নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু বয়সকে থামিয়ে দেয়

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৭

অসময়ে বাসা থেকে ফোন এলে বুকের ভেতরটা কেমন ছ্যাৎ করে ওঠে।যেমন আজ সকালে বাসা থেকে ফোন এলে রিসিভ করার আগেই ভাবলাম কোন খারপ খবর নয়তো?এত সকালে তো বাসা থেকে কখনও ফোন দেয় না।ধরতেই ওপাশ থেকে যা শুনলাম আমার ধারনাই ঠিক হল।একটা মৃত্যু সংবাদ।মূহুর্তে মনটা খারাপ হয়ে গেল।সারাদিনের চলার শক্তিটাই যেন হারিয়ে ফেললাম।বাড়ি থেকে জীবিকার প্রয়োজনে অনেক দূরে থাকতে হয় তাই খুব কাছের কারও দূর্ঘটনা না ঘটলে ইচ্ছে থাকা সত্তেও বাড়ি যেতে পারিনা।মাঝে মাঝে খবর আসে গ্রামে কেও একজন মারা গেছে।তখন মনটা খারাপ হয়ে যায়।চোঁখের সামনে শুধু সেই মৃত মানুষটার ছবিই ভাসে।সারাদিনে আর কাজে মন বসাতে পারি না।বেশ কিছু দিন ধরেই মৃত ব্যাক্তিটির কথা বার বার মনে আসে।
আজ যার মৃত্যুর খবর পেলাম সেটা আমার কাছে অবিশ্বাস্য।এত অল্প বয়সে মারা যাবে ভাবতেই পারিনি।কিন্তু তারপরও সত্য বড়ই নিষ্ঠুর।
শেষ কবে যে ওর সাথে দেখা হয়েছিল সেটাই মনে করতে পারছি না।চাকরি করছি প‌্রায় চার বছর।তাহলে হয়তো এই চার বছর ওকে দেখিনি।যখন বাসায় ছিলাম
তখন মাঝে মাঝে ওদের বাসায় যেতাম।দেখা হলে মিষ্টি একটা হাসি দিয়ে বলত,মামা ভাল আছেন?
আজ ওর মৃত্যুর পরে বার বার ওর ওই হাসি মূখটাই চোঁখের সামনে ভেসে উঠছে।মন চাইছে এক্ষনই চলে যায় বাড়ি।চাইলে যেতে পারি কিন্তু না যাবনা।
যেয়ে কি করব আমি যে ওর মৃত মূখটা দেখতে পারব না।বদ অভ্যাস কিনা জানি না আমার কাছের কেও মারা গেলে আমি তার মৃত মূখ দেখিনা।
কারন সারাজীবন যে হাসি মূখ দেখে এসেছি একটা মৃত মূখ দেখে সেই হাসি মূখটা আমি ভুলে যেতে চাই না।
মেয়েটার নাম হাবিবা আমার চাচাতো বোনের মেয়ে।বয়স ২১-২২ হবে হয়তো আমার চেয়ে বছর সাতেকের ছোট।
বিয়েও হয়েছিল,আজ হঠাৎ ওর মৃত্যুর সংবাদটা কিছুতেই মেনে নিতে পারছি না।শুনলাম হাবিবা অন্তসত্তা ছিল।
যেখানেই থাকিস মা ভাল থাকিস।আল্লাহ যেন তোকে জান্নাতুল ফেরদাউস দান করেন।
বেচে থাকলে আমরা একদিন বুড়ো হবো কিন্তু মৃত্যু তোর বয়সটাকে থামিয়ে দিল।বুড়ো বয়সে কখনও যদি তোকে মনে পড়ে তখনও তোর সেই হাসি মাখা কিশোরী
মূখটাই আমার চোঁখে ভাসবে।মৃত্যুর কি সুন্দর ক্ষমতা তাইনা যে বয়সকে থামিয়ে দিতে পারে কত সহজেই!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৭

নকীব কম্পিউটার বলেছেন: জগতের সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটাই চিরন্তন সত্য। সেই হিসাবে আমাদের পরকালীন প্রিপেইড একাউন্ট রিচার্জ করে যেতে হবে। আল্লাহ আমাদের সহায় হোন।

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৯

আমি এ আর বলছি বলেছেন: ভাল লিখেছেন। ধন্যবাদ।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। অল্প বয়সে চলে যাওয়া টা বেশি কষ্ট দেয়!

হয়তো এতেই তার কল্যান! কে জানে???

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

বিজন রয় বলেছেন: ঠিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.