নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক স্টাটাস গুচ্ছ

২৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১০






১/ মনটা অস্থির।কিছু ভালো লাগে না।কোথাও হারিয়ে যেতে মন চাই।এসব সমস্যা হরহামেশাই সবার মাঝেই বাস করছে।
মনটা শান্ত নয়।কেন?
কারনটা জানা থাকলেও কিছুই যেন করার নেই।
আমি জানি আমার সমস্যা কি।কিন্তু সেই সমস্যা থেকে বের হতে পারিনা এটাই আমার বড় সমস্যা।
চারপাশে চেনা মানুষের অভাব নেই কিন্তু কাছের মানুষের খুব অভাব।
আপনি আজকাল কাউকে নিখাদ ভালবাসলেও কেউই সেটা বিশ্বাস করবে না।নিখাদ ভালবাসা বলে এখন যে কিছু নেই


২/ যে কাজটা আমার আপনার একার পক্ষে সম্ভব নয়,সেই একই কাজ কয়েকজন মিলে করলে সফলতা আসবেই।এটা আমরা জানি সবাই, একতা আমাদেরকে অনেক দূরে নিয়ে যেতে পারে।অথচ সেই একতাই আজ আমাদের মাঝে নেই।
সামান্য বিষয় নিয়েও জনে জনে কত মত পার্থক্য। সাহায্য করতে না পারি উৎসাহ দেওয়ার মন মানসিকতাও হারিয়ে গেছে আমাদের।আমরা আসলে বড় বেশি আত্বকেন্দ্রিক হয়ে পড়েছি।আত্বকেন্দ্রিক হয়ে সুখি মানুষ হওয়া কি সম্ভব?
তারপরও আমাদের চারপাশের মানুষ গুলোই আমাদেরকে আরও বেশি আত্বকেন্দ্রিক হতে যেন বাধ্য করছে।
ভাল হতে ইচ্ছে করে খুব।একটা জিনিস নিজের ভেতরে খুব অভাব অনুভব করি।যে জিনিসটা না থাকলে মানুষ আর মানুষই না।সেই জিনিসটা হল "বোধ"


৩/ আমরা এই মানুষ গুলো প্রতিনিয়তই একে অপরের সাথে কোন না কোন ভাবে প্রতারনা করে চলেছি,অথচ আমরা সেটা নিজেরাই জানি না!


৪/ দেওয়াল টপকেছি
ভেঙেচুরে নয় মনে-মনে।
মনে জোর থাকলে
মনে-মনে ভাঙা যায় অনেক কিছুই।
মন দিয়ে সব কিছু ভেঙে দিতে শেখ
তা না হলে তোমার মনটাই ভেঙে যাবে।
পাথরে গড়া মনও আছে
চারপাশে গভীর দৃষ্টি দাও
ঠিকই তোমার দৃষ্টিগোচর হবে
পাথরে গড়া মন গুলো।
মনে মনে হয়তো
পার হওয়া যায় কংক্রিটের দেওয়াল
তবু বাস্তবতার দেওয়াল পার হতে
এই মনের যত সংশয়।


৫/ আবেগ আর যৌনতা না থাকলে কোন মানুষই হয়তো পাগলামি করত না।


৬/ বিশুদ্ধ প্রেম কে না চাই বল
সেই যে বিমুগ্ধ চোঁখে
তোমার দিকে তাকিয়ে
প্রথম ভাললাগার সাতকাহন
প্রেমের প্রত্যাশায় থেকে
তুমি কি দিয়েছ আমায়
বিশুদ্ধ প্রেম।
বহু প্রতিক্ষিত থেকে
অধরায় থাকে প্রেম
অগোচরে মনের মাঝে ঘৃনা জন্মে
প্রেমে পাগল সমস্ত পৃথিবী
আমি নয়।


বিভিন্ন সময়ে লেখা আমার ফেসবুক স্টাটাস থেকে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৫

বিজন রয় বলেছেন: ছোট ছোট কথাগুলো অনেক ভাল লাগে।

২| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫৮

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.