নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

তাপসীকে লেখা খোলা চিঠি

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৩




তাপসী

তুই বলেছিলি এখন থেকে ভাল থাকার চেষ্টা করবেন।আচ্ছা তুই বল চেষ্টা করে কি ভাল থাকা যায়?ভাল থাকা না থাকা তো সম্পূৃর্ন মনের ব্যাপার তাইনা।ভাল থাকার চেষ্টা করে যদি ভাল থাকা যেত তাহলে এই জাগতিক বিশ্বে বেশির ভাগ মানুষই ভাল থাকতো।তার পরও তোর কথা মতই ভাল থাকার চেষ্টা করি।মন খারাপ হলেই বই পড়ি না হয় গান শুনি।

জানিস আমিনা ভাল থাকার ভাল একটা উপায় পেয়েছি। উপায়টা হল কঠিন স্বার্থপর হওয়া।আমরা সকলেই কম বেশি স্বার্থপর।যারা স্বার্থপর বেশি তারাই জগতে সুখি বেশি।

এখন দুপুর গুলো কি তোর আগের মতই কাটে নাকি ঘুমিয়ে কাটাস? আমার দুপুর গুলি এখন ঘুমিয়েই কাটে।বই পড়াটাও আজকাল হয় না।

মানুষের সাথে এখন খুব একটা মিশি না।আর নতুন করে সম্পর্ক করা তো কবেই বাদ দিয়েছি,কারনটা তো তুই জানিস।কবির ভাষায় বলি,

সম্পর্ক মানেই যে সুখ তা নয়

কিছু কিছু সম্পর্ক

মনের যত অসুখেরও কারন হয়।

আমি জানি তুইও এখন আর নতুন করে কারও সাথে সম্পর্ক করিস না।ভাল থাকিস আজ আর লিখছি না।ও হ্যা শুনলাম তুই নাকি ভাল থাকার অভিনয়টা ভালই শিখেছিস?

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৩

কল্লোল পথিক বলেছেন: ভাল লেগেছে।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৪

শূণ্য মাত্রিক বলেছেন: কেন জানিনা.... অল্প লাইন গুলো ভাল লেগে গেল

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪২

মোহাম্মদ শামছুদ্দীন বলেছেন: "জানিস আমিনা ভাল থাকার ভাল একটা উপায় পেয়েছি। উপায়টা হল কঠিন স্বার্থপর হওয়া।আমরা সকলেই কম বেশি স্বার্থপর।যারা স্বার্থপর বেশি তারাই জগতে সুখি বেশি" কথাটা জটিল

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫১

অগ্নি কল্লোল বলেছেন: ভালোই।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৬

ফেরদৌসা রুহী বলেছেন: তাপসীকে লেখা চিঠি ভাল লেগেছে।

যদিও অল্প কিছু কথা তারপরও ভাল লেগেছে।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৩

প্রামানিক বলেছেন: অল্প কথায় সুন্দর লেখা। ভাল লাগল।

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো হয়েছে। লেখাটা আরেকটু বাড়াতে পারতেন কিন্তু। শুভকামনা রইলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.