নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

ন্যাকা

০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩০






ন্যাকা,জীবনে চলার পথে আমরা প্রায় সময় এই শব্দটি ব্যাবহার করি।
ন্যাকা বলতে সাধারনত আমরা বোকাই বুঝি।
কারও কাজ দেখে যদি আমাদের মনে হয় সেটা বোকামী হচ্ছে তাহলে তখন আমরা তাকে ন্যাকা বলে সম্মোধন করি।

** আমার চাচাতো বোন তনু।ও আমার চেয়ে বছর দুয়েকের বড়।তা কিছু দিন আগে ওর বাসায় বেড়াতে গিয়েছিলাম।
আমি দুলাভাই আর তনু ঘরে বসে গল্প করছিলাম হঠাৎ দুলাভাই কি একটা বিষয় নিয়ে কথা বলতে বলতে জানতে চাইল,
কিরে প্রেম-ট্রেম করেছিস নাকি? আমি বললাম দুলা ভাই ওসব প্রেম-ট্রেম আমার দ্বারা হবে না।
সাথে সাথে তনু বলল তোর মত ন্যাকা প্রেম করতে পারলে তো করবে।

** ক্রিকেট খেলা হচ্ছিল আমাদের গ্রামে বিভিন্ন পাড়ার মধ্যে। সেদিন পূর্ব পাড়া বনাম উত্তর পাড়া খেলা ছিল।
আমাকে দেওয়া হল আম্পায়ারের দায়িত্বে।পূর্ব পাড়া ব্যাটিং করার সময় আমি বেশ কিছু ভুল সিদ্ধান্ত দিয়েছিলাম যার কারনে পূর্ব পাড়া প্রায় হারতে বসেছিল।
কিন্তু শেষ পর্যন্ত অনেক কষ্টে জিতে যায়।আমার এক বন্ধু পূর্ব পাড়ার হয়ে খেলছিল।
খেলা শেষে আমার সেই বন্ধুটি বলল,তোর ন্যাকামি মার্কা আম্পারির জন্য আমরা আরেকটু হলে তো হেরেই গিয়েছিলাম।

** আমার বন্ধু মৃদুল ওর একটা বদ অভ্যাস আছে।কথার মাঝে মাঝে শুধু বলবে ন্যাকার মত বলবি না, ন্যাকার মত হাসবি না,
ন্যাকার মত হাটবি না, ন্যাকার মত পড়বি না, আমার মনে হয় মৃদুলই একমাত্র বলতে পারবে ন্যাকামি কত প্রকার ও কি কি?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৬

রাশেদ রাহাত বলেছেন: পিক টা দেখেই হাঁসি পেলো।

২| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৫

কল্লোল পথিক বলেছেন:





চমৎকার লিখেছেন।

৩| ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪২

প্রামানিক বলেছেন: সুন্দর ন্যাকা কাহিনী। ধন্যবাদ

৪| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৫

আহমেদ জী এস বলেছেন: মোস্তফা সোহেল ,



খবরদার ভুলেও মৃদুলকে জিজ্ঞেস করবেন না, ন্যাকামি কত প্রকার ও কি কি?
তাহলে মৃদুল বলে বসতে পারে , " ন্যাকামী করিস না তো ! " ;)

৫| ১০ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৮

আমিই মিসির আলী বলেছেন: কাহিনী ভাল লাগিলো..।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.