নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

তবুও সত্য গুলো চোঁখে ভাসে সর্ব সময়

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৯








আজকাল কিছু শব্দ খুঁজি
মনকে শান্ত রাখার মত শব্দ
দম বন্ধ হয়ে মৃত্যু হলে
কেমন কষ্ট হবে জানিনা
বুকের ভেতর চাপা দুঃখ গুলো
যে কষ্ট দেয়
তাও তো নেহাত কম নয়।

জানালা গুলো সব সময়ই বন্ধ রাখি
হয়তো সত্যটা দেখতে ভয় পায়
তবু অন্ধকারের মাঝেই
সত্যটা আলো হয়ে জ্বলে উঠে।

আকাশটা দেখা হয়নি অনেক দিন
জানালাটা খুলব ভাবি
হয়তো কিছু মন শান্ত করা শব্দরা উড়ে আসবে।

চোঁখ বন্ধ ছিল অনাদিকাল
এখনও আছে
তবু সত্য গুলো চোঁখে ভাসে সর্ব সময়।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৪

শায়মা বলেছেন: সত্য একটু কঠিন তবে দেখে ফেলাটাই ভালো।

২| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫২

কালের সময় বলেছেন: ভালো হয়েছে

৩| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৮

নকীব কম্পিউটার বলেছেন: খুব সুন্দর এবং ভালো হয়েছে।

৪| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:১২

সুমন কর বলেছেন: জানালা গুলো সব সময়ই বন্ধ রাখি
হয়তো সত্যটা দেখতে ভয় পায়

আগের লাইনে রাখি তাই পরের লাইনে কি পাই হবে ?

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৪

মোস্তফা সোহেল বলেছেন: আমি বানানে একটু দুর্বল আছি সঠিক বলতে পারছি না। ধন্যবাদ।

৫| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৯

বিজন রয় বলেছেন: সত্য যে কঠিন, কঠিনেরে ভালবাসিলাম।

অনেক গভীর কবিতা।
+++

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৫

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ বিজন দাদা মন্তব্যের জন্য।আপনার মত সুন্দর করে কবিতা আমি লিখতে পারব না

৬| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৭

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: বেশ গভীর! বেশ অর্থবহ!

৭| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন: ভাল লেগেছে কবিতা ।

৮| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৩:১৯

উল্টা দূরবীন বলেছেন: ভাল লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.