নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

বিবেক - মানবতা ও ভালবাসা

০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩২







বুকে প্রতিহিংসার আগুন নেভাতে
কোন নারীর মূখে
আমরা ছুড়ে দেই এসিড
এইতো আমাদের বিবেক!


যখন কোন ক্ষুদার্ত শিশু
আমাদের সামনে হাত পাতে
একটু খাবারের আশায়
তখন প্রচন্ড বেগে গলা ধাক্কা দেই তাকে
এই তো আমাদের মানবতা!


সামান্য একটু স্বার্থের জন্য
আমরা অতি প্রিয়জনকেও
দূরে ঠেলে দিতে দ্বিধাবোধ করিনা
এই তো আমাদের ভালবাসা!


আমাদের বিবেক নেই
নেই মানবতা ও
আর ভালোবাসা?
সে তো দূর পরবাসে।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৩

বিতার্কিক সাধু বলেছেন: আহা কি সুন্দর সত্য। লাইক দিয়ে গেলাম বৎস

২| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪০

নকীব কম্পিউটার বলেছেন: মানবতাবোধ আজ মানুষের মধ্যে নেই।

বিশেষ করে ধনী শ্রেণীর মধ্যে।

টাকার গরমে তারা মানুষকে মানুষ ভাবে না।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫২

সুমন কর বলেছেন: কঠিন বাস্তবতা !

৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১২

প্রামানিক বলেছেন: আমাদের বিবেক নেই
নেই মানবতা ও
আর ভালোবাসা?
সে তো দূর পরবাসে।


চমৎকার কাব্য কথামালা।

৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৬

বিজন রয় বলেছেন: বিবেক নেই।

৬| ০৭ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:০৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: বিবেক ও মানবতা দূর পরবাস থেকে ফিরে আসুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.