নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

ডুব

১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৪










আবার ডুব দিয়েছ!
যে ভাবে জেনে আর না জেনে
তুমি ডুব দাও
ভয়ই হয় আমার
আর যদি কখনও ভেসে না ওঠো।
আমি জানি
তুমি ডুব দেওয়ার আগে
গভীরতা টুকু দেখে নিতে ভুল করনা।
তুমি বুঝে গেছ
যে ভালবাসে তোমাকে প্রকৃত হৃদয় থেকে
তুমি ভেসে না ওঠা পর্যন্ত
সে তোমারই অপেক্ষায় থাকবে।
ডুব দিয়ে নিজেকে বুদ্ধিমান
আর অপেক্ষায়রত জনকে
বোকায় ভাব।
আসলে কে বোকা আর কে বুদ্ধিমান
সেটা ডুব দেওয়া লোকের অজানায় থেকে যায়।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৮

কল্লোল পথিক বলেছেন:





চমৎকার কবিতা।

১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ কল্লোল দা

২| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩০

জুন বলেছেন: বাহ দারুন অনুভূতি ।
+

১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: এটা আমার বাস্তব জীবনের দর্শন থেকে লেখা।ধন্যবদ আপনাকে জুন

৩| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৬

অগ্নি কল্লোল বলেছেন: ভালো লাগা রইলো।

৪| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১২

সাইফুল ফরিদপুর বলেছেন: তা বটে বলেছেন.......................................।। তবে মৃত্যুকে স্মরণকারিকে জ্ঞানী বলা যায়...............।।

৫| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৮

রুদ্র জাহেদ বলেছেন: আসলে কে বোকা আর কে বুদ্ধিমান
সেটা ডুব দেওয়া লোকের অজানায় থেকে যায়।

সুন্দর অনুভূতির কবিতা
+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.