নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

বাঘ হয়ে এসেছ বাঘ হয়েই ফিরে যেও

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৫



বাঘেদের কি মন খারাপ হয়?হয়তো হয় হয়তোবা না।কিন্তু বাংলাদেশের খেলার সময় যে বাঘ গুলো ক্রিকের স্টেডিয়ামে আসে তাদের অন্তরালে কিন্তু এক জন করে মানুষই থাকে।তাই বাংলাদেশ যখন খেলায় খারাপ করে তাদের মন খারাপ হওয়া স্বাভাবিক।
এই জীবনে কখনও স্টেডিয়ামে বসে খেলা দেখার সৌভাগ্য হয়নি।বাসায় বসে একা একা খেলা দেখতে খুব একটা ভালও লাগে না।তারপরও বাংলাদেশের খেলা হলে কোন কথা নেই,খেলা আমার দেখা চাই।বাংলাদেশ ভাল খেললে যেমন আনন্দে আত্বহারা হই আবার বাংলাদেশ খারাপ খেললে মনটা একরাশ বিষাদে ভরে উঠে।
ভারতের সাথে খেলাটা দেখতে বসেছিলাম জেতার আশায়।খেলার প্রথমে ভালই খেলছিল বাংলাদেশ ।কিন্তু কথাটি মনে হয় একদম সত্যি,ক্যাচ মিস তো ম্যাচ মিস।
সাকিবের অমন ক্যাচ মিসে অবাক হয়নি,খারাপ লেগেছিল কিন্তু সাকিবের খারাপ লাগার কাছে আমার খারাপ লাগাটা খুব একটা বেশি না।কত বড় বড় প্লেয়ার কত সহজ ক্যাচ মিস করে।আর সাকিব মিস করলে যত দোষ।তানা হলে পোলাপান সব দোষ সাকিব কে দিবে কেন।
সাকিব নিজের জন্য খেলে কথাটা ঠিক না।আমার মনে হয় নিজের জন্য খেলে কেউ পরিতৃপ্তি পায় না।
যায় হোক গত কাল ম্যাচ জিতে এখন আমরা অনেকটা নির্ভার।
মাঠে যারা বাঘ সেজে এসে বাংলাদেশকে সাপোর্ট কর,বাংলা দেশকে উৎসাহ দাও,যখন বাংলাদেশ হেরে যায় তখন তোমরা মন খারাপ করবে না।বা মনে করবে না,বাঘ হয়ে এসে ছাগল হয়ে ফিরে গেলে।তোমরা সব সময়ই বাঘ,বাংলার বাঘ।বাংলাদেশ খেলায় হারুক জিতুক তোমরা বাঘ হয়ে এসেছিলে বাঘ হয়েই ফিরে যেও।
সামনের ম্যাচ গুলোর জন্য বাংলাদেশ ক্রিকেট দলের জন্য অনেক অনেক শুভকামনা রইল।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৬

নাবিক সিনবাদ বলেছেন: হুম

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৪

আধারে অভ্রনীল বলেছেন: হালুমমমম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.