নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক স্টাটাস গুচ্ছ

২২ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫২






১/ ভালবাসার শুরুটা তো হয় ভাললাগা দিয়ে,ভালবাসার সুনির্দিষ্ট কারন?
বলাটা হয়তো মুসকিলই।
কত হৃদ্যতা কত ব্যাকুলতা একে অপরের কাছ থেকে দূরে থাকার কথা কল্পনাতেও না আনা।
সমস্ত মস্তিষ্ক জুড়ে সে, প্রতি দিনের দীর্ঘ ভাবনাতেও সে।
তাকে ছাড়া কিছু করব এমন ভাবনা না করা।এখন কোথায় সে আর আমি! দূরুত্ব আর দূরুত্ব।
মনে রাখা খুব কঠিন বরং ভুলে যাওয়াই সহজ, তাই ভুলে যায় সবকিছুই।


২/ সুখের মালা নয় সখী আমার হাতে বিরহের মালা।
যদি কেউ জানে সম্মুখে চোরা বালি
তাহলে কি সে বাড়িয়ে দেবে
তার দু পা?
যদি জেনে শুনে ঝাপ দিতে চাও আগুনে
তবে এসো সখী দু'জনা করি গলাগলি।

৩/ অজস্র ভুলের মাঝে আমার বসবাস
ভুল দিয়ে জীবন গড়া এই আমার।
যখনই একটু শুদ্ধতা খুুঁজি
ভুল গুলি সব আটকে রাখে।
বাধন সহ ধরতে যায় শুদ্ধতা
তবুও আমি পারিনা
ভুলের গন্ডি পেরতে

৪/ মালা গাথার প্রয়াসে কুড়িয়ে আনা ফুল দিয়ে
আর মালা গাথা হয়নি।
তাই তোমার গলে পরাতে পারিনি কোন পুষ্প মাল্য।
কিছু আয়োজনের কোন প্রয়োজনই থাকেনা
তবু আমরা বিনা প্রয়োজনেই অনেক আয়োজন করতে পছন্দ করি।
মালা গেথে পরাতে গেলে জানি দেখবে
সেটা সুরভিত ফুল কিনা।ঘাস ফুলের মালা ও তো
একটা ফুলের মালা।
শুধু উপর দেখো ভালবাসা দেখনা তুমি।
আমি তো ভুলেই গেছি তোমার শুধু চোঁখের দৃষ্টিই আছে
মনের দৃষ্টি কবেই মরে গেছে।


৫/ সবই তো হারিয়ে গেছে কি আছে আমার?
প্রেম ভালবাসা তো মূখ্য অন্তরের সব কিছু অভ্যন্তরীন।
হাত ছুয়ে দেখ লেশ মাত্র নেই কমলতার
চোঁখে দৃষ্টি দাও শুধুই খরতাপ।
হারিয়ে ফেলা মৌনতা খুঁজে ফিরি রোজ
অপার শূন্য হৃদয়
যা ছিল সবই হারিয়ে ফেলেছি
কি আছে আমার।

৬/ লুকচুরি খেলে বিকেলের রোদ দিখন্ডিত হয়ে আছে এই মন
সপ্নরা উড়ে যায় উড়ন্ত চখাচখির ডানায় ভর করে।
মন ভাল নেই তাই বসে থাকি আনমনে
দূর্মূল্যর এই বাজারে কি দাম আছে মনের?
বুকের ভালবাসাকে তাই উড়িয়ে দেই চখাচখির ডানায়।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫৬

কল্লোল পথিক বলেছেন:






বাহ!চমৎকার স্টাটাস।

২২ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ দাদা

২| ২২ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৩

নুর ইসলাম রফিক বলেছেন: লেখাগুলি কি ফেইসবুক থেকে চুরি (কপি) করে এনে প্রিয় সামুতে পেষ্ট করেছেন।
আর যদি আপনার নিজের লেখা হয় তবে আমি আমার উপরুক্ত বাক্যের জন্য দুঃখিত।
আর যদি নিজে না লিখে কপি করে থাকেন তারপর ও নিজেকে সতিসাধ্য ভাবেন তবে আপনাকে প্রশ্ন
আপনি কি লেখাগুলির লেখকের অনুমতি নিয়ে প্রিয় সামুতে কপি পেষ্ট করেছেন।
আপনি যদি হ্যা সূচক উত্তর করেন তবুও হাজার হাজার প্রিয় সামুর ব্লগার বিশ্বাস করবেন না।
কারন সামুর ব্লগাররা কপি পেষ্ট করেন না।
এবং কি কাউকে কপি পেষ্ট করার অনুমতিও দেননা।
ভাবছেন সামান্য বিষয় নিয়ে খুব বেশী পেট পেট করে ফেলছি।
সর্বদা মনে রাখবেন আপনার লেখা যদি কেউ কপি করে তবে আপনার মনের আগুন
গোটা ফায়ার সার্ভিস বঙ্গপ্রসাগরের জল দিয়েও নেভাতে পারবেনা।

যদি কপি না করে থাকেন তবে অবশ্যই আপনার লেখার প্রশংসা করছি
এবং আর আবারো ক্ষমা চেয়ে নিচ্ছি।

২২ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৫

মোস্তফা সোহেল বলেছেন: না ভাই এগুলো অন্য কারও লেখা নয় এগুলো আমার ফেসবুক আইডি থেকে নেয় । ধন্যবাদ

৩| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৩

বিজন রয় বলেছেন: পড়লাম।

এগুলোই মনে হয় শেষ।
+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.