে গিয়েছি।বই মেলায় যাওয়া আর বই কেনা কি যে আনন্দের সেটা বই মেলা আর বই প্রেমী ছাড়া আর কেউ বুঝবে না।বই মেলায় ঘুরে বেড়ানো আর পছন্দের লেখকের বই কেনা মনে এক অপার্থিব সুখ এনে দেয়।
গতবার বই মেলাতে যেতে চেয়েছিলাম কিন্তু ওই সময় দেশের অবস্থা ভাল না থাকার কারনে যেতে পারিনি।আর এবারও ইচ্ছা থাকা সত্তেও বই মেলাতে যেতে পারব না।দূর থেকেই প্রিয় লেখকদের বই কিনে মনকে শান্তনা দিতে হবে।
যারা বই মেলাতে যাবেন তাদের জন্য অনেক শুভ কামনা রইল।আর এবার দেশের অবস্থাও ভাল তাই বই মেলা আরও ভাল জমবে।
এবার কিছু কাব্য কনা লিখে আমার লেখা শেষ করছি-

** এসেছে প্রানের বই মেলা
দেখতে দেখতে যায় বেলা।

** এখন বই পড়ি নেটে
সময় গুলো
আনন্দে যায় কেটে।

** জ্ঞানের আলো
বই
ধরার সময় কই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৮

রাইসুল ইসলাম রাণা বলেছেন: কাব্য কণাগুলো চমৎকার!

৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৩

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.