নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

তাপসীকে লেখা খোলা চিঠি

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৬





তাপসী,

ছুটির দিনে দুপুর গুলো ঘুমিয়েই কেটে যায়।আহার নিদ্রা ভয় যতই করিবে ততই হয়, কথাটি কিন্তু একদম সত্যি।
যেদিন অবসর থাকে সেদিন মনে মনে অনেক কাজই ঠিক করে রাখি কিন্তু কিছুতেই সব কাজ করা হয়ে ওঠে না।আর শীতকালে দিন যেহেতু ছোট তাই দিনের পেছনে ছুটে পারাই দায়।মাঝে-মাঝে সময় একদমই কাটতে চাইনা আবার মাঝে-মাঝে দিন গুলো একেবারে খারাপ যায় না।
অনেক কিছুই ভুলে থাকতে চাইলেও মনের ভুলে কিভাবে যেন সে গুলো মনে পড়ে যায়।
পৃথিবীটা কেমন জানিস, এখানে তুই যার রেসপন্স পেতে চাইবি সেই তোকে এড়িয়ে চলতে চাইবে।আবার যার রেসপন্স তুই কখনই আশা করিস না সেই তোকে রেসপন্স করে যাবে।তবে বর্তমানে রেসপন্স করা মানুষ জীবনে খুব কমই পাবি।আর কেউ যদি রেসপন্স করেও তাহলে শেষে দেখবি তার নিজ স্বার্থেই তোকে রেসপন্স করেছে।তাই কারও কাছে রেসপন্স চাইতে কিম্বা পেতে ভাল লাগেনা একদম।
তবে এটাও ঠিক অবচেতন মনে কারও রেসপন্স পেতে উদগ্রিব হয়ে বসে থাকি।
তোকে তো বলেছি সম্পর্ক জিনিসটা এখন আর ভাল লাগে না।তাই সম্পর্ক করা বাদ দিয়েছি বছর ছয় আগেই!
কিছু পুরানো সম্পর্কের কথা মনে হলে আবার ফিরে পেতে ইচ্ছে করে সে গুলো।একটা সম্পর্ক তৈরি করা কত কঠিন অথচ সেই সম্পর্কটাকে ভেঙে ফেলতে একটা মিনিটও সময় লাগে না।সম্পর্কের অনেক দিকই দেখেছি বেশির ভাগ সম্পর্ক গুলো নষ্ট হয়ে যায় স্বার্থপরতার কারনেই।
তারপর সন্ধেহ ও নিজেকে বড় ভাবাই হল সম্পর্ক ভাঙার অন্যতম কারন।
সম্পর্ক নিয়ে লিখতে গিয়ে মনটা খারাপ হয়ে গেল।
নিজের লেখা একটা কবিতার দুলাইন আওড়িয়েই শেষ করছি-

সম্পর্ক মানেই যে সুখ তা নয়
কিছ কিছুু সম্পর্ক মনের যত অসুখেরও কারন হয়।

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৫

কল্লোল পথিক বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ভাইয়া

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২০

ঋজুক বলেছেন: আহার নিদ্রা ভয় যতই করিবে ততই হয় .....

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৬

উল্টা দূরবীন বলেছেন: সুন্দর

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৮

মাহবুবুল আজাদ বলেছেন: সম্পর্ক মানেই যে সুখ তা নয়
কিছ কিছুু সম্পর্ক মনের যত অসুখেরও কারন হয়।
দুর্দান্ত

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: মাহবুবুল আজাদ বলেছেন: সম্পর্ক মানেই যে সুখ তা নয়
কিছ কিছুু সম্পর্ক মনের যত অসুখেরও কারন হয়।


একমত।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৫

মোস্তফা সোহেল বলেছেন: সম্পর্ক মানেই যে সুখ তা নয়
কিছ কিছুু সম্পর্ক মনের যত অসুখেরও কারন হয়।
এটা মাহবুবুল আজাদ ভাই বলেননি লেখাটা আমার নিজের।
আমার মনে হয় আপনি লেখাটা ন পড়েই কমেন্ট করেছেন।এটা ঠিক নয়

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫২

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: বর্তমান পৃথিবী আধুনিক বিজ্ঞানের সংস্পর্শে আসার পর থেকে চিঠিটা তো প্রায় সোনার হরিণের মত হয়ে গেছে।

তারপরেও আপনার লেখাটা ভাল লাগলো!
শুভ কামনা জানবেন!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৬

মোস্তফা সোহেল বলেছেন: টাইগার ভাই আপনার প্রতিও রইল অনেক শুভকামনা

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২২

রানার ব্লগ বলেছেন: সম্পর্ক মানেই যে সুখ তা নয়
কিছ কিছুু সম্পর্ক মনের যত অসুখেরও কারন হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.