নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক স্টাটাস গুচ্ছ

১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১৭





১/ 'ভুল' ছোট্ট একটা শব্দ। অথচ এই ছোট্ট শব্দেরও ব্যাপকতা আছে। ছোট একটা ভুল মানুষের জীবন কে তছনছ করে দেয়।
জীবনে ভুল করেনি এমন মানুষ খুজে পাওয়া যাবে না। অনেকে ভুল থেকে শিক্ষা নিয়ে জীবন কে এগিয়ে নেয়।
তবে ভুল গুলো মানুষের জীবনে ফুল হয়ে ধরা দেয় কাকতালীয় মাত্রই!

২/ জাতীয় বিশ্ববিদ্যালয়ে না পড়ে হাল চাষ করা ঢের ভাল।

৩/ রাত জাগা আমার অভ্যাস নয়। তবে মাঝে মাঝে আয়োজন করেই রাত জাগি।এখন তো অনেকে শুধু মাত্র ফেসবুক চালানোর জন্যই রাত জাগে।
রাত মানুষের বিশ্রামের জন্য অথচ আমরা রাতে বেশী বেশী জেগে শরীরের ক্ষতি করছি। তবু ও আমরা রাত জেগে মানষিক শ্বান্তি খোজার চেষ্টা করি।

৪/ স্বাধীনতার মানেটা আমার কাছে এখনও ঘোলাটে।কারন এই দেশে স্বাধীনতার মানে খোজা আর আমাবশ্যার চাঁদ খোঁজ করা একই!

৫/ কে বলেছে নেই আমাদের কিছু আমরা নিঃস্ব ।
আরেক বার বাঘের গর্জন দেখল সারা বিশ্ব।

৬/ নারী কি?
যাহাদের মধ্যে হিংসা 97%, ছলনা 98% ও ঢং 99% থাকে তাকে নারী বলে।

৭/ আমি বলছি না যে কেউ আমাকে রান্না করে খাওয়াক।
অন্তত আমার রান্নার সময় কেউ এক জন বলুক তোমার রান্নার ঘ্রানটা অনেক সুন্দর।

৮/ আজকাল ফেসবুকে আসতে খুবই লজ্জা লাগে। কারন এখানে বেশির ভাগই সেলিব্রেটি।
আর নাম মাত্র কিছু মানুষ আমার মত আম পাবলিক।

৯/ বিদায় বন্ধুরা!বিদায় ফেসবুক!! বন্ধুরা তোমাদের ছেড়ে চলে যাচ্চি আর হয়তো কোনদিন দেখা হবেনা।সবাই অনেক ভাল থেকো।
এমন স্টাটাস অনেকেই দেন আবার দুদিন পরে তিনারা ফিরেও আসেন।
এমন স্টাটাস তিনারা কেন দেন জানতে ইচ্ছা করে খুব।নাকি তিনারা কতটুকু সেলিব্রেটি সেটাই দেখেন?


বিভিন্ন সময়ে লেখা আমার ফেসবুক আইডি থেকে নেয়া।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩৬

বিজন রয় বলেছেন: ভাল কাজ করেছেন।
+++

১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫১

মোস্তফা সোহেল বলেছেন: কি ভাল কাজ করলাম দাদা?

২| ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১০

রাজু বলেছেন: প্রাইন করেচেন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.