নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

তাপসীকে লেখা খোলা চিঠি

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৩

তাপসী,

লেখার প্রচন্ড ইচ্ছে থাকলেও এখন আর লেখার মত কাউকে খুঁজে পাই না।আর এই ডিজিটাল যুগে কারও কাছে চিঠি লিখলে সে বিরক্তই হবে বটে।তাই চিঠি লেখার অভ্যাসটা আমার দিন দিন শূন্যই হয়ে যাচ্ছে।আজ কেন জানি তোর কাছে খুব লিখতে ইচ্ছে হল।তাই কাগজ কলম বাদে তোকে এই ফেসবুকেই চিঠি লিখতে বসলাম।
কেমন আছিস আর জানতে চাইলাম না।কারন ভাল থাকার অভিনয়টা তুই ভালই রপ্ত করেছিস।আর আমি এটাও জানি তোর মন আমার মনের মতই হয়তো বলে,সেই ফেলে আসা দিন গুলোতে যদি আবার ফিরে যেতে পারতাম।
জানিস আমিনা অনেক কাব্য কনা লিখেছি।শত শত বলতে পারিস।কাব্য কনার মজাটা হল অন্তমিল অন্তমিল না থাকলে সেটাকে আমার কাছে কাব্য কনাই মনে হয় না।যেমন

* বুকের মাঝে
কষ্ট আছে যার
রাত কাটে না তার।

এখানে অন্তমিলটা হল, যার-তার। আরেকটা বলছি,

*ফুলে আছে সৌরভ
তুমি আমার গৌরব।

এখানে অন্তমিল হল, সৌরভ-গৌরব।

অন্তমিল থাকলে কাব্য কনা পড়ার মজাই আলাদা।আরও দু একটা বলি তোকে,

*পার্কে বসে
বাম বুট চিবায়
বয়স হয়ে যায় পার
তবু প্রেমের দেখা না পায়।

*কত দিন খাইনিজে
নিয়ে চলনা চাইনিজে।

থাক কাব্য কনার কথা আরেক দিন বলব তোকে। তোর কাছে একটা জিনিস জানতে ইচ্ছে করছে, তোর আর আমার সম্পর্কটা নষ্ট হওয়ার পেছনে দায়ী ছিল কে।একটা বানোয়াট মিথ্যাকে সত্য কে করে ছিল সেটা এখনও আমার অজানা।তুই কি জানিস সেই জারজটা কে? জারজ না বলে পারলাম নারে।এই ঘটনাটা আমার জীবনে অনেক প্রভাব ফেলেছিল সে সময়। ওই একটা ঘটনার জন্য তোর সাথে আমার অন্তরঙ্গ সম্পর্কটা নষ্ট হয়েছে। যা হোক হারামিটার নাম জানলে ইনবক্সে জানাস।
অনেক কথা বলতে চেয়েছিলাম কিন্তু এখন সব ভুলে গেছি। ভাল থাকিস।যদি আমার চিঠি তোর ভাল লাগে জানাস তাহলে আবার লিখব।
একটা কাব্য কনা দিয়েই শেষ করি,

দেখতে সুন্দর
ফল মাকাল
এখন ভাল মানুষের
বড় আকাল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.