নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

কি বোর্ডের স্পর্শে থাকতে থাকতে আঙ্গুল গুলো ভুলে গেছে কলমের সঙ্গ...

২২ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৪




এখন আর খাতা কলম নিয়ে কবিতা লিখতে বসা হয় না।শেষ কবে যে খাতা কলম নিয়ে কবিতা লিখতে বসেছি মনেই পড়ে না।আগে যখন মন অস্থির হত তখন কবিতা লিখতাম । একটা কবিতা লিখতে পারলে মনটা কিছুটা শান্ত হত।
আমি কখনই হুট করে কবিতা লিখতে পারিনি। বেশীর ভাগ সময় মাথায় একটা কিম্বা কয়েকটি লাইন আসতো সেটা মনে রাখাতাম না হলে কোথাও লিখে রাখতাম।পরে সেই লাইন থেকে একটা কবিতা লিখে ফেলতাম।আহামরি বা বলার মত কবিতা আমি লিখতে পারি না।কবিতা লিখি নিজের মনের তৃপ্তির জন্য।মনে কোন কষ্ট চেপে থাকলে কবিতা লিখতে বসলে হয়তো সেই কষ্টের কথা কিছুটা ভুলে থাকতে পারতাম।
সদ্য প্রয়াত কবি রফিক আজাদ বলেছেন- কবিতা নিঃসঙ্গতার ফসল।কথাটির সাথে আমিও এক মত।আমার মনে হয় মানুষের মাঝে নিঃসঙ্গতা ভর না করলে সে কবিতা লিখতে পারেনা।তাই নিঃসঙ্গ সময়ের সঙ্গী হল কবিতা। আমি যখন খুব একা নিঃসঙ্গ থাকি তখনই কবিতা লিখি।
যারা কবি না তারা কি কবিতা বোঝে?অনেকে বোঝে তবে আমার মতে কবিতা খুব কম মানুষই বোঝে।আবার এই প্রশ্নও আসতে পারে জগতে তো সকল মানুষই কম বেশি নিঃসঙ্গতায় ভোগে তবে সবাই কবিতা লেখে না কেন? তাদের মাঝে কবিত্ব নেই বলেই তারা কবিতা লেখে না, আর একেক জন একেক ভাবে তার নিঃসঙ্গতা কাটাতে চেষ্টা করে ।কবিরা সেই ক্ষেত্রে কবিতা লিখে।
লিখতে চেয়েছিলাম এক রকম আর লেখাটা হয়ে যাচ্ছে আরেক রকমের। লেখার শিরোনাম দিয়েছি, '' কি বোর্ডের স্পর্শে থাকতে থাকতে আঙ্গুল গুলো ভুলে গেছে কলমের সঙ্গ,। আসলে এই একটা লাইনই বেশ কয়েক দিন ধরে আমার মাথায় ঘুর ঘুর করছে। ভাবছিলাম এই লাইন গুলো দিয়েই একটা কবিতা লিখব।
কিন্তু সময় থাকলেও কেন যেন সময় বের করতে পারছি না কবিতা লেখার জন্য।

এখন কোন লেখা আর কলম দিয়ে লিখি না।সরাসরি কিবোর্ডের সাহায্য লিখে থাকি প্রত্যেক টা লেখা।সে দিন কি বোর্ডে লিখতে লিখতে মনে হল আরে এই কি বোর্ডে লিখতে গিয়ে তো আমি কলমের কথায় ভুলে গেছি । আগে ঘরে সব সময় কলম আর খাতা রাখতাম অথচ এখন আর তাদের প্রয়োজন বোধ মনে করি না।আমরা মানুষ গুলো সব কেমন স্বার্থপর হয়ে গেছি যখন যার প্রয়োজন ফুরিয়ে যায় তখন তাকে কত সহজেই ভুলে যায়।সম্পর্কের ক্ষেত্রেও তো তাই। যে বন্ধু কে বছরে একবার স্মরন করি না।যখন তার কাছে কোন দরকার হয় তখন তাকে বার বার বিরক্ত করি।
কিছু কিছু জিনিস দিয়ে সাময়িক প্রয়োজন মিটলেও তাদের দিয়ে দীর্ঘ সময় উপযোগ পাওয়া যায় না। আজ আপনি কি বোর্ড দিয়ে যে লেখা গুলো লিখছেন এক সময় সেটা মুছে যেতে পারে যে কোন ভাবে বা আপনি যে সাইটে কি বোর্ড দিয়ে লিখে আপনার লেখাটা রাখছেন এক সময় সে সাইটটা নষ্ট হয়ে যেতে পারে কিন্তু কলম দিয়ে লেখা থেকে যাবে আজীবন---

লাইনটা দিয়ে দেখি কবিতা কিছুটা লেখা যায় কিনা-

কি বোর্ডের সংস্পর্শে থাকতে থাকতে
আঙ্গুল গুলো ভুলে গেছে কলমের সঙ্গ!
ভালবাসো শুধু ভালবাসা দিয়েই
আবেগকে ছুড়ে ফেল ক্ষুদার্ত কোন শকুনের মূখে।
এত দিনের হৃদ্যতা-সখ্যতা সবই কি ভুল?
স্পর্শ আর সান্যিধ্য না পেলে
ভালবাসা মৃত প্রানীর মতই....

না আর লিখতে পারছি না আজকাল কেন যেন লিখতে গেলেই আটকে যায় । আপনারাই দিন না শিরোনামটা দিয়ে একটা কবিতা লিখে.......

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০৯

বিজন রয় বলেছেন: সময়ের সাথে অনেক কিছুই বদলায়।
তবুও পুরাতনকে একবারে মোছা যায় না।

২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: আসলেই সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে যায়। ভাল থাকবেন বিজন দা

২| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৯

কল্লোল পথিক বলেছেন:






ভাল লিখেছেন।

৩| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০৫

দুখু বাঙাল বলেছেন: .
হারানো প্রিয়া
____জ্যোতিন আলম

কি বোর্ডের স্পর্শে থাকতে থাকতে
আঙ্গুল গুলো ভুলে গেছে কলমের সঙ্গ।
ভুলে গেছে লুকিয়ে রাখা ডায়রিটাকে
সেল্পে তার বসতিস্থান,
ভুলে গেছে টেবিলের পিটে ঝুকে পড়ার ক্ষনটি,
ভুল করা প্রেয়সীর ভুলে যাওয়ার মতো।
পকেটে এখন আর কলম থাকে না
স্ব-যত্নে গুছে রাখিনা
হঠাৎ কোন লাইন লিখে রাখার জন্য।
এখন হাতে স্মার্ট ফোন থাকে
কিংবা কাধে ঝুলে থাকে লেপটপ।

এখন আর কলম কালি চড়ায় না,
বন্দি হয় না তিন আঙুলের ফাঁকে,
কাগজ পায় না হাতের চাপ,
এখন চড়িয়ে পড়ে আঙুল গুলো
কি বোর্ড়ের বাটনের খোঁজে।

আজ কাল কলম কাগজরা বিষন্ন হৃদে
কিংবা, করুন লোচনে আমায় দেখে,
এইতো, দেখুন এখনো তাকিয়ে আছে,
না! আজ আমি তাকিয়ে আছি
আজ হারানো প্রিয়ার কথা মনে পড়েছে আমার।
..…
[কচি হস্তের কারু কাজ]

২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

মোস্তফা সোহেল বলেছেন: বাহ দারুন

৪| ২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

নুর ইসলাম রফিক বলেছেন: ক্ষতি কি যদি বেঁচে যায় কোটি টাকার কাগজ কলম?
ক্ষতি কি যদি বেঁচে থাকে বাঁশ বাগান। যার মাথার উপর চাঁদ?
ক্ষতি কি যদি বেঁচে যায় সিলেটের বিশাল পাহাড় জোরা রাবারের বাগান?
ক্ষতি কি তাতে? ক্ষতি কি?

হাতের লেখা প্রায় ভুলেই গেছি ভাই।
আমার হাতে, হাতে লেকার মতো এক বিন্দুও সময় বা সুযোগ নাই।
সারাটা দিন এই কম্পিউটারটার সাথেই থাকি বা থাকতে হয়।

৫| ২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

সুমন কর বলেছেন: আমার মনে হয় মানুষের মাঝে নিঃসঙ্গতা ভর না করলে সে কবিতা লিখতে পারেনা।তাই নিঃসঙ্গ সময়ের সঙ্গী হল কবিতা। আমি যখন খুব একা নিঃসঙ্গ থাকি তখনই কবিতা লিখি। -- ভালো বলেছেন। এবং লেখায় সহমত।
সময়ের স্রোতে অনেক কিছু বদলে গেছে।

৬| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩৮

জেব্রা মাস্টার বলেছেন: এই প্রান্তেও সেম কেস

৭| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:০৩

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: সত্যিই আমরা দিনদিন যেন রোবট হয়ে যাচ্ছি!

৮| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমি কিন্তু এখনো খাতা কলমে আছি। :)
বেশ স্বচ্ছন্দ বোধ হয়।

৯| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩০

প্রামানিক বলেছেন: আপনি ঠিকই বলেছেন যান্ত্রিক হওয়ার কারণে আমাদের লেখা যে কোন সময় হারিয়ে যেতে পারে কিন্তু খাতায় লেখা কিছু থাকলে সেটা সহজে হারানোর সম্ভাবনা কম। চমৎকার লেখা। ধন্যবাদ

১০| ২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

রাশেদ রাহাত বলেছেন: একটা সময় ছিলো যখন আমি বই পড়ার নেশায় মত্ত থাকতাম। সেই সময়গুলো খুব মিস করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.